• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ভাইরাল ছবি প্রসঙ্গে যা জানালেন ববি উপাচার্য বদরুজ্জামান
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুলেল শুভেচ্ছা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়ার ছবি ভাইরাল হয়। কেউ এটিকে নেতিবাচক হিসেবে, আবার ইতিবাচক হিসেবে মন্তব্য করছেন।  উপাচার্য এ প্রসঙ্গে বলেন, আমি সবার মন জয় করে কাজ করতে চাই। এটা মানুষের ভালোবাসা। আর এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। এর আগে, গত ৪ মার্চে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পর রেওয়াজ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী থেকে শুরু করে সামাজিক-স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন গুলো ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্যকে। মানুষের দেওয়া শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া চারপাশে সাজিয়ে ছবি তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট দিয়েছিলেন তার এক শিক্ষার্থী। সেই পোস্টটি শেয়ার করেছিলেন উপাচার্য। তবে ছবিটি ভাইরাল হওয়ায় পোস্টটি সরিয়ে নেওয়া হয়। পরে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়াকে। কেউ মন্তব্য করেছেন ফুলের রাজ্যে এক টুকরা মৌমাছি। আবার অনেকে বলেছেন এটা তার কাজের ভালোবাসার ফলস্বরূপ। ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। কটূক্তি করে অনেকে করেছেন মন্তব্য।  ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উপাচার্য মাঝখানে বসে আছেন। তার চারপাশে রয়েছে শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া। ছবিটি নিয়ে নেটিজেনরা ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অংশ নিয়েছেন সমালোচনায়। তাদের মধ্যে রয়েছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও। আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক আবু জাফর মিয়া লিখেছেন, উপাচার্য স্যারের মত একজন ডাইনামিক, এনার্জেটিক এবং ইয়াং ভিসি পেয়ে সত্যিই ধন্য। তার মত শিক্ষার্থীবান্ধব ভিসি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তিনি এত এত ফুল পেয়েছেন, সেটা নিয়েই তো সমালোচনা, তাই না? কিন্তু বুঝতে হবে ফুল কেউ তেল দেওয়ার জন্য দেয় নাই। বরং তিনি তার কর্মকান্ডের জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মন জয় করে নিয়েছেন। তাই তিনি ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় সবাই আনন্দিত হয়ে ফুল দিয়েছেন। এখানে বিষয়টিকে অন্যভাবে দেখার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক লিখেছেন, কেউ নতুন পদে আসীন হলে আমাদের দেশে ফুল দেওয়ার রেওয়াজ আপনাদের সবারই জানা আছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ার পর বিভিন্ন বিভাগ, দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ পুরো বরিশালবাসী স্যারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। সুতরাং বিষয়টিকে ভিন্নভাবে উপস্থান না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ মার্চ ২০২৪, ১৬:৩৬

টুইঙ্কেলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ববি দেওলের
বলিউডের জনপ্রিয় দুই তারকা ববি দেওল ও টুইঙ্কেল খান্না। ক্যারিয়ারে একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছে এই জুটি। ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন টুইঙ্কেল। আর এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বিপরীতে ববি।  শুটিংয়ের সময়ে টুইঙ্কেলকে দারুণভাবে বিরক্ত করতেন ববি। আর সেই সহকর্মীর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতা। ২০০১ সালে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন। সম্প্রতি ববির সেই সাক্ষাৎকার ফের আলোচনায় উঠে এসেছে। স্মৃতিচারণ করে ববি বলেন, শুটিং শুরুর প্রথমদিন থেকে টুইঙ্কেল আর আমার মধ্যে সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। ছোট ছোট বিষয় নিয়ে তুমুল আশান্তি হতো আমাদের। আমি তো টুইঙ্কেলকে প্রাতক্রিয়া থেকে শুরু করে পাকস্থলী পরিষ্কার রাখার মতো বিষয় নিয়ে কথা বলেও বিরক্ত করেছি। এই কথাগুলো শুনে রীতিমতো খেপে যেত টুইঙ্কেল। কিন্তু আমি এই বিষয়টা খুবই উপভোগ করতাম।     জানা গেছে, শুটিং সেটে কথা বলতে গিয়ে মাঝে মধ্যেই গালিগালাজ করতেন ববি। যা মোটেও পছন্দ করতেন না টুইঙ্কেল। কিন্তু একবার অভিনেত্রীর মুখে গালি শুনে হতবাক হয়ে যান ববি।  সেই ঘটনার বর্ণনা দিয়ে ববি বলেন, সিনেমার প্রিমিয়ারের জন্য আমি ও টুইঙ্কেল একই গাড়িতে যাচ্ছিলাম। আমি বেশ নার্ভাস ছিলাম। আমি নিশ্চিত টুইঙ্কেলও নার্ভাস ছিল। কিন্তু সে সেটা আড়াল করেছিল। যাই হোক, গাড়ি চলছিল, এক পর্যায়ে আমি টুইঙ্কেলের হাতে হাত রাখি। তবে প্রিমিয়ারের পর টুইঙ্কেলের মুখে অশ্লীল ভাষা শুনেছিলাম আমি। তার মুখে গালিগালাজ শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। অথচ শুটিং সেটে আমি গালি দিলে বিরক্ত হতো টুইঙ্কেল। প্রসঙ্গত, সর্বশেষ ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় দেখা গেছে টুইঙ্কেল। তবে বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।  টুইঙ্কেল খান্না। মূলত অক্ষয় কুমারকে বিয়ে করার পর থেকে সংসারে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। এ দম্পতির দুটি সন্তান রয়েছে।  সূত্র : নিউজ১৮  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

নায়িকার মুখে গন্ধ থাকায় রোমান্স করতে গিয়ে বিপত্তিতে ববি
বলিউড অভিনেতা ববি দেওল। ক্যারিয়ারে ভাটা পড়ায় মাঝে চলচ্চিত্র থেকে বলতে গেলে বেশ দূরেই ছিলেন এই অভিনেতা। গেল বছর ‘অ্যানিমাল’ দিয়ে দীর্ঘদিন পর বলিউডে নিয়মিত হয়েছেন ববি। ওটিটিতেও ঝড় তুলেছেন। তার অভিনয়ের কথা এখন দর্শকের মুখে মুখে ঘুরছে। নব্বইয়ের মাঝামাঝি সময় বড়পর্দায় পা রাখেন ববি। তার ‘গুপ্ত’, ‘সোলজার’-এর মতো সিনেমা আজও দর্শকের পছন্দের তালিকায়। প্রীতি জিনতা থেকে কাজল, কাজ করেছেন সবার সঙ্গেই। কিন্তু অনেকেই জানেন না, একটি ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি। প্রায় দুই দশক আগে ফিল্মফেয়ারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ববি। সেখানেই বলেছিলেন ওই অস্বস্তিকর মুহূর্তের কথা। কিন্তু কোন অভিনেত্রীর মুখ থেকে এমন দুর্গন্ধ এসেছিল? ববি বলেন, ১৯৯৭ সালে ‘গুপ্ত’ সিনেমার শ্যুটিং চলছে। সেদিন মনিষা কৈরালার সঙ্গে একটি রোমান্টিক দৃশ্য হওয়ার কথা। ববির সঙ্গে তার রসায়ন ভালোই, তবে বন্ধুত্ব ছিল না। একটি গানের দৃশ্যে মনিষার মুখের কাছে নিজের মুখ নিয়ে যেতে হবে ববিকে। আর তা করতে গিয়েই বিপত্তি। মনিষার মুখ থেকে গন্ধ আসছিল।  ববি বলেন, কোনো রকমে ওই দৃশ্য শুট হয়। ঈশ্বর জানেন কীভাবে করেছিলাম। ওই রকম গন্ধের চোটে আমার মধ্যে রোমান্সের নামগন্ধ ছিল না। আসলে শুটিংয়ের ঠিক আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলার চাট খেয়েছিলেন মনিষা। সেই কাঁচা পেঁয়াজের গন্ধই আসছিল মুখ থেকে। আর এ ঘটনার পর বদলা নেওয়ার চেষ্টা করেছিলেন ববি। কিন্তু সফল হননি। হাসতে হাসতে এ কথা স্বীকার করেন অভিনেতা। তিনি জানান, সিনেমায় ফাইট মাস্টার ও তার ভাই অভিনয় করেছিলেন। তাদের সঙ্গে মনিষার একটা দৃশ্য ছিল। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে ববি তাদের পেঁয়াজ খেতে বলেন। মনিষার কাছে গেলে জোরে জোরে নিশ্বাস নেওয়ার পরামর্শ দেন। তবে তা কাজে আসেনি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

বাঁচতে চান ববি শিক্ষার্থী জান্নাত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি। লেখাপড়ার পাশাপাশি কাজ করতেন পথশিশু ও অসহায়দের নিয়ে। গত ২৫ জানুয়ারি হঠাৎ এক দুর্ঘটনা এলোমেলো করে দিয়েছে তার জীবন। অসাবধানতাবশত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে পড়ে গিয়ে জান্নাতের মেরুদণ্ডে প্রচন্ড আঘাত লাগে। পরে তার স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার হয়েছে। সঙ্গে ডান পায়ের গোড়ালিও ভেঙে যায়। স্পাইনাল ফ্র্যাকচারের কারণে অস্ত্রপচার করা হয়েছে। ডান পায়ের গোড়ালিতে করা হয়েছে প্লাস্টার। তার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে আছে। জান্নাত বর্তমানে ঢাকার শ্যামলী ট্রমা হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ছয় মাসের ফিজিও থেরাপি ও অন্যান্য ট্রিটমেন্ট এর জন্য অন্তত সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন। জান্নাতের ভাই জিওন জানান, প্রথমে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ থেরাপি দেওয়ার জন্য তাকে ট্রমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে পঙ্গু হাসপাতালের সাবেক ডিরেক্টর অধ্যাপক ডা. আব্দুল গণি মোল্লার তত্ত্বাবধায়নে অস্ত্রপচার করানো হয়। ডা. নাসির উদ্দীন থেরাপি দিচ্ছেন। তবে প্রতিমাসে দেড় লাখের বেশি খরচ। যা আমাদের পরিবারের পক্ষে সম্ভব না। পাঁচ-ছয় লাখ টাকা এর আগে খরচ হয়ে গেছে। তাই বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে সহযোগিতা করার। ইংরেজি বিভাগের ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি নাহিদ আকন্দ জানান, আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সহযোগিতা করার। বিত্তবানদেরও আহ্বান থাকবে এগিয়ে আসার। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক তানভীর কায়ছার বলেন, বিভাগ থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করছি। শিক্ষার্থীর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখে ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিকিৎসা চালাতে অনেক টাকার প্রয়োজন। এজন্য তাকে বাঁচানোর জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। সহযোগিতা পাঠানোর ঠিকানা- ০১৭০০-৮৭৯০৯৭ (বিকাশ), ০১৭০০-৮৭৯০৯৭ (নগদ), ০১৭০০-৮৭৯০৯৭৫ (রকেট) ০১৭৫৪৭৩২৮৯৮ (জিওন, জান্নাতের ভাই)।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০

এবার ভাগ্নির বিয়েতে ভাইরাল হওয়া ‘জামাল কুদু’ গানে নাচলেন ববি
বলিউড অভিনেতা ববি দেওল, মাঝে লাইমলাইট থেকে দূরে ছিলেন। তার অভিনীত সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না। তবে গত বছর ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সিনেমাটির ‘জামাল কুদু’ গানে মদের গ্লাস মাথায় নিয়ে নেচে মুগ্ধতা ছড়ান ববি দেওল। এবার ভাগ্নি নিকিতা চৌধুরীর বিয়েতে গ্লাস মাথায় নিয়ে নেচে ফের আলোচনায় ববি দেওল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে দেখা যায়, মঞ্চে দাঁড়ানো বর-কনেসহ অনেকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জামাল কুদু’ গান। এ গানের তালে নাচছেন ববি দেওল। মাথায় গ্লাস নিয়েই ভাইরাল স্টেপে পা মেলালেন পরিবারের অন্য সদস্যরা। তবে ববিকে এই মামলায় টেক্কা দেওয়া অসম্ভব! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ববির বোন অজিতা দেওলের মেয়ে নিকিতা চৌধুরী। উদয়পুরে বসেছে তার রাজকীয় বিয়ের আসর। ভাগ্নির প্রাক-বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচেন মামা ববি দেওল। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিখ্যাত কবি বিজন সমাদ্দারের লেখা কবিতাকে গানে রূপান্তর করা হয়। এর সংগীতায়োজন করেছিলেন ইরানের খাতারেহ গ্রুপ। ১৯৫০ সালে প্রথম সমবেতভাবে গানটি কণ্ঠে তুলেন খারাজেমি গার্লস হাই স্কুলের গায়করা। গানটি মুক্তির পর বিয়ের গান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ইরানের এই গান নতুন করে তৈরি করেন ভারতের হর্ষবর্ধন রামেশ্বর। প্রসঙ্গত,  ‘জামাল কুদু’ গানের অর্থ ব্যাখ্যা করে এ প্রতিবেদনে জানানো হয়েছে, এ গানের মুখ হলো— ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।’ পরের অন্তরার অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না/ আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করেছো/ আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।’
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪-২৫ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। মোট নয়টি পদে একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম ও ওবায়দুর রহমান। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি ইলিয়ান হোসেন (দৈনিক দেশ জনপদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা) কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল (আমার সংবাদ), এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহরাব হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল) মাসুদ রানা (ঢাকা টাইমস) মো. মেহেদী হাসান (বিডিএন ৭১)। নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।  
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০

ববিকে জড়িয়ে ধরে নারী ভক্তের চুমু (ভিডিও)
তারকাদের সঙ্গে মাঝেমধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এতে বিব্রতকর পরিস্থিতে পড়েন অনেকেই। এবার এমনই এক কাণ্ডের মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। যদিও বিষয়টি খুব পজিটিভলি হ্যান্ডেল করেছেন এই অভিনেতা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ববি। সেখানে স্বাভাবিকভাবেই অভিনেতার সঙ্গে সেলফি তোলার জন্য উন্মুখ ছিলেন তার ভক্তরা। আর ঠিক তখনই হঠাৎ এক নারী অনুরাগী এসে জড়িয়ে ধরেন ববিকে।  শুধু তাই নয়, অভিনেতার গালে উষ্ণ চুমুও দেন ওই নারী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।    ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে সবার মতো নারী অনুরাগীও ববির সঙ্গে ছবি তোলার আবদার করেন। পরে কারও নিষেধ না শুনেই ববির গালে চুমু দেন তিনি। সবার সামনে এভাবে চুমু দেওয়ায় লজ্জায় পড়েন ‌ববি। তবে মৃদু হাসি দিয়েই পরিস্থিতি সামাল দেন এই অভিনেতা।  কিছুদিন আগে রণবীর কাপুরের কলকাতা সফরেও একই চিত্র ফুটে উঠেছিল। অনুরাগীদের ভালোবাসার চাপে প্রায় দৌড়ে গিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়েছিল তাকে। তবে ববি একেবারেই শান্ত ছিলেন এমন পরিস্থিতিতে। গেল বছর সন্দীপ রেড্ডি নির্মিত সিনেমা ‘অ্যানিমাল’-এ অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন ববি দেওল। মুক্তির পর জনপ্রিয়তা পায় সিনেমাটি ।  ২০২৩ ছিল দেওল পরিবারের সব থেকে সুখের বছর। একদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় ধর্মেন্দ্রর অনবদ্য পারফরম্যান্স। অন্যদিকে ‘গদর টু’র সানি দেওলের সাফল্য এবং ‘অ্যানিমাল’ সিনেমায় ববির দুর্দান্ত অভিনয়। সব মিলিয়ে সেই খুশির হাওয়া যেন নতুন বছরেও বহাল আছে দেওল পরিবারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৪১

অ্যানিমেলের পর আরও ভয়ংকর হয়ে আসছেন ববি
বলিউডে গেল বছর ‘অ্যানিমেল’ ঝড় বয়ে গেছে । মুক্তির পর থেকেই রেকর্ড গড়ছেছিল রণবীর কাপুরের এই ছবি। ছবিটি দিয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন ববি দেওল। জামাল কুদু গানের মাধ্যমে সিনেমাটিতে অ্যান্ট্রি করা ববি দেওল যেন হাওয়ায় ভাসছেন।  সিনেমায় ববি যে অনবদ্য অভিনয় করেছেন, তা খুব আলোচিত হয়েছে। বলিউড কাঁপিয়ে এবারদক্ষিণী ছবিতেও নতুন চরিত্রে নতুন লুকে চমক দিতে চলেছেন ধর্মেন্দ্রপুত্র। শনিবার (২৭ জানুয়ারি) ৫৫ বছরে পা রেখেছেন ববি দেওল। তবে নতুন লুক দেখে তাঁর বয়স ধরা খুবই কঠিন। দক্ষিণী ছবি ‌‘কানগুভা’র প্রথম ঝলক প্রকাশ্যে আসায়, আবারও সেই কথাই প্রমাণিত হলো।
২৭ জানুয়ারি ২০২৪, ২১:২৮

তিনতলা ভবন থেকে পড়ে হাসপাতালে ববি শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার ভবন) তৃতীয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার ডান পা, দুই হাত ও ঘাড় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।  আহত জান্নাতুল ফেরদৌস ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, প্রশাসনিক ভবনের তৃতীয়তলার রেলিংয়ে বসে পড়ালেখা করার সময় অসাবধানতাবশত এক শিক্ষার্থী নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়েছি আমরা। এ ছাড়া সবার প্রতি নির্দেশনা থাকবে যে, কেউ অযথা বহুতল ভবনের রেলিংয়ের পাশে অবস্থান না করে। সবাই যেন সাবধানতার সঙ্গে চলাফেরা করে। ভবনের রেলিংগুলোকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ভবনগুলোর রেলিং আরও সুরক্ষিত করার জন্য আজই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকৌশল শাখাকে যথাযথ নির্দেশনা দিয়েছেন উপাচার্য মহোদয়। একই সঙ্গে আহত শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

বাড়ছে আত্মহত্যার প্রবণতা, উদ্বিগ্ন ববি প্রশাসন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একের পর এক আত্মহননের ঘটনা চলমান। সবশেষ এক বছরে প্রায় এক ডজন আত্মহত্যাচেষ্টার ঘটনার স্বাক্ষী হয়েছে শিক্ষার্থীরা। এরমধ্যে দুজন ছাত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। এভাবে ঘন ঘন আত্মহত্যা চেষ্টার বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত একটি মেসে নিজ রুমে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী বৃষ্টি সরকার। গত জুলাইয়ে একই ভাবে আত্মহত্যা করেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী শাহরিন রিভানা। এছাড়া গত ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থী আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছেন। এদের মধ্যে- বঙ্গবন্ধু হলে ২ ছাত্র, শেরে বাংলা হলে ৩ ছাত্র, শেখ হাসিনা হলে ১ ছাত্রী, মেসে ৩ ছাত্র ও ১ ছাত্রী এবং ঝালকাঠিতে নিজ বাসভবনে ১ ছাত্র আত্মহত্যাচেষ্টা করেছেন। এসব ঘটনার বেশিরভাগই প্রেমঘটিত বিষয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাবিলা হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ সময় সম্পর্কের টানাপোড়েন ও উদ্বিগ্নতায় কাটায়। তাদেরকে ওখান থেকে বের করে আনার মত বিশ্ববিদ্যালয়ে কোন সাইকোলজিস্ট নাই। দ্রুত একজন সাইকোলজিস্ট নিয়োগের দাবি জানাই। একই সাথে ক্যাম্পাসে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাই।  সম্প্রতি এসব দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আমাদের শিক্ষার্থীরা যেভাবে ঘন ঘন নিজেদের জীবণনাশের সিদ্ধান্ত নিচ্ছে তা শিক্ষক হিসেবে আমাদের রীতিমতো উদ্বিগ্নতায় ফেলেছে। তাদের এরকম সিদ্ধান্তের পিছনের কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে কাজ চলছে। শীঘ্রই এ ঘটনা রোধে বিভিন্ন কর্মসূচী নেওয়া হবে।  এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া জানান, দ্রুত মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে।
১৮ জানুয়ারি ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়