• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের মধ্যে ৪৩তম অবস্থানে রয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আর শুধুমাত্র ৯৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাবে ১৭তম অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি। সম্প্রতি এডি ইনডেক্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। এতে বিশ্বে ৫২৭৮তম এবং এশিয়ায় ২১৯৭তম অবস্থানে আছে গণ বিশ্ববিদ্যালয়।  তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া শীর্ষ দশে আছে নর্থ সাউথ, রাবি, জাবি, ঢাবি, বাকৃবি, বশেমুরকৃবি, খুবি, মাভাবিপ্রবি ও শাবিপ্রবি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ১০ এর ভেতরে আনা। কিছু ভালো প্রফেসর নিয়োগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ভালো করতে হলে শিক্ষার মান বাড়াতে হবে। সে লক্ষ্যে আমরা ভলো শিক্ষক নিয়োগে জন্য পিএইচডির দিকে জোড় দিচ্ছি। তিনি আরও বলেন, কনভোকেশনের জন্য সব কিছু রেডি করে পাঠানো হয়েছে। ডেট দিলে আমরা কনভোকেশন সম্পন্ন করবো। এই বিষয় গুলো আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রাখবে। যা র‌্যাংকিংয়ে আগাতে সাহায্য করবে। প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স একটি আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশক সংস্থা। প্রতি বছর তারা বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে এসব তালিকা প্রকাশ করে।
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৩

১৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি: ১৮৫৩ -  বোম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়। ১৯১২ -  হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পারি দেন। ১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন। ১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন। ১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে। ১৯৪৮ - সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন। ১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষনা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলণ করতে যাচ্ছেন। ১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্তিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়। ২০০১ -  ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়। ২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন। জন্ম: ১৩১৯ -   জন দ্বিতীয়, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৬৪৬ -   জুলিস হার্ডোইন ম্যানসার্ট, তিনি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট স্হপতি। ১৭২৮ -   জোসেফ ব্ল্যাক, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ। ১৮৩৯ -   আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিক ও ১২ তম প্রধানমন্ত্রী। ১৮৪৪ -   আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি। ১৮৬৭ -   উইলবার রাইট, তিনি ছিলেন উড়োজাহাজের আবিস্কারক। ১৮৮৫ - র  বিপ্লবী উল্লাসকর দত্ত, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ১৮৮৯ -   চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা। ১৮৯৬ -   ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক। ১৯২১ -   পিটার উস্টিনোভ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯২৭ -  পোপ বেনেডিক্ট ষোড়শ জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ -   গেরি রাফেরটয়, তিনি ছিলেন স্কটিশ গায়ক ও গীতিকার। ১৯৫৪ -   এলেন বারকিন, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৬০ -   রাফায়েল বেনিতেজ, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬০ -   পিয়ের লিটবারস্কি, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৫ -   মার্টিন লরেন্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭২ -   কোনকিতা মার্টিনেজ, তিনি সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়। ১৯৭৭ -   ফ্রেড্রিক লুক্সুমবার্গ, তিনি সুইডিশ ফুটবলার। ১৯৭৮ -   লারা দত্ত, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮৫ -   টায়ে টাইও, তিনি নাইজেরিয়ান ফুটবলার। ১৯৮৬ -   শিনজি অকাযাকি, তিনি জাপানি ফুটবলার। ১৯৮৭ -   আরন লেননোন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়। মৃত্যু: ০০৬৯ -  মৃত্যুবরণ করেন ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৭৮৮ -  মৃত্যুবরণ করেন জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, তিনি ছিলেন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক। ১৮৫০ -  মৃত্যুবরণ করেন ম্যারি তুসো, তিনি ছিলেন মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা। ১৮৫৯ -  মৃত্যুবরণ করে অ্যালেক্সিস ডি টকুয়েভিলে, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী। ১৮৯৬ - মৃত্যুবরণ করে কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিত বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ছিলেন। ১৯১৬ -  মৃত্যুবরণ করেন টমাস প্যাট্রিক হোরান, তিনি ছিলেন আয়ারল্যান্ডে বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯২৮ -  মৃত্যুবরণ করেন পাভেল আক্সেলরদ, তিনি ছিলেন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী। ১৯৫১ -  মৃত্যুবরণ করেন অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক। ১৯৫৮ -  মৃত্যুবরণ করেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ। ১৯৬৬ - মৃত্যুবরণ করেন নন্দলাল বসু, তিনি ছিলেন ছিলেন বাঙালি চিত্রশিল্পী। ১৯৭১ -  মৃত্যুবরণ করেন সিপাহী মোস্তফা কামাল, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। ১৯৭২ -  মৃত্যুবরণ করেন ইয়াসুনারি কাওয়াবাতা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক। ২০১৫ -  মৃত্যুবরণ করেন স্টানিস্লাভ গ্রস, তিনি ছিলেন চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী। দিবস: আজ বিশ্ব কণ্ঠ দিবস
১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩

হাতিয়ায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নোয়াখালীর হাতিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টার সময় উপজেলা সদরের উত্তর পাশে জাহাজমারা-নলচিরা প্রধান সড়কে এই ঘটনা ঘটে।  নিহত সিহাব জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে। সে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র। এই ঘটনায় আহত আরো চারজন হলো কাজল হোসেন, আব্দুল ইসলাম, রিপন, সাকিব। স্থানীয়রা জানান, দুটি মোটার সাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জন গুরতুর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লাহ জানান, নিহত সিহাবের বুকে আঘাত পাওয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে ছিড়ে গিয়ে রক্ত ক্ষরণ হতে দেখা যায়। আহত চার জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহাম্মেদ বলেন, আমাদের টিম হাসপাতালে অবস্থান করছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  
১০ এপ্রিল ২০২৪, ০০:৫৮

বুয়েটে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি বন্ধ কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হটকারি সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের উদ্যোগে ভাসমান মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হটকারি সিদ্ধান্ত ছিল। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার হটকারি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তিনি বলেন, দেশের সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে। তাই শুধু বুয়েট নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে ছাত্রলীগকে নির্দেশ দিচ্ছি। তিনি আরও বলেন, আদালতের রায় এসেছে। ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়। পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাছান মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব, তাদের থেকে সাবধান থাকতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদের টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে। উল্লেখ্য, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আর এই সুযোগে সেখানে ধর্মীয় উগ্রবাদীরা অনুপ্রবেশ করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠে।  সবশেষ গত সপ্তাহে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে পাঁচ বছর পর বুয়েটে আবার ছাত্র সংগঠনগুলোর রাজনীতি করার সুযোগ তৈরি হয়।
০৯ এপ্রিল ২০২৪, ১৮:১১

চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজশাহী ও চট্টগ্রাম  অঞ্চলের ৯টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধিভুক্ত কলেজ চারটি হলো- রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। এ ছাড়া এ প্রজ্ঞাপনে চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। পাঁচটি কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এমতাবস্থায় উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন, বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে ২০১৭ সালে ঢাকার ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
০৪ এপ্রিল ২০২৪, ২০:৩৪

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার নিয়োগ স্থগিত করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়োগের বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে উঠছিল। কিন্তু সেটি চূড়ান্ত করা হয়নি। সার্বিক বিষয় ও অভিযোগ রিভিউ করার জন্য সিলেকশন বোর্ডে পাঠানো হয়েছে। এর আগে ইনিস্টিউটটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্ন্যান্স নিয়োগ বোর্ড সাজু সাহাসহ চারজনকে নিয়োগের জন্য মনোনীত করে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একই বিভাগের সাবেক ওই নারী শিক্ষার্থী। এতে তিনি জানান, কাউন্সেলিং করানোর নামে উনি আমার গায়ে হাত দিয়েছেন, হুক-আপ (যৌন আনন্দ উপভোগ) করার প্রস্তাব দিয়েছেন। মানসিক ট্রমায় এক সেমিস্টার নিয়মিত ক্লাস করতে পারিনি। তিনি জানান, ফাইরুজ অবন্তিকার ঘটনার পর এগুলো সামনে আনার সাহস পেয়েছি।  
০১ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল 
সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় নির্বাহী সংসদ। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রিয়েলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ৩৪ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ দিকে নতুন কমিটি হওয়ার পর রাতেই উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগান-মিছিলে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর কমিটি হওয়ায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসের ছাত্র-রাজনীতিতে।  এর আগে ২০১৭ সালের ৭ মে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। এর প্রায় অর্ধযুগ পর গত বছরের ৪ জুলাই কমিটি বিলুপ্ত ঘোষণা করে জীবন বৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর একই বছরের ২৭ সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কর্মীসভা। 
২৯ মার্চ ২০২৪, ২১:৫৯

নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
পবিত্র মাহে রমজান উপলক্ষে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে গার্ড, আনসার সদস্য, ঝাড়ুদারসহ নানা শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত ছিলেন।  বৃহস্পতিবার (২৮ মার্চ) ১৭ রমজানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের দশম তলায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, নাট‍্যকলা ও পরিবেশ বিদ‍্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদুজ্জামান শিবলী, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স দপ্তরের অডিট অফিসার শফিকুল ইসলাম সুমন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুসরাত জাহান শিমু, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক আসলাম বেগসহ অন্যরা।  ইফতারের আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান বলেন, রমজান মাস হলো সংযমের মাস। এ মাস আমাদেরকে সকল প্রকার অন‍্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। খাবার সামনে থাকা অবস্থায়ও যেমন আল্লাহর ভয়ে বিরত থাকি তেমনি সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত থাকার শিক্ষা গ্রহণ করতে পারি এ পবিত্র রমজান মাসে।  বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি নবাব মোহাম্মদ শওকত জাহান বলেন, প্রতিবারের ন‍্যায় এবারও আমরা ইফতার মাহফিলে একত্রিত হয়েছি। ইসলামের শিক্ষায় উজ্জীবিত হয়ে স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে যেতে চাই।  অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান। বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রায় অর্ধশতাধিক অতিথির উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
২৯ মার্চ ২০২৪, ২০:৫২

৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিলো হার্ভার্ড
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে সংরক্ষিত ছিল মানব চামড়ায় বাঁধানো একটি বই। ৯০ বছর ধরে বইটি বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণে থাকলেও তার মলাট যে মানুষের চামড়ায় তৈরি, তা নিশ্চিত হওয়া যায় ২০১৪ সালে। তারপরও এক দশক এ অবস্থাতেই বইটি নিজেদের সংরক্ষণে রাখলেও এবার সেই মলাট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ‘ডেস্টিনিজ অব দ্য সোল’ নামে বইটি থেকে মানব চামড়ায় তৈরি মলাটটি অপসারণ করা হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।  হার্ভার্ড জানিয়েছে, চামড়াটি অপসারণ করা হয়েছে এবং ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হবে। জানা গেছে, ১৮৮০ সালে লেখা হয় এই বইটি। ‘দেস দেসতিনেস দে লামে’ শিরোনামে আত্মা ও মৃত্যুপরবর্তী জীবন নিয়ে লেখা এই  বইটির লেখক আর্সেন হোসায়ের। পরে বইটি নিজের চিকিৎসক বন্ধু ডা. লুডোভিচ বোল্যান্ডকে দেন লেখক। বইপ্রেমী ওই চিকিৎসক পরবর্তীতে এক অপরিচিত মানসিক বিকারগ্রস্ত নারীর চামড়া দিয়ে বাঁধাই করেন বইটি। মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যু হয়েছিল ওই নারীর। ১৯৩৪ সাল থেকে বইটি স্থান পায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হাফটন লাইব্রেরিতে। এরপর একটা পর্যায়ে বইটির মলাট নিয়ে সন্দেহ হওয়ার পর ব্যাপক অনুসন্ধান চালান বিজ্ঞানী ও পর্যবেক্ষকরা। অবশেষে ২০১৪ সালে এসে সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হন গবেষকরা। বইটির মলাটে মানুষেরই চামড়া ব্যবহার করা হয়েছে বলে শতভাগ নিশ্চিত হন তারা। এরপর এক দশক ধরে বইটি মানব চামড়ার মলাটেই সংরক্ষিত থাকলেও দুদিন আগে সেই মলাট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় হার্ভার্ড কর্তৃপক্ষ। অনেক বিবেচনা ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। অজ্ঞাত ওই নারীর এই দেহাবশেষের সম্মানজনক সৎকারের পাশাপাশি এখন ওই নারীর জীবন নিয়েও গবেষণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাফটন লাইব্রেরি। অবশ্য কেন মানুষের চামড়া দিয়ে বই বাঁধাইয়ের মতো ‘উদ্ভট’ কাজটি করেছিলেন ওই ব্যাখ্যাও বইয়ের ভেতর একটি চিরকুটে দিয়ে গিয়েছিলেন ডা. বোল্যান্ড। চিরকুটে ওই চিকিৎসক লিখেছিলেন, “মানব আত্মা নিয়ে লেখা একটি বই অবশ্যই মানুষের চামড়া দিয়ে বাঁধাই হওয়ার দাবি রাখে।”  আজকাল মানুষের চামড়া দিয়ে বই মলাট করাকে উদ্ভট বা ঘৃণ্য কাজ হিসেবে গণ্য করা হলেও এক সময় অবশ্য এর প্রচলন ছিল। বোল্যান্ড লিখেছিলেন, ষোড়শ শতাব্দি থেকে ‘এনথ্রোপোডার্মিক’ শব্দটি বেশ প্রচলিত, যার অর্থ হচ্ছে মানুষের চামড়া দিয়ে বইয়ের মলাট করা। ওই শতকে এর প্রচলন ছিল। তখন কেউ অপরাধ করলে তার চামড়ায় তা লিখে দেওয়া হতো। অনেক সময় কেউ কেউ মরে যাওয়ার পর তার চামড়া দিয়ে বইয়ের মলাট বানিয়ে তাকে স্মরণীয় করে রাখার জন্য স্বজন ও বন্ধু-বান্ধবদের অনুরোধও করে যেতেন। একই নোটে তার সংগ্রহে থাকা আরেকটি বই ‘সাভিয়েরিন পাইনাস’ও মানুষের চামড়ায় বাঁধাই করা বলে নিজের লেখা চিরকুটে উল্লেখ করে যান বোল্যান্ড। বইটি বর্তমানে লন্ডনের ‘ওয়েলকাম’ লাইব্রেরিতে আছে বলে জানা গেছে।
২৯ মার্চ ২০২৪, ১৫:২৭

‘১০ লাখ টাকা নেন মিষ্টি খেতে, কাউরে বলব না’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে চাকরি প্রদানের বিনিময়ে মিষ্টি খেতে দশ লাখ টাকার প্রস্তাব দিয়ে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন মিথি নামের এক তরুণী।  মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে চাকরি প্রদানের অনুরোধ জানিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপে ফোন এবং পরবর্তীতে ওই বার্তাটি পাঠান তিনি। হোয়াটসঅ্যাপ আইডিতে তার নাম দেখা যায় মিথি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ক্ষুদেবার্তায় ওই তরুণী লিখেছেন, ‘স্যার ১০ লাখ মিষ্টি খেতে নেন স্যার, এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না ইনশাআল্লাহ, আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।’ জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টায় উপাচার্যের মোবাইলে মিথি নামক এক অজ্ঞাত নারী উপাচার্যকে ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অনুরোধ করে মেসেজ পাঠান। এ ছাড়া মেয়েটি উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য জোরাজুরি করেন। উপাচার্য তার সঙ্গে কথা না বললে ওই মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে উপাচার্যের মানহানি হবে বলে জিডিতে উল্লেখ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, উপাচার্য স্যারকে মিষ্টি খাওয়ার জন্য এক চাকরিপ্রার্থী মেয়ে ১০ লাখ টাকা দিতে চাইছে। স্যারকে মেসেজ করে বলেছে। স্যারের নির্দেশনা অনুযায়ী থানায় জিডি করা হয়েছে। এ দিকে জিডিতে উল্লেখিত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সকালে ১১টার ফুল দিয়ে আসছিলাম তখন এক মহিলা কণ্ঠ আমাকে ফোন দিয়ে বললো, স্যার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি পরিচয় চাইলে তিনি জিজ্ঞেস করলেন, স্যার আপনি কী একা? আমি আবার কল দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, চাকরির ব্যাপারে কথা বলব। আমার তো কুষ্টিয়াতে কেউ নাই। আমি কাউকে চিনি, জানিও না।’ তখন আমি তার সঙ্গে কথা বলতে আগ্রহী না বলে কল কেটে দিলাম। তিনি আবার অনুরোধ করে বললেন, ‘প্লিজ একটা মিনিট একটু কথা বলেন। তারপর আমি কেটে দিলে একটা মেসেজ পাঠায় যে, ১০ লাখ টাকা নেন মিষ্টি খেতে। এটা আমি কাউরে বলব না। এখন দেখেতেছি সেই মেসেজটা ডিলেট করে দিয়েছে।’  ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমার ধারণা এটা একটা চক্রের ষড়যন্ত্রের জাল ছিল। সঙ্গে সঙ্গে আমি জিডিটা করেছি এবং পুলিশ প্রশাসনকে বলেছি যেন দ্রুত এটা খুঁজে বের করে।’
২৭ মার্চ ২০২৪, ০৮:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়