• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
কুয়েতে ডব্লিউইও’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউইও)-এর বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ জানুয়ারি) কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আবদালিতে জমকালো এই বনভোজন অনুষ্ঠিত হয়। দেশটিতে চলছে এখন শীতের মৌসুম। এমন মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজনে এক টুকরো বাংলাদেশ। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন-কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারও যেন কোন ক্লান্তি ছিল না। পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে ওঠেছিল বিশালাকার বনভোজন স্পটটি। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। বিশিষ্ট নারী এবং উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডা. বুশরা হাবিব বলেন, উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হোক। অন্তত এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গনাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন ইসলাম বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টা। বার্ষিক বনভোজন আয়োজনের এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য তিনি উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গনাইজেশনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের ফাউন্ডার নাসরিন আক্তার মৌসুমী বলেন, ‘নারীরা এগিয়ে গেলে দেশে এগিয়ে যায়’ এই স্লোগানকে সামনে রেখে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে প্রবাসের মাটিতে। সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সহসাংগঠনিক সম্পাদক নাহিদ সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক শুভ্রা পাল। অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়