• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন।  মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাহিলি আইসিপি ক্যাস্প কমান্ডার ফজলু রহমান ভারত হিলির ৬১ ব্যাটালিয়নের শ্রী যশবীর শিং এর হাতে মিষ্টির চারটি প্যাকেট উপহার দেন।  বাংলাহিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার ফজলু রহমান বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। আমরা সীমান্তে বিএসএফ-বিজিবি এক সঙ্গে দায়িত্ব পালন করে থাকি। আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য বিভিন্ন দিবসে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। 
২৬ মার্চ ২০২৪, ১৫:৪৭

রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। শুক্রবার (২২ মার্চ) বিকেলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, রামগড় স্থলবন্দর সংলগ্ন আইসিপি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন তিনি। পরে বিজিবি মহাপরিচালক স্মৃতিস্তম্ভ এলাকায় সীমান্তবর্তী ২৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল-ডাল ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরপর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে সব স্তরের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সবার সঙ্গে ইফতার করেন। এসময় তিনি সবাইকে আভিযানিক, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২২ মার্চ ২০২৪, ১৯:৪৪

পালিয়ে আসা ১৭৯ বিজিপি সদস্যকে রাখা হলো বিজিবি স্কুলে
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। এর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এর আগে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মিয়ানমারের বিজিপির মোট ১৭৯ জন সদস্যকে নিরস্ত্রীকরণ করে তাদের আশ্রয় দেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ মুজাহিদ উদ্দিন জানান, ১১ মার্চ প্রথমে সকালে ২৯ জন ও পরে রাতে ১৫০ জন মিলে সর্বমোট আসা ১৭৯ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় শনাক্তকরণ কাজ চলছে। পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৩০ জন সেনা। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার উখিয়ার ইনানী নৌ–বাহিনীর জেটিঘাট দিয়ে তাদের মিয়ানমারে পাঠানো হয়। আর ১১ মার্চ বাংলাদেশে পালিয়ে এসেছেন আরও ১৭৯ জন।
১৩ মার্চ ২০২৪, ০৩:১৮

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন
নড়াইলে ৪৩ তম বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আর রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।  রোববার (১০ মার্চ) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আয়ুব খান বুলু, সহসাধারণ সম্পাদক কৃষপদ দাস প্রমুখ। উল্লেখ্য, বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ২৩টি জেলা ও ৫টি সার্ভিসেস দলসহ মোট ২৮টি দলের ২১৮ জন খেলোয়াড় পুরুষ গ্রুপে ১০টি ইভেন্টে ও মহিলা গ্রুপে ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে। গত ৮ মার্চে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৩ দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়।
১১ মার্চ ২০২৪, ১২:৫২

এক মাসে ১৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি
সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার (৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির অভিযানে জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রূপা, ২ লাখ ৬২ হাজার ৬৮১টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ১৮৮টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৭টি শাড়ি, ১৯ হাজার ২২৬টি থ্রিপিস, ৬ হাজার ৫৩৪ ঘনফুট কাঠ, ২ হাজার ৬১২ কেজি চা পাতা, ৪০ হাজার ৬৩৫ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৬টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি পিকআপ, ৩৩টি সিএনজি-ইজিবাইক এবং ৯৪টি মোটরসাইকেল। এ ছাড়া ৩টি পিস্তল, ১টি রাইফেল, ৫টি এসএমজি, ৪টি রিভলভার, ৯টি বিভিন্ন প্রকার গান, ১৯টি ম্যাগাজিন, ৪ কেজি গান পাউডার, ১৬টি হ্যান্ড গ্রেনেড এবং ১ হাজার ১১ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। পাশাপাশি ৭ লাখ ৭৯ হাজার ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ১০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪০ দশমিক ৭৫১ কেজি হেরোইন, ১৩ হাজার ৩৪৬ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ আরও বেশকিছু নেশা দ্রব্য জব্দ করেছে বিজিবি। একইসঙ্গে ফেব্রুয়ারি মাসে সীমান্তে বিজিবির অভিযানে ১২১ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩২৭ জন বাংলাদেশি নাগরিক, ১০ জন ভারতীয় নাগরিক এবং ৪৩৫ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
০৮ মার্চ ২০২৪, ২০:১১

বেইলি রোডে আগুন, উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবি
রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য় যোগ দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দেখা যায়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন। ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি অংশ নিয়েছে আনসার, পুলিশ ও র‌্যাব সদস্যরা। রাত সাড়ে ১২টা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে ১৫ জন নারীও রয়েছেন। পাশাপাশি আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০১ মার্চ ২০২৪, ০০:৪২

আরটিভিতে সংবাদ প্রকাশ : বৃদ্ধা ফাতেমা বেগমের পাশে বিজিবি
আরটিভিতে সংবাদ প্রকাশের পরপরই ভাগ্যের দরজা খুলে বৃদ্ধা ফাতেমা বেগমের। সংবাদ প্রকাশের ঠিক দু-দিনের মাথায় আর্থিক সহযোগিতা করে পানছড়ি ৩ বিজিবি।  ঠিক দু-দিন আগেই আরটিভিতে প্রকাশিত হয় বয়োবৃদ্ধা ফাতেমা বেগমের কয়লা তৈরির গল্প। হাড়ভাঙা পরিশ্রম করে প্রতিবন্ধী বৃদ্ধ স্বামীর সংসারে হাল ধরেছিলেন তিনি। আর সে থেকেই ৩৫ বছর ধরে কয়লা বানিয়ে সংসার চালান এ সংগ্রামী নারী।  তার এমন অভাবের গল্প নজরে আসে পানছড়ি ৩ বিজিবির। ঠিক দুদিনের মাথায় সহযোগিতার হাত বাড়ায় জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম। ১০ হাজার টাকার একটি খাম তুলে দেন ফাতেমা বেগমের হাতে। শুধু তাই নয় এলাকার হতদরিদ্র ও দুঃস্থ আরও দুটি পরিবারকে ঢেউটিন এবং একটি বিদ্যালয়ের আর্থিক সংস্কার করার জন্য নগদ অর্থ প্রদান করেন ৩ বিজিবি। বিজিবির এমন উপহার পেয়ে খুশি বৃদ্ধা ফাতেমা বেগমসহ সকলেই। এ বিষয়ে ফাতেমা বেগম বলেন, বিজিবির এমন উপহারে আমি খুব খুশি হয়েছি। এখন আরও বেশি করে কয়লা উৎপাদন করে ভালো পরিমাণ আয় করতে পারবো। ৩ বিজিবি জোন কমান্ডার এ কে এম আরিফুল ইসলাম বলেন, আমাদের এমন সামাজিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। আমরা চাই সকলেই ভালোভাবে বেঁচে থাকুক এ পৃথিবীতে। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২

মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তর করল বিজিবি
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৩০ জন নাগরিককে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নাগরিকদের বিজিপির কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারের টেকনাফের নীলা সরকার ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমারের পালিয়ে আসা ৩৩০ নাগরিককে ভোর ৫টা থেকে ১২টি বাসে করে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় আনা হয়। এসব নাগরিকদের বেশিরভাগই মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য। তাদের মধ্যে মিয়ানমারের বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য রয়েছেন। এর আগে সকালে স্পিডবোটযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বিজিপির একটি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী নৌ-বাহিনী জেটিঘাটে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।  তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩০২ জন বিজিপি সদস্য, চারজন বিজিপি পরিবারের সদস্য, একজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিকসহ মোট ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে সেদেশের বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের বাংলাদেশে রাষ্ট্রদূত অং কিউ মোয়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় দুই ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯

তুমব্রু সীমান্তে বিজিবি মহাপরিচালক
বর্তমানে মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছে ব্যাপক গোলাগুলি। মিয়ানমারের এই সংঘাতময় পরিস্থিতির প্রভাব বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায়ও পড়ছে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি পরিদর্শনে বান্দরবানের তুমব্রু সীমান্তে গিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে তুমব্রু সীমান্তে যান বিজিবি মহাপরিচালক। এরপর তিনি সেখান থেকে তমব্রু বিওপিতে যান। সেখানে তিনি সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।  সংশ্লিষ্টরা জানান, আজ বিজিবি মহাপরিচালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং তৎসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এরপর তিনি ঘুমধুম সীমান্তে যাবেন। সেখানে তিনি সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। পরিদর্শনকালে মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই দিকনির্দেশনা দিয়েছেন।  উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক (৫৫) নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান হোসেন আরা। তিনি স্থানীয় ব্যবসায়ী বাদশা মিয়ার স্ত্রী। ওই রোহিঙ্গা ব্যক্তি ওই বাড়িতে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন। তার পরিচয় জানা যায়নি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৬৪ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়