• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলেন বিবি ফাতেমা বেগম (৭) ও তার ছোট ভাই আবিদ হোসেন (৪)। তারা একই গ্রামের ছরআলী মাঝি বাড়ির আব্দুল হাইয়ের সন্তান।   এ তথ্য নিশ্চিত করেছেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু।   স্থানীয়রা জানান, দুই ভাই-বোন সকাল ৮টার দিকে ঘরের পাশে পুকুরে দাঁত ব্রাশ করতে যায়। এ সময় হাত-মুখ ধোয়ার সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পানিতে নামে। পরে দুজনই পানিতে ডুবে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
২৭ মার্চ ২০২৪, ১৫:১১

জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে ৭ মাস বয়সী রিয়া নামের এক শিশু মারা গেছে। রোববার (২৪ মার্চ) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।  রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এ সময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তার মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা ছিল। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।  তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
২৫ মার্চ ২০২৪, ০২:২৪

সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে গার্মেন্টস শ্রমিকদের বাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে গেছে গার্মেন্টস শ্রমিকদের একটি বাস। এতে কোনও প্রাণহানি ঘটে নি, তবে বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় স্থানীয় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টসের বাসটি শ্রমিকদের নামিয়ে দিয়ে চিটাগাং রোড থেকে আদমজীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে যায় বাসটি। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই চালক জাহাঙ্গীর (৫০) ও তার সহকারী আমানুল্লাহকে (৪৩) উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়। তাদের সেখানে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
১০ মার্চ ২০২৪, ০২:১৮

পানিতে অ্যাসিড, কর্ণফুলীতে সুগার মিলের বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ
চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাঁচামাল কর্ণফুলীতে ফেলার পর নদীর পানিতে অ্যাসিডের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। ফলে নদীর পানিতে মৎস্য ও জলজ প্রাণীর অস্তিত্ব সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার এস আলম রিফাইন্ড সুগার মিল পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি টিপ দুদিন আগে সুগার মিলের গোডাউন থেকে নদীতে যাওয়া পানি কর্ণফুলী নদীর পানির নমুনা সংগ্রহ করে একটি উপাদানের পরীক্ষা শেষ করা হয়েছে। এতে পানিতে অ্যাসিডের উপস্থিতি দেখা গেছে। নদীর পানি স্ট্যান্ডার্ড মানের নিচে নেমে গেছে। যার ফলে জলজ প্রাণী মরে পানিতে ভেসে উঠছে। তিনি আরও বলেন, সব পরীক্ষা শেষ হতে পাঁচ দিন লাগবে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্ত কমিটিকে এ রিপোর্ট দেওয়া হবে। এদিকে চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে অনতিবিলম্বে চিনিকলের গোডাউনের পোড়া বর্জ্য নদীতে ফেলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষকে এই মুহূর্তে বর্জ্য মিশ্রিত পানি নদীতে ফেলা বন্ধের নির্দেশ দিয়েছি। তারা কারখানার আশপাশে এগুলো ফেলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।  
০৭ মার্চ ২০২৪, ১৮:৫২

সুনামগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরে পানিতে ডুবে ওবায়দুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।  ওবায়দুল নবীন নগর এলাকার ফারুক মিয়ার ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীনগর বক্ষব্যাধী হাসপাতাল এলাকায় ফুটবল খেলছিলেন ওবায়দুল হকসহ এলাকার কিছু তরুণ। এক পর্যায়ে সুরমা নদীতে ফুটবল পড়ে গেলে ফুটবল খুঁজে আনতে গিয়ে সুরমা নদীতে পড়ে নিখোঁজ হন ওবায়দুল হক। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়  স্থানীয়রা।  ডুবরিদলের চেষ্টায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন জানান, ছেলেটি আমার প্রতিবেশী। সে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে সাঁতার জানতো না। সকালে ঘটনাস্থলের পাশেই ফুটবল খেলছিল। এ সময় নদীতে ফুটবলে পড়ে যায়। ফুটবল আনতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আয়ানের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মোহাম্মদ আয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ওসমানপুর ইউনিয়নের বাঁশাখালী গ্রামের পানা উল্ল্যাহ ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।  আয়ান ওই বাড়ির মোহাম্মদ আলমগীরের পুত্র। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আয়ান। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে আয়ানের নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার ইউনিয়নের বাঁশাখালী গ্রামের আলমগীরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। সকল অভিবাবকদের নিজের শিশু সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩

সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে নুশরাত জাহান নামের দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকার মুকবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নুশরাত জাহান ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। শিশুটির পরিবার জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে জাহানারা প্রকাশ জানির পুকুরে নুশরাত জাহানকে ভাসতে দেখেন।  পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
২৮ জানুয়ারি ২০২৪, ২০:১৪

শীতে গরম পানিতে গোসলে ভয়ঙ্কর বিপদ
শীতের তীব্রতা কিছুটা কমলেও ঠান্ডা কমেনি। গত কয়েক দিন কুয়াশার দাপটও ছিল দেখার মতো। দেশের বিভিন্ন জেলার মানুষ টানা পাঁচ থেকে সাতদিন ধরে পাননি সূর্যের দেখা। রাজধানীতে কিছুটা সময়ের জন্য রোদের দেখা মিললেও দিনের অধিকাংশ সময়ই ছিল মেঘাচ্ছন্ন আকাশ। মূলত, দমকা হাওয়া বা বৃষ্টি না হলে ঘন কুয়াশা সরবে না। আর কুয়াশা না সরলে রোদ এসে শীতের দাপটও কমাতে পারবে না। এমনতাবস্থায় শীতকাতুড়ে আর ঠান্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না তাদের জন্য গোসল একটি বাড়তি বিড়ম্বনা। শীতে গোসল কষ্ট থেকে বাঁচতে গরম পানিতে আস্থা প্রায় সবার। তবে এটি যে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা হয়তো জানেন না অনেকেই। চর্মবিশেষজ্ঞরা জানিয়েছেন, গরম পানি দিয়ে গোসল শরীরের জন্য কখনই ভালো কিছু বয়ে আনে না। নিয়মিত কেউ গরম পানিতে গোসল করতে মারাত্মক ক্ষতি হতে পারে। তারা জানান, গরম পানি দিয়ে নিয়মিত গোসল ত্বকের ফলিকলগুলোকে নষ্ট করে দেয়। পানি কুসুম গরম না হয়ে একটু বেশি গরম হয়ে গেলে তা আরও বিপজ্জনক। মাথায় অতিরিক্ত গরম পানির ব্যবহারে চুল ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া মস্তিস্কের ওপরে চাপ সৃষ্টি হয়।  রক্তচাপও বাড়িয়ে দেয়।   তারা জানান, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে মুখে ব্রন হয়। অ্যাসিডিটির সমস্যা যাদেরও তাদেরকে গরম পানি পরিহার করতে পরামর্শ দেন চিকিৎসকরা। হৃদরোগবিশেষজ্ঞদের পরামর্শ, যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের গরম পানি দিয়ে গোসল করা ঝুঁকিপূর্ণ। কারণ গরম পানি কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর প্রভাব ফেলে। এ ছাড়া গরম পানি দিয়ে গোসল করলে মানসিক বিষণ্নতায় ভোগা ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এসব কারণেই মাথায় ঠান্ডা পানির ব্যবহার করতে ও গরম পানি দিয়ে গোসলে অভ্যাস না করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ৪-৫ ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করা কঠিন। এ ক্ষেত্রে টনসিল, সর্দি, কাশি প্রভৃতি বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দেয়।   সেজন্য অতিরিক্ত গরমও নয় আবার ঠান্ডাও নয় প্রত্যেককে কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে শরীরের রক্ত চলাচলের বৃদ্ধি ঘটে এবং অনিদ্রাজনিত সমস্যা দূর হয়। শীতকালীন সর্দি-কাশি উপসর্গ থেকেও রক্ষা পাওয়া যায়।  
২১ জানুয়ারি ২০২৪, ২২:৪৬

কম পানিতে কমলালেবু চাষে সাহায্য করছে এআই
বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কায় স্পেনের দক্ষিণে কমলালেবু চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ পানির অভাব সত্ত্বেও গাছের সুরক্ষায় এবার আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে৷ একগুচ্ছ পদক্ষেপের মাধ্যমে সার্বিক সমাধানসূত্রের আশা করছেন বিশেষজ্ঞরা৷ স্পেনের কর্দোবা ও সেভিয়া শহরের মাঝে কমলালেবুর বাগিচা রোদের তাপে পুড়ে, শুকিয়ে গেছে৷ আগের বছরের মতো প্রায় ১৬ লাখ টনের ফসল যে এবার পাওয়া যাবে না, চাষিদের কাছে তা এখনই স্পষ্ট হয়ে গেছে৷ খোসে ফার্নান্দেস দে এরেদিয়া প্লান্টেশনের দিকে চলেছেন৷ সেখানে আর কোনো পানি আসছে না৷ তিনি বলেন, বীজ বপন করে গাছগুলি বড় করেছি৷ এখন সেগুলির এমন অবস্থা দেখে খুব খারাপ লাগছে৷ ১৪ বছরে এমন অবস্থা কখনো দেখিনি৷ এখানে কিছু জায়গায় একেবারেই কোনো কমলালেবু ফলেনি, অন্য জায়গায় কয়েকটি ফল দেখা যাচ্ছে৷ তবে কমলার আকার খুবই ছোট, কয়েকটি এমনকি রস বার করারও উপযুক্ত নয়৷ গাছগুলি পুরোপুরি ফুলেফেঁপে ওঠার কথা৷ কিন্তু সেটা ঘটেনি৷ গাছগুলি দেখাশোনার জন্য হাজার হাজার পরিবারের পানির প্রয়োজন৷ কিন্তু জলাধার প্রায় শুকনা৷ মাত্র দশ শতাংশের মতো পানি অবশিষ্ট রয়েছে৷ বিশেষজ্ঞরা কমপক্ষে পরের বারের খরার জন্য প্রস্তুতি নেবার চেষ্টা চালাচ্ছেন৷ কর্দোবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এমিলিও কামাচো মনে করেন, আমাদের পানির সরবরাহে উন্নতি ঘটাতে হবে৷ অর্থাৎ পানি ধরে রাখার আরো পথ খুঁজতে হবে৷ সেইসঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পানির ব্যবহার আদর্শ করে তুলতে হবে৷ সেই লক্ষ্যে বিশেষ সেন্সরের প্রয়োজন৷ সেই পদ্ধতি কাজে লাগিয়ে সেভিয়ার উত্তরে এক ফিনকা বা খামারে মাটির আর্দ্রতা পরিমাপ করা হচ্ছে৷ সেইসঙ্গে গাছের ব্যাসও মাপা হচ্ছে৷ গাছ কুঁকড়ে গেলে বোঝা যায় পানির প্রয়োজন৷ ফিনকা ন্যাচারাল গ্রিনের সমন্বয়ক খেসুস মার্তিনেস বলেন, এই প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যান্য খেতের তুলনায় ২০ শতাংশ বেশি দক্ষতা বাড়ানো সম্ভব হয়েছে৷ কোন গাছের কখন, কতটা পানি প্রয়োজন আমরা তা জানতে পারছি৷ জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলে কৃষিকাজ করতে হলে সেই জ্ঞান থাকা অত্যন্ত জরুরি৷ তবে স্পেনের দক্ষিণে কৃষিকাজ টিকিয়ে রাখার জন্য সেটাই যথেষ্ট হবে না৷ স্পেনের ডাব্লিউডাব্লিউএফ শাখার প্রতিনিধি ফেলিপে ফুয়েন্তেলসাস মনে করেন, আমাদের সেচ ব্যবস্থার সম্প্রসারণ বন্ধ করতে হবে, আরো ভালোভাবে পানির ব্যবহার করতে হবে৷ তাছাড়া সেচ ছাড়া চাষ করা যায়, এমন গাছের চাষ বাড়াতে হবে৷ সবাই মিলে একটা সমাধানসূত্র পেতে আমাদের নানা রকম পদক্ষেপ নেবার চেষ্টা করে দেখতে হবে৷ আরো কম পানি দিয়ে সেচ ব্যবস্থাও একটা সমাধানসূত্র হতে পারে৷ মালাগা শহরে টিইউপিএল অ্যাগ্রো নামের এক স্টার্টআপ কোম্পানি সেই লক্ষ্যে এক সফটওয়্যার তৈরি করছে৷ এ ক্ষেত্রেও সেন্সরের মাধ্যমে পাওয়া তথ্য ব্যবহার করা হচ্ছে৷ তবে সেই তথ্যের বিশ্লেষণই আসল বিষয়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেটা করা হচ্ছে৷ প্রকল্পের প্রধান আন্তোনিও মানুয়েল আদ্রিয়ান বলেন, এআই এই প্রকল্পের আত্মা৷ সেন্সর, প্রযুক্তি সে সব আগেই আছে৷ কিন্তু এআই-এর প্রয়োগ এই প্রকল্পের মাত্রা বাড়াতে আমাদের সাহায্য করবে৷ এর মাধ্যমে আমরা আরো ফল ভালো রাখতে পারবো৷ বিশেষ করে প্রত্যেক চাষিদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে ভিন্নভাবে সাহায্য করতে পারবো৷ সাফল্য অবশ্য কিছুটা প্রচার বা যোগাযোগের উপরও নির্ভর করছে৷ সেটা যত সহজ হবে, ততই ভালো৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাষিরা তথ্য ও পরামর্শ পাচ্ছেন৷ প্রয়োজনে তারাও প্রতিক্রিয়া জানাতে পারেন৷ আদ্রিয়ানের মতে, আমাদের ধারণা, আভোকাডো, কমলালেবু, জলপাই ও আঙুরের ক্ষেত্রেও ২০ থেকে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব৷ এখন যে খরা চলছে, এআই-এর মাধ্যমেও তা এড়ানো সম্ভব নয়৷ তা সত্ত্বেও এই প্রযুক্তি কম পানি নিয়ে আরো বেশি সময় কাজে লাগাতে সাহায্য করবে৷
১৯ জানুয়ারি ২০২৪, ১৩:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়