• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
ক্লেমন নিয়ে এলো নতুন স্বাদের ‘ক্লেমন মোহিতো’
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর অন্যতম ক্লিয়ার লেমন ড্রিংক ক্লেমন। ক্লিয়ারলি লেমনের ফ্রেশনেস ছড়িয়ে, তরুণ ও সব বয়সী মানুষের হৃদয়ে ইতোমধ্যে ক্লেমন জায়গা করে নিয়েছে। এবার ক্লেমন পরিবারে যুক্ত হলো আরেকটি রিফ্রেশিং ড্রিংক ‘ক্লেমন মোহিতো’। কুল লেমন ও মিন্টের সতেজতায় তৈরি ক্লেমন মোহিতো এখন পাওয়া যাচ্ছে সর্বত্র।  ক্লেমন মোহিতোর কুল লেমন এবং মিন্টের ফ্রেশনেসের দারুণ কম্বিনেশন ভোক্তাকে করে তুলবে সতেজ ও প্রাণবন্ত। এই গ্রীষ্মের প্রচন্ড গরমে কুল ও রিফ্রেশ থাকতে, ক্লেমন মোহিতো হতে পারে এক অতুলনীয় সমাধান। এছাড়া শরীরকে রিহাইড্রেট করতে ক্লেমন মোহিতো উপকারী। কুল লেমন এবং মিন্টের সতেজতায় ক্লেমন মোহিতোর নতুন স্বাদে দূর হবে সারা দিনের ক্লান্তি।  মঙ্গলবার  (২ এপ্রিল) আকিজ হাউজে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লেমন মোহিতো আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব অপারেশন সৈয়দ জহুরুল আলম।  তিনি জানান, ক্লেমন যেমন খুব কম সময়ে বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার লেমন ড্রিংকে পরিণত হয়েছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষে চলে এসেছে, ঠিক তেমনি ক্লেমন মোহিতো ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই আমরা আশা করছি, ভোক্তারা ঠিক একই রকম ভালোবাসা দিয়ে ক্লেমন মোহিতোকে গ্রহণ করে নিবে।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিসিপিও নাবিল আহমেদ, সিএমও মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।   
০৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৭

রাঙ্গামাটিতে ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল উদ্বোধন 
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন এবং পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরতে রাঙ্গামাটিতে তিন দিনের ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল সোহেল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হবে। পার্বত্য প্রতিমন্ত্রী পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতির প্রসারে, এ ধরনের আয়োজন ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আয়োজন করার আহ্বান জানান। ফেস্টিভ্যালে  পার্বত্য অঞ্চলে বসবাসরত  চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙালি, অহমিয়া, খেয়াং, খুমি, গুর্খা, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ মোট ১৬টি সম্প্রদায় অংশগ্রহণ করছে। ফেস্টিভ্যালে সকল সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী খাবারসহ তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরছেন। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে।  তিন দিনব্যাপী আয়োজনে ১৬টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের বাহারি সমাহারের পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ফেস্টিভ্যালের মূল থিম হচ্ছে পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের ঐতিহ্যবাহী খাবার এবং সংস্কৃতি। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়