• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
নিউইয়র্ক পুলিশে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই কর্মকর্তা লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরী।  শুক্রবার (২৬ জানুয়ারি) নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় এক অনুষ্ঠানে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড এ ক্যাবান সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরীকে সার্টিফিকেট প্রদান করেন পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।  বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়। এই দুজনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। দুই কর্মকর্তার পদোন্নতিতে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট  ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেক্টিভ রাসিক মালিক অভিনন্দন জানান।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার ইভেন্ট কো-অর্ডিনেটর  সার্জেন্ট শেখ আহমেদসহ আরও অনেকে।
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

কাউন্সিল অ্যাট লার্জ হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত ড. নীনার শপথ গ্রহণ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম নারী মুসলমান কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নীনা আহমেদ। গত ২ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। এর আগে, গত ৭ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ড. নীনা আহমেদ। ফিলাডেলফিয়া সিটিতে প্রায় ১৫ লাখের কিছু বেশি লোক বাস করেন। এর মধ্য প্রায় ২ লাখের কাছাকাছি মুসলমান লোক বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম নারী জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ড. নীনা আহমেদ নির্বাচিত হন। ড. নীনা আহমেদের শপথগ্রহণের মাধ্যমে ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশিদের জন্য নতুন ইতিহাস রচিত হলো। ১৬৮২ সালে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৪১ বছরের ইতিহাসে ড. নীনা আহমেদই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি সরাসরি ভোটে কাউন্সিল অ্যাট লার্জ হলেন। ২ জানুয়ারি থেকে তার কার্যকাল শুরু হয়েছে। শপথগ্রহণের সময় নিনা আহমেদের স্বামী আহসান নাসরতুল্লাহ, দুই মেয়ে, বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি এবং তার ক্যাম্পেইন অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়