• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
লৌহজং নদী পরিষ্কার করলেন বিডি ক্লিনের দুই হাজার সেচ্ছাসেবক
টাঙ্গাইলের লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে সারাদেশ থেকে টাঙ্গাইলে এসেছে ‘বিডি ক্লিন বাংলাদেশে’র প্রায় দুই হাজার সেচ্ছাসেবক। শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় হাউজিং মাঠ এলাকায় লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।   এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হল আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।  পৌর শহরের হাউজিং ব্রিজ পাড় এলাক থেকে শুরু করে বেড়াডোমা ব্রিজ পাড় পর্যন্ত তিন কিলোমিটার নদীর বর্জ্য পরিষ্কার করল বিডি ক্লিনিরে দুই হাজার শতাধিক সদস্যরা এতে অংশ নেন। আর এই কাজে সার্বিক সহযোগিতা করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভা।
০১ মার্চ ২০২৪, ১৫:৫২

দারাজে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সোর্সিং অ্যাসোসিয়েট–প্রাইভেট লেবেল পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সোর্সিং অ্যাসোসিয়েট পদে একাধিক জনবল নিয়োগ দেবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- পদের নাম: সোর্সিং অ্যাসোসিয়েট আবেদনের যোগ্যতা: প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে দক্ষতা, শক্তিশালী যোগাযোগ দক্ষতা, চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং বাজারে ইলেকট্রনিকস, এফএমসিজি, লাইফস্টাইল ও ফ্যাশন পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। আরও পড়ুন : মাঠে নেমেছে সেনাবাহিনী   চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মস্থল:  ঢাকা অফিসে। বয়সসীমা:  ২৩ থেকে ৩০ বছর। নারী-পুরুষ উভয়ে এ পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন: নিয়োগপ্রাপ্তকে মাসিক বেতন হিসেবে ২৪,০০০ থেকে ২৫,০০০ টাকাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আরও পড়ুন : অটোচালককে তুলে নিয়ে মারধর-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১   পদসংখ্যা: অনির্ধারিত  আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা বিডি জবসে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ঠিকানার মাধ্যমে।  আবেদনের শেষ সময়:  ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৩ জানুয়ারি ২০২৪, ১০:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়