• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নাপোলিকে কাঁদিয়ে কোয়ার্টারে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগে ড্র করেছিল বার্সেলোনা। তাই ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না কাতালানদের। এমন কঠিন সমীকরণের ম্যাচে জয় তুলে নিয়ে তিন মৌসুম পর কোয়ার্টার ফাইনালে পা রাখলো বার্সা। মঙ্গলবার (১২ মার্চ) এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এতে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে শেষ আটে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ ২০২০ সালে কোয়ার্টার ফাইনালে ওঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপাজয়ীরা। এরপরই এবারই সেমির লড়াইয়ে উঠলো তারা। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জাভির দল। ম্যাচের ১৫তম মিনিটে রাফিনিয়ার বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন লোপেস। দুই মিনিট পর আবারও গোলের দেখা পায় কাতালানরা। রাফিনিয়ার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন জোয়াও ক্যানসেলো। পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে উঠে ইতালিয়ান ক্লাবটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩০তম মিনিটে আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি।  এরপর বিরতি থেকে ফিরেও আধিপত্য বজায় রাখে বার্সা। বেশ কয়েক সুযোগ পেলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাভির শিষ্যরা।  ম্যাচের ৬৮তম মিনিটে জালে বল জড়িয়েছিলেন ইয়ামাল। তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে জয় নিয়ে সেরা আট নিশ্চিত করে বার্সেলোনা।
১৩ মার্চ ২০২৪, ১১:৫৮

রিয়ালের ড্র আর জিরোনার হার কাজে লাগাতে পারেনি বার্সা
টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি জিরোনা ও বার্সেলোনা। একদিন আগে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। কিন্তু শিরোপা লড়াইয়ে টিকে থাকা জিরোনা টেবিলের ১৫তম স্থানে থাকা মায়োর্কার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। জিরোনার পরাজয়ে বার্সেলোনার সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে উঠে আসার। কিন্তু দিনের শেষ ম্যাচে বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। ফলে রিয়াল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানেই রয়েছে জিরোনা। আরও এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এর আগে, শনিবার রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচটি বিতর্কের মধ্য দিয়ে ২-২ গোলে ড্রয়ে শেষ হয়। ম্যাচের শেষ মুহূর্তে জুড বেলিংহাম গোল করলেও শেষ বাঁশি বাজানোর কারণে সেই গোলটি বাতিল করে দেয় রেফারি। ফলে জয়বঞ্চিত হয় রিয়াল। আর এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন ইংলিশ উইঙ্গার বেলিংহাম। কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করা মায়োর্কা পালমায় ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। ম্যাচের ৩৩তম মিনিটে কর্নার থেকে মায়োর্কার কাইল লারিনের ডিফ্লেকটেড হয়ে হোসে ম্যানুয়েল কোপেতের কাছে আসে। ১০ মিটারেরও কম দূরত্ব থেকে দুর্দান্ত শটে এই ডিফেন্ডার মায়োর্কাকে জয়সূচক গোলটি উপহার দেন। পজিশনের দিক থেকে জিরোনা ম্যাচটি উপভোগ করলেও তেমন কোনো সুযোগ পুরো ম্যাচে তৈরি করতে পারেনি তারা। এ নিয়ে পাঁচ ম্যাচে তৃতীয়বার তারা কোন গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে লিগ টেবিলের উপরের দিকে থাকা একমাত্র দল হিসেবে জয় পেয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। মেট্রোপলিটানোতে সফরকারী বেটিসের সহায়তায় ৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।  এরপর ম্যাচের ২৭তম মিনিটে মোরাতাকে ডি-বক্সের ভিতর ফাউলের অপরাধে রুই সিলভার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় অ্যাথলেতিকো। কিন্তু মোরাতার দুইবারের শট রুখে দিয়ে ব্যবধান বাড়ানে দেননি রুই সিলভা। তবে ম্যাচের ৪৩তম মিনিটে অবশ্য কোন ভুল করেননি মোরাতা। রদ্রিগো ডি পলের শট রুই সিলভা রুখে দিলে ফিরতি বল পোস্টের খুব কাছে থেকে জালে জড়ান মোরাতা।  এরপর ম্যাচের ৬২তম মিনিটে দূরপাল্লার শট থেকে বেটিসের হয়ে এক গোল পরিশোধ করেন উইলিয়ান কারভালহো। গোলরক্ষক ইয়ান ওবলাক ম্যাচের শেষভাগে গুডিও রদ্রিগুয়েজের শট আটকে দিয়ে বেটিসের চাপ সামলেছেন।
০৪ মার্চ ২০২৪, ১৫:৪৪

ক্ষমা চাইলেন বার্সা কোচ
স্প্যানিশ সুপার কাপের সব শেষ আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে এবার লস ব্লাঙ্কোসদের কাছে পাত্তাই পায়নি বার্সা। সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে ৪-১ গোলে কাতালানদের উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের এমন হারে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেস। নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্ষমা চেয়েছেন তিনি। জাভির ভাষ্য, এটা হতাশাজনক। অনেক আশা নিয়ে ফাইনালে এসেছিলাম এবং আমরা আমাদের নিজেদের সবচেয়ে খারাপ পারফরম্যান্সটা উপহার দিয়েছি। ভক্তদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লড়াই করতে পারিনি। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আজ আমরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম এবং এজন্য একটি ট্রফি হাতছাড়া হয়েছে। দায়টা আমার। বার্সা কোচের আশা, ম্যাচে আমরা একেবারেই স্বস্তিতে ছিলাম না। কাউন্টার এবং ট্রানজিশনে মাদ্রিদ আমাদের অনেক ভুগিয়েছে। এটাই ফুটবল এবং আজ আমাদের খেলাটির হতাশাজনক দিকটি মোকাবিলা করতে হবে। বার্সা ঘুরে দাঁড়াবে।  জাভির মন্তব্য, প্রতিটি জায়গায় আমাদের দুর্বলতা ছিল এবং সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে। ফাইনালে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।
১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

সুপার কাপের ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সা
স্প্যানিশ সুপার কাপে শিরোপা ধরে রাখার মিশনে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। এতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রিয়াদের আল-আওয়াল পার্কে শুরু থেকে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে আক্রমণে ধারহীন ছিল বার্সেলোনা। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। ম্যাচের ২৮তম মিনিটেও সুযোগ হারান সের্হিও রবার্তো। কুন্দের বাড়িয়ে দেওয়া পাস থেকে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি। এতে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে ইকে গুন্দোয়ানের থ্রু-বল থেকে অচলাবস্থা কাটিয়ে বার্সাকে লিড এনে দেন রবার্ত লেভানদোভস্কি। এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় বার্সা, তবে গোলের দেখা মেলেনি। ইনজুরি টাইমে জোয়াও ফেলিক্সের পাস থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লামিলে ইয়ামাল। এতে সুপার কোপায় সবচেয়ে কম বয়সী হিসেবে গোল করার রেকর্ড গড়েন ইয়ামাল। উল্লেখ্য, রোববার (১৪ জানুয়ারি) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।
১২ জানুয়ারি ২০২৪, ১৪:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়