• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা, বিতর্কিত নটআউটের নতুন অধ্যায়ের সূচনা
সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ছাপিয়ে আলোচনায় ছিল সৌম্য সরকারের বিতর্কিত নটআউট সিদ্ধান্ত। দুই দিন বিরতির সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে নামবে দুই দল। তবু শেষ হচ্ছে না নট আউট বিতর্ক। কারণ, আইসিসির কাছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি। শুক্রবার (৮ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইসিসিকে অভিযোগ করার তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না।  ‘আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়া দরকার, নেবে।’  তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ওই পর্ব শেষ, আইসিসিকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। এমন হতে পারে যে, তারা এটা নিয়ে আমাদের কাছে আর জিজ্ঞেসও করবে না, কিন্তু অন্তত পর্যালোচনা তো করবে। আমাদের দিক থেকে যা করার, তা করা হয়ে গেছে।’ আগে ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। বিনুরা ফার্নান্দোর শর্ট লেন্থের বলটা ঠিকঠাক খেলতে পারেননি সৌম্য। উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল। সৌম্য সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন।  রিপ্লেতে আল্ট্রা-এজে স্পষ্ট স্পাইক দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরেছিলেন সৌম্য। তবে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘দূরত্ব’ রয়েছে জানিয়ে আউটের সিদ্ধান্ত বাতিল করেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানান। এ নিয়ে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়তো আমার চেইন বা হেলমেট থেকে। তবে ব্যাটের সঙ্গে বলের গ্যাপ ছিল।  ‘আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’
০৮ মার্চ ২০২৪, ২৩:৩৩

বিতর্কিত নট-আউট নিয়ে যা বললেন সৌম্য সরকার
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা; যার শুরু হয়েছিল নাগিন ডান্স দিয়ে, এরপর টাইমড-আউট বিতর্ক। এবার আল্ট্রা-এজ বিতর্ক। দ্বিতীয় ম্যাচে আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন সৌম্য সরকার। পরে থার্ড আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে সৌম্যকে নট-আউট দেন। তবে এমন সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেনি সফরকারীরা। পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌম্য সরকার। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল। কিন্তু সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। এরপর তাকিয়ে থাকলেন বড় পর্দার দিকে। সেখানে আল্ট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সৌম্য। চোখেমুখে তখন আরেকটি সুযোগ নষ্ট করার হতাশা। সেই হতাশা কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নেই। কারণ আল্ট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করলেন, বল ব্যাটে লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়। থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য। টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে তর্কে জড়ায় তারা। মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছিলেন, মাঠের বাইরে তাদের গুরু কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের। ম্যাচ শেষে এ নিয়ে সৌম্য বলেন, যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তবা কোনো একটা আওয়াজ আসছিল। ‘হয়ত চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সঙ্গে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেয়া।’ ইনিংসের শুরুটা দারুণ করলেও এই বিতর্কিত সিদ্ধান্তের পর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সৌম্য। সবমিলিয়ে ২২ বলে ২৬ রান করেছেন এই ওপেনার। ভালো শুরু পেয়ে আরও একবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ তার কণ্ঠে। তিনি বলেন, যদি শেষ করে আসতে পারতাম বা আরও কিছুটা এগিয়ে দিয়ে আসতে পারতাম আরও ভালো লাগত। শুরুটা ভালো হয়েছিল। একটা ভুল হয়েছিল পরে যেন আর এটা না করি সেই চেষ্টা থাকবে।
০৭ মার্চ ২০২৪, ১৫:২৪

পুনম পাণ্ডের বিতর্কিত যত কাণ্ড
বলিউডের সদ্য প্রয়াত অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) খবর ছড়িয়ে পরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরটিতে ধোঁয়াশা রয়েছে। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন পুনম। পরে নাম লেখান চলচ্চিত্রে। কিন্তু কাজের থেকে নানান বিতর্কেই বেশি আলোচিত হয়েছেন তিনি।   ভারতীয় জনপ্রিয় একটি পত্রিকার আয়োজিত ফ্যাশন শোতে সেরা ৯ জন প্রতিযোগিতার মধ্যে পুনম একজন নির্বাচিত হন। এরপর আলোচনায় আসতে খুব বেশি সময় লাগেনি তার। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। সিনেমায় শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন তিনি। একজন ছাত্রের সঙ্গে তার যৌন সম্পর্কই ছিল সিনেমার মূল বিষয়। ‘নাশা’ সিনেমার পোস্টার ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পোস্টারে পুনমের শরীর আবৃত করেছিল মাত্র দুটি প্ল্যাকার্ড। সে সময় মুম্বাইজুড়ে এই পোস্টার ঘিরে রীতিমতো বিক্ষোভ সৃষ্টি হয়েছিল।   এর সাত বছর পর হিন্দির পাশাপাশি কন্নড়, ভোজপুরী এবং তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন পুনম। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে— ‘লভ ইজ পয়জন’, ‘মালিনী অ্যান্ড কো’, ‘আ গ্যয়া হিরো’, ‘দ্য জার্নি অব কর্ম’সহ বেশ কিছু চলচ্চিত্র। ২০১১ সালে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে বিতর্কের কেন্দ্রে চলে আসেন পুনম। অভিনেত্রী ঘোষণা দেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হবেন তিনি! গণমাধ্যমে পুনমের এমন বক্তব্য প্রকাশিত হতেই অভিনেত্রীর বিরুদ্ধে জনরোষ জমতে থাকে।শেষপর্যন্ত ভারত জিতলেও প্রকাশ্যে আর বিবস্ত্র হননি পুনম। তবে এর পরের বছর আইপিএলের পঞ্চম মৌসুমে কেকেআর চ্যাম্পিয়ন হলে সত্যিই বিবস্ত্র হন পুনম। বছর তিনেক আগে ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’ লঞ্চ করেছিলেন পুনম। লঞ্চ করার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপ বাতিল করে দেয় গুগল। তবে গুগল প্লে-স্টোর নিষিদ্ধ করলেও পুনম নিজের প্রোফাইলে অ্যাপটি রেখে দিয়েছিলেন। অভিনেত্রীর দাবি ছিল, লঞ্চ করার মাত্র ১৫ মিনিটের মধ্যেই নাকি ১৫ হাজার বার ডাউনলোড করা হয়েছিল পুনমের অ্যাপটি।  গেল বছরই শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেন পুনম। অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও অবৈধভাবে পুনমের অ্যাপের কনটেন্ট ব্যবহার করছিল রাজ কুন্দ্রার সংস্থা। যদিও তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে রাজ কুন্দ্রার সংস্থা। গেল বছরের ১ সেপ্টেম্বর দু’বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর আলোকচিত্রী স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। তবে কিছুদিন না যেতেই দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। পরে অভিনেত্রীর অভিযোগের জেরে গ্রেপ্তারও করা হয় স্যামকে। এর এক সপ্তাহ পরই ভোল পাল্টান পুনম। সব অভিযোগ তুলে ভুল-বোঝাবুঝি হয়েছে বলে জানান দুজনেই। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না পুনমের। এরপরেই গোয়া পুলিশের হাতে গ্রেপ্তার হন পুনম-স্যাম। দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল— দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় চাপোলি বাঁধের ওপরে অশ্লীল ভিডিও শুট করছিলেন তারা।  গোয়ার কালাঙ্গুটে এলাকার একটি পাঁচতারকা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুনম ও স্যামকে। পরে এই মামলায় দুজনেই ২০ হাজার টাকা করে বন্ডের বিনিময়ে শর্তাধীন জামিন পান তারা। প্রসঙ্গত, সার্ভিকাল ক্যানসারে (জরায়ু মুখের ক্যানসার) মারা যান পুনম। অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। তবে এখন পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেননি পুনমের পরিবার। ৩ ফেব্রুয়ারি দুপুরে জানা যায়, পুনম পাণ্ডে মারা যাননি। এক ভিডিও বার্তায় তিনি নিজে এ খবরটির সত্যতা স্বীকার করেন। সূত্র :  আনন্দবাজার
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩২

হাউজ অব কমন্সে বিতর্কিত রুয়ান্ডা বিল পাস
নিজ দলের ভেতরের বিদ্রোহ ব্যর্থ করে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সফলভাবে নিজেদের রুয়ান্ডা বিল পাস করাতে সক্ষম হয়েছে ঋষি সুনাক সরকার। ঋষি সুনাক সরকার যুক্তরাজ্যে আশ্রয়-প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করেছে। সরকারের ওই পরিকল্পনা আইনি চ্যালেঞ্জের মুখে পড়া আটকাতে এই বিলটি প্রস্তাব করা হয়। বুধবার হাউজ অব কমন্সে তা ৩২০-২৭৬ ভোটে পাস হয়। রুয়ান্ডা নিরাপদ দেশ নয়, তাই আশ্রয় প্রত্যাশীদের সেদেশে পাঠিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে যুক্তরাজ্য সরকারের বিতর্কিত এই রুয়ান্ডা প্ল্যান গত বছর আটকে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার পাস হওয়া বিলটি যদি আইনে পরিণত হয় তবে বিচারকরা রুয়ান্ডাকে তৃতীয় নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করতে বাধ্য হবেন। যেহেতু বিলটি হাউজ অব কমন্সে তৃতীয় ও চূড়ান্ত বাধা অতিক্রম করে গেছে, তাই এখন সেটি উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। পার্লামেন্টারি বিতর্কে কী বলা হয়েছে? বিরোধী দলের নেতা কেইর স্টারমার বিলটির ভিন্ন একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন। যুক্তরাজ্য সরকার তাদের রুয়ান্ডা প্ল্যানের অংশ হিসেবে আশ্রয় প্রত্যাশী যে পাঁচ হাজার জনকে রুয়ান্ডা পাঠিয়ে দেবেন বলে ঠিক করেছিল তাদের প্রায় ৮৫ শতাংশের খোঁজ এখন আর তাদের হাতে নেই বলে স্বীকার করেছে সুনাক সরকার। স্টারমার প্রশ্ন তোলেন, সরকার তাদের খুঁজে পেতে সক্ষম হয়েছে কিনা। বলেন, এই নীতি নিয়ে বিতর্কের আগেই তো এটি ব্যয়বহুল ও অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। এটা কোনো পরিকল্পনা নয়, এটা প্রহসন। শুধুমাত্র এই সরকারই এমন একটি অপসারণ নীতিতে কয়েক মিলিয়ন পাউন্ড অপচয় করতে পারে, যেটি আদতে কাউকে অপসারণ করে না। রুয়ান্ডা পলিসি কী? রুয়ান্ডা প্ল্যান অনুযায়ী, যুক্তরাজ্য সরকার সে দেশে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের রুয়ান্ডায় পাঠিয়ে দেবে। সেখানে তারা যুক্তরাজ্যে বসবাসের কোনো সম্ভাবনা ছাড়াই আশ্রয় চাইতে পারবে। এই প্ল্যান মূলত ২০২১ সালে করা, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন এবং ঋষি সুনাক ছিলেন তার অর্থমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই এই পরিকল্পনা করা হয়। কারণ, ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে বৈধ এবং অবৈধ অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। অবৈধ অভিবাসন প্রত্যাশীরা বিশেষ করে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে। বুধবার যে বিলটির উপর ভোট হয়েছে, সেটির লক্ষ্য মূলত সরকারের এই পরিকল্পনাটিকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ সীমিত করে দেওয়া। তবে সরকার এ-ও বলেছে যে, তারা পরিকল্পনাটির বাস্তবায়ন কতটা সম্ভব তা সূক্ষ্মভাবে যাচাই করে দেখছে। তাছাড়া, রুয়ান্ডা স্পষ্ট করেই বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হবে না এমন নিশ্চয়তা পাওয়ার পরই কেবল তারা কোনো চুক্তিতে অগ্রসর হবে। যুক্তরাজ্য ইতিমধ্যে তিন হাজার তিনশ কোটি টাকা রুয়ান্ডাকে দিয়েছে। যুক্তরাজ্যের দাবি, এই নিয়ম চালু হলে অভিবাসন প্রত্যাশীরা আর যুক্তরাজ্যে আসবেন না।
১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

এখনও নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা চলছে : ওবায়দুল কাদের
চিহ্নিত অপশক্তি এখনও নির্বাচনকে বিতর্কিত করতে পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আরও পড়ুন : বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের    ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।  তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদর অনুপস্থিতিতেও ভোটারশূন্য হয়নি, প্রতিবন্দ্বিতাহীনও হয়নি। পৃথিবীর অনেক দেশে সব দলের অংশ নেয়ার পরও ৪০ শতাংশের ওপরে টার্ন আউট দেখা যায় না। ইউরোপসহ অনেক দেশে টার্ন আউট ২৫-৩০ শতাংশ হয়। আবার কোথাও কোথাও এর চেয়েও কম, যা আমরা জানি। কাদের বলেন, আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০ জানুয়ারি হতে যাচ্ছে। এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক। আরও পড়ুন : যে কেউ হোক অনিয়ম করলেই ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী   তিনি আরও বলেন, সারা বিশ্বে একটা সর্বোগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি। আমাদের অভিজ্ঞতা নেই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।  
১৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৩

বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে লুবাবা
আলোচিত ও সমালোচিত শিশু সেলিব্রেটি সিমরিন লুবাবাকে এবার দেখা গেল বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে এ খবর আরাভ নিজেই জানিয়েছেন। নিজেই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন আরাভ। সেখানে লুবাবার সঙ্গে দেখা গেছে তাকে। ওই ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আরাভ-লুবাবা। সেসময় আরাভ জানান লুবাবারা পুরো পরিবার তার বাড়িতে বেড়াতে এসেছে। আরাভ খান লুবাবার দাদা আবদুল কাদেরকে নিয়ে বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতেন আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে। আরাভের কথার সুত্র ধরে লুবাবা জানায়, আরাভ প্রতি সপ্তাহে তিনবার প্রবাসীদের রান্না করে খাওয়ায়। তাই এই সপ্তাহে লুবাবা আরাভের সঙ্গে মিলে রান্না করবে এবং রান্না প্রবাসীদের খাওয়াবে। ওই ভিডিওতে আরাভকে বলতে শোনা যায়, প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকে তাই তাদের জন্য একটা ঘরোয়া রান্না করা হয়, এই সংখ্যাটা ১০ জন, ২০ জন বা যে সংখ্যাই হতে পারে।  প্রসঙ্গত, গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতে জুয়েলার্সের দোকান উদ্বোধনের জন্য বাংলাদেশ থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ তরুণ প্রজন্মের কয়েকজনকে আমন্ত্রণ জানালে আলোচনায় উঠে আসেন আরাভ। তখন জানা যায়, ২০১৮ সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি তিনি। তারপরই তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা।
১৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন : চুন্নু
নির্বাচন বর্জনকারীদের সঙ্গে মিলে কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। চুন্নু বলেন, সংসদে বিরোধী দল কে হবে, সেটা স্পিকার নির্ধারণ করবেন। আমরা কোনো শরিক না, জোট মহাজোট না। তবে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে। আওয়ামী লীগ নিজের স্বার্থে ২৬টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, নির্বাচন বর্জনকারীদের হয়ে দলের কেউ কেউ আমাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবো। পরাজিত জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলে ফান্ড নাই। তাই ফান্ড দিতে পারিনি। কিন্তু কোনো প্রার্থীকে ফান্ড দেওয়ার আশ্বাসও দেই নাই।
১১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়