• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হলেন মোহাম্মদ আবু জাফর। বুধবার (২৪ এপ্রিল) এই পদে যোগদান করেছেন তিনি। প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগে মোহাম্মদ আবু জাফর ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২১ সাল থেকে তিনি ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন ন্যাশনাল ব্যাংক এবং ঢাকা ব্যাংকে। ১৫ বছর উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে এডি শাখার ব্যবস্থাপক ছিলেন। ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং কর্মজীবনে বিভিন্নভাবে এই সেক্টরে অবদান রেখেছেন এই কর্মকর্তা। মোহাম্মদ আবু জাফর রেডিমেড গার্মেন্টস (আরএমজি) অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি বিজনেস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং ব্যবস্থাপনাসহ ব্যাংকের সামগ্রিক পরিচালনা ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মোহাম্মদ আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) এবং এমএসএস করেন। এ ছাড়া তিনি ডিপ্লোমেড অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ডিএআইবিবি) থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি।
১২ ঘণ্টা আগে

লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান
আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে এলপিএলের আসন্ন আসর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে গত আসরের রানার্স-আপ ডাম্বুলা অরা। লঙ্কা গ্রুপের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। আসন্ন আসরে ডাম্বুলা থান্ডার নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যেই চুক্তিপত্রে স্বাক্ষর করে ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের দুই কর্ণধার তামিম রহমান এবং গোলাম রাকিব দলটির মালিকানা বুঝে নিয়েছেন। ২০২০ সালে ডাম্বুলা ভাইকিংস নামে যাত্রা শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরের বছর নাম পাল্টে জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি নামে খেলে তারা। সবশেষ দুই আসরে মালিকানা বদলে ডাম্বুলা অরা নামে খেলেছে তারা। নিজেদের প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও গেল মৌসুমে ফাইনালে উঠেছিল তারা। তবে শিরোপা নির্ধারণী ফাইনালে বি লাভ ক্যান্ডির কাছে ট্রফি হারায় দলটি। এদিকে এলপিএলে দল নিতে পেরে রোমাঞ্চিত ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের দুই কর্ণধার। নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইম্পেরিয়ালের সহপ্রতিষ্ঠাতা তামিমের ভাষ্য, ‘প্রথমবারের মতো আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের আনন্দ যাত্রায় যুক্ত হচ্ছি। আমরা এমন একটা দল গড়ে তুলতে চাই যারা কি না স্পিরিট, দক্ষতা দিয়ে ক্রীড়া অনুরাগীদের উদাহরণ হয় এবং বিশ্বব্যাপী ক্রিকেট প্রিয় মানুষদের অনুপ্রাণিত করবে।’ আরেক সহপ্রতিষ্ঠাতা গোলাম রাকিবের মন্তব্য, ‘সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার বাইরেও ডাম্বুলা থান্ডারকে প্রতিসারিত করাই আমাদের লক্ষ্য। শ্রীলঙ্কার কমিউনিটিতে প্রভাব রাখা, ইতিবাচক পদচিহ্ন রাখা এবং স্থানীয় প্রতিভাবানদের পরিচর্যা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে জিততে এসেছি এবং সমর্থকদের গর্বিত করতে চাই।’ উল্লেখ্য, অবশ্য এবারই প্রথম বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান বিদেশি লিগে দল কিনলেন না। এর আগে, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্স নামে দল নিয়েছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। লঙ্কান টি-টেন লিগেও তাদের দল রয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ১৮:৪১

ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (১৩ এপ্রিল) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি লুটন টাউন। অন্যদিকে আইপিএলে পাঞ্জাবের প্রতিপক্ষ রাজস্থান। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। আইপিএল পাঞ্জাব কিংস–রাজস্থান রয়্যালস রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল–টটেনহাম বিকেল ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যানচেস্টার সিটি–লুটন টাউন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ বার্নলি–ব্রাইটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ বোর্নমাউথ–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা মায়োর্কা–রিয়াল মাদ্রিদ রাত ১০টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ কাদিজ–বার্সেলোনা রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ জার্মান বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ–কোলন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
১৩ এপ্রিল ২০২৪, ১২:৩২

এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল বিবেচনায় বড় জয়ের রেকর্ড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৬২ বল বাকি রেখে ৯ উইকেটের জয় পায় মোহামেডান। ২০১৩-২০১৪ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর ডিপিএলের ইতিহাসে বল বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করতে নেমে রনির বোলিং তোপে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মাত্র ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। ৬ ওভারে ১ মেডেন ও ২০ রান দিয়ে ৭ উইকেট নেন রনি। এটি ডিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে, ২০১৭-২০১৮ মৌসুমে ডিপিএলে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। ম্যাচ শেষে গণমাধ্যমে রনির ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ সো ফার খুব ভালো দিচ্ছে। আজকের ম্যাচটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সবচেয়ে ভালো (বোলিং) ফিগার। ভালো করতে সবসময় ভালো লাগে। যেহেতু এই ফরম্যাটে সবচেয়ে ভালো বোলিং ফিগার। আজকের দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল।’ নিজের সামনের বড় লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘আসলে বড় টার্গেট নিলে কী হয় মাঝখানে একটু স্লিপ করার চান্স থাকে। আমি সবসময় প্ল্যান করি যে ম্যাচ বাই ম্যাচ যাতে সামনে এগোনো যায়। একটা করে ম্যাচ চিন্তা করছি। ঈদের পর প্রথম ম্যাচ শাইনপুকুরের সঙ্গে। তো এখন চিন্তাভাবনা ওইটা নিয়েই। যদি ওইটা ওভারকাম করতে পারি, তাহলে হয়ত পরের ম্যাচ নিয়ে চিন্তা করব।’ রনি যোগ করেন, ‘অবশ্যই ভালো করতে থাকলে তো তখন সামনে খেলার চিন্তাগুলা আসে। প্রক্রিয়া তো একটাই থাকে মাঝখানে হয়তো একটু খারাপ সময় গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করেছি। গত ২ বছর খুব চেষ্টা করছিলাম যে কীভাবে ওভারকাম করা যায়। পরিশ্রম করে বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। লাইন লেংথ ঠিক করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ওই ২ বছরের চেষ্টার হয়তো আমি এখন ফলটা পাচ্ছি। সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার মধ্যে আছি। এটা ধরে রাখতে পারলে আশা করি সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।’
০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৭

ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (৭ এপ্রিল) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি লিভারপুল। অন্যদিকে আইপিএলে মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লি। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ গাজী গ্রুপ-শাইনপুকুর সকাল ৯টা, বিসিবি/ইউটিউব রূপগঞ্জ টাইগার্স-ব্রাদার্স সকাল ৯টা, বিসিবি/ইউটিউব সিটি ক্লাব-পারটেক্স সকাল ৯টা, বিসিবি/ইউটিউব আইপিএল মুম্বাই-দিল্লি বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি লক্ষ্ণৌ-গুজরাট রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান ইউনাইটেড-লিভারপুল রাত ৮টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ শেফিল্ড-চেলসি রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২ টটেনহাম-নটিংহাম রাত ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ বুন্দেসলিগা হফেনহাইম-অগসবুর্গ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ভলফসবুর্গ-ম’গ্লাডবাখ রাত ৯টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
০৭ এপ্রিল ২০২৪, ০৮:২৬

প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : প্রিমিয়ার ব্যাংক পিএলসি। পদের নাম : ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও)। পদসংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক। অন্যান্য যোগ্যতা : ব্যাংক, অডিট ফার্ম/ট্যাক্স কনসালটেন্ট বিষয়ে অভিজ্ঞতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ৭ বছর। চাকরির ধরন : ফুলটাইম। কর্মক্ষেত্র : অফিসে। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর। কর্মস্থল : দেশের যেকোনো জায়গায়। বেতন : আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০১ এপ্রিল ২০২৪, ০৯:৪৩

ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
ইনজুরি টাইমের নাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন এড়াতে লড়া ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  শনিবার (৩০ মার্চ) জি-টেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। তব কিছুক্ষণের মধ্যেই ব্রেন্টফোর্ডকে সমতায় ফেরান ক্রিস্টোফার আইয়ের। এদিন প্রথমার্ধে নিরঙ্কুশ আধিপত্য দেখায় ব্রেন্টফোর্ড। কিন্তু দুইবার পোস্টে লেগে বল ফিরলে গোল বঞ্চিত হয় দলটি। বিরতির আগেই ১৪টি গোলের সুযোগ তৈরি করেছিল ব্রেন্টফোর্ড। কিন্তু কোনোটিই সফল হয়নি। ম্যাচের তৃতীয় মিনিটেই লক্ষ্যভ্রষ্ট হয় ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজের নিচু শট। তবে এরপরই ব্রেন্টফোর্ডের আক্রমণের ঝড় শুরু হয়। ম্যাচের ২৪তম মিনিটে পোস্টে বাধা পেয়ে ফিরে আসে ইভান টোনির শট। ম্যাচের ৩২তম মিনিটে ডিফেন্ডার মাতিয়াস ইয়োনসেনের হেডও ক্রসবারে লেগে ফিরে আসে। এতে হতাশ হয় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে উন্নতি করলেও গোল আদায় করতে পারেনি ম্যানচেস্টার। তবে নাটকের তখনও বাকি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ক্লাবের পক্ষে নিজের প্রথম গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন ম্যাসন মাউন্ট। কিন্তু নবম মিনিটে ক্রিস্টোফার আজের সমতা ফেরালে পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। এতে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ম্যান ইউ। অন্যদিকে ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ব্রেন্টফোর্ড। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল।
৩১ মার্চ ২০২৪, ১২:৪৫

বিপিএল মাতাতে বাংলাদেশে নারিন-রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে যোগ দিয়েছেন টি-টোয়েন্টির বড় দুই নাম আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তারা দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত বছরের সেপ্টেম্বরে তাদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে আইএল টি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারেননি তারা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি লিগ থেকে তাদের দল ছিটকে পড়ায় কিছুটা আগেই বিপিএলে যোগ দিয়েছেন তারা।  চট্টগ্রামে টিম হোটেলে উঠেছেন তারা। সব ঠিকঠাক থাকলে ১৯ ফেব্রুয়ারিই তাদের মাঠে দেখা যেতে পারে। এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে বিদেশি কোটায় মাঠে নামতে পারেন রাসেল ও নারিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব কিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬

৯ মার্চ শুরু প্রিমিয়ার লিগ, নেই বিদেশি খেলোয়াড়
লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পরপরই দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রত্যেক বছরে এই টুর্নামেন্টে খেলতে দেখা যায়। তবে আসন্ন ডিপিএলে কোনো বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী ৯ মার্চ থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসর। এবার প্রাইজমানি বাড়ছে ডিপিএলে। ধারণা করা হচ্ছে, ডলার সংকটের কারণেই বিদেশি ক্রিকেটার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ডিপিএলকে সামনে রেখে ক্রিকেটাররা আগামী ২৮ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ পাবেন। এবার মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে- বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩১

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলে আজ (১০ ফেব্রুয়ারি) রয়েছে দুটি ম্যাচ। অন্যদিকে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে নামছে ম্যান সিটি, লিভারপুর, টটেনহাম ও নিউক্যাসল। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। বিপিএল রংপুর রাইডার্স–চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুপুর ১টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস দুর্দান্ত ঢাকা–ফরচুন বরিশাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, গাজী টিভি ও টি স্পোর্টস তৃতীয় নারী ওয়ানডে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা সকাল ৯টা ৪০ মিনিট, স্টার স্পোর্টস ২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল পুলিশ এফসি–বসুন্ধরা কিংস  বিকেল ৩টা, টি স্পোর্টস ডিজিটাল  ইংলিশ প্রিমিয়ার লিগ  ম্যানচেস্টার সিটি–এভারটন           সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–বার্নলি    রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–ব্রাইটন রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ নটিংহাম ফরেস্ট–নিউক্যাসল রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ জার্মান বুন্দেসলিগা বায়ার লেভারকুসেন–বায়ার্ন মিউনিখ রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২                        স্প্যানিশ লা লিগা রিয়াল মাদ্রিদ–জিরোনা    রাত ১১টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল এসএ২০ : ফাইনাল সানরাইজার্স ইস্টার্ন কেপ–ডারবান সুপার জায়ান্টস রাত ৯টা ৩০ মিনিট, স্পোর্টস ১৮–১ ও এ স্পোর্টস
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়