• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ওমরাহ করতে সৌদি আরবে ফেরদৌস
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান। এদিন ফেসবুকে মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন ফেরদৌস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’। এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ঢাকা-১০ আসনের এই সংসদ সদস্য।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনায়ও ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
১৫ মার্চ ২০২৪, ১৯:১১

ঋতুপর্ণাকে রাজনীতিতে ডাকলেন ফেরদৌস
আগামী এপ্রিলে আমেরিকার নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪। আর তাই ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানেই দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক তুলে দেন অভিনেতা।  ফেরদৌস বলেন, ঋতুপর্ণার সঙ্গে আমার ২৫ বছরের পথচলা। আমি খুব কাছে থেকে দেখেছি, মানুষের পাশে থেকে তিনি কীভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় ঋতুপর্ণার থেকে তার বেশিরভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১০ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এ দেশে এসেছে তাই তাকে আমাদের নৌকা দিয়ে বরণ করে নিতে চাই। অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফেরদৌস। তিনি চান তার দেখানো পথে ঋতুপর্ণাও রাজনীতিতে যোগ দিক। বিষয়টি উল্লেখ করে অভিনেতা বলেন, মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইবো তিনি যেন আমার দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন তাহলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই, ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন। তাহলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক-মৈত্রী আরও দৃঢ় করতে পারবো।’ আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব আয়োজক কমিটির উপদেষ্টা একুশ পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও অভিনয়শিল্পী লুতফুন নাহনি লতা, উৎসবের সমন্বয়কারী মো. আবদুল হামিদ, অনুষ্ঠান সহযোগী স্বাধীন মজুমদার ও এলি বড়ুয়া এবং ঢাকা ও কলকাতা কো-অর্ডিনেটর যথাক্রমে পিয়াল হোসেন ও শর্মিষ্ঠা ঘোষ, জুরি সদস্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭

জাবিতে জলসিঁড়ির সম্পাদক রাত্রী, যুগ্ম সম্পাদক ফেরদৌস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী রাহাতুল ফেরদৌস রাত্রীকে সাধারণ সম্পাদক এবং ৪৮ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়াারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতিমণ্ডলী হিসেবে আছেন সাদ্দাম হুসাইন রোহান, রনি হায়দার তুর্য, দুর্জয় বসাক। কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক তুষার শিকদার ও ধীরাজ রায়, অর্থ সম্পাদক দীপান্বিতা চক্রবর্তী, সহ-অর্থ সম্পাদক মৌমিতা কুন্ডু, মৌমিতা জান্নাত মেঘলা , প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রজ্ঞা প্রতিভা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পূজা রায়, পাঠাগার সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম, দপ্তর সম্পাদক সুরভী চক্রবর্তী, উপ-দপ্তর সম্পাদক প্রমা রাহা ও শাশ্বত প্রামাণিক। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুল্লাহ আল মামুন ও প্রীতি সূত্রধর। উল্লেখ্য, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’- স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৬

সংসদে যে দাবি জানালেন ফেরদৌস
‘ওয়ান টাইম’ প্লাস্টিকের ব্যবহার বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থার পদক্ষেপ দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অবিলম্বে তিনি এ ধরনের প্লাস্টিক পণ্য বন্ধের দাবি জানিয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধির জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে তিনি এ দাবি করেন। ফেরদৌস আহমেদ বলেন, আমরা অতি মাত্রায় প্লাস্টিক পণ্য নির্ভর হয়ে পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই। ফেলে দেওয়া এসব প্লাস্টিক পণ্য বছরের পর বছর মাটির নিচে থাকলেও পচে না। বর্তমানে ওয়ান টাইম প্লাস্টিক বাংলাদেশসহ গোটা বিশ্বের মাথাব্যথার কারণ। কারণ এগুলো পরিবেশের ভয়ংকর ক্ষতি করে। তাই এ ধরনের পণ্য বন্ধ করতে না পারলে পরিবেশ রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরে ফেরদৌসকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সারাদেশে প্রতিদিন ৩০ হাজার টন কঠিন বর্জ্য উৎপাদন হচ্ছে। ঢাকা শহরে হচ্ছে প্রায় ৭ হাজার টন। এর মধ্যে ১০ শতাংশ ওয়ান টাইম প্লাস্টিক। আমরা আগামী দুই বছরে এর ৯০ শতাংশ কমাতে চাই। আমরা এর উৎপাদন ও বিতরণ বন্ধ করতে চাই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি ১০০ দিনের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছি, সেখানেও দূষণের বিষয়টি নিয়ে আসছি। আমরা এসব পণ্য তৈরির সঙ্গে সম্পৃক্তদের ওপর দায় দিতে চাই।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৯

‘নায়িকারা মনোনয়ন পেলে আমাদের মরণ হওয়া উচিত’
বর্তমানে রাজনীতিতে নাম লেখাচ্ছেন চলচ্চিত্রের নায়ক-নায়িকারা। চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এবার রাজনীতিতে নাম লেখালেন অপু বিশ্বাস, সোহানা সাবা ও নিপুণ।  রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনেন অপু-নিপুণরা। এদিকে নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীরা। শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য পদ গ্ল্যামারের কাছে ধরাশয়ী হওয়ার শঙ্কায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তারা।    অশ্রুসিক্ত হয়ে যুব মহিলা লীগের সহসভাপতি আসমান আক্তার রুনা বলেন, অপু বিশ্বাস, নিপুণ, সোহানা সাবারা কোথা থেকে এলো? দুর্দিনে তো তাদের কাউকে কখনও মাঠে দেখলাম না।   তিনি আরও বলেন, রাজনীতিতে এসে জীবন-যৌবন নষ্ট করছি। জেল খেটেছি, নিজের পাঁচটা বাড়ি বিক্রি করেছি। নিজের স্বামীও আমাকে ছেড়ে চলে গেছে। কী লাভ হলো এতসব ত্যাগ করে। এখন যদি এই নায়িকারা এসে মনোনয়ন নিয়ে যায়, তাহলে আমাদের মরণ হওয়া উচিত। রুনা বলেন, দুর্দিনে রাজপথে ছিলাম। সেই অধিকার নিয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনতে এসেছি। এসেই হতাশ হয়ে পড়লাম। নায়িকাদের ফরম কেনার অবস্থা দেখে হতাশ না হয়ে পারছি না। এই নায়িকারা কোথায় ছিল এতদিন? রাজপথে তো তাদের কাউকেই কখনও দেখিনি। তারা যদি আমাদের মতো কর্মীদের কিসমত মেরে খেতে আসে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব।  
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪

জীবনের নতুন অধ্যায়ে ভীষণ নার্ভাস ফেরদৌস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন রুপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করেন। অন্য সংসদ সদস্যের মতো চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌসও যোগ দেন এ অধিবেশনে। সামাজিকমাধ্যমে নিজেই দিয়েছেন সে খবর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই। নির্বাচনের পর জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে গিয়ে ফেরদৌস বলেন, ‌জীবনের নতুন অধ্যায়, আমি খুব নার্ভাস। অধিবেশন শেষে উপস্থিত সাংবাদিকদের এই অভিনেতা বলেন, মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সংসদে তুলে ধরব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। নির্বাচনের পর নানা ধরনের কাজেও সম্পৃক্ত হয়েছেন তিনি। এবার সংসদে গিয়ে তুলে ধরতে চাইলেন জনগণের মত।
৩০ জানুয়ারি ২০২৪, ২২:৫৬

দোয়া চেয়ে সংসদের প্রথম অধিবেশনে ফেরদৌস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন রুপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করেন। অন্য সংসদ সদস্যের মতো চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌসও যোগ দিয়েছেন এ অধিবেশনে। সামাজিকমাধ্যমে নিজেই দিয়েছেন সে খবর। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফি তুলে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই। এর আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিতে গিয়ে তিনি বলেছিলেন, আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।
৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

সভাপতি পদে নির্বাচন প্রসঙ্গে যা বললেন ফেরদৌস
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ফেরদৌস আহমেদ লড়বেন, রহস্য জিইয়ে রেখে এমন আভাসই দিয়েছেন নিপুণ। আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত করা হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়া প্রসঙ্গে নায়ক-নেতা ফেরদৌস আহমেদের কাছে জানতে চাইলে তার সোজাসাপ্টা উত্তর ‘না’। তিনি  বলেন, আমি করতে পারব না। তাছাড়া এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমার আগ্রহও নেই। আমি একসঙ্গে দুই দায়িত্ব কিভাবে পালন করব। শিল্পী সমিতি নিয়ে আমার ভাবনা নেই।
২৬ জানুয়ারি ২০২৪, ২১:৫০

‘মাইক’ নিয়ে এবার কলকাতায় ফেরদৌস
সম্প্রতি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন রুপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদ। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন খবর সামনে এলো। এবার কলকাতার নন্দনে দেখানো হবে ফেরদৌস অভিনীত গেল বছরে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমা ‘মাইক’।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ‘মাইক’-এর প্রযোজনা প্রতিষ্ঠান গৌরব ’৭১। জানানো হয়, ২১ জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে। এ বিষয়ে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরো জেনে খুশি হবেন, মাইক ইতমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে। এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫২

এমপি হয়েই নতুন চলচ্চিত্রে ফেরদৌস
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। বাংলাদেশের পাশাপাশি কাজ করেছে টালিউড-বলিউডেও। শুধু পর্দায় নয়, বর্তমানে রাজনীতির মাঠেও সফল এই নায়ক। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেরদৌস বিপুল ভোটে ঢাকা-১০ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে এমপি হয়েই নতুন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন ফেরদৌস।  আরও পড়ুন : কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন অঙ্কিতা   ‘জুলি’ নামের নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে ফেরদৌসকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও সিনেমার কাহিনি-চিত্রনাট্যও করেছেন তিনি। জানা গেছে, চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন ছটকু। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে।  সিনেমায় ‘জুলি’ চরিত্রে অভিনয় করবেন রাদিফা। তার মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। এছাড়া এতে আরও অভিনয় করবেন— রিয়াজ আহমেদ, অমিত হাসানসহ অনেকেই। ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এ প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন টেবিল ওয়ার্ক করছি। কিশোরী জুলিকে ঘিরে সিনেমার কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। আরও পড়ুন : আরটিভিতে আজ যা দেখবেন   অমিত হাসান বলেন, সিনেমাটি নিয়ে ছটকু আহমেদের সঙ্গে কথা হয়েছে। তবে চূড়ান্ত কথা হয়নি। দৃশ্যধারণের আগে আগে হয়তো আমাকে জানাবেন তিনি। শুনেছি অনেকশিল্পীর সমাবেশ ঘটবে এ সিনেমায়। প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছটকু আহমেদ নির্মিত এবং ফেরদৌস অভিনীত সিনেমা ‘আহারে জীবন’। সিনেমায় ফেরদৌস ছাড়া আরও অভিনয় করেছেন, পূর্ণিমা, ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।
১৪ জানুয়ারি ২০২৪, ১০:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়