• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
৫ লাখ টাকার বাইক পুড়িয়ে 'জুনিয়র টাইগার শ্রফে'র ২২ হাজার আয়!
রাজধানীর বাড্ডায় আফতাবনগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অন্যায় মামলার অভিযোগ তুলে নিজের মোটরসাইকেল পুড়িয়ে দেন মো. রাসেল মিয়া নামে এক যুবক। পরে মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য ভিডিওতে ধারণ করে সেটি ভাইরাল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। মূলত, ‘ভাইরাল হিরো’ হতেই রাসেল এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন তিনি। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল চালানো নিয়ে তার বিরুদ্ধে কখনো কোনো মামলা করা হয়নি। তবে তার এক বন্ধু ট্রাফিক আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। রাসেল সেই মামলার স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের মোটরসাইকেলে আগুন দেন। মূলত ভাইরাল হতেই এ কাণ্ড ঘটান তিনি। পাঁচ লাখ টাকার মোটরসাইকেলটি পুড়িয়ে সেই দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে ২০০ ডলার (প্রায় ২২ হাজার টাকা) আয় করেছেন তিনি। ডিবি জানায়, মানিকগঞ্জের দৌলতপুর এলাকার প্রবাসী মা–বাবার সন্তান রাসেল মিয়া। তিনি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন। এই নামে তিনি ফেসবুক ও ইউটিউবে অন্যের বানানো বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন, যার বেশির ভাগই অর্থহীন, অশালীন ও দেশের আইনবিরোধী। ডিবি আরও জানায়, রাসেল মিয়া ২০২০ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। মাঝে কিছুদিন ভারতে গিয়ে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়ে নিজেকে 'জুনিয়র টাইগার শ্রফ' পরিচয় দিতেন। তিনি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্টের ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তেন। এতে তার সামান্য আয় হতো। ভাইরাল হয়ে আয় বাড়াতেই বাইকে আগুন দেওয়ার কাজটি করেন রাসেল।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫

পেট্রোল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
বাজারে ক্লাসিক ৩৫০-এর ইথানল এডিশন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। নতুন এই মোটরসাইকেলটি পেট্রোল ছাড়াই চলবে। এর ফলে পরিবেশ দূষণ কমবে। জানা গেছে, রয়্যাল এনফিল্ডের নতুন ক্লাসিক ৩৫০ বাইকটিতে ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করা যাবে। বাকি ১৫ শতাংশ পেট্রোল ব্যবহার করতে হবে। বাইকটিতে থাকছে ৩৪৯ সিসি এয়ার-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০ দশমিক ২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি বাইকটিতে ৫ স্পিড গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে। ইথানলচালিত রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ফুয়েল ট্যাংকে রয়েছে সবুজ এবং লাল পেইন্ট ফিনিশ। যা এটিকে রেগুলার ক্লাসিক মডেলের থেকে আলাদা করে তুলবে। ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করার সুবিধা থাকার ফলে বাইকটি তেল খরচ কমতে পারে এমনটা দাবি করা হচ্ছে। ভারতের বাজারে বাইকটির দাম ১ লাখ ৯৩ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার রুপি। বাইকটি বাংলাদেশে কবে আসবে, তা এখনও জানা যায়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়