• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
৫০০ টাকায় মাংস বিক্রি করতে চান খলিল, বর্ডার খুলে দেওয়ার দাবি
সরকার যদি অন্তত ১০টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয় তাহলে গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন রাজধানীর শাহজাহানপুরের আলোচিত মাংস বিক্রেতা খলিলুর রহমান। শুক্রবার (২২ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এতদিন ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করলেও সম্প্রতি কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে ৬৯৫ টাকা করেছেন তিনি। কিন্তু কেন তিনি ১০০ টাকা বাড়িয়ে দিলেন, কারো চাপে পড়ে মাংসের দাম বাড়িয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, করো চাপে নয়, ইদানিং গরুর দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ায় দাম বাড়িয়েছি। তবে গরুর দাম বাড়ার পেছনে বড় বড় খামারিদের দায়ী করেছেন। এসব বড় খামারিদের কাছে হরে গেছেন বলেও জানান তিনি। এক্ষেত্রে কোনো প্রভাবশালী মহলের চাপ ছিল না বলে জানান তিনি। তিনি আরও বলেন, বড় বড় খামারিরা ঈদ ও কোরবানিকে সামনে রেখে হাট থেকে গরু উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাই গরুর দাম বাড়ছে। এতদিন কম লাভ করলেও তার বিক্রির পরিমাণ ছিল কোটির টাকার উপরে। তাই লাভের পরিমাণটাও কম ছিল না।কিন্তু এবার গরুর দাম বেড়ে যাওয়ায় আগের দামে অর্থাৎ ৫৯৫ টাকায় মাংস বিক্রি করে বড় ধরনের লোকসানে পড়েছেন তিনি। দাম বেড়ে যাওয়ার পরও মাত্র ১০ দিন তিনি ৫৯৫ টাকায় মাংস বিক্রি করেছেন। আর এতেই তাকে লোকসান গুনতে হয়েছে প্রায় কোটি টাকার কাছাকাছি। যদিও তিনি লোকসানের পরিমাণটা গণমাধ্যমকে বলতে চাননি। সরকারের প্রতি তার অনুরোধ, সরকার যেন মাংস ব্যবসায়ীদের কথা শোনে। অন্তত ১০টা দিনের জন্য ইন্ডিয়ান বর্ডার খুলে দেয়। যাতে ইন্ডিয়ান গরু বাংলাদেশে আনা যায়। তাহলে মাংস ৫০০ টাকা কেজি বিক্রি করা সম্ভব।
২৪ মার্চ ২০২৪, ০৬:২৮

বই বিক্রেতা টিপু সুলতানকে সরিয়ে দেওয়া হলো
আলোচিত বই বিক্রেতা মো. টিপু সুলতান ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় বই বিক্রি করতে এলে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এলে তাকে চলে যেতে বলা হয়। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. খাদেমুল ইসলাম তাকে অনুরোধ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, টিপু সুলতান সম্মানিত মানুষ। আদালত এলাকায় মাইকিং করে বই বিক্রি করলে লোকজন জড়ো হবে, এতে বিচারপ্রার্থীরা বিরক্ত হতে পারেন। এজন্য তাকে অনুরোধ করা হয়েছে। এ সময় মো. টিপু সুলতান বলেন, আদালত এলাকা থেকে তো বের করে দিলো। এখন আইনজীবী সমিতির ওদিকে সুযোগ পেলে ওখানে বই বিক্রি করব। প্রসঙ্গত, এবারের একুশে বইমেলাসহ অনেক জায়গায় মাইকিং করে ইংরেজি ভাষা শিক্ষার বই ‘বোনাস’ বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হন টিপু সুলতান। বইমেলায় ঘুরতে আসা ছাত্র-ছাত্রীদের ইংরেজি বানান এবং বাংলা অর্থ জিজ্ঞেস করে আলোচনায় আসেন তিনি।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১

মান্না দের সঙ্গে স্টেজ কাঁপানো গায়িকা এখন চা বিক্রেতা
কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, মান্না দে, লোপামুদ্রা মিত্র, আরতি মুখার্জির মতো বিখ্যাত তারকাদের সঙ্গে স্টেজ শো করতেন একসময়। তার সুরের জাদুতে মুগ্ধ হতো দর্শক-শ্রোতারা। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! এখন সংসারের হাল ধরার জন্য স্বামীর সঙ্গে চা বিক্রি করছেন ভারতের বর্ধমানের শ্যামলাল এলাকার পূজা ভৌমিক। এ গায়িকা বর্তমানে দোকানেই ব্যস্ত থাকেন। বিভিন্ন স্বাদের চা তৈরি করে ক্রেতাদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মালাই চা, ফ্লেবার চা-সহ নানা ধরনের চা তৈরি করেন গায়িকা পূজা।  পূজা এখন তার অতীত প্রতিভার কথা কারও সঙ্গে ভাগ করতে চান না। আর দোকানে আসা অনেকেই তার এ প্রতিভার কথা জানেন না। নিষ্ঠুর বাস্তবতার কাছে বদলে গেছে তার জীবন। এ কারণে বর্ধমানের নার্স কোয়ার্টার মোড়ে এখন স্বামীর সঙ্গে চায়ের দোকান করেন তিনি। এক সময়ের এই তারকা শিল্পীকে এখন চা দোকানে দেখে কেউ ভাবতেই পারেন না যে, দশ বছর আগেও তার পরিচয় ছিল সেলিব্রেটি। পূজার ভাষ্যমতে, পুরনো দিনের কথা মনে হলে খুব কষ্ট হয়। ওই দিনগুলোর আর ফিরে পাব না। কিন্তু এখনো সুযোগ পেলে আবার অনুষ্ঠান করব আমি। বাড়িতে নিয়মিত চর্চাও করা হয় আমার। ২০১১ সালে বর্ধমানের কাঞ্চন উৎসবে শেষ অনুষ্ঠান করেছেন পূজা। স্বামী বিজন ভৌমিক তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে নিয়ে যেতেন। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় গায়িকার স্বামীর পা ভেঙে যায়। আর তারপরই বদলে যায় তাদের জীবন। এরপর আর অনুষ্ঠান করা হয়নি তাদের। কোনোরকম দোকানে এসে বসেন। আর স্বামীকে সাহায্য করতে ব্যবসায় যোগ দেন গায়িকা পূজা। তারপর আর কখনো স্টেজে দেখা যায়নি তাকে। বর্তমানে এই গায়িকার বয়স ৫৩ বছর। দোকানে বসে চা তৈরি করতে করতে তিনি বলেন, এখন যে ধরনের অনুষ্ঠান হয়, তা আমাদের সময়ের মতো নয়। এখনকার অনুষ্ঠানের ধারা ভিন্ন। এসব আমাদের উপযুক্ত নয়। এর থেকেও বড় কথা আমার স্বামী আর পারছেন না, তাই তাকে সঙ্গ দিতে ব্যবসায় হাত দিয়েছি।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭

গাবতলীতে দুই মদক বিক্রেতা গ্রেপ্তার
রাজধানীর গাবতলীতে তল্লাশি করার সময় ১২ কেজি গাঁজাসহ মো. সুমন ইসলাম ও সুমন মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।  সোমবার (১ জানুয়ারি) গাবতলী বাস টার্মিনালে সেলফি পরিবহনের সামনে থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  গাবতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ পরিদর্শক খালিদ ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আমাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। হঠাৎ এই দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সর্বমোট ১২ টি প্যাকেটে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা।  গাবতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই খালিদ ইসলাম আরো জানান, গত ছয় মাসে প্রতিনিয়ত অভিযান চালিয়ে আমরা অনেক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সেই সাথে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছি। নিয়মিত তল্লাশির মাধ্যমে মাদকের চালান রোধ করতে আমরা প্রস্তুত রয়েছি।
০১ জানুয়ারি ২০২৪, ২৩:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়