• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবেন ভুটানের চিকিৎসকরা
বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুধু তাই নয়, এ সংক্রান্ত চিকিৎসায় দেশটির চিকিৎসক ও নার্সদের বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।  মঙ্গলবার (২৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে ইনস্টিটিউটটি পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। সে কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভুটানের রাজা জিগমে খেসার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আজ আমাদের হাসপাতালে প্রথম আসেন। তারা অনেকক্ষণ ছিলেন। হাসপাতালটি ঘুরে দেখলেন, বিভিন্ন ওয়ার্ড দেখলেন, বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আমাদের সঙ্গে আলাপ করলেন। ডা. সামন্ত লাল সেন বলেন,  ভুটানে আমরা একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেব। গতকাল আমরা এ সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছি। সেই আদলেই আমাদের কথা হয়েছে। ভুটান রাজাকে আমরা বলেছি, এখানে ডাক্তারদের ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম করব। ভুটান থেকে ডাক্তাররা আমাদের দেশে আসবে, নার্সরাও আমাদের দেশে আসবে। আমাদের এ হাসপাতালে ট্রেনিং নেবে। এ ব্যাপারে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, বার্ন ইউনিটের জন্য তারা একটি জায়গা ঠিক করে আমাদের জানাবেন। তারপর হয়ত আমরা গিয়ে জায়গাটি দেখব। কাজ শুরু করতে সর্বনিম্ন দুই বছর লেগে যাবে। ডা. সামন্ত লাল সেন এরপর বলেন, ভুটানের রাজা খুব খুশি হয়েছেন। আমাদের ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।   
২৬ মার্চ ২০২৪, ১৩:৩৩

৫০ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও সাফল্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সাফল্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গত আট বছরে ইএসডিও’র মাধ্যমে দেশের ২১টি জেলার পঞ্চাশ হাজার তরুণ-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থানের তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ফাপাড’র মহাপরিচালক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, আইএলও’র সিনিয়র সোশালিষ্ট, স্কিলস অ্যান্ড এসএমই গুলজান ডাল্লাকোটি, কেয়ার বাংলাদেশের পরিচালক (গবেষণা) ড. মেহেরুন ইসলাম, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য রাখেন।  এছাড়াও, সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  সভায় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক মুক্তিতে কারিগরি শিক্ষার তাৎপর্য, তরুণদের শোভন কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয় এবং ইএসডিও’র কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের মডেলটি সম্প্রসারণে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের প্রতি আহ্বান জানানো হয়।
১৯ মার্চ ২০২৪, ১৫:৪১

ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা অস্ত্রের কারিগরসহ আটক ৬
রাজধানীতে অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে কারিগর মোখলেছুর রহমান সাগরসহ (৪২) ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১১ মার্চ) বাড্ডা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, চক্রটির দলনেতা সাগর প্রতিমাশিল্পী হিসেবে দীর্ঘদিন ভারতে ছিলেন। সেখানেই অস্ত্র বানানোর হাতেখড়ি ও দক্ষতা হয় তার। এরপর দেশে ফিরে অস্ত্রের কারবার গড়ে তোলেন সাগর। গ্রেপ্তাররা হলেন- মোখলেছুর রহমান সাগর (৪২), তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮),  আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮) এবং আমির হোসেন (৪০)। তাদের কাছ থেকে চারটি পিস্তল, চার রাউন্ড কার্তুজ, পিস্তলের কাঠের সাতটি ফর্মা, ১০টি ফায়ারিং মেকানিজম, চারটি ট্রিগার এবং পিস্তলের দুটি হ্যান্ডগ্রিপসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল বলেন, অবৈধ অস্ত্র তৈরি ও অস্ত্র ব্যবসায়ী চক্রটির ‘মূলহোতা’ মোখলেছুর রহমান সাগর। তিনি ভারতের কলকাতা ও শিলিগুড়িতে প্রায় ১২ বছর ধরে প্রতিমাশিল্পী হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বলেন, ভারতে অবস্থানকালে সুকুমার নামে এক অস্ত্র তৈরির কারিগরের সঙ্গে সাগরের পরিচয় হয়। তার কাছ থেকেই সাগর অস্ত্র তৈরির দক্ষতা অর্জন করেন। পরে দেশে এসে অল্প দিনে কোটিপতি হওয়ার আশায় অস্ত্র তৈরি করে সরবরাহের পরিকল্পনা করেন। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাগরের নেতৃত্বাধীন সিন্ডিকেটটি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং নাশকতাকারীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল।
১২ মার্চ ২০২৪, ১৯:৫০

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আধুনিক যন্ত্র পরিচালনায় প্রশিক্ষণ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের জন্য অত্যাধুনিক গবেষণা যন্ত্র ‘আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি’ (ইইউএইচপিএলসি) পরিচালনার ওপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের আগ্রহী শিক্ষকদের অংশগ্রহণে ইনভেন্ট টেকনোলজিস এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ের আয়োজন করে কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিট। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম রাব্বানী, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. খালেদ হোসেন এবং কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিটের ইনচার্জ প্রফেসর ড. ইয়াছিন প্রধান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গবেষণাগার উন্নয়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম।   প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের অনুভূতি জানিয়ে মেডিসিন, সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা বলেন, আমরা দুদিনব্যাপী এ ট্রেনিং প্রোগ্রামে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি যন্ত্রের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে, কি কি নিয়ে কাজ করা যাবে এবং কি কি অ্যানালাইসিস করা যাবে এসব সম্পর্কে ধারণা পেয়েছি। এ ছাড়াও যন্ত্রটি কিভাবে পরিচালনা করে গবেষণার জন্য প্রয়োজনীয় সঠিক ডাটা বের করতে পারবো সেটাও জানলাম। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। কেন্দ্রীয় গবেষণাগারের মলিকিউলার বায়োলজী ইউনিট ইনচার্জ প্রফেসর ড. ইয়াছিন প্রধান ট্রেনিং প্রোগ্রামের সার্বিক বিষয়ে বলেন, আমরা ইনভেন্ট টেকনোলজিস এর দক্ষ প্রশিক্ষণ টিমের সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিভিন্ন জিনিসের রাসায়নিক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ‘হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি’ যন্ত্রের পরিচালনা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ ছাড়াও আগামীতে সার্বক্ষণিক সহযোগিতার জন্য অনলাইনে প্রশিক্ষকগণ যন্ত্র পরিচালনায় যে কোনো সমস্যাই আমাদের গবেষকদের সহযোগিতা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ খুব সহজেই যেকোনো প্রোডাক্টের উপাদানসমূহ চিহ্নিত ও তাদের সঠিক পরিমাণ নির্ণয় করতে পারবে বলে আশা করছি। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের যন্ত্র পাতি ব্যবহারের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা বাইরে অ্যাডভান্স রিসার্চ করে আসছি তারা এখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের এসব অত্যাধুনিক মেশিন ব্যবহার করে সেই অ্যাডভান্স রিসার্চ চর্চা করতে পারবো। আমাদের কেন্দ্রীয় গবেষণাগারে অতিশিগগিরই আরো দুটি ইউনিট চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি ডায়াগনস্টিক ইউনিট। এই ইউনিটের ২১টি অত্যাধুনিক যন্ত্রের মধ্যে ১৮টি ল্যাবে চলে এসেছে এবং আরেকটি ইউনিট টিস্যু কালচার ইউনিটের কাজ চলমান রয়েছে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের ইফেক্টিভ গবেষণা কার্যক্রম পরিচালিত হোক। উল্লেখ্য যে, আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (ইইউএইচপিএলসি) গবেষণা এবং পণ্য বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে। যন্ত্রটি ফার্মাসিউটিক্যালস, খাবার, জৈব রাসায়নিক গবেষণা, সিন্থেটিক পলিমার, বায়োমোলিকুলার স্টাডি ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যাপক ব্যবহৃত হয় এবং গবেষকদের কাছে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একটি আধুনিক গবেষণাগারের অন্যতম একটি জনপ্রিয় প্রযুক্তি হলো আল্ট্রা হাই পারফর্মেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (ইইউএইচপিএলসি)।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০

নির্মাণশিল্পে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া
অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরি ও নির্মাণশিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার (একটিং) নরদিয়া সিম্পসন। সোমবার (১২ ফেব্রুয়ারি) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, ভৌগলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অবকাঠামো নির্মাণ করতে হয়। এর সঙ্গে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হয়। ফলে টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে।  এ সময় তিনি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত মেয়াদে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া পরিবেশ সুরক্ষার জন্য তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তার পরামর্শ ও প্রস্তাব সাদরে গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে, একই দিন মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদল। সাক্ষাতকালে তারা দেশের আবাসন খাতে বিদ্যমান সমস্যা, সমস্যা উত্তরণে বিভিন্ন পন্থা সম্পর্কিত গবেষণালব্ধ সুপারিশ ও পরার্মশসমূহ সম্পর্কে আলোচনা করেন। আলাপকালে মন্ত্রী দেশের নগরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের পরিকল্পিত উন্নয়ন সম্পর্কে তার গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। এক্ষেত্রে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের সুপারিশ ও প্রস্তাবসমূহ বিবেচনার আশ্বাস দেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে আধাসরকারী পত্র পাঠানো হয়েছে। এক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে কাজ করতে পারে বলে উল্লেখ করেন তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন উপস্থিত ছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭

বিনা খরচে ২ লাখ বেকার তরুণকে ভাতাসহ সরকারি প্রশিক্ষণ
কারিগরি বিষয়ে দুই লাখ বেকার তরুণ পাবে সরকারি প্রশিক্ষণ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফর্মেশন (ASSET) প্রকল্পে সারা দেশ থেকে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ পাবে দুই লাখ বেকার। জুলাই ২০২১ থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলমান থাকবে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ক্লাসে উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে প্রশিক্ষণ ও যাতাযাত ভাতা।  প্রকল্পের উদ্দেশ্য- জানা গেছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুসারে ৪ মাস বা ৩৬০ ঘণ্টা মেয়াদি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে মোট দুই লাখ দক্ষ কর্মী গড়ে তোলা হবে। বর্তমানে দেশে ও আন্তর্জাতিক শ্রমবাজারে টেকনিক্যাল বা কারিগরি দক্ষতাসম্পন্ন জনবলের চাহিদা ক্রমেই বাড়ছে। দেশের কর্মক্ষম তরুণ-তরুণী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিতদের কারিগরি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা। কারিগরি সেক্টরের বিভিন্ন শাখায় দক্ষতার সঙ্গে কাজে যুক্ত হতে পারে। প্রশিক্ষণের বিষয়, যোগ্যতা ও আবেদন- সারা দেশের বিভাগ ও জেলাভিত্তিক মোট ৮৬টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বিটাক এবং নেকটার-এর মাধ্যমে প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে। এনএসডিএ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত আইসিটি, নির্মাণ, ইলেট্রিক্যাল, গার্মেন্টস, ড্রাইভিংসহ কারিগরি ট্রেডে বা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আইটিবিষয়ক কোর্সগুলোতে ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমমান পাস। অন্যান্য ট্রেড কোর্সভেদে ন্যূনতম যোগ্যতা দরকার হবে অষ্টম বা সমমান পাস। সব ট্রেডের ক্ষেত্রেই বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদন ফরম পূরণ করে পাসপোর্ট আকারের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদের কপিসহ আবেদনপত্র জমা দিতে হবে।    প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণের ধরন- ডিসেম্বর, এপ্রিল ও আগস্টে ভর্তির জন্য আবেদন আহবান করা হয়। আবেদন যাচাই-বাছাই করে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে। বেকার, আদিবাসী, নারী, প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠী কোর্সে ভর্তিতে অগ্রাধিকার পাবে। প্রশিক্ষণের যাবতীয় উপকরণ দেবে টিটিসি কর্তৃপক্ষ। থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এই দুই পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে পাঁচ দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা ক্লাস হবে। প্রশিক্ষকরা ক্লাসের বুঝিয়ে দেওয়া লেসনগুলো ক্লাসেই মূল্যায়ন করবেন। প্রতি ব্যাচে ভর্তির সুযোগ পাবে ২০ জন। দেওয়া হবে প্রশিক্ষণ ভাতা ও সনদ- প্রশিক্ষণে ভর্তি হওয়া একজন প্রশিক্ষণার্থী সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ পাবেন। বরং কোর্স ও লেভেল ভেদে নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে ১৫০০ টাকা এবং নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে ২০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থী উপস্থিতির ভিত্তিতে দৈনিক ৮০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি (Facial Recognition Camera এবং Biometric) পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করা হবে। সম্মানী ও প্রশিক্ষণ ভাতা কোর্স শেষে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের জন্য নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়া হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সনদ ও দক্ষদের চাকরি পাওয়ার সহায়তা করা হবে। সনদপ্রাপ্তদের সরকারি বিএমইটিতে নামও নিবন্ধিত হবে। প্রশিক্ষণের খোঁজখবর জানবেন যেখান থেকে- প্রশিক্ষণের বিষয়, যোগ্যতা ও ভর্তির দরকারি তথ্য পাওয়া যাবে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বিটাক এবং নেকটার কেন্দ্র থেকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ভর্তি শাখা থেকে জানা যাবে সব তথ্য। অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি আগারগাঁও, প্রশাসনিক এলাকা, ঢাকা। ওয়েবসাইট : www.asset-dte.gov.bd কেন্দ্র তালিকা : ঢাকা বিভাগ- বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), তেজগাঁও, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ঢাকাসহ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ভৈরব, ফরিদপুর, রাজবাড়ী, দোহার, শরীয়তপুর, মাদারীপুরসহ মোট ২০টি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি। চট্টগ্রাম বিভাগ- বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), চট্টগ্রাম এবং চাঁদপুরসহ ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, লক্ষ্মীপুর মোট ১৩টি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি। রাজশাহী বিভাগ- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ মোট ৯টি স্কুল অ্যান্ড কলেজ, টিটিসি, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়া এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বগুড়াসহ মোট ১১টি কেন্দ্র। খুলনা বিভাগ- বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, মেহেরপুর স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়াসহ মোট ১২টি কেন্দ্র। বরিশাল বিভাগ- পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠিসহ মোট ছয়টি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি। সিলেট বিভাগ- টিটিসি হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজারসহ মোট পাঁচটি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি। ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ, গৌরীপুর, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুরসহ মোট ছয়টি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি। রংপুর বিভাগ- কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধাসহ মোট ১৩টি স্কুল অ্যান্ড কলেজ ও টিটিসি।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮

তিন দিনের প্রশিক্ষণ শেষে পিআইবিতে বিনোদন সাংবাদিকদের সনদপত্র প্রদান
প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ- পিআইবিতে বিনোদন সাংবাদিকদের তিন দিনব্যাপী রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার  ( ১লা ফেব্রুয়ারি)  বিকালে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র প্রদান করেন পিআইবির মহাপরিচালক এবং সভাপ্রধান জাফর ওয়াজেদ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, পূর্বে সিনেমা অর্থাৎ চলচ্চিত্রই ছিল একমাত্র বিনোদনের ক্ষেত্র। কিন্তু বর্তমানে বিনোদনের জন্য আরও অন্য মাধ্যম বা ক্ষেত্র তৈরি হয়েছে। বিনোদন সংবাদিকদের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করা বাঞ্চনীয়। এছাড়া তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ে অর্থাৎ প্রাইমারি সোর্সের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

চাঁদপুর কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
বন্দীরা প্রশিক্ষণ নিয়ে বাহিরে গিয়ে আত্মকর্মস্থানের সুযোগ পেতে চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, বন্দীরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাহিরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।  
২৫ জানুয়ারি ২০২৪, ২২:০৭

প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন শাবিপ্রবির ১১ শিক্ষক-শিক্ষার্থী
সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশল উপকূলীয় এলাকায় প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১১ জন শিক্ষক-শিক্ষার্থী। ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী ভারতের হায়দরাবাদে ‘পোগো-আইটিসিওওশেন উপকূল ব্যবহারের জন্য সমুদ্র পর্যবেক্ষণ প্রশিক্ষণ প্রোগ্রাম’ নামক শীর্ষক সেমিনারে যোগ দিতে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান ইনকোয়িস’র আয়োজন ও যুক্তরাজ্যের দাতা প্রতিষ্ঠান পোগো’র আর্থিক সহায়তায় সহযোগী আয়োজক হিসেবে থাকছে শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগ। মিজানুর রহমান বলেন, সমুদ্র পর্যবেক্ষণের প্রচলিত প্রযুক্তি ও কৌশল উপকূলীয় এলাকায় প্রয়োগ করে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বিশ্বের ২৪ দেশের মোট ১৮৮ জন আবেদনকারীর মধ্যে ৩০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রশিক্ষক হিসেবে একজন শিক্ষক এবং প্রশিক্ষণার্থী হিসেবে তিনজন শিক্ষক ও ছয়জন শিক্ষার্থী যোগ দেবেন। শাবিপ্রবি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষক হিসেবে থাকবেন সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার। প্রশিক্ষণার্থীরা হলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মুদ মিজানুর রহমান ও সাজ্জাদুর রহমান, প্রভাষক ফয়সাল ছোবহান, স্নাতকোত্তরের শিক্ষার্থী নবনীতা দাস, শাশ্বতী চৌধুরী রিয়া, ইউরিডা লিয়ানা, এ এন এম সামিউল হুদা এবং স্নাতক চতুর্থবর্ষের শিক্ষার্থী রাইদা কাদির ও নাহিয়া মানতাকা চৌধুরী। মিজানুর রহমান আরও জানান, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহাদাত হোসেন কলকাতায় ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’ আয়োজিত ১-২ ফেব্রুয়ারি সমুদ্রের অম্লতা বৃদ্ধির ওপর দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেবেন।
২৫ জানুয়ারি ২০২৪, ২০:০৭

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য : রাষ্ট্রপতি 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য। মঙ্গলবার ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোসহ মেগা প্রকল্প বাস্তবায়ন এবং সেবা খাতে প্রচুর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের জন্য দেশের বিপুল সংখ্যক জনগণকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিগত চার দশকের অধিককাল যাবত উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।  রাষ্ট্রপতি ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। সূত্র : বাসস
২৩ জানুয়ারি ২০২৪, ০৮:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়