• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নতুন সিরিজ দিয়ে পর্দায় ফিরলেন নায়ক মান্না
ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপর দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। তবে সম্প্রতি জীবিতরূপে পর্দায় ফিরলেন অ্যাকশন হিরোর বেশে! মুক্তি প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্ল্যাকস্টোন’-এ দেখা যাবে জীবন্ত মান্নাকে! এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার, যা প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেটিজেনদের। মন্তব্যঘরে একজন লিখেছেন, পুরোই হলিউড ভাইবস। গর্বের সহিত বলব- আমরাও পারি।’ প্রকাশিত ১ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, একটি পাথরখণ্ডের স্পর্শে বদলে যায় সিরিজটির প্রধান চরিত্রের জীবন। রয়েছে ধুন্ধুমার অ্যাকশনের আভাসও। আর শেষ দৃশ্যে দেখা মেলে প্রয়াত অভিনেতা মান্নার। নির্মাতা শাহরিয়ার গালিব বলেন, এই সিরিজ নির্মাণে অনুপ্রাণিত হয়েছি জেমস ক্যামেরন ও ক্রিস্টোফার নোলানের কাছ থেকে। এখানে আমরা নায়ক মান্নাকে ট্রিবিউট করেছি। কারণ স্টার ওয়ার্স কিংবা অন্যান্য হলিউড মুভিতে দেখবেন প্রয়াত অভিনেতাদের কম্পিউটা কিংবা এআই প্রযুক্তির সাহায্যে আবারও অভিনয়ে ফেরানো হচ্ছে। এই জিনিসটি কিন্তু আমাদের এখানে অথবা বলিউডে তেমন প্রচলিত না। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি! অবশেষে কাজটি করলাম এবং ভালো সাড়া পাচ্ছি। নির্মাতা জানান, সিরিজটি নিয়ে প্রয়াত চিত্রনায়ক মান্নার পরিবারের অনুমতি নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন। কিন্তু এখনও যোগাযোগ করতে পারেননি। তবে তিনি মান্নার পরিবারের অনুমতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘ব্ল্যাকস্টোন’র গল্প প্রসঙ্গে শাহরিয়ার গালিব জানান, মহাকাশ থেকে একটা পাওয়ারফুল পাথর এসে পৃথিবীতে পড়ে। যেখানে পড়ে, সেখানে দৈবভাবে সিরিজটির প্রধান চরিত্রটিও থাকে। সে পাথরটি দেখতে পায় এবং ছুঁয়ে ফেলে। যে কারণে ওই পাথর থেকে একটা শক্তি তার ওপর ভর করে। সে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পায়। এতে তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে। সে আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ছড়াতে থাকে গল্পের ডালপালা। এগিয়ে যায় কাহিনি। ব্ল্যাকবক্স স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় অভিনয়শিল্পীরা। আছেন রাফি, রাজিব, শাহরিয়ার কবির প্রমুখ। প্রযোজনা করেছেন রবিউল করিম। নির্মাতা জানান, তিন ভাগে বিভক্ত করা সিরিজটির প্রথম অংশ আসবে আগামী ১ এপ্রিল। এরপর ১ মে উন্মুক্ত হবে দ্বিতীয় সিজন আর তৃতীয় সিজনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
২০ ঘণ্টা আগে

ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় ছিলেন মিডল-অর্ডার এই ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি। এদিকে চোটের কারণে স্কোয়াডে নেই পেসার মুশফিক হাসান। গোড়ালির চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ গড়াবে।  সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ১-০ তে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
২৬ মার্চ ২০২৪, ১৬:২০

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
প্রায় এক বছর আগে থেকে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে নানা জটিলতায় তা বাস্তবে রূপ নিতে ব্যর্থ হয়। অবশেষে সব বাঁধাকে পিছনে ফেলে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই তারকা পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই আমিরকে দলে ফেরাতে বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন আমির। এর আগে গতকাল একই প্রক্রিয়ায় ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পিসিবি। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান আমির। পোস্টে আমির লেখেন, ‘আমি এখনো পাকিস্তান দলে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদেরকে এমন একটি জায়গায় এনে দাঁড় করায়, যখন আমাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে হয়।’ তিনি বলেন, আমার এবং পিসিবির মাঝে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে আমি বুঝতে পেরেছি, দলের আমাকে প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সঙ্গে কথা বলে আমি পাকিস্তান দলে খেলতে পারি। আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল আমাকে যখন চাইবে, তখনই পাবে। তিনি আরও বলেন, আমি দেশের জন্য এটি করতে চাই। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে দলের কথা চিন্তা করতে হবে। সবুজ জার্সি গায়ে দিয়ে দেশের সেবা করা সব সময় আমার বড় আকাঙ্ক্ষার।  ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে অবসর নিয়েছেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলের খেলা বাদ দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন আমির। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন তিনি।
২৪ মার্চ ২০২৪, ২১:০৮

দেশে ফিরলেন মির্জা ফখরুল
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ৪ মার্চ স্ত্রী রাহাত আরা বেগমসহ দেশ ছাড়েন মির্জা ফখরুল। শায়রুল কবির খান জানিয়েছেন, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দু’টি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এ সময়ে তার ছয় কেজি ওজন কমেছে। কারামুক্তির পর মির্জা ফখরুল ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধানে চিকিৎসা নেন।  
২৩ মার্চ ২০২৪, ১৯:৩৫

ব্যায়াম করতে গিয়ে ফাটল কপাল, চার সেলাই নিয়ে ফিরলেন মমতা
ব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার এ ঘটনায় কপাল ফেটে বেশ রক্তক্ষরণ হয়েছে তার। অবশ্য চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান। তবে, কপালে চারটি সেলাই পড়েছে তার।  তৃণমূল কংগ্রেসের নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।  প্রতিবেদনে বলা হয়, কলকাতার কালীঘাটের বাসভবনে ট্রেডমিলে ব্যায়াম করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় হঠাৎ পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার পিজি হাসপাতালে। আহত হলে তাকে  নেওয়া হয়। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন তিনি। তবে তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে উড বার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন মমতা। গঠন করা হয় ৮ চিকিৎসকের মেডিকেল বোর্ড। আঘাতের গুরুত্ব বিবেচনা করে তার কপালে চারটি সেলাই করেন চিকিৎসকরা। এরপর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মাথায় ব্যান্ডেজ অবস্থায় হুইল চেয়ারে করে পিজি হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মমতার।  এরপর সেখান থেকে রাতেই তিনি নিজের গাড়িতে করে ফিরে আসেন কালীঘাটের বাড়িতে। ওই গাড়িতেই ছিলেন ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং ভাতৃবধু কাজরী বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, আপাতত বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।  মমতার আঘাত পাওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ জুড়ে। হাসপাতালে ছুটে যান রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেনসহ তৃণমূলের নেতারা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এ ছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মগুমদার, কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীসহ তৃণমূল নেতা-কর্মী থেকে কলকাতার বিশিষ্টজনেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
১৫ মার্চ ২০২৪, ০২:৪৭

বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানান  ব্যক্তিগত চিকিৎসকরা। লিভার প্রতিস্থাপনসহ ফুসফুস ও কিডনি জটিলতার জন্য খালেদাকে আবারও বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন তিনি।   এসব তথ্য নিশ্চিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার ও এফ এম সিদ্দিকীসহ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস, হার্ট ও ডায়াবেটিকের পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তার কোনো রোগেরই উন্নতি হয়নি। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসকরা জানান, তাকে আমেরিকার জন হপকিন্স অথবা ওই মানের কোনো বিশেষায়িত হাসপাতালে নিতে পারলে সুস্থ করা সম্ভব। বিএনপি চেয়ারপারসন তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না। শারীরিক নানা জটিলতায় তার ওজন কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমছে। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপির চেয়ারপারসন। পরে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
১৪ মার্চ ২০২৪, ২০:০৫

দেশে ফিরলেন রাষ্ট্রপতি
সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।  বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ  (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।   রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।   গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত বিমানে আরব আমীরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমীরাত থেকে তিনি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান। সফরকালে স্ত্রী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
১৪ মার্চ ২০২৪, ১০:৫৬

তারাবির নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
চট্টগ্রামের সীতাকুণ্ডের রেললাইনের পাশ থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকাসংলগ্ন রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহত জুয়েল একই এলাকার মো. মিয়ার ছেলে।  স্বজনরা জানিয়েছেন, সোমবার রাতে তারাবির নামাজ পড়তে মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হন জুয়েল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ফিরে না আসায় মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। আজ সকালে স্থানীয়রা রেললাইনের পাশে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে জুয়লের মরদেহ দেখতে পান।  সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার গণমাধ্যমকে জানান, রেললাইন থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার নাক, মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল। রেলের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।  তিনি আরও জানান, যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 
১৩ মার্চ ২০২৪, ০০:২২

দেশে ফিরলেন ওবায়দুল কাদের
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তাকে চিকিৎসা দিতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় আসেন। পরে তার পরামর্শে সিঙ্গাপুরে চিকিৎসা নেন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগেও কয়েকবার ফলো-আপ করাতে সিঙ্গাপুরে গেছেন ওবায়দুল কাদের।
০৯ মার্চ ২০২৪, ১৯:২৮

১৭ বছর পর দেশে ফিরলেন সেই প্রবাসী
আরটিভিতে সংবাদ প্রচারের পর প্রবাসীদের সহযোগিতায় ১৭ বছর পর দেশে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিম। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন। যাওয়ার আগে বিমানবন্দরে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। ধন্যবাদ জানান শ্রমিক নেতা নাজমুল ইসলাম বাবুল ও আরটিভিকে। পরিবারের কাছে বেঁচে ফিরতে পারায় অন্যরকম ভালোলাগা কাজ করছে বলেও মন্তব্য করেন এ প্রবাসী। ‘১৭ বছর প্রবাসে থেকেও নিঃস্ব আব্দুর রহিম’ শিরোনামে এ বছরের ৩০ জানুয়ারি খবর প্রচার করে আরটিভি। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও দেখে সহযোগিতার হাত বাড়ায় নানা শ্রেণি -পেশার প্রবাসী বাংলাদেশি। পাসপোর্ট ভিসার জটিলতা থাকলেও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মেলে ট্রাভেল পারমিট। ইকবাল হোসেন নামে আম্পাং এর এক ব্যবসায়ী হাইকমিশনের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেন আব্দুর রহিমের চিকিৎসা ও দেশে ফেরা বাবদ। এছাড়া অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়ান অহিদুর রহমান অহিদ, নাজমুল ইসলাম বাবুলসহ বেশ কয়েকজন। উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে ছিল আব্দুর রহিম নামে ঐ প্রবাসী। খবর পেয়ে শ্রমিক লীগ মালয়েশিয়া’র সভাপতি নাজমুল ইসলাম বাবুল সেখানে ছুটে যান এবং বেশ কয়েকজন প্রবাসীর সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন। আব্দুর রহিম ১৭ বছর আগে মালয়েশিয়ায় এসেছিলেন, তবে নানা জটিলতায় দীর্ঘ এই সময়ে তার একবারও দেশে ফেরা হয়নি। আর্থিক অসচ্ছলতায় রাস্তার পাশে একটি ওভারব্রিজের নিচে থাকতেন তিনি। এদিকে দেশে ফেরার পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে ব্র্যাক। ব্র্যাকের অভিবাসন বিভাগের বিমানবন্দরের দায়িত্বে থাকা রায়হান কবির এ প্রতিবেদককে বলেন, আমরা তার চিকিৎসার দায়িত্ব নিতে চাই।
০৮ মার্চ ২০২৪, ১৬:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়