• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শাহিনের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে পিসিবি
গত বছর ভারত বিশ্বকাপের ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের ভার দেওয়া হয় শাহিন আফ্রিদির কাঁধে। তবে টি-টোয়েন্টিতে শাহিনের শুরুটা ভালো হয়নি। তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এরপর পিএসএলে তলানিতে থেকে শেষ করে তার দল লাহোর কালান্দার্স। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিনকে নিয়ে আরও একবার ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের আগ দিয়ে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে পাকিস্তান। এমনই যেন ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি। মহসিন নাকবি দায়িত্ব নেওয়ার পর পরিবর্তন এসেছে পিসিবির নির্বাচক কমিটিতে। নতুন নির্বাচক কমিটির নিয়োগের পর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  অধিনায়ক হবেন এই প্রসঙ্গে মহসিন বলেন, এমনকি আমিও জানি না (বিশ্বকাপে) কে অধিনায়ক হবে।  ‘শাহিন তার দায়িত্বে বহাল থাকবে নাকি নতুন কেউ আসবে, তা ফিটনেস ক্যাম্পের পর নির্ধারিত হবে। এখানে অনেক কৌশলগত বিষয় আছে যার বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি না।’  তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদি সমাধান চাই। হোক তা শাহীন বা অন্য কেউ। তারপর আমরা তার ওপর আস্থা রাখব। কেবল এক ম্যাচ হারলেই অধিনায়ক পরিবর্তন করে ফেলব না। মঙ্গলবার (২৬ মার্চ) ২৯ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের ফিটনেস ক্যাম্প। যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এই ক্যাম্পে সহযোগিতা করবে পাকিস্তানের সেনাবাহিনী। ফিটনেস ক্যাম্পের স্কোয়াডে জায়গা পেয়েছেন অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির।
২৫ মার্চ ২০২৪, ১৭:৪৩

‘ধন্যবাদ’ জানিয়ে হাফিজকে বিদায় দিলো পিসিবি
ভারতে ওয়ানডে বিশ্বকাপের পরপরই কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিবর্তনের অংশ হিসেবেই দলের ডিরেক্টরের দায়িত্ব পান মোহাম্মদ হাফিজ। একই সঙ্গে প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। তবে খুব বেশি দিন স্থায়ী হলো না হাফিজ অধ্যায়। গত নভেম্বরে দায়িত্ব নিয়ে প্রধান কোচ হিসেবে ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন হাফিজ। দুটি সিরিজেই বড় ব্যবধানে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। অস্ট্রেলিয়ায় টেস্টে ৩–০ ব্যবধানে এবং নিউজিল্যান্ডে টি–টোয়েন্টিতে ৪–১ ব্যবধানে হারে পাকিস্তান। এই সময়ে হাফিজের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের অবনতিও ঘটে। মাঠের ব্যর্থতার দায়ও পড়ে হাফিজের কাঁধে। সব মিলিয়েই এবার তাকে অব্যাহতি দিয়েছে পিসিবি।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সময়ে হাফিজকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভকামনাও জানিয়েছে পিসিবি। পিসিবি জানিয়েছে, পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে। সংবাদসংস্থা এএফপিকে পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদের ভাষ্য, গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পিসিবি এটা আর বাড়াচ্ছে না।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৭

মারামারি করায় তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করল পিসিবি 
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট বিশ্বের। একই সময়ে জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলছে পাকিস্তানে। যেখানে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনার। টুর্নামেন্ট চলাকালে মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার। মারামারি ঘটনায় দুজন মিলে একজনকে পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত তিন ক্রিকেটারকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হচ্ছেন সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম জিও সুপার দেশটির সংবাদমাধ্যম জিও সুপার। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের সময় প্রথমে সাদাফ ও ইয়ুসরার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আয়েশা। পরে দুই সতীর্থ মিলে হামলে পড়ে আয়েশার ওপর। এতে তার নাক দিয়ে রক্তও ঝরে। ঘটনার দুদিন পার হয়ে গেলেও বিষয়টি জানা ছিল না পিসিবির।  দুইদিন চুপ থাকার পরে সাদাফ ও ইয়ুসরার বিরুদ্ধে বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানায় আয়েশা। এতে তিনজনকেই শাস্তির দিয়েছে পিসিবি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার। পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ফরম্যাটের ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে । অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। সেজন্য শিগগিরই সেখানে যাবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে। এবারের নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য- করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণে বেশ ভালো একটি সুযোগ। এতে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়া সহজ হয়।
২৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৪

হঠাৎ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের পদত্যাগ
স্মরণকালের সবচেয়ে বড় রদবদল চলছে পাকিস্তানের ক্রিকেটে। সেই রদবদলের পালায় এবার পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সভা শেষে এই ঘোষণা দেন তিনি।  গত বছরের জুলাইয়ে পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) প্রধান হিসেবে নিয়োগ পান জাকা। ১০ সদস্যের সেই কমিটিকে বোর্ড অফ গভর্নর ও সভাপতি নির্বাচনের আয়োজন করার জন্য চার মাস সময় দেওয়া হয়েছিল।  এরপর গত নভেম্বরে এই কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক। সেই হিসেবে ফেব্রুয়ারির শুরুতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। ২০২৩ এশিয়া কাপ এবং বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর থেকে জোর পরিবর্তন চলছে পাকিস্তান ক্রিকেটে। জাকা আশরাফের অধীনে অধিনায়ক থেকে নির্বাচক সবকিছু যেন ঢেলে সাজানো হয় পাকিস্তানে। এবার পিসিবি সভাপতির পদ ছেড়ে দিলেন জাকা। এদিকে জাকা আশরাফের পর দ্য গ্রিন ম্যানদের বোর্ড প্রধান হিসেবে কে দায়িত্ব নেবেন, সেটা এখনও জানা যায়নি।
২০ জানুয়ারি ২০২৪, ১০:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়