• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন মিরাজ
সিলেট টেস্টে হারের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। যার জন্য দায়ী কেবল ব্যাটিং ব্যর্থতা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের থেকে ৪৬৪ রানে পিছিয়ে রয়েছে টাইগারা। হাতে দুদিন সময় থাকলেও পাঁচ উইকেটে এই লক্ষ্য ভেদ করতে হবে শান্ত-মিরাজদের।  এই ম্যাচে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের এমন বাজে ব্যাটিং নিয়ে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। রোববার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এসময় দলের ব্যাটারদের ব্যর্থতার কারণ জানতে চাইলে এই অলরাউন্ডার বলেন, এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সেই মোমেন্টে কী চিন্তা করছে।  ‘আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। তারপরও ভালো খেলার চেষ্টা করব আমরা যারা আছি। মুমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি নিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’ তিনি বলেন, টেস্ট ক্রিকেট আমরা অনেক দিন ধরে খেলছি। প্রস্তুতি সবাই আলাদাভাবে নিচ্ছে। সবাই সবসময় জানে আমাদের কন্ডিশন সম্পর্কে। আর আলাদা করে যা বললেন টেস্ট ক্রিকেটে সবসময় ব্যাটারদের দায়িত্ব নিতে হয়, তখন খেলাটা আরও বড় হয়।  ‘আমরা যখন ওদেরকে প্রথম সেশনে ৫ উইকেট নিয়ে ফেলেছিলাম তখন অনেকেই চিন্তা করেছিল ওদেরকে ১০০ রানের ভেতরে অলআউট করে দেব। তারপর কিন্তু ওরা জুটি গড়েছে। দুইজনে দুইটা ১০০ মেরেছে। টেস্ট ক্রিকেটটাই কিন্তু এরকম। উপরে যদি কেউ ভালো না খেলে কিন্তু পরে যদি ২ জন ২টা ১০০ মারে বা ১৫০ মারে তাহলে কিন্তু হয়ে যায়।’ ব্যাটারদের স্কিল বাড়ানো নিয়ে মিরাজ আরও বলেন, আমাদের আরও স্কিল বাড়াতে হবে। আমাদের অনেক জায়গায় ঘাটতি আছে। আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে। যে বলটা ছাড়তে পারি সেটা হয়ত খেলে দিচ্ছি তখন হয়ত আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটে আরও উন্নতি করতে হবে প্লেয়ারদের।  
২৪ মার্চ ২০২৪, ২১:৫২

ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
সিলেট টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮০ রানের জবাবে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ। এতে ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে সফরকারীরা। শনিবার (২৪ মার্চ) ৭ উইকেট হাতে নিয়ে ২৪৮ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশন খুব একটা ভালো কাটেনি শান্ত-লিটনদের। দলীয় শতরান পার হওয়ার আগেই ৫ উইকেট হারায় টাইগাররা। এতে অস্বস্তি নিয়েই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।  তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয়, লিটন দাস এবং শাহাদাত হোসেন দিপুদের ব্যাটিং ব্যর্থতার দিনে একাই প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম। এই স্পিনারের ফিফটি না পাওয়ার আক্ষেপ (৪৭ রান) এবং শেষদিকে দুই পেসার খালেদ এবং শরিফুলের ৪০ রানের জুটিতে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১৮৮ রান জড়ো করে লাল-সবুজেরা। প্রথম দিনে ৩ উইকেট হারানোর পর ‘নাইটওয়াচম্যান’ হিসেবে ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এই জুটিই শুরু করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। তবে ক্রিজে থিতু হতে পারেননি জয়। স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। ফেরার আগে ৪৬ বলে খেলেন ১২ রানের এক ইনিংস। জয় ফেরার পর তাইজুলের সঙ্গী হন শাহাদাত হোসেন দিপু। চাপের মুখে দিপুও দলীয় আস্থার প্রতিদান দিতে পারেননি। ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেওয়ার আগে তাইজুলের সঙ্গে গড়েন ৩০ রানে জুটি। দিপুর পর দ্রুত ফেরেন লিটনও। যদিও ক্রিজে এসে ভালোই শুরু করেছিলেন উইকেটকিপার এই ব্যাটার। কুমারার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার আগে তাইজুলের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে তাইজুলের ৭১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩২ রান নিয়ে বিরতিতে মধ্যাহ্নভোজে যায় নাজমুল হোসেন শান্তর দল। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর আর টিকে থাকতে পারেননি ফিফটির পথে থাকা টাইগার এই স্পিনার। কাসুন রাজিথার দুর্দান্ত এক ডেলিভারিতে মেন্ডিসের মুঠোবন্দী হয়ে ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফার্নান্দো। এ ছাড়া রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন। এর আগে, শুক্রবার টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর জবাব দিতে নেমে দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের বোলিং তোপে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৮ বলে ৯ রানে লেগ-বিফোরে কাঁটা পড়েন ওপেনার জাকির হাসান। ১০ বলে ৫ রানে ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন শান্ত। জাকিরের মতোই লেগ-বিফোরের শিকার হন টাইগার এই অধিনায়ক। এরপর ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুমিনুল হকও। ৭ বলে ৫ রান করে ক্যাচ আউট হন তিনি।
২৩ মার্চ ২০২৪, ১৪:২৯

নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে সিরিজ সমতায় লঙ্কানরা
টাইগারদের টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর প্রথম ওয়ানডেতে হেরে পিছনে পড়ে যায় লঙ্কানরা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। তাই শেষ ম্যাচটি দুই দলের জন্য অঘোষিত ফাইনাল। শুক্রবার (১৫ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের ২৮৭ রানে লক্ষ্য দেয় টাইগাররা। জবাব দিতে নেমে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসে প্রথম বলেই শরিফুলের শিকার হন আভিষ্কা ফার্নান্দো। ১৬ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন কুশল মেন্ডিস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৪ বলে ১ রান করে আউট হন তিনি। তবে পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ১০০ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন চারিথ আসালাঙ্কা। ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন দুজনই। ১১৪ রানে নিশাঙ্কাকে সাজঘরে ফেরান মিরাজ। এরপর ৯৩ বলে ৯১ রান করে আসালাঙ্কা আউট হলেও ততক্ষণে লঙ্কানদের জন্য জয়ের পথটা সহজ হয়ে যায়। ৪২তম ওভারে জানিথ লিয়ানাগেকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তানজিম সাকিব। ১৬ বলে ৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত ওয়েনিন্দু হাসানাঙ্কার ১৬ বলের ২৫ রান এবং দুনিথ ওয়েল্লালাগের ২৬ বলের অপরাজিত ১৫ রানে ভর করে তিন উইকেট এবং ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। তবে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার। তবে দুটি জীবন পেয়েও ফিফটি পূরণ করতে পারেননি শান্ত। ৩৯ বলে ৪০ রান করে আউট হন তিনি। ফিফটির আক্ষেপ নিয়ে শান্ত আউট হলেও ৫২ বলে ফিফটি তুলে নেন সৌম্য। ৬৬ বলে ৬৮ রান করে এই ওপেনার আউট হলে ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে টাইগাররা। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিকও। ২৮ বলে ২৫ রান করেন তিনি। ১৮ বলে ১২ রান করে আউট হন মিরাজ। অপর প্রান্তে ৭৪ বলে ফিফটি তুলে নেন হৃদয়। ৩৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন তানজিম সাকিব। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদও। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলেন তিনি। অপর প্রান্তে শেষ দুই বলে ছক্কা হাঁকান হৃদয়। ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। হৃদয়ের ১০২ বলে অপরাজিত ৯৬ রানে ভর করে ২৮৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ওয়েনিন্দু হাসানাঙ্গা। এ ছাড়াও দিলশান মাদুশানকা ‍দুটি এবং এক উইকেট নেন প্রামোদ মাদুশান।  
১৬ মার্চ ২০২৪, ০১:০৯

নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে সিরিজ সমতায় লঙ্কানরা
  তিন উইকেটের জয় লঙ্কানদের ২২:২৫, ১৫ মার্চ শেষ পর্যন্ত ওয়েনিন্দু হাসানাঙ্কার ১৬ বলের ২৫ রান এবং দুনিথ ওয়েল্লালাগের ২৬ বলের অপরাজিত ১৫ রানে ভর করে তিন উইকেট এবং ১৬ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।   সাকিবের প্রথম শিকার ২১:৫১, ১৫ মার্চ ৪২তম ওভারে জানিথ লিয়ানাগেকে লেগ বিফোরে ফাঁদে ফেলেন তানজিম সাকিব। ১৬ বলে ৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এতে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা।   নিশাঙ্কার পর আসালঙ্কার বিদায় ২১:৩৫, ১৫ মার্চ নিশাঙ্কার আউটের বেশিক্ষণ পিচে থাকতে পারেনি আসালঙ্কাও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৩ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে সেট দুই ব্যাটারকে আউট করে খেলায় ফেরে বাংলাদেশ।     মিরাজের ব্রেকথ্রু ২১:২৮, ১৫ মার্চ ৪৩ রানে লঙ্কানদের তিন উইকেট তুলে নিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে নিশাঙ্কা ও আসালাঙ্কা ১৮৫ রানের জুটি গড়েন। ৩৭তম ওভারে নিশাঙ্কাকে ১১৪ রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।     নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ২১:০২, ১৫ মার্চ চট্টগ্রামে সময় যত গড়িয়েছে ব্যাটিংয়ের ধার বাড়িয়েছেন নিশাঙ্কা। ১০০ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি লঙ্কান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা।     নিশাঙ্কার পর আসালাঙ্কার ফিফটি ২০:২০, ১৫ মার্চ নিশাঙ্কা ও আসালাঙ্কা জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ৬১ বলে ফিফটি তুলে নেন নিশাঙ্কা। অন্যদিকে আসালাঙ্কার ফিফটি তুলতে খেলতে হয় ৫০ বল।   আসালাঙ্কা ও নিশাঙ্কার জুটি ১৯:৫০, ১৫ মার্চ পঞ্চম উইকেটে ওপেনার নিশাঙ্কাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা।   শরিফুলের দ্বিতীয় শিকার ১৯:০৮, ১৫ মার্চ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমাও। ৪ বলে ১ রান করে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই লঙ্কান ব্যাটার। এতে দলীয় ৪৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।     তাসকিনের প্রথম আঘাত ১৯:০০, ১৫ মার্চ দ্রুত প্রথম উইকেটে হারালেও পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৩ বলে ১৬ রান করে তাসকিনের প্রথম শিকার হন এই লঙ্কান অধিনায়ক।   শরিফুলের প্রথম আঘাত ১৮:৪০, ১৫ মার্চ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে আভিষ্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম।     ২৮৬ রানের বড় পুঁজি টাইগারদের ১৮:০৫, ১৫ মার্চ শেষ দিকে ব্যাটি চালিয়ে রান তুলতে থাকেন হৃদয়। তাকে সঙ্গ দিয়ে দ্রুত রান তোলেন তাসকিনও। তাসকিনের ১০ বলে ১৮ রান এবং হৃদয়ের ১০২ বলের অপরাজিত ৯৬ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ২৮৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।     হৃদয়কে সঙ্গ দিয়ে ফিরলেন সাকিব ১৭:৪৫, ১৫ মার্চ মিরাজের বিদায়ের পর হৃদয়কে সঙ্গ দেন তানজিম হাসান সাকিব। ৩৩ বলে ১৮ রান করেন এই টাইগার পেসার।     হৃদয়ের দুর্দান্ত ফিফটি ১৭:২৫, ১৫ মার্চ চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। আগের ম্যাচে তিন রান করে আউট হলেও এদিন ৭৪ বলে নিজের ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার।   থিতু হতে পারেননি মিরাজও ১৭:১০, ১৫ মার্চ মুশফিকের আউটের পর পিচে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এবারও লঙ্কানদের উইকেট শিকারী হাসানাঙ্কা।   হাসানাঙ্কার তৃতীয় শিকার মুশফিক ১৬:৫০, ১৫ মার্চ তিন বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে লঙ্কানরা। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেনি মুশফিক। ২৮ বলে ২৫ রান করে ৩২তম ওভারে হাসানাঙ্কার বলে লেগ বিফোরে কাঁটা পড়েন এই ডান হাতি ব্যাটার।   শূন্য হাতে ফিরলেন মাহমুদউল্লাহ ১৬:১২, ১৫ মার্চ ইনিংসের ২১তম ওভারে বোলিংয়ে আসেন হাসানাঙ্গা। দ্বিতীয় বলে সৌম্য আউট হলে ব্যাটিংয়ে আসেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। প্রথম বলে দেখলেও পরের বলেই হাসানাঙ্গাকে এক পা উঠে এসে উড়িয়ে মারতে যান তিনি। তবে বল ব্যাটে না লাগায় স্ট্যাপিং হন দেশ সেরা এই ফিনিসার ব্যাটার।   ফিফটির পর ফিরলেন সৌম্য ১৬:১০, ১৫ মার্চ প্রথম ওয়ানডেতে রান পেলেও দ্বিতীয় ম্যাচে ৫২ বলে ফিফটি তুলে নিয়েছিলেন সৌম্য সরকার। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি এই টাইগার ওপেনার। ৬৬ বলে ৬৮ রান করে ক্যাচ আউট হন তিনি।     সৌম্যর ফিফটি ১৫:৫৫, ১৫ মার্চ ফিফটির আপেক্ষ নিয়ে শান্ত আউট হলেও ৫২ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।   ভাঙল শান্ত -সৌম্যর জুটি ১৫: ৩৫, মার্চ ১৫ সৌম্যর ক্যাচ নেওয়ার পর বেশ উদযাপন করছিলেন আভিস্কা ফার্নান্ডো। কিন্তু সেটি ফ্রি হিট হওয়ায় এ যাত্রায় বেঁচেছেন এই ওপেনার। সৌম্য আউট না হলেও পরের বলেই ফিরেছেন টাইগার দলপতি। দিলশান মাদুশঙ্কার অফস্টাম্প ঘেঁষা দারুণ ডেলিভারিতে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ব্যাটের কানায় লেগে তা মেন্ডিসের হাতে গেছে। এতে ৩৯ বলে ৪০ রানেই থেমেছে রানের ম্যাচের সেঞ্চুরিয়ানের ইনিংস। আর এতে ভেঙেছে সৌম্যর সঙ্গে তার ৭৫ রানের জুটি।   সর্বোচ্চ শূন্যে উন্নতি লিটনের ১৫: ১৪, মার্চ ১৫ ৯০ ম্যাচের ক্যারিয়ারে এটি লিটনের ১৪তম ডাক। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ শূন্যে মোহাম্মদ আশরাফুলকে ছাড়ালেন এই ওপেনার। লিটনের ওপরে এখন ওপরে এখন তামিম ইকবাল (১৯), হাবিবুল বাশার (১৮) এবং মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ রফিক (১৫)। অন্যদিকে এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার টানা দুই ম্যাচে শূন্য রানে সাজঘরের ফিরলেন লিটন। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন ক্ল্যাসিক এই ব্যাটার।   নাজমুল-সৌম্যের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ ১৫: ১০, মার্চ ১৫ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। তবে ইনিংসের অষ্টম ওভারে এসেই ৫০ পেরিয়েছে লাল-সবুজের দলীয় সংগ্রহ। একই সঙ্গে নাজমুল ও সৌম্যর জুটিরও ৫০ পূরণ হয়েছে।  ৮ ওভারে ৫০/১।   বেশ খরুচে বোলিং...  ১৪: ৪৫, মার্চ ১৫ ইনিংসের প্রথম ৫ চারের সবকটিই এসেছে শান্তর ব্যাট থেকে। এরমধ্যে ৪টিই হাঁকিয়েছেন মাদুশানের বলে। এবার তৃতীয় ওভারে এসে দিয়েছেন জোড়া বাউন্ডারি। সৌম্যর ব্যাট থেকে এসেছে সেগুলো। এখনও লাইন-লেংথ ঠিক করে উঠতে পারেননি মাদুশান। ফলে মাশুলও দিচ্ছেন তিনি। প্রথম ৩ ওভারে ৩১ গুণেছেন এই পেসার। ৬ ওভারে ৪১/১।   এক ওভারে দুবার বাঁচলেন শান্ত ১৪: ৪৫, মার্চ ১৫ ১ রানেই ২ উইকেট হারাতে পারতো বাংলাদেশ। প্রমোদ মাদুশানের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন শান্ত। তবে পাতুম নিশাঙ্কার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে সেই ক্যাচ। ১ বল পর ফুললেংথের বলেও কাঁটা পড়তে পারতেন শান্ত। মূলত কট বিহাইন্ড হয়েছিলেন শান্ত, তবে তাতে আবেদন করেনি লঙ্কানরা। রিভিউ তো দূরেই থাকুক।   ফের লিটনের ডাক! ১৪: ৩৫, মার্চ ১৫ সিরিজের প্রথম ওয়ানডেতে গোল্ডেন ডাক উপহার দিয়েছিলেন ওপেনার লিটন দাস। এবার দ্বিতীয় ম্যাচে এসে তৃতীয় বলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আজও রানের খাতা খোলা হয়নি এই ওপেনারের। দিলশান মাদুশঙ্কার লেগ স্ট্যাম্পের বলে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। এরপর শর্ট মিডউইকেটে ধরা পড়েছেন ক্লাসিক এই ব্যাটার। ১ ওভারে ০/১।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১২, মার্চ ১৫ সিরিজে ফেরার লক্ষ্যে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।     একাদশে নেই পরিবর্তন ১৪: ১০, মার্চ ১৫ সিরিজ জয়ের মিশনে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।   টস ১৪:০৫, মার্চ ১৫ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজেরা। সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৫ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
১৫ মার্চ ২০২৪, ২২:২৮

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ গ্রিনের
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে বড় পুঁজি পেতে সাহায্য করেন ক্যামরুন গ্রিন। এই ইনিংসে ভর করে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন গ্রিন। টেস্টে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন এই অজি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে চারে নেমে ১৭৪ রানের ইনিংস অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি শেষ জুটিতে হ্যাজেলউডকে নিয়ে ১১৬ রানের জুটিতে রেকর্ডও গড়েন অজি ব্যাটার। ম্যাচটিতে ১৭২ রানের জয় পায় অস্ট্রেলিয়া। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ থাকা স্টিভেন স্মিথ পিছিয়েছেন এক ধাপ। তার অবনতিতে এক ধাপ এগিয়ে দুইয়ে রয়েছেন জো রুট। তবে ভালো ফর্ম না করেও রেটিং পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষেই রয়েছেন কেন উইলিয়ামসন। এ ছাড়াও ওয়েলিংটন টেস্টে ১০ উইকেট নেওয়া নাথান লায়ন দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে হ্যাজেলউড চারে। পাঁচে আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন, তিনে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
০৬ মার্চ ২০২৪, ১৬:২৬

অভিষিক্ত জাকেরের ব্যাটিং তাণ্ডবেও রক্ষা পেল না বাংলাদেশ
  তিন রানের আক্ষেপ বাংলাদেশের ১২ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। ১৯তম ওভারে ১৫ রান তুললে ৬ বলে ১২ রানের লক্ষ্য দাঁড়ায় টাইগারদের। তবে ২০তম ওভারে তৃতীয় বলে জাকের আউট হলে পরের বলে চার মেরে রোমাঞ্চ তৈরি করে শরিফুল। শেষ পর্যন্ত ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।   মাহেদীর বিদায় জাকেরকে যোগ্য সঙ্গ দেন শেখ মাহেদী। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। তবে ১১ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন তিনি   অভিষেক ম্যাচে জাকেরের ফিফটি শেষ দিকে ব্যাট চালাতে থাকেন অভিষিক্ত জাকের আলী। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে ২৫ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   ফিফটির পর ফিরলেন মাহমুদউল্লাহ ফিফটি পূরণের পর বেশি সময় পিচে থাকতে পারেনি মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। থিকাশানাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার।   ২৭ বলে মাহমুদউল্লাহর ফিফটি শান্ত আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। মারকুটে ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি তুলে নেন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত জাকের আলী।   অল্পতেই ফিরলেন শান্ত এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ইনিংস বড় করতে পারেনি টাইগার অধিনায়ক। ২২ বলে ২০ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।   পাওয়ার প্লেতে তিন উইকেট নেই বাংলাদেশের পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৪৩ রান তোলে স্বাগতিকরা। কিন্তু বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধাঁক্কা খায় বাংলাদেশ।   ব্যর্থ হয়ে ফেরেন তাওহীদ হৃদয়ও সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা তাওহীদ হৃদয় এই ম্যাচে মাত্র ৮ রান করেন। এরপর ম্যাথিউসের বলে ক্যাচ আউট হন তিনি। এতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফার্নান্দোকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটাার।   শূন্য হাতে ফিরলেন লিটন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   পাহাড় সমান লক্ষ্য বাংলাদেশের ফিফটি পূরণের পর চারিথ আসালাঙ্কার মতো ব্যাট চালাতে থাকেন সামারাবিক্রমাও। শেষ ওভারে একের পর এক বাউন্ডারিতে রান তুলে তিন উইকেট হারিয়ে ২০৬ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। এতে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।   আসালাঙ্কার ক্যামিও ইনিংস ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা। অন্যদিকে ৪৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা।   সাদিরার দুর্দান্ত ফিফটি মেন্ডিসের আউটের পর ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করে চারিথ আসালাঙ্কা। অন্য প্রান্ত থেকে ৪৩ বলে ফিফটি তুলে নেন সাদিরা সামারাবিক্রমা। দুজনের অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।   রিশাদের ব্রেকথ্রু ১৫তম ওভারে মেন্ডিসকে আউট করে টাইগারদের ব্রেকথ্রু এনে দেয় লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩৬ বলে ৫৬ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।   কুশল মেন্ডিসের ফিফটি ২৯ বলে নিজের ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস। অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন সামারবিক্রমাও। ৫৬ রানে মেন্ডিসের ক্যাচ মিস করেন লিটন দাস।   মেন্ডিস ও সাদিরার জুটি সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ১০ ওভারে ৭৯ রান তুলে দলকে এগিয়ে নেয় এই দুই ব্যাটার। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৪৫ রান   ফার্নান্দোর বিদায়ের পর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ১৪ বলে ১৯ করেন তিনি। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। প্রথম শরিফুলের শিকার   ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলে লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের বলেই এই ডান হাতি ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু এনে দেয় শরিফুল। একাদশ  বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, জাকের আলীর অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস,  কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) সিলেটে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগারা।
০৪ মার্চ ২০২৪, ২২:০৬

লিটন-হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে রংপুরকে গুড়িয়ে ফাইনালে কুমিল্লা
বিপিএলে আগের নয় আসরের মধ্যে সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দশম আসরের প্রথম কোয়ালিফাইয়ারে রংপুরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কোচ সালাউদ্দিনের শিষ্যরা। রংপুরকে ছয় উইকেটে হারিয়ে চলতি বিপিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কুমিল্লা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে রংপুরকে ফাইনালে উঠতে হলে দ্বিতীয় কোয়ারিফাইয়ার ম্যাচে বরিশালকে হারাতে হবে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ক্যাচ আউট হন সুনিল নারিন। এরপর লিটন দাসের সঙ্গে জুটি গড়ে তাওহীদ হৃদয়। লিটন দাস কিছুটা ধীরে রান তুললেও ব্যাট চালাতে থাকেন হৃদয়। ৩১ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ব্যাটার। অপর প্রান্ত থেকে ৩৮ বলে ফিফটি তুলে নেন লিটনও। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে কুমিল্লা। ১৫তম ওভারে হৃদয়কে আউট করে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন আবু হায়দার রনি। ৪৩ বলে ৬৪ রান করেন এই ডান হাতি ব্যাটার। ১৭তম ওভারের তৃতীয় ওভারে জনসন চালর্সকে সাজঘরে ফেরান ফারুকী। এরপর লিটনকে সঙ্গ দেন মঈন আলী। ৫৭ বলে ৮৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন লিটস দাস। শেষ পর্যন্ত মঈম আলীর ৬ বলে ১২ রানে ভর করে ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। রংপুর রাইডার্সের হয়ে দুই উইকেট শিকার করেন ফজল হক ফারুকী। এ ছাড়াও আবু হায়দার রনি এবং মাহেদী হাসান একটি করে উইকেট নেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে ১০ রান তুলে দুর্দান্ত শুরু করে রনি তালুকদার। পরের ওভারে দ্বিতীয় বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন শামীম পাটোয়ারী। সাকিব আল হাসান ৯ বলে ৫ রান করে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন।। দলীয় ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টেবিল টপাররা। এরপর শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমি নিশাম। ২২ বলে ১৭ রান করে মাহেদী আউট হলে ৯ বলে ১৪ রান করে মাহেদীকে সঙ্গ দেন নিকোলাস পুরান। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩১ বলে ফিফটি তুলে নেন নিশাম। শেষ দিকে নিশামেন সঙ্গে জুটি পড়েন নুরুল হাসান সোহান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে রংপুর। ১৯তম ওভারে শেষ বলে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সোহান। ২৩ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন রাইডার্স অধিনায়ক। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন নিশাম।  নিশামের ৪৯ বলের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে ১৮৫ রানের বড় পুঁজি পায় রংপুর। নিশাম তার দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন আট বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি মেরে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১

টাইগারদের নতুন ব্যাটিং কোচ চূড়ান্ত!
নানান নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কান থিলান সামারাবিরা হচ্ছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ। তবে সব জল্পনা-কল্পনা শেষে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল'র নামও আলোচনায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এই দুইজনের একজনই টাইগারদের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন।  আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ কিছু পোস্ট-ই ফাঁকা ছিল। বৈশ্বিক মহারণের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। এ ছাড়া কোচিং স্টাফের ব্যাটিং, স্পিন বোলিং এবং ফিল্ডিং কোচের পদও ফাঁকা ছিল। বিশ্বকাপের পর এসব জায়গা পূরণে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। এই পদে কাজ করতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে অনেকেই আবেদনপত্র জমা দেন। এ ছাড়া স্থানীয় অনেক সাবেক ক্রিকেটারও আবেদন করেন। মার্চে শ্রীলঙ্কা সিরিজের আগে এসব কোটা পূরণে কোচদের সাক্ষাৎকার নিয়ে শর্ট লিস্টও তৈরি করে বিসিবির কমিটি। এরপর গত ১২ ফেব্রুয়ারি বোর্ড সভায় দুইজন করে ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম সুপারিশ করে নিয়োগ কমিটি। সেই তালিকা থেকেই একজন করে নেওয়ার কথা জানানো হয়। সে সময়ে সভা শেষে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, কোচ নিয়োগ কমিটি ব্যাটিং কোচ হিসেবে দুইজনের নাম সুপারিশ করেছে। এই দুজনের একজনকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হবে। জানা গেছে, এই তালিকায় থাকা স্টুয়ার্ড ল’ আগে জাতীয় দলের হেড কোচ ছিলেন। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের কোচ তিনি। এদিকে পেস বোলিং কোচ হিসেবে দেশি মাহবুব আলী জাকি ও ওয়েস্ট ইন্ডিজের কলিমোর নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কলিমোর এইচপির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এসব পদে দিলেও স্পিন বোলিং কোচ চেয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি বিসিবি। তবে রঙ্গনা হেরাথকে বছরে ২০০ দিন কাজ করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫

সাকিবের ব্যাটিং সাফল্য নিয়ে মুখ খুললেন কোচ সোহেল
চলমান বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি সাকিব আল হাসান। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের চেনা রূপে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। রংপুর রাইডার্সের হয়ে নিজেদের শেষ চার ম্যাচে ১৯৬ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৯ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং সাফল্য নিয়ে কথা বলেছেন রংপুরের কোচ সোহেল ইসলাম।    তিনি বলেন, সাকিবের পারফরম্যান্স তো আপনারা সবাই দেখছেন। আলাদা করে কিছু বলার নেই। ফিরে আশার লড়াইয়ের সময় আমরা সবাই মিলে সাহায্য করেছি। দল মালিকরাও ব্যাক করেছে। সাথে যারা কোচিং স্টাফ প্লেয়ার ছিল সবাই ছিল।' চোখের সঙ্গে ফিটনেসেরও সমস্যা ছিল সাকিবের এমনটা জানিয়েছেন রংপুরের কোচ। তিনি বলেন, শুধু যে চোখের সমস্যা ছিল তা না ফিটনেস লেভেলেও আপ টু দ্য মার্ক ছিল না। এটার জন্য আসলে সময় দরকার ছিল। আমরা সেই সময়টা বের করার চেষ্টা করেছি। সে যেন আসলে ওই সময়টা মানসিকভাবে ডাউন না হয়ে যায়।  আমরা জানতাম সাকিব যদি ফিট হয়ে যায় তাহলে পারফরম্যান্সের যে পুরনো ঝলকটা আছে, সেটা সে দেখাতে পারবে। সাকিব ছাড়াও ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়াচ্ছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী। এই তরুণ ক্রিকেটারকে নিয়ে সোহেল বলেন, তাকে যখন যেখানে নামানো হচ্ছে তার সেই দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছে। মেহেদী তো আমি বলব না যে শুধু বোলার। ব্যাটিংয়েও তার পারফরম্যান্সটা ভালো। দলে এখন জায়গা আছে তাকে উপরে খেলানোর। এটা অবশ্যই দলের জন্য ভালো।’
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯

সাকিব ও মাহেদীর ব্যাটিং নৈপুণ্যে রংপুরের বড় পুঁজি
চলমান বিপিএলে নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করতে বরিশাল ও খুলনার সঙ্গে লড়াই করছে চট্টগ্রাম। নিজেদের দশম ও গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এই চট্টগ্রামকে ১৮৮ রানের বড় লক্ষ্য দিয়েছে রংপুর। শুক্রবার (১৬ জানুয়ারি) টস জিতে  ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধীর গতিতে এগোতে থাকে রংপুর। তবুও ইনিংস বড় করতে পারেনি দুই ওপেনারের কেউই। ১৯ বলে ২৫ রান করে রনি তালুকদার আউট হলে ১১ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন রেজা হেনড্রিক্স। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ব্যান্ডন কিংও। ৯ বলে মাত্র ২ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ক্যারিবিয়ান ব্যাটার। কিন্তু রংপুর শিবিরে হাল ধরেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ বলে ৫ রান করে সোহান আউট হলে সাকিবকে সঙ্গ দেন শেখ মাহেদী। ১৫তম ওভারে জিয়াউর রহমানের বলে পর পর তিন ছক্কা মারেন মাহেদী। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন সাকিব। ১৫ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলেন মাহেদী। বিলাল খানকে ছক্কা হাঁকাদে গিয়ে নিজের স্ট্যাম্প বিলিয়ে দেন এই ডান হাতি অলরাউন্ডার। এরপর সাকিবকে সঙ্গ দেন জেমি নিশাম। তবে ৩ বলে ৫ রান করে কট আউট হন এই কিউই অলরাউন্ডার। ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন সাকিব। শেষ পর্যন্ত হাসান মাহমুদের ২ বলে ৮ রান এবং শামীম পাটোয়ারী ৯ বলে ১৭ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় রংপুর রাইডার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন বিলাল খান।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়