• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
আভিষ্কার ঝোড়ো ইনিংসে রানের পাহাড় চট্টগ্রামের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ইনিংসে ভর করে পাহাড় সমান পুঁজি দাঁড় করিয়েছে চট্টগ্রাম। ফার্নান্দোর ৯১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে তারা। এর মধ্যে শেষ ৫ ওভারেই ৮৪ রান তুলেছে দলটি। শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। প্রথম ওভারেই তানজিদ হাসানের উইকেট হারায় দলটি। তাইজুল বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে দুনিথ ভাল্লালাগের মুঠোবন্দি হন এই ওপেনার। ফেরার আগে তরুণ এই ব্যাটার ১২ রানের ইনিংস উপহার দেন। পরের ওভারে ইমরানউজ্জামানকে ফেরান তাইজুল। ৮ বলে ৪ রানে ক্রিজে থাকা এই ব্যাটারকে বোল্ড করেন তাইজুল। এরপর আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে রানের গতি বাড়ায় চট্টগ্রাম। এই জুটিতে আসে ৭০ রান। দিপুকে বোল্ড করে এই জুটি ভাঙেন ইয়ানিক ক্যারিয়াহ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৯ বলে ৩১ রান করেন দিপু। দিপু ফিরলেও একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন আভিষ্কা। ফিফটির পরই আগ্রাসী হয়ে উঠেন লঙ্কান এই ব্যাটার।  এরপর নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে দলীয় রান বাড়াতে থাকেন তিনি। তবে ইনিংসের ১৯তম ওভারে সাজঘরে ফেরেন নাজিবউল্লাহ। তাদের ৬৮ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। এক্সট্রা কাভারে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ১৮ রান করে ফেরেন আফগান এই ব্যাটার। রাব্বির পরের তিন বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে দলীয় স্কোর আরও বাড়ান কার্টিস ক্যাম্ফার। শেষ পর্যন্ত ৯ বলে ২৯ রানের এক দুর্ধর্ষ ক্যামিও খেলেন এই ব্যাটার।  তবে সব কিছু ছাপিয়ে নিজের দিকে আলাদা করে নজর কেড়ে নেন আভিস্কা। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। 
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:১৮

আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরি / যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান লক্ষ্য দিলো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা। শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তবে ইনিংস বড় করতে পারেনি সিদ্দিক। ২৮ বলে ১৩ রান করে আউট হন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিবলি। ৪৫ বলে ২৭ রান করে আউট হন শিবলিও। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন রিজওয়ান। ৪০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। এরপর টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দেন আহার আমিন। ৯৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন আরিফুল ইসলাম। এরপর মাত্র তিন রান যোগ করেই গার্গের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাংলাদেশি ব্যাটার।  অন্যদিকে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন আমিন। ৪৯ বলে ৪৪ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন শিহাব জেমস। শেষ পর্যন্ত পারভেজ জীবনের ৭ বলে ১৩ রান এবং রাফির ৬ বলে অপরাজিত ৭ রানের ভর করে সাত উইকেট হারিয়ে করে পাহাড় সমান ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আর্য গার্গ। দুই উইকেট শিকার করেন আরিন সুশীল নাদকার্নী। এ ছাড়াও আতিন্দ্র সুব্রামানিয়ান ও পার্থ প্যাটেল একটি করে উইকেট নেন।
২৬ জানুয়ারি ২০২৪, ২০:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়