• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে : বস্ত্রমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে।  এ জন্য যা যা দরকার, সব করব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য দাবি করে ভারতের পোস্ট রাতে যখন অনলাইনে দেখি, পরের দিনই ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের তৎপরতায় পরে সেটি সরিয়ে নিয়েছে। তিনি বলেন, এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার সব করব। তবে টাঙ্গাইল শাড়ির জিআই আমাদের আগে নেওয়া উচিৎ ছিল। কিন্তু আমরা নিতে পারিনি। জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারাও নেয়নি। বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। বঙ্গবন্ধুকন্যা পাটের সোনালি আঁশ আবার ফিরিয়ে আনতে চান। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

স্মার্ট বস্ত্র ও পাট খাত গড়ে তোলা হবে : নানক
স্মার্ট বস্ত্র ও পাটখাত গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেছেন নতুন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ধানমন্ডিতে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অঙ্গিকার করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১-কে সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নে কাজ করতে হবে। তিনি বলেন, স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা হবে। এই খাতে দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর এই সদস্য। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এর আগে, ২০০৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১২ জানুয়ারি ২০২৪, ১৮:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়