• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর পত্নীতলা উপজেলার ডঙ্গাপাড়া গ্রামের প্রমি রানী সাহাকে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার। রোববার (৭ এপ্রিল) দুপুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে প্রমি রানীর পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মেয়ে প্রমি রানী সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করার পর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার নাটক সাজানো হয়েছে তারা আরও বলেন, প্রমি রানী সাহার স্বামী স্বপন সরকার ও তার পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যারহস্য উদঘাটন করে খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার অনুরোধ জানান প্রমি রানীর পরিবারের সদস্যরা।
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন 
জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজনের নিহতের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবর।  রোববার (৩১ মার্চ) দুপুরে নিয়ামতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবর বলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাসমাসপুর আড্ডা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গত ২৪ মার্চ বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনা নিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশন ও স্থানীয় পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। প্রকৃতপক্ষে মারামারির ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই আমার সম্পৃক্ততা নেই। ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলার চৌরাসমাসপুর গ্রামের তরিকুল ইসলাম, তার ভাই তফিকুল ইসলাম ও শফিকুল ইসলামদের সঙ্গে চার বিঘা জমি নিয়ে একই গ্রামের সাবির উদ্দিন, তার ভাই খবির উদ্দিন, আকতার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় আদালত তরিকুল ইসলামের পক্ষে রায় দেন। রায়ের ভিত্তিতে তরিকুল ইসলাম ও তার ভাইয়েরা গত ২৪ মার্চ জমির দখল বুঝে নিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ২৪ মার্চ সন্ধ্যায় আমি ওই গ্রামে গিয়ে বিবদমান দুপক্ষের মধ্যে আপস-মীমাংসা ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। দুপক্ষের সঙ্গে কথা বলে ওই স্থান থেকে আমি চলে আসি। ইউপি চেয়ারম্যান বলেন, ২৪ মার্চ সন্ধ্যায় দুপক্ষের সঙ্গে কথা বলে চলে আসার পর ওই ঘটনার জেরে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেরপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনায় আহত জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তি গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।  তিনি আরও বলেন, মারামারির ঘটনা নিয়ে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করে। কোনো মামলাতেই আসামি হিসেবে আমার নাম নেই। অথচ এ ঘটনা নিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশন ও স্থানীয় পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, আমার নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে দুপক্ষের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি।
০১ এপ্রিল ২০২৪, ১২:২৯

সুনামগঞ্জে সড়কে ৩ হাজার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ-সাচনাবাজার (জামালগঞ্জ) সড়কের ১৯ কিলোমিটার জুড়ে প্রায় তিন হাজার গাছ কাটার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  রোববার (৩১ মার্চ) দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে ওই সড়কের টুকের বাজার পয়েন্টে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা সড়কের গাছ না কাটার দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রায় বক্তব্যে গাছ লাগানোর কথা বলেন। আর এরা (বনবিভাগ) তিন হাজার গাছ কাটতে ফন্দি করছে। কোনো কারণ ছাড়াই কেবল সামাজিক বনায়নের দোহাই দিয়ে বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই উদ্যোগ নিয়েছেন। এই সড়কের গাছগুলো রক্ষা করতে হবে। প্রয়োজনে উপকারভোগীদের সরকার থেকে ভুর্তকি দিতে হবে। তবুও গাছ কাটা যাবে না।  জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সমাজকর্মী ওবায়দুল হক, স্থানীয় বাসিন্দা সৈয়দ ফুজায়ের কিবরিয়া প্রমুখ। বনবিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সাচনা (জামালগঞ্জ) সড়কে ২০ বছর আগে প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়েছিল। সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে এই গাছ রোপন করা হয়। এখন মেয়াদ শেষ হওয়ায় এসব গাছ কাটতে বনবিভাগ দরপত্র আহ্বান করেছে। এ জন্য প্রতিটি গাছের বাকল কেটে লাল কালিতে নাম্বার দেওয়া হয়েছে। অবশ্য বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী গাছ বিক্রির টাকা উপকারভোগী ৫৫ ভাগ, বন অধিদপ্তর ১০ভাগ, ভূমির মালিক হিসেবে সড়ক ও জনপথ বিভাগ ২০ ভাগ, ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫ ভাগ পাবে। বাকি ১০ভাগ টাকা রাখা হবে আবার বনায়নের জন্য। বনবিভাগের সুনামগঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, এই সড়কসহ বেশ কিছু জায়গার গাছ কাটার বিষয়ে দরপত্র আহবান করা হয়েছে। আগামী তিন এপ্রিল দরপত্র খোলার তারিখ। তবে গাছ কাটার বন্ধের দাবির বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার নজরে এসেছে। এখন আলোচনা সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
৩১ মার্চ ২০২৪, ১৮:১৭

ময়মনসিংহে কাউন্সিলরের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের সদ্য নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে কাউন্সিলর শামসুল হক লিটনের সমর্থক এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছে।  এতে কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন।  এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. আনিসুর রহমান, মামুন আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।     বক্তারা বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, হামলাকারী প্রকাশ্য ঘোরাফেরা করছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচিসহ থানা ঘেরাও করা হবে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। কাউকে ছাড় নয়, তদন্ত চলছে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   এর আগে শুক্রবার রাতে নগরীর আকুয়া এলাকায় এ পাল্টাপাল্টি হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।   সূত্র জানায়, বিগত সংসদ নির্বাচনের পর থেকে এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে কাউন্সিলর শামছুল হক লিটনের ভাতিজা ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম স্বপনের বাগবিতন্ডা ও সংঘর্ষ হয় স্থানীয় যুবলীগ নেতা শরীফের। এতে যুবলীগ নেতা শরীফ আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনাটি জানতে পেরে কাউন্সিলর শামছুল হক লিটন মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানের সঙ্গে শরীফকে দেখতে হাসপাতালে যান। এ সময় শরীফের ভাই ইয়াসিন হাসপাতালে কাউন্সিলর লিটনের ওপর হামলা চালান। এতে নাক ফেটে লিটন রক্তাক্ত হলে তাকেও হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।     এ দিকে ঘটনায় বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তিনি তার পোস্টে লিখেছেন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন ভাইয়ের ওপর হামলাকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।  
১৮ মার্চ ২০২৪, ১৪:১৮

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ঢাবিতে ‘গণইফতার’ কর্মসূচি
দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ‘ইফতার পার্টি’ বন্ধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘গণইফতার’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় এ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, বাঙালি মুসলমানের ঐতিহ্য ইফতার মাহফিল। দেশের দুটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধ করার মাধ্যমে দেশ থেকে ইসলামি সংস্কৃতি বাদ দেওয়ার পাঁয়তারা করছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই গণইফতার কর্মসূচি পালন করেছি।  তিনি বলেন, ওই দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানাই— তারা যেন তাদের আদেশ প্রত্যাহার করে নেয়। আশা করি, আর কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ইফতার মাহফিল করা একটি ঐতিহ্য। ইফতার মাহফিল বন্ধ করলে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে। তাই ওই দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, তারা যেন তাদের আদেশ প্রত্যাহার করে নেয়। আমাদের সব সাধারণ শিক্ষার্থীর এটিই দাবি। এর আগে রোববার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরের দিন  সোমবার (১১ মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একই ধরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে এবারের রোজায় ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানানো হয়।  এদিকে ‘ইফতার পার্টি’ বন্ধের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ‌‘গণইফতার কর্মসূচির’ আয়োজন করা হয়।
১২ মার্চ ২০২৪, ২৩:৪১

চাঁপাইনবাবগঞ্জে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
নিজেদের পিতৃপুরুষের জমি জবর দখল ও গাছ কাটার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কোল ক্ষুদ্র জাতিসত্বার অর্ধশতাধিক পরিবার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে বিলবৈলঠাসহ কয়েকটি গ্রামের কোল সম্প্রদায়ের মানুষ। মানববন্ধনে আসা পরিবারগুলো বলেন, তাদের পূর্বপুরুষের ভোগ দখলে থাকা হোসেনডাঙ্গা মৌজার প্রায় ১১ বিঘা জমি ভুয়া দলিল সৃষ্টি করে দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা। গত মঙ্গলবার তারা দলবল নিয়ে পুলিশের উপস্থিতিতে জমিতে থাকা ২৫ টির বেশি বিভিন্ন গাছ কেটে ফেলেছে।  নরেশ কোল হাসদা নামে একজন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষের এ জমি ভোগদখল করে আসছিল। তারা এখন জমিটি ভোগদখল করছে। ভূমিদস্যুরা জাল দলিল করে এ জমির দখল নিতে আসে, এ নিয়ে আদালতে মামলাও চলমান। তারপরও জোর করে জমির গাছ কেটে নিয়েছে। এসময় বাধা দিতে গেলে আদিবাসীদের ওপর হামলাও করে। মানববন্ধনে আসা জামিলি টুডু, অঞ্জলি মার্ডী, আঁখি টুডু,শ্রী লক্ষন কুমার মুরমু, শাহাদেব মরমুসহ বক্তব্য দেন। পরে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে কোল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবিতে অনশন
গাজায় গণহত্যার প্রতিবাদে এবং ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত 'ফেন্ডস অব প্যালেস্টাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়'র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে 'স্টপ জেনোসাইড ইন গাজা', 'ফ্রি প্যালেস্টাইন' লিখা সংবলিত ব্যানার হাতে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকাররম হোসাইন, তৌফিকুল ইসলাম, একই বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম শাহরিয়ার মেহেদিসহ আরও অনেকে। কর্মসূচির বিষয়ে অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, গাজায় গণহত্যার ফলে সেখানে খাবারের সংকট এবং চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে এবং সেখানে যে দুর্বিক্ষ নেমে এসেছে তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা চাই, দ্রুত এই ইজরায়েলি আগ্রাসন বন্ধ হোক এবং খাবারের যে বাধ্যবাধকতা অর্থাৎ বাহির থেকে খাবার আসতে না দেওয়া, তা যেন বন্ধ হয়। বাংলাদেশে থেকে আমাদের তেমন কিছুই করার নেই তবুও আমরা মানবিক দৃষ্টিকোন থেকে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি ও ইজরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করছি। অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, সারাবিশ্বের মানবতাবাদী মানুষেরা ইজরায়েলি জায়ান্টবাদি নীতি প্রত্যাখ্যান করছে, তবুও ফিলিস্তিনে ইজরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না। প্রতি বছরই রোজা আসলে তাদের আক্রমণাত্বক ভঙ্গি বেড়ে যায়। আমরা এখান থেকে কিছুই করতে পারবোনা কিন্তু আমাদের হৃদয়ের তারনা থেকে মানবতাবিরোধী এই অপকর্মের বিরুদ্ধে অবস্থান করছি। আন্তর্জাতিক কূট রাজনৈতিক কারণে কিছু রাষ্ট্র ইজরায়েলের পক্ষ নিলেও অধিকাংশ রাষ্ট্র ইজরায়েলের অপকর্মের নিন্দা জানাচ্ছে। ইজরায়েলের এই নিকৃষ্ট কর্মকাণ্ডকে সরাসরি সমর্থন করে এমন রাষ্ট্র কমই পাওয়া যাবে। যারা এই কর্মকাণ্ডকে সমর্থন করে তা কোনো রাষ্ট্রই হতে পারে না, যতই গণতন্ত্রের কথা বলুক না কেন প্রকৃতপক্ষে তারা মানবতা বিরধী। অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিমুল হক বলেন, জায়ান্টবাদি নীতির নামে ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে তা আমরা কখনোই সমর্থন করি না। আমরা এই জায়ান্টবাদিদের বিরুদ্ধে, তাদের এই নিকৃষ্ট অপকর্মের বিরুদ্ধে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক বাসদের
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের জীবনকে আরও ভোগান্তির মধ্যে ফেলবে বলে জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। একইসঙ্গে দলটি সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ দাবি না মানলে আগামী ১ মার্চ দেশব্যাপী বামজোট আহুত বিক্ষোভ পালন করবে। এ কর্মসূচি সফল করতে রাজপথে নেমে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় দলটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের পাঠান এক বিবৃতিতে এ দাবি জানায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, সর্বশেষ গত বছরের ২৮ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তখন ডলারের সঙ্গে টাকার মূল্যমানের হ্রাসের যে অজুহাত দেওয়া হয়েছে। আমদানি রপ্তানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে সাধারণ মানুষ জড়িত নয়। অথচ এর দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। ২০০ ইউনিটের নিচে ৩৪ পয়সা এবং বেশি ব্যবহারকারীদের ৭০ পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ যেমন বাড়াবে, তেমনি সরকার ও লুটপাটকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে। আমরা বহু দিন থেকে বলে আসছি, বিদ্যুৎ ও জ্বালানিখাতসহ অন্যান্যক্ষেত্রে চলমান দুর্নীতি ও অপচয় রোধ করলে এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে বিদ্যুতের দাম না বাড়িয়েও কম দামে বিদ্যুৎ দেয়া সম্ভব। তাছাড়া সক্ষমতা থাকা সত্ত্বেও সরকারি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন না করে ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় ও অলস বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ ভর্তুকি দেওয়ার ভুল নীতি অনুসরণ, দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া বন্ধ না করে নানা অজুহাতে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি সরকারের দুর্নীতিবাজ তোষণের ফল। বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে সবক্ষেত্রে দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে সরকারের সব ধরনের অনিয়ম ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১ মার্চ দেশব্যাপী বামজোট আহুত বিক্ষোভ কর্মসূচি সফল করতে রাজপথে নেমে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
০১ মার্চ ২০২৪, ১২:৫২

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নিজের আগুন দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর এক সদস্য। ফ্রান্সভিত্তিক বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সদস্য গায়ে আগুন দেন। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।  মার্কিন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরও জানায়, ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের গায়ে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে লুটিয়ে পড়ার আগ তিনি চিৎকার করে বলতে থাকেন, ফিলিস্তিনকে মুক্ত করো। এদিকে দখলদার ইসায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫

খুবির ৩ ছাত্রকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তারা।  এ ঘটনায় পুলিশ ২ পরিবহন শ্রমিককে আটক করেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নব্য সকালে তার অসুস্থ মাকে নিয়ে পাইকগাছা থেকে বাসে খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে বাসের হেলপার ও সুপারভাইজার তার সঙ্গে খারাপ ব্যবহার করে। বিষয়টি তিনি অন্য শিক্ষার্থীদের জানালে তারা জিরো পয়েন্ট এলাকায় আসে। তখন পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে শিক্ষার্থী নব্য, আসিফ মাহমুদ ও অলোকেশকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে ২ পরিবহন শ্রমিককে আটক করে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ কর্মকর্তারা। বেলা ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আহত তিন শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন, ওই দুজনই তাদের মারধর করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়