• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
এবার নতুন উচ্চতায় বিপিএল
শেষ হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। শুক্রবার (১ মার্চ) বহুল কাঙ্ক্ষিত শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে রেকর্ড পঞ্চমবারের মতো খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। হোম অব ক্রিকেট মিরপুরে সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে গড়াবে প্রায় দেড় মাসব্যাপী উত্তেজনা ছড়ানো এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। রোমাঞ্চকর এই লড়াই এবার দেশের বাইরেও উপভোগের সুযোগ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ৬৪টি দেশ থেকে বিপিএল ফাইনাল উপভোগ করা যাবে। যা বিপিএল সম্প্রচারের ইতিহাসে নতুন মাইলস্টোন। এদিকে বাংলাদেশে এবারের বিপিএল সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও গাজী টিভি। অনলাইনে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অন্যদিকে ভারতে ফ্যানকোডে বিপিএল দেখা যাচ্ছে। পাকিস্তানে টেন স্পোর্টসে সরাসরি বিপিএল উপভোগ করা যাচ্ছে। এ ছাড়া পাকিস্তানে ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে অনলাইনে বিপিএল সম্প্রচার করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও বিপিএল দেখা যাবে। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে  স্টারজপ্লে, ওরেডো, ডিইউ অ্যান্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে এবারের বিপিএল দেখা যাবে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে বিপিএল উপভোগ করা যাবে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে উইলো টিভিতে বিপিএল উপভোগের সুযোগ থাকছে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি-স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিপিএল উপভোগ করা যাবে।
০১ মার্চ ২০২৪, ০৯:২০

বিপিএল নিয়ে হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা জানাল বিসিবি
বিপিএল মানেই সমালোচনা এটা অনেক পুরনো কথা। তবে ঘরের মানুষ যখন সেই সমালোচনা করে তাহলে তো আরও বেশি গায়ে লাগবে সেটাই স্বাভাবিক। সম্প্রতি বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করে বোমা ফাটিয়েছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। যার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেডমাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন হাথুরু। বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি। হাথুরুসিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। বিশেষ করে বিপিএলের আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই টাইগারদের প্রধান কোচের বক্তব্য ভালোভাবে নেয়নি। বিসিবির বেতনভুক্ত কোচ হয়ে টুর্নামেন্ট চলাকালীন সময়েই এভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন কিনা সেই প্রশ্নও অনেকের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, হাথুরুর এমন বক্তব্যে তারাও বিব্রতকর। তিনি বলেন, আমরা হাথুরুর সাক্ষাৎকারটি পড়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। এটা নিশ্চিতভাবেই বিব্রতকর। আমরা তার সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এবং আপনাদের জানাবো।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

বিপিএল খেলতে এসে নিজের বিয়ে নিয়ে যা বললেন মিলার
বিপিএলের প্লে-অফ মাটাতে বাংলাদেশে পা রাখলেন ডেভিড মিলার। মিলার দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে ফরচুন বরিশালের। এবার বিপিএল খেলতে এসে নিজের বিয়ের সুখবর দিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেই বিশ্রাম না নিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন মিলার। মিরপুরের একাডেমি মাঠে তিনি অনুশীলনও করছেন। শুরুতে অনুশীলনে শরীর গরমে নজর দেন। এরপর তাকে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এদিন গণমাধ্যমে কথা বলেছেন মিলার। এসময় বিপিএলের খেলা দেখেছেন কিনা এমন প্রশ্নর মুখোমুখি হন তিনি। জবাবে এই মারকুটে বোলার বলেন, সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে।  ‘তাই অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম।’  দলের হয়ে ভালো খেলার প্রত্যাশা রেখে তিনি বলেন, সামনের ম্যাচে খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও ভূমিকা রাখতে চাই। বিপিএলের উইকেট নিয়ে মিলার বলেন, পিচ দেখতে ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছি। যতটা মনে আছে জার্সি ছিল গোলাপি রঙের। এক সপ্তাহের জন্য এসে তিনটি ম্যাচ খেলেছিলাম। বাংলাদেশে আসা সবসময় দারুণ স্মৃতিময়। আগামীকাল থেকে শুরু হবে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড। যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তামিম-মিলারের বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলে বিদায়, আর জিতলে ফাইনালে উঠতে আরও একটি ম্যাচ জিততে হবে জয়ী দলকে।  দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিপিএলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

এবার মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল
বাংলাদেশ ক্রিকেটে পুরুষদের জন্য বড় ঘরোয়া টুর্নামেন্ট হলো বিপিএল। তবে নারীদের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যবস্থা নেই। তবে এবার নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের আদলে হবে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম আসরের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। গত বছরটা দুর্দান্তভাবে কাটিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এখন আর হেরে যাওয়া নয়, টাইগ্রেসরা লড়াই করে চোখে চোখ রেখে। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত তারকা। তাই বিপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের বহুদিনের দাবি নিগার-নাহিদাদের।  দেরিতে হলেও অবশেষে তা হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে নারীদের প্রিমিয়ার লিগ। যদিও প্রথম বারের আসর হবে ছোট পরিসরে। নারী বিপিএল নিয়ে নাদেল বলেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা (দল নিতে) আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০

বিপিএল মাতাতে মিরপুরে ডেভিড মিলার
বিপিএলের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটার ডেভিড মিলারকে দলে নেওয়ার বিষয়টি প্রচার করে আসছে ফরচুন বরিশাল। তবে লিগ পর্ব খেলতে না পারলেও প্লে-অফ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে মিরপুর শের-ই -বাংলার মাঠে এসেছেন মিলার। একাডেমি মাঠে তিনি অনুশীলনও করছেন। শুরুতে অনুশীলনে শরীর গরমে নজর দেন। এরপর তাকে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এদিন শুরুতে তামিমের সঙ্গে দীর্ঘ সময় বসে কথা বলেন মিলার। হয়তো দলের খোঁজ-খবর নিচ্ছিলেন এই প্রোটিয়া তারকা। অল্প সময়ের ভেতরই ফ্র্যাঞ্চাইজির অনুশীলন জার্সি পরে নেমে পড়েন ব্যাটিংয়ে। বোঝাই যাচ্ছিল বেশি সময় নিতে চান না মিলার, তার জন্য বরিশালের যে দীর্ঘ অপেক্ষা সেটিরও যেন মূল্য চুকাতে চাইলেন। সোমবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড। যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তামিম-মিলারের বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলে বিদায়, আর জিতলে ফাইনালে উঠতে আরও একটি ম্যাচ জিততে হবে জয়ী দলকে। দিনের অপর ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিপিএলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১

বিপিএল নিয়ে বোমা ফাটালেন কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তোলা নতুন কোনো বিষয় নয়। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে আক্ষেপের শেষ নেই। এতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বিপিএল গর্ভনিং কমিটি। এবার বিপিএল নিয়ে বোমা ফাটালেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেড মাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন হাথুরু।  বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। খেলোয়াড়দের ইচ্ছামতো আশার যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন, এই সিস্টেম নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আইসিসির এটা দেখা উচিত। বোর্ডেরও আমাদের জন্য কিছু করা উচিত। নিয়মনীতি থাকা দরকার।  একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, আবার খেলছে আরেক টুর্নামেন্টে। যেন সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, এটা ঠিক নয়। এতে মানুষ আগ্রহ হারায়, আমি যেমন হারিয়েছি। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা সুযোগ পেলেও বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সুযোগ পায় না। তাই বিসিবিকে নতুন প্রস্তাব দেন। হাথুরু বলেন, আমাদের একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা কিছু করতে পারবে-ধরুন বাংলাদেশি ব্যাটার সেরা তিনের মধ্যে ব্যাট করলো, বোলাররা ডেথে বল করার সুযোগ পেলো। তা না হলে তারা এসব কোথায় শিখবে? তিনি আরও বলেন, আমার আদর্শ পরামর্শ হলো, বিপিএলের আগে আরেকটা টুর্নামেন্ট হোক। এখানে তো ফ্র্যাঞ্চাইজি যা চাচ্ছে, তাই করছে। আমাদের কয়েকজন সেরা খেলোয়াড়ও খেলতে পারছে না। তাহলে আপনি কিভাবে আশা করেন, আমরা অন্য দলগুলোর মতো হবো? আমি কঠিন এক যুদ্ধ করছি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬

খুলনাকে হারিয়ে বিপিএল শেষ করলো সিলেট
চলতি বিপিএলের শুরুটা ভালো করতে পারেনি সিলেট। টানা পাঁচ ম্যাচ হেরে প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছিল গতবারের রানার্স আপরা। তবে পরের ছয় ম্যাচের তিনটি জয় তুলে নেয় শান্তরা। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়ে বিপিএলের দশম আসর শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে শান্ত-মিঠুনদের ১২৯ রানের সহজ লক্ষ্য দেয় বিজয়-আফিফরা। জবাব দিতে নেমে ১২ বল ও ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সিলেট। এতে চার জয় নিয়ে সিলেট এবং পাঁচ জয় নিয়ে আসর শেষ করল খুলনা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ৩ বলে শূন্য রান করে জাকির আউট হলে, ৬ বলে পাঁচ রান করে তাকে সঙ্গ দেন কেনার লুইস। এরপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে সিলেট শিবিরে হাল ধরেন নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় সিলেট। ৩৭ বলে ৩৯ রান করে শান্ত আউট হলে ইয়াসির সঙ্গ দেন অধিনায়ক মিঠুন। ৪৩ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইয়াসির। শেষ পর্যন্ত বেনি হাওয়েলের ৫ বলে ১২ রান এবং মিঠুনের ১৫ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১২ বল ও ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। সিলেট স্ট্রাইকার্সের হয়ে নাহিদুল ইসলাম, ওয়েন পারনেল, জেসন হোল্ডার ও আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। তবে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়। ৯ বলে ১০ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি হাবিবুর রহমানও। ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি। হাবিবুরের পর ১২ বলে ১১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আফিফ হোসেন। ৩১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ৮ রান করে জেসন হোল্ডার আউট হলে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। শেষ পর্যন্ত আরিফ আহমেদের ৪ রান এবং রুবেলের ১০ বলে ৬ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় খুলনা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯

বিপিএল মাতাতে আসছেন ‘কিলার মিলার’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তারকায় ঠাসা এক দল গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পাশাপাশি দলটি আছেন দেশীয় বড় বড় সব তারকা। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও। দেশি তারকাদের মতো একাধিক বিদেশি তারকাকেও দলে টেনেছে বরিশাল। আসরের প্রথমদিকে বরিশালের হয়ে খেলেছেন শোয়েব মালিক ও দুনিথ ওয়াল্লালেগেরা। এরপর একে একে দলটিতে যোগ দিয়েছেন আহমেদ শেহজাদ-কেশব মহারাজরা। দলটিতে কাইল মায়ার্সের মতো তারকারাও আছেন। এবার দলটির বিদেশি কোটায় যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় এক নাম। বরিশালের হয়ে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন প্রোটিয়া মারকুটে এই ব্যাটার। তাকে দলে নেওয়ার সংবাদটি আগেই জানিয়েছিল বরিশাল। মূলত প্লে-অফের ম্যাচগুলোতে খেলার কথা প্রোটিয়া এই ব্যাটারের। চলতি আসরে ১০ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে তামিমের দল। প্লে-অফে ওঠার সমীকরণে অনেকটাই এগিয়ে তারা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিম-মুশিরা।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮

বিপিএল মাতাতে বাংলাদেশে নারিন-রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে যোগ দিয়েছেন টি-টোয়েন্টির বড় দুই নাম আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তারা দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত বছরের সেপ্টেম্বরে তাদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে আইএল টি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারেননি তারা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি লিগ থেকে তাদের দল ছিটকে পড়ায় কিছুটা আগেই বিপিএলে যোগ দিয়েছেন তারা।  চট্টগ্রামে টিম হোটেলে উঠেছেন তারা। সব ঠিকঠাক থাকলে ১৯ ফেব্রুয়ারিই তাদের মাঠে দেখা যেতে পারে। এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে বিদেশি কোটায় মাঠে নামতে পারেন রাসেল ও নারিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব কিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬

বিপিএল মাতাতে আসছেন রমিজ রাজা
বিশ্ব জুড়ে ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি রয়েছে পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজার। গত বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু এবার বিপিএল মাতাতে আসছেন এই বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার। চলমান বিপিএল শুরুর আগেই রমিজ রাজার আসার কথা জানিয়েছিল বিসিবি। তবে বিপিএলে ঢাকার দুই পর্ব এবং সিলেট পর্বের পরেও দেখা যায়নি তাকে। এই নিয়ে ব্যাপক পরিমাণের প্রশ্নও উঠেছিল। কারণ, আগামী ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হতে যাওয়ায় তাকে পাওয়া নিয়ে ছিল সন্দেহ। তবে সব বাঁধা পেরিয়ে রমিজ রাজা আসছেন বিপিএলের ম্যাচে কণ্ঠ দিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন রমিজ নিজেই। পোস্টে তিনি লিখেছেন, পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সাথে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দিব রাওয়ালপিন্ডির শেষ পর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল । পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। সেখান থেকে পিএসএলে ধারাভাষ্য দিবেন তিনি। বিপিএলে ধারাভাষ্য দেওয়া আরেক পাকিস্তানি আমির সোহেলও আছেন পিএসএলে, যদিও তিনি কবে নাগাদ বাংলাদেশ ছাড়বেন বা পিএসএলে যোগ দেবেন তা জানা যায়নি।  পিএসএলের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ওয়াকার ইউনিস, সানা মির, বাজিদ খান, ইয়ান বিশপ, মাইকেল ক্লার্ক, ডেনি মরিসন, সাইমন ডুল, মার্ক বাউচার, ডমিনিক কর্ক, মাইক হেয়সমেনের মতো নামীদামী ধারাভাষ্যকাররা।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়