• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘ঘুমের ভেতর নারীর চেয়ে পুরুষ নাক ডাকে বেশি’
ঘুমের ভেতর নারীর চেয়ে পুরুষ নাক ডাকে বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবের হাউজি রুমে আয়োজিত ‘ঘুম ও নাক ডাকা’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘একজন মানুষের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য। অক্সিজেন গ্রহণ জটিলতায় এ সমস্যা বেশি হয়ে থাকে। পুরুষ মানুষের মধ্যে এ সমস্যা সবচেয়ে বেশি। পুরুষদের ৪০ শতাংশ ও নারীদের ২০ শতাংশ ঘুমের মধ্যে নাক ডাকেন।’ তিনি বলেন, ‘ঠিকমতো ঘুম না হলে অনেক সমস্যা দেখা দেয়। অনেকে সন্ধ্যার পর চা কফি পান করেন। এতে তাদের ঘুম হয় না। আবার অনেকে না খেলে ঘুম হয় না। অনেকের এ ধরনের বিপরীতমুখী আচরণ লক্ষ্য করা যায়।’ তিনি আরও বলেন, যারা ওষুধের মাধ্যমে ঘুমের চেষ্টা করেন, তাদেরকে স্বাভাবিক নিয়মে ঘুমের চেষ্টা করা উচিত। এ জন্য দিনে ঘুমানো যাবে না। সন্ধ্যার পর চা-কফি পান করা যাবে না। বিষণ্ণতা, মেনিয়ার চিকিৎসা নিতে হবে। কেননা, সঠিকভাবে ঘুম না হওয়ায় ক্যানসার, উচ্চরক্তচাপসহ নানা রোগের সম্ভাবনা রয়েছে। ঘুমের মধ্যে বোবায় ধরা (স্লিপ প্যারালাইসিস) বিষয়ে তিনি বলেন, একটা কমন সমস্যা। অনেকের ধারণা বুকের ওপর জ্বিন-পরী এসে বসে। নাক চেপে ধরে, ধরতে গেলে দৌড় দেয়। চিকিৎসা বিজ্ঞান একে স্লিপ প্যারালাইসিস বলে। ঘুমের সমস্যার সমাধান প্রসঙ্গে ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ঘুমের জন্য মানসিক প্রশান্তির প্রয়োজন। এক্ষেত্রে ধর্মীয় বিধিবিধান উপকারি হতে পারে। ইসলাম ধর্মের অনুসারীরা ঘুমের আগে নামাজ পড়ে ঘুমাতে পারেন। অন্য ধর্মের লোকজন তাদের মতো করে ধর্মীয় আচার পালন করবেন। এতে মন প্রশান্ত থাকে। ঘুম ভালো হয়। মেডিটেশনও এক্ষেত্রে ভালো ভূমিকা রাখে।
১৮ মার্চ ২০২৪, ২১:৩২

যে বিভাগে অবিবাহিত পুরুষ বেশি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ (এসভিআরএস)-এর চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি ওয়াবসাইটে প্রকাশ করেছে। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সিলেট বিভাগে অবিবাহিত পুরুষের অনুপাত অন্যান্য বিভাগের তুলনায় সর্বোচ্চ ৫৭ দশমিক ৮৩ শতাংশ। রাজশাহী বিভাগে পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সব থেকে কম ৪৩ দশমিক ১ শতাংশ।      প্রতিবেদনে উঠে এসেছে, শহর অঞ্চলের নারী ও পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই পল্লী অঞ্চলের নারী ও পুরুষদের বাল্য বয়সেই অর্থাৎ ১৫-১৯ বছর বয়সেই বিবাহিত জীবনে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেশি। বৈবাহিক অবস্থা এবং এর বৈচিত্র্য জনসংখ্যার গঠন ও কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু প্রথম বিবাহের বয়স এবং বিধবা হওয়া, বিবাহবিচ্ছেদ এবং পৃথক থাকার কারণে নারীর প্রজনন জীবন প্রভাবিত হয়, তাই বিবাহের বয়স, লিঙ্গ ও বিবাহকেন্দ্রিক নানান বৈচিত্র্য নারীর প্রজনন পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য জনমিতিক ও আর্থসামাজিক বৈশিষ্ট্যাবলির ওপর বিবাহের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্থানান্তর, খানাপ্রধানের মর্যাদা, পারিবারিক গঠন ইত্যাদি। সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যাবলি, যেমন- স্কুলে উপস্থিতি এবং কিশোর বয়সের শেষাংশে ও যৌবনের প্রথম ভাগে শ্রমশক্তিতে অংশগ্রহণের মতো বিষয়ের ওপরও এর প্রভাব রয়েছে। বৈবাহিক অবস্থার চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, দেশের ৪৯ দশমিক ৯৪ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ২৯ শতাংশ নারী বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। শহর ও গ্রামাঞ্চল নির্বিশেষে এ চিত্র প্রায় একই রকম। সামগ্রিকভাবে দেখা যায়, কখনই বিবাহবন্ধনে আবদ্ধ হননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮ দশমিক ৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬ দশমিক ৪২ শতাংশ। ২০২১ সালের পরিসংখ্যানের সঙ্গে এ চিত্রের তেমন পার্থক্য নেই।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯

ফেসবুকে বাংলাদেশি পুরুষ কমছে, নারী বাড়ছে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি পুরুষ ব্যবহারকারীদের উপস্থিতি কমছে। তবে নারী ব্যবহারকারীদের উপস্থিতি বেড়েছে।  সম্প্রতি পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে। জানা গেছে, গত এক বছরে নারী ফেসবুক ব্যবহারকারী ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। আর গত এক মাসে বেড়েছে দশমিক ৫ শতাংশ। আর গত এক বছরে পুরুষ ফেসবুক ব্যবহারকারী ২ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ৬৫ দশমিক ২ শতাংশ। আর নারী ৩৪ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে নারী ব্যবহারকারী ৩২ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৬৭ দশমিক ৯ শতাংশ ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। যার ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের মধ্যে ৩১ দশমিক ৪ শতাংশ ছিলেন নারী। আর পুরুষ ছিলেন ৬৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ২ দশমিক ৬ শতাংশ নারী ব্যবহারকারী বেড়েছে এবং একই হারে পুরুষ ব্যবহারকারী কমে গেছে। তবে নেপোলিয়নক্যাটের তথ্যানুযায়ী ভিন্ন চিত্র দেখা গেছে ইনস্টাগ্রামে। এতে গত এক বছরে দেশের নারী ব্যবহারকারী কিছুটা কমেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে প্রতি ১০০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে ৬৬ জনই পুরুষ। শতাংশের হিসাবে নারী ৩০ দশমিক ৮ এবং পুরুষ ৬৯ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে নারী ছিল ৩১ দশমিক ৯ শতাংশ।  বিশেষজ্ঞরা বলছেন, গত দুই-তিন বছর ধরে অনেক নারী ই-কমার্সে ঝুঁকছেন। ফলে এসব নারী উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচার-প্রসারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উপস্থিতি বাড়ছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১

দেশে নারীর চেয়ে কর্মহীন পুরুষ কয়েক গুণ
গত ছয় বছরে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার বেকার কমেছে। গত বছর সবচেয়ে বেশি সংখ্যক বেকার কমেছে। এ সময় পুরুষের চেয়ে কয়েকগুণ বেশি নারী বেকার কমেছে। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।  সংস্থাটির ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২৩-এর চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন থেকে গত বছরের পরিসংখ্যান বের করা হয়েছে।  প্রতিবেদন থেকে জানা গেছে, গত এক বছরে বেকার কমেছে লক্ষাধিক। এ সময় পুরুষ বেকার কমেছে ২০ হাজার আর নারী বেকার কমেছে ৯০ হাজার। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২৪ লাখ ৭০ হাজার মানুষ বেকার ছিল ২০২৩ সালে। আর ২০২২ সালে এ সংখ্যা ছিল ২৫ লাখ ৮০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেকার কমেছে ১ লাখ ১০ হাজার। এছাড়া ২০১৫-১৬ সালে দেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। সেই হিসেবে গত ৬ বছরে বেকার কমেছে ২ লাখ ৩০ হাজার। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, দেশে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৬০ হাজার। অর্থাৎ এক বছরে পুরুষ বেকার কমেছে ২০ হাজার। বর্তমানে দেশে নারী বেকার রয়েছেন ৮ লাখ ৩০ হাজার। ২০২২ সালে ছিল  ৯ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৯০ হাজার নারী বেকার কমেছে। বিবিএস’র বলছে, এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।
২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৩

নারী থেকে পুরুষ হতে গিয়ে জানলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা
নারী থেকে পুরুষে রূপান্তরিত হতে গিয়ে অস্ত্রোপচারের সময় জানতে পারলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সম্পতি ইতালিতে ঘটনাটি ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে থেকে জানা গেছে, ইতালির রাজধানী রোমে মার্কো নামের এক নারীর জরায়ুর অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা জানতে পারেন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। মার্কো ওই শিশুর জন্মদাত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বাবা হিসেবেও তার নাম থাকবে। ইতালিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম।  তবে ওই নারীর মধ্যে থাকা ভ্রূণ ঝুঁকিতে থাকতে পারে। এজন্য তার হরমোন থেরাপি স্থগিত করা উচিত বলে এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসক জিউলিয়া সেনোফন্টে ওই নারীকে সতর্ক করেছেন।   চিকিৎসক জানান, হরমোন থেরাপি মাসিক চক্রকে বাধা দেয়, তবে এটি গর্ভ নিরোধক হিসেবে কাজ করে না। এর পরিণতি খারাপ হতে পারে। কোনো নারী রপান্তরের মাধ্যমে পুরুষ হলে এবং তার সন্তান থাকলে তাকে ‘সিহর্স ড্যাড’ বলা হয়। মূলত পুরুষ সিহর্সরাই বাচ্চার জন্ম দেয়। আর সেখান থেকেই সিহর্স ড্যাড নামের শব্দটির উৎপত্তি হয়েছে।     
২৫ জানুয়ারি ২০২৪, ২১:১৬

প্যান্ট ছাড়াই র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা (ভিডিও)
অধিকাংশ র‍্যাম্প শোতে নারীদেরই অংশগ্রহণ করতে বেশি দেখা যায়। বিভিন্ন ডিজাইনের সাজ-পোশাকে নিজেদেরকে স্টেজে মেলে ধরেন তারা। তবে এবার ভিন্ন আঙ্গিকে র‍্যাম্পে হাঁটলেন পুরুষ মডেলরা। সম্প্রতি পুরুষ মডেলদেরকে নিয়ে র‍্যাম্প শোয়ের আয়োজন করে ‘মিলান ফ্যাশন উইক- ২০২৪’। এতে জোনাথন অ্যান্ডারসন তার পুরুষ মডেলদের কালো প্যান্টিহোজ পরিয়ে রানওয়েতে নামিয়ে দিয়েছিলেন।  যেগুলো কালো অন্তর্বাসের ওপরে পরেছিলেন পুরুষ মডেলরা। জোনাথন তার ডিজাইনার প্যান্ট বাদ দিয়ে মডেলদের ওভারসাইজড টিশার্ট পরতে বাধ্য করেন এই শোতে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।    এবারের মিলান ফ্যাশন উইকের ব্যাকগ্রাউন্ডও ছিল নজর কাড়া। নানা রূপকধর্মী আঁকা, বক্তব্য তুলে ধরা হয়েছিল সেখানে। গোটা সিনের সাইকোলজির সঙ্গে যেন সেই দৃশ্যগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। অত্যন্ত রঙিন ছিল এ দিনের ফ্যাশন শোয়ের ব্যাকগ্রাউন্ড। জানা গেছে, এদিন মডেলদের ওভার সাইজের শার্ট, সোয়েটশার্ট পরে আসতে দেখা যায়। কেউ আবার পরেছিলেন গাউন! কারও হাতে ছিল প্রাণীর মুখচ্ছবি জড়ানো হাতব্যাগ। কেউ আবার শুধু প্যান্ট পরেই এদিন ফ্যাশন উইকের ইভেন্টে হেঁটেছেন।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়