• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তায় সব মেসেজিং অ্যাপকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে চমকে দেয় অ্যাপটি। এবার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এবার নতুন ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। বুধবার (১৩ মার্চ) মেটার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ, যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না। আপাতত অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে পরীক্ষামূলক ভাবে ফিচারটি চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীর নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেই দাবি মেটার। সেই সঙ্গে দ্রুত হোয়াটসঅ্যাপের কি-বোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। এর ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ফলে চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেই আশা মেটার। তবে ঠিক কবে থেকে এই ইমোজিগুলো ব্যবহার করা যাবে তা এখনো স্পষ্ট করা হয়নি।  
১৩ মার্চ ২০২৪, ২২:০৭

নোয়াখালীতে পাওয়া যাবে আকর্ষণীয় ফিচারের মোবাইল ফোন রিভো
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড 'রিভো মোবাইল'। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে নোয়াখালী জেলার জুরাইজ টেলিকমসহ সকল মোবাইল মার্কেটে।  রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাইজদী পৌর শহরে নোয়াখালী সুপার মার্কেটে ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের এসিস্ট্যান্ট ন্যাশনাল সেলস ম্যানেজার আসিফ চৌধুরী এবং জুরাইজ টেলিকমের সত্ত্বাধিকারী মাকসুদুর রহমান।  এ সময়ে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের এসিস্টেন্ট ন্যাশনাল সেলস ম্যানেজার আসিফ চৌধুরী বলেন, রিভোর আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবিএ উৎপন্ন করা হচ্ছে। গুণগত মানসম্পন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।  এছাড়া অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার ইকবাল হোসেন, জহির উদ্দিন শাওন ও শ্রীকান্ত কুমার দাস এবং মার্কেট সেক্রেটারি সিরাজুল ইসলাম রায়হানসহ নোয়াখালী জেলার অনেক রিটেইলাররা উপস্থিত ছিলেন।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫১

আকর্ষণীয় সব ফিচার নিয়ে যাত্রা শুরু ‘রিভো’র
বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মোবাইল ব্র্যান্ড রিভো মোবাইল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আনা বিভিন্ন ফিচারের ফোনগুলো পাওয়া যাবে বাংলাদেশের সর্বত্র। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে আনুষ্ঠানিকভাবে কেক কেটে রিভো মোবাইল উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের পরিচালক ও লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। তিনি বলেন বেঙ্গল গ্রুপের সুনাম ধরে রাখবে রিভো মোবাইল এবং বিশ্বে বাংলাদেশের ফিচার ফোনের ব্র্যান্ড ছড়িয়ে দেবে রিভো মোবাইল। অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন গুণগতমান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার, ব্যাটারিসহ মোবাইল ফোনের পিসিবিএ উৎপন্ন করা হচ্ছে। এ ছাড়াও অনুষ্ঠানটিতে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

প্রিয় শিল্পীর গান শোনাতে আসছে ইউটিউব এআই ফিচার
প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের পছন্দের গান শুনতে আসছে ইউটিউব এআই ফিচার। ফিচারটির নাম 'ড্রিম ট্র্যাক'। ব্যবহারকারীরা একজন পছন্দের শিল্পীকে বেছে নিয়ে সর্বোচ্চ ৫০ অক্ষরের নির্দেশনা দিতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নির্দেশনা অনুসারে ওই শিল্পীর কণ্ঠে গাওয়া একটি গান তৈরি হয়ে যাবে। আপাতত ডেমি লোভাটো, জন লেজেন্ড, চার্লি এক্সসিএক্স, টি-পেইন, চার্লি পুথ, সিয়ার মতো শিল্পীদের কণ্ঠে গান তৈরি করা যাচ্ছে। এই ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। ইউটিউব বাছাইকৃত ১০০জন ইউটিউবারকে এই ফিচারটি অগ্রীম ব্যবহারের সুযোগ দিয়েছে। ড্রিম ট্যাক দিয়ে তৈরি গান শুধু ইউটিউব শর্টসে শেয়ার করা যাবে। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার টিকে থাকতে ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে 'শর্টস' নামের ছোট দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং ফিচার চালু করে ইউটিউব। এরপরের বছর মার্চে যুক্তরাষ্ট্রে এবং পরে সারা বিশ্বে এই ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ড্রিম ট্র্যাক দিয়ে তৈরি দুটো গানের নমুনা প্রকাশ করেছে ইউটিউব। বোদ্ধাদের মতে, চার্লি পুথ ও টি-পেইনের কণ্ঠ ব্যবহার করে তৈরি গানগুলো শুনতে মোটামুটি ভালো হলেও এগুলোকে শিল্পীদের নিজেদের তৈরি করা গানের সঙ্গে তুলনা করা যায় না। বিবিসির খবরে বলা হয়েছে, গানগুলোর মান খারাপ হলেও শিল্পীদের স্টাইল বোঝা যাচ্ছে। এক ব্লগ পোস্টে ইউটিউবের মিউজিক বিভাগের প্রধান বলেছেন, শিল্পী ও দর্শকদের 'প্রতিক্রিয়া বোঝা, শেখা ও তাদের পরামর্শ শোনার' জন্য এই ফিচারটি তৈরি করা হয়েছে। যেসব নির্বাচিত ইউটিউবারকে এই ফিচারটি ব্যবহারের অগ্রীম সুযোগ দেওয়া হয়েছে, তাদের একজন ক্লিও আব্রাম। তার তৈরি ভিডিওতে দেখা গেছে, তিনি প্রথমে শিল্পী হিসেবে চার্লি পুথকে বাছাই করেছেন এবং কয়েক শব্দে তার কুকুরকে নিয়ে একটি গান তৈরির নির্দেশনা দিয়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই গানটি তৈরি হয়ে যায় এবং কণ্ঠ অনেকটাই পুথের মতোই। শিল্পীদের কাছ থেকেই অনুমতি নিয়েই ইউটিউব এই উদ্যোগ নিয়েছে। ইউটিউব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও প্রদর্শনের আগে দর্শককে সতর্কবার্তা দেবে বলে নিশ্চিত করেছে।   ড্রিম ট্র্যাক ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গতানুগতিক কোনো ভিডিও বা গান তৈরির ফিচার নয়, কারণ এখানে যেসব শিল্পীদের কণ্ঠ ব্যবহার করা হচ্ছে, তারা সবাই এজন্য সরাসরি অনুমতি দিয়েছেন। তবে এই ফিচারের ঘোষণা সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে। এ ধরনের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলকে কপিরাইটকরা কনটেন্টের সাহায্যে প্রশিক্ষণ দেওয়া হয়, যাকে শিল্পীর সৃজনশীলতার 'অন্যায্য ব্যবহার' হিসেবে বর্ণনা করেন অনেকে। ইতোমধ্যে জনাথন ফ্রানজেন, জোডি পিকোল্ট এবং জর্জ আর. আর. মার্টিন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে তাদের কপিরাইট করা কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিল্পী চার্লি এক্সসিএক্স বলেন, 'ইউটিউব যখন প্রথম এই বিষয়টি নিয়ে যোগাযোগ করে, তখনও আমি সতর্ক ছিলাম, এখনো আছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব এবং সঙ্গীত শিল্পকে এমনভাবে রূপান্তরিত করতে যাচ্ছে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। সৃজনশীল খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা কেমন, তা এই পরীক্ষার মাধ্যমে কিছুটা বোঝা যেতে পারে। আমি এর ফলাফল দেখতে চাই।' প্রায় একই রকম মতামত টি-পেইনেরও। তিনি বলেন, 'এআই প্রযুক্তির বিকাশ দ্রুত ঘটছে এবং আমাদেরও সেই প্রক্রিয়ার অংশ হওয়া উচিত।' ডেমি লোভাটো বলেন, 'এআই শিল্পী হিসেবে আমাদের ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলবে এবং আমি মনে করি এই প্রক্রিয়ার সঙ্গে আমাদের জড়িত থাকা দরকার।' সূত্র: বিবিসি
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

ইনস্টাগ্রামের আকর্ষণীয় ফিচার
বর্তমানে অবসর সময় কাটানোর জন্য আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। তবে এবার স্টোরিতে প্রোফাইল শেয়ারের ফিচার আনতে কাজ করছে ইনস্টাগ্রাম। ফিচারটি চালু হলে এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরিতে অন্য ব্যবহারকারীর প্রোফাইল শেয়ার করতে পারবে।  জানা গেছে, ফিচারটি চালু করার জন্য ইতোমধ্যেই কাজ চলছে। আগের মতো অ্যাড টু স্টোরি অপশনে গিয়েই অন্যের প্রোফাইল শেয়ার করা যাবে। এর ফলে ওই ইউজার অন্য ইউজারদের আমন্ত্রণ জানাতে পারবেন তার প্রোফাইল কিংবা পেজ ফলো করতে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আরো নতুন অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত হতে পারবে। অন্য ব্যবহারকারীদের প্রোফাইলের প্রচারণা চালানো যেন আরো সহজ হয় সেজন্য ফিচারটি আনা হচ্ছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে। অন্যান্য ইনস্টাগ্রাম প্রোফাইল স্টোরিতে দেখানোর মাধ্যমে প্লাটফর্মে ব্যবহারকারীদের অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের প্রচারণার জন্য ফিচারটি বেশ কাজে আসবে। ২০১৬ সালে ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিল স্টোরি ফিচার। যেখানে ইচ্ছা মতো ছবি কিংবা ভিডিও আপলোড করা যায়। ২৪ ঘণ্টা পর সেই ছবি-ভিডিও নিজে থেকেই উধাও হয়ে যায়। যতই দিন গড়িয়েছে, ততোই জনপ্রিয় হয়েছে এই ফিচার।  ইনস্টাগ্রাম রিলস অপশনটি চালু করার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এবারো নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর একটি ফিচার ইউজারদের হাতে তুলে দেয়া হচ্ছে। অতি শিগগিরই এবার এক ইউজার অন্য ইউজারের প্রোফাইলে নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ইনস্টাগ্রামে কবে থেকে যুক্ত হতে চলেছে, সে সম্পর্কে মেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি।
০১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়