• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পিএসএল রেখে আম্বানির ছেলের বিয়েতে পোলার্ড
চলমান পিএসএলে শান মাসুদ ও শোয়েব মালিকদের দল করাচি কিংসের হয়ে খেলছেন পোলার্ড। দলের গুরুত্বপূর্ণ খেলা রেখে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠানে যোগ দিয়েছেন কাইরন পোলার্ড।  রোববার (৩ মার্চ) মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের করাচি কিংসের।  কিন্তু ক্যারিরিয়ান এই তারকা ভারতে চলে যাওয়ার কারণে এই ম্যাচে তাকে দলে পাবে। বিয়ের অনুষ্ঠান শেষ করে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন পোলার্ড। পরের ম্যাচ কুয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পোলার্ডের দল। দীর্ঘ ১৩ বছর ধরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। ২০২৩ সালের আসরে অবসর নেওয়ার পর তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই। অপরদিকে মুম্বাইয়ের মালিক হলেন মুকেশ আম্বানি। যে কারণেই মূলত, আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যাওয়ার বাধ্যবাধকতা পোলার্ডের। পোলার্ড ছাড়াও বিবাহপূর্ব এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতীয় ও বিশ্বের অনেক জনপ্রিয় তারকা। ভারতীয়দের মধ্যে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাসহ জাতীয় দলের অনেকে। আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন- নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পপ তারকার রিহান্না, ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান ও ডোয়াইন ব্রাভোসহ আরও অনেকে। পিএসএলের চলতি আসরে ব্যাট হাতে দারুণ খেলছেন পোলার্ড। নিজ দল করাচির সর্বোচ্চ রানসংগ্রাহক সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৯৬ রান করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
০৩ মার্চ ২০২৪, ১৫:৩৮

এবার পিএসএল থেকে সুখবর পেলেন জোসেফ
অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজবেনে এই জয়ের অন্যতম নায়ক পেসার শামার জোসেফ। সাত উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে হারানোর পর  থেকে প্রশংসায় ভাসছেন এই ক্যারিবিয়ান তরুণ পেসার। এবার পিএসএল থেকে সুখবর পেয়েছেন তিনি। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি শামার জোসেফকে দলে নিয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) নিজেদের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি থেকে এক পোস্টের মাধ্যমে জোসেফকে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করেন পেশোয়ার জালমি। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের অভাব পূরণ করতে শামার জোসেফকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। যেখানে স্কোয়াডে আছেন অ্যাটকিনসন। তাই আসরের গ্রুপ পর্ব মিস করবেন তিনি। অন্যদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেওয়া আফগান স্পিনার নুর আহমেদকেও পুরো টুর্নামেন্ট জুড়ে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই বোলিং বিভাগকে শক্তিশালী করতে এই তরুণ পেসারকে দলে নিয়ে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি দল। আগামী ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের দশম আসর। ১৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। একই সঙ্গে বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগ এক সঙ্গে মাঠে গড়ানোই বিদেশি খেলোয়াড় নিয়ে বিপাকে পড়ছে দলগুলো। সেই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা।
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়