• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ওই ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।  রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বড়ইতলী গ্রামে নিহত পরিবারের বাড়িতে গেলে এমন চিত্র দেখা যায়। নিহতরা হলেন উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেলের ছেলে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন।                                   পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ মাহমুদ ও তানজিনের দশ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার রাতে আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে নিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ির ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌছালে জামালপর পরিবহনের একটি বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিনকে চাপা দেয়। তারা দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় দুজনই গুরুত আহত হন।  পুলিশ আরও জানায়, আহত অবস্থায় আসিফ মাহমুদ ও তানজিনকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ বিষয়ে ওসি মো. শাহাদাত হোসেন বলেন, আমরা বাসটিকে জব্দ করেছি। তবে বাসের চালককে আটক করা যায়নি।  এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
১৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার ১২ (এপ্রিল) বিকেলে উপজেলার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র আবদুল্লাহ আল মামুন ওরফে হৃদয় (২২) এবং একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন বোয়ালখালী উপজেলার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

গৌরনদীতে বাসচাপায় প্রাণ হারালেন শ্যালক-দুলাভাই
বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।  মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন উজ্জ্বল সরদার (২৭) ও দ্বীন ইসলাম (১৮)।  নিহত উজ্জ্বল সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এবং তার শ্যালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা। তিনি বলেন, ঈদের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বল তার শ্যালক দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।  খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ পার্শ্ববর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে।
১০ এপ্রিল ২০২৪, ১৩:১২

গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) গোবিন্দগঞ্জের মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অদূরে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।  তিনি আরও বলেন, অটোরিকশাচালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩০

ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।  বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৪) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী (২৮)।  ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) চাঁদ মিয়া বলেন, ওই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ময়মনসিংহ ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুইজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
২৮ মার্চ ২০২৪, ১৩:৫৬

বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক-সুপারভাইজার আটক
ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে ঝিনাইগাতী পুলিশ।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার আহসান হাবিব চানের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫) ও চাপাতলী এলাকার আনিছুর রহমানের ছেলে মো. জাফর মিয়া জনি (৪২)। এদের মধ্যে সিরাজুল ইসলাম ওই বাসের চালক ও জনি সুপারভাইজার। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে আদিল সরকার বাসের চালক ও হেলপারকে ধরতে অভিযান শুরু করে ঝিনাইগাতী থানা পুলিশ। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী আদিল সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ময়মনসিংহ সদরের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও সুপারভাইজার সেসময় পালিয়ে যান।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলে নিহত
টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও ছেলে শাকিব মিয়া (১৯)।  গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

অভিযানের সময় বাসচাপায় ৬ পুলিশ সদস্য আহত
সিলেটে বিশেষ অভিযানের সময় বাসচাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা এবং ওসিসহ মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারী পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, গুরুতর অবস্থায় উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও সুপারভাইজারকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী মারা গেছেন। এতে আহত হয়েছেন তার আরও এক বন্ধু।  শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার রহমতপুর সেতুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।  নিহত মো. তাজনিম রহমান খান শ্রাবণ (২০) গাজীপুরের ধনুয়া এলাকার সাইদুর রহমান খানের ছেলে।  তিনি বাবুগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র ছিলেন।  উপজেলার মাধপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজারের পাশে নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন।  আহত মো. মারুফ (২০) একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. শামীম হোসাইন জানান, ঢাকা থেকে ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রহমতপুর সেতু থেকে মোটরসাইকেলে করে শ্রাবণ ও মারুফ এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। পথে সেতুর ঢালে বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ মারা যান। গুরুতর আহত মারুফকে হাসপাতালে পাঠানো হয়।  শামীম বলেন, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পরপর বাস রেখে পালিয়ে যান চালক। পরে মরদেহ ও বাস পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  পুলিশ পরিদর্শক লোকমান বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৩

বাসচাপায় নারী-শিশুসহ ২ জনের মৃত্যু, গ্রেপ্তার ৩
নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাকচাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে বাসটি আটক করা হয়।     শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।   গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।     নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।   স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।   র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে চালকসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়