• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
স্বস্তির বৃষ্টিতে ঢাকার বায়ুমানের উন্নতি
বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। রাজধানী ঢাকার স্কোর ৮৬ অর্থাৎ এখানকার বায়ু ‘ভালো’ বা মাঝারি মানের। অন্যদিকে, বায়ুদূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি।   রোববার (৩১ মার্চ) সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।  বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর হচ্ছে ২০১ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই এবং শহরটির স্কোর ১৭৯। এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরটির দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। দিনদিন দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
৩১ মার্চ ২০২৪, ১২:৩৯

ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ভারী বৃষ্টিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিনসহ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।  সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকা বিশেষত তাবুকের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় ঝড় ও শিলাবৃষ্টিসহ আকস্মিক বন্যার আশঙ্কা করা হয়েছে। ইতোমধ্যে তাবুকে এসব আঘাত হেনেছে বলেও প্রতিবেদনে বলা হয়। দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানায়, মক্কা, মদিনা, তাবুকসহ উত্তর ও উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাসের সঙ্গে বালুঝড় ও শিলাবৃষ্টি এবং ভারি বজ্রঝড় হতে পারে।  এ সময়ে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
২০ মার্চ ২০২৪, ১১:১৯

বৃষ্টিতে বন্ধ মেট্রোরেল! 
বৃষ্টির মধ্যে মেট্রোরেল বন্ধ হয়ে যায়। রাজধানীতে এ সময় দমকা বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হয়। মঙ্গলবার (১৯ মার্চ) পৌনে ৫টার দিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন যাত্রীরা। অবশ্য আধাঘণ্টা পর তা আবার চালু হয়ে যায়। এই সময় অফিস ফেরত যাত্রীদের ভিড় উপচে পড়ে স্টেশনগুলোতে। মেট্রোরেল যখন চালু হয় ততক্ষণে ইফতারের সময় হয়ে যায়। তখনও দেখা যায় ট্রেনের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে। তাদের লম্বা লাইনে ভোগান্তির চিত্র ফুটে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় র‌্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকেট কেটেছিলেন, তাদের টাকা ফিরত দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাস্টমার সার্ভিস অফিসার শরিফ সরদার একটি গণমাধ্যমকে বলেন, বৃষ্টি হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগেও মেট্রোরেল বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (বিএমটিসিএল) কর্তৃপক্ষ জানায়, উত্তরা উত্তর স্টেশনে থাকা একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ট্রেনটির অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয়। এজন্য বন্ধ রাখা হয়েছে মেট্রোরেল। গত ১৪ তারিখ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকা পড়ে। এ সময় যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় স্টেশন থেকে। কর্মকর্তারা জানান, সম্ভাব্য ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইন) ভোল্টেজ কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। একই ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৩টার দিকে। মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় সুস্পষ্ট কারও বক্তব্য পাওয়া না গেলেও ফেসবুকে যাত্রীরা বলছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।
১৯ মার্চ ২০২৪, ২০:২৩

বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বিকেলে হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, শান্তিনগর, মালিবাগ এবং কারওয়ান বাজারসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে থাকে যানবাহন। এ বিষয়ে মালিবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী রিয়াদ মোর্শেদ বলেন, আজ বিকেল ৩টার দিকেই শুরু হয় বৃষ্টি। এর ফলে তৈরি হয় যানজট। যানজট এবং জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় ঘণ্টা পার হয়েও গাড়ি এক জায়গায় আটকে আছে। যানজটে আটকা পড়া যাত্রী আবু সাঈদ বলেন, গুলিস্তানে প্রচুর জ্যাম। বৃষ্টির কারণে রাস্তায় পানি ওঠায় হেঁটেও গন্তব্যে যাওয়া যাচ্ছে না। এরপর বাংলামোটরেও প্রায় ৪৫ মিনিট ধরে বাসে বসে আছি। বাসায় কখন পৌঁছাতে পারব বুঝতে পারছি না। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।
১৯ মার্চ ২০২৪, ১৮:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়