• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটেছে।  এ সময়ে মাহাবুর শেখ (৪০) নামের অপর এক  শ্রমিক আহত হয়েছেন। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
২৬ মার্চ ২০২৪, ১৬:০৫

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফয়জুরের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজনসহ আশেপাশের এলাকার বাসিন্দারা।  নিহতরা হলেন ফয়জুর রহমান (৫৫), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), তাদের বড় মেয়ে সামিয়া (১৬), মেঝো মেয়ে সাবিনা (১৩) ও ছেলে সায়েম উদ্দিন (৮)। এ ঘটনায় ফজজুরের ছোট মেয়ে সোনিয়া আক্তারকে (৬) আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্য নিয়ে একটি টিনের ঘরে ওই এলাকায় বসবাস করতেন। ঘরের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের লাইন গেছে। সেহরির আগে ও পরে ঝড়বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিঁড়ে ঘরের চালে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, ফয়জুর তার পরিবার নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গুরুতর আহত সোনিয়া সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফয়জুরের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বি এম মিজানুর রহমান জানান, লাইন স্থাপনের পর ঘরটি তৈরি করা হয়েছে। এখন লাইনটি সরানো হবে। আহত শিশুর চিকিৎসার বিষয়ে সহযোগিতা করা হবে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ১৩:৩৭

পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খড়াইল গ্রামের হাটদিঘিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ (৪৩) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। স্ত্রী ও স্থানীয়রা জানান, ইউনুছ ৩ বছর থেকে পুকুরমালিক জুয়েল রানার হাটদিঘির দেখাশোনার দায়িত্বে ছিলেন। দিঘির পাড়ের বিদ্যুতের তার উঁচু করে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন। এ সময় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাকিব চৌধুরী তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি (তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ নামের একজন খড়াইল গ্রামে মারা গেছেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫

তোরণ নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি অনুষ্ঠানের তোরণ নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় সেলিম (৪০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে আখাউড়া-আগরতলা সড়কের থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া পৌরশহরের কলেজপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা।  এ ঘটনায় আহত সেলিম পৌরশহরের রাধানগর গ্রামের সুমন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য শ্রমিকরা তোরণ নির্মাণ কালে কাঁচা বাঁশের সঙ্গে বিদ্যুৎতের তারের সংস্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আহত হয়। এ সময় অন্যরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরাম চৌধুরী হানিফকে মৃত্যু ঘোষণা করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইকরাম চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয় আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
২০ জানুয়ারি ২০২৪, ২০:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়