• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন গণনা শুরু হবে। যদিও আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর থেকে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।  ওমরাহ ভিসায় সৌদি আরবে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের আগামী ১৫ জিলকদ তথা ২৩ মে’র আগেই দেশটি ত্যাগ করতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক। এ সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনি জটিলতায় পড়তে পারেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, ওমরাহ ভিসা প্রক্রিয়া সহজ করায় গত কয়েক বছর ধরেই ওমরা পালনকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। চলতি বছরের পবিত্র রমজান মাসে প্রায় তিন কোটি মুসলমান ওমরাহ পালন করেছেন। সূত্র : সৌদি গ্যাজেট 
১৫ এপ্রিল ২০২৪, ১৭:২৫

ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা : মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন
ইসরায়েলে ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরীর অবস্থান পরিবর্তন করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, মিত্র ইসরায়েলের ওপর ইরানের যেকোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে। তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোনো পথে এগোচ্ছে তা খোলাসা করেননি। মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আইজেনহাওয়ার’ সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে। এদিকে শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে প্রস্তুত করেছে ইরান। তবে শিগগিরই ইসরায়েলে হামলা না করতে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১২ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাইডেন বলেন, আমরা আশঙ্কা করছি, ইরান শিগগিরই ইসরায়েলে হামলা করতে পারে। তবে তেহরানকে শিগগিরই হামলা না করতে সতর্ক করছি। তিনি বলেন, আমরা ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেকোনো সময় ইসরায়েলকে সমর্থন করব। তাদের রক্ষায় যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের সহায়তার জন্য সব সময় প্রস্তুত। তাই ইরান কখনও সফল হবে না। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন দেশটির শীর্ষস্থানীয় দুই সামরিক কর্মকর্তাসহ ৭ জন। এরপর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ ঘটনার পর ইরান ও ইসরায়েল-দুই দেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলের জনগণও। মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিজ কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেল আবিব ও বির শেভা এলাকা এ সতর্কতার আওতামুক্ত থাকবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য ফ্রন্ট থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সাধারণ একটি নীতি আছে: যারা আমাদের আঘাত করবে, আমরা তাদের আঘাত করব।’ ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। তবে তেহরান এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর আগে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সরাসরি ইসরায়েল অথবা ইসরায়েলের স্বার্থ রয়েছে এমন স্থাপনায় ইরানের হামলা আসন্ন। সূত্র : দ্য টেলিগ্রাফ, বিবিসি, সিএনএন
১৩ এপ্রিল ২০২৪, ১২:৫৪

গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
বাংলাদেশের তাপমাত্রা ক্রমেই বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কালো কোটের কারণে আইনজীবীদের অসহনীয় গরম সহ্য করতে হয়। তাই উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ড্রেসকোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সর্দার, ব্যারিস্টার সোলায়মান তুষার এবং ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়, বাংলাদেশ মূলত একটি গ্রীষ্মপ্রধান দেশ। বছরের প্রায় আট মাস উচ্চ তাপমাত্রা বিরাজমান থাকে। আদালতে আইনজীবীদের পরিধানের জন্য সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস ১৯৮৮-তে শীত ও গ্রীষ্মকালে একই ধরনের পোশাক পরিধানের কথা বলা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে প্রচলিত আইনজীবীদের পোশাকটি মূলত ব্রিটিশ ভাবধারা এবং আবহাওয়া বিবেচনায় নির্ধারণ করা হয়েছিল। সময়ের পরিবর্তনে এ অঞ্চলের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হওয়ায় বর্তমানে বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ হিসেবে পরিগণিত। কিন্তু আইনজীবীদের কল্যাণ এবং পেশাগত দায়িত্ব পালনের সুবিবেচনায় পোশাকের কোনো পরিবর্তন করা হয়নি। আবেদনে আরও বলা হয়, এর ফলে সারাদেশের হাজার হাজার আইনজীবী প্রতি বছর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত উচ্চমাত্রার গরমে অসহনীয়, অবর্ণনীয় কষ্ট সহ্য করে পেশাগত দায়িত্ব পালন করেন। একই সঙ্গে নিম্ন এবং উচ্চ আদালতের বিচারকরা একই ধরনের পোশাক পরায় অবর্ণনীয় কষ্ট সহ্য করে যাচ্ছেন। সেখানে বলা হয়, করোনা মহামারির সময় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে ড্রেসকোড পরিবর্তন করা হয়েছিল এবং তাতে আদালতের বিচারকার্য বা আইনজীবীদের পেশাগত কোনো অসুবিধা হয়নি। বিষয়টি সুবিবেচনায় নিয়ে আইনজীবী এবং বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ড্রেসকোড নির্ধারণের আবেদন জানানো হয়।
০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৩

আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন
পরিবর্তন এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে। একদিন এগিয়ে ১৬ এপ্রিলে আনা হয়েছে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ। অন্যদিকে ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসবের কারণে ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। এজন্যই ম্যাচ একদিন এগিয়ে ১৬ এপ্রিল নিয়ে আসা হয়।  ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, যেহেতু ম্যাচটি রাম-নবমীর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে পুলিশের একটি অংশ নির্বাচনের দায়িত্বে আছে, ফলে ১৭ এপ্রিলের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এই দুই ম্যাচের জন্য বিক্রিত টিকিটের বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও স্থানীয় উৎসবের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।
০২ এপ্রিল ২০২৪, ১৯:১৩

পরিবর্তন আসছে এসএসসিতে, নতুন নামে হতে পারে পরীক্ষা
নতুন কারিকুলামে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। যেখানে নতুন পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে নতুন নামকরণের ইঙ্গিতও পাওয়া গেছে। তবে, এসএসসি পরীক্ষার নাম বদলে কী হবে, এখনও চূড়ান্ত হয়নি তা।  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, আগামী ২০২৬ সালে নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। সে হিসেবে যে শিক্ষার্থীরা বর্তমানে নবম শ্রেণিতে পড়ছে, তারাই প্রথমবার নতুন কারিকুলামের এই ‘এসএসসি’ পরীক্ষায় অংশ নেবে। এতদিন নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা নেওয়া হলেও নতুন পদ্ধতিতে শুধুমাত্র দশম শ্রেণির ১০টি বিষয়ের ওপরই পরীক্ষা বা মূল্যায়ন হবে। এরমধ্যে একটি অংশের মূল্যায়ন হবে বিদ্যালয়েই শিখনকালীন। বাকি আরেকটি অংশের মূল্যায়ন হবে কেন্দ্রীয়ভাবে শিক্ষা বোর্ডগুলোর অধীন।  সূত্রমতে, এখনকার মতোই কেন্দ্র ব্যবস্থাপনা ঠিক করে হবে এই পরীক্ষা। তবে, শিখনকালীন ও পাবলিক পরীক্ষার মূল্যায়ন সমান গুরুত্ব পাবে।  এসএসসি পরীক্ষার নতুন নাম কী হবে, এ প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয় যুক্ত করে একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার পর পাবলিক পরীক্ষার নাম কী হবে, তা বলা যাবে। এনসিটিবির খসড়া অনুযায়ী, দশম শ্রেণির পর যে পাবলিক পরীক্ষা হবে, তাতে প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে এক কর্মদিবসের সর্বোচ্চ পাঁচ ঘণ্টায়। বিরতি দিয়ে হবে এ পরীক্ষা। এর মধ্যে একটি অংশের মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। অর্থাৎ হাতে-কলমে শেখার বিষয়টি মূল্যায়ন করা হবে। আরেকটি অংশে থাকবে লিখিত পরীক্ষা। সেখানে লিখিত উত্তরপত্র ব্যবহার করা হবে। লিখিত পরীক্ষার অংশ বিষয়ভেদে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টাও হতে পারে।   
২৮ মার্চ ২০২৪, ১৫:০৪

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ফিফা ২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ভেন্যুতে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ মার্চ) বসুন্ধরার কিংস অ্যারেনায় স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এর আগে, ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। সেদিন কুয়েতে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জামাল-তপুরা।  এদিকে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম লেগে লাল-সবুজের রক্ষণভাগ নিয়ে বেশ আলোচনা–সমালোচনা হয়েছিল। তাই ফিরতি লেগে রক্ষণে এক পরিবর্তন এসেছে। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে সেরা একাদশে রেখেছেন ক্যাবরেরা। অন্যদিকে এই ম্যাচে শাকিল ফেরায় নিজের ফুলব্যাক পজিশনে ফিরছেন বিশ্বনাথ। এ ছাড়া অপরিবর্তিত থাকছে ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন। ঘুরে দাঁড়ানোর মিশনে মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার রিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে সেরা একাদশে রাখা হয়েছে। অন্যদিকে আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার সামলাবেন হৃদয়। তার সঙ্গে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। গেল ম্যাচে ৫ গোল হজম করলেও মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন লাল-সবুজের কোচ। তাই আজও জিকোকে সাইডবেঞ্চে থাকতে হচ্ছে।  বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।  
২৬ মার্চ ২০২৪, ১৫:০৩

১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
একাদশ ঘোষণাতেই চমক রেখেছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইউরোর আগে অনেক ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তাই বলে পুরো ম্যাচের একাদশই পাল্টে ফেলা হবে, এটা ভাবাও অসম্ভব। সেটাই করে দেখালেন ইতালিয়ান কোচ। তবে পুরো বদলে ফেলা একাদশ নিয়েও খুব একটা সমস্যা হয়নি। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় ভোরে রেড বুল এরিনায় ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ। এদিন ম্যাচজুড়ে সমান তালে লড়ে দুই দল। তবে ম্যাচের শুরুতেই ইকুয়েডরের জাল খুঁজে নেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিছু সময় পরেই ব্যবধান বাড়ানোর কাছাকাছি গিয়েছিলেন জানিয়োলো। কিন্তু ইকুয়েডরকে রক্ষা করেন দলটির গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইতালি।  দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। অন্যদিকে আক্রমণের ধার বাড়ায় ইকুয়েডর। তবে কোনোভাবেই জালের দেখা পায়নি তারা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিকোলো বারেলার গোলে লিড বাড়ায় ইতালি। ইতালির অধিনায়ক হিসেবে এটি তার প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠে ছাড়ে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা।
২৫ মার্চ ২০২৪, ১১:৫৫

আইপিএলে ১৪ বছর পর অধিনায়ক পরিবর্তন চেন্নাইয়ের
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে সব থেকে সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা ঘরে তুলেছে তারা। এই সফলতার মূল নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৭তম আসরে চেন্নাইকে নেতৃত্ব দিবেন তরুণ ব্যাটার ‍ঋতুরাজ গায়কোয়াড়। বৃহস্পতিবার (২১ মার্চ) গায়কোয়াড়কে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নয় বরং চমকপ্রদ এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে। এরপর এক বিবৃতিতে এই বিষয়টি পরিষ্কার করেছে চেন্নাই। বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ আইপিএলের শুরুতে এমএস ধোনি সিএসকের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে হস্তান্তর করেছেন। ২০১৯ সাল থেকে ঋতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য, এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন তিনি। নতুন মৌসুমেও ভালো কিছুর প্রত্যাশা করছে চেন্নাই। এর আগে গত ৪ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন ধোনি। যেখানে তিনি লিখেছিলেন, আসন্ন নতুন মৌসুম এবং ‘ভূমিকা’র (রোল) জন্য আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে সেই পোস্টের দুই সপ্তাহ পর এসে নেপথ্য ঘটনা জানা গেল। সব মিলিয়ে ১৪ বছর পর অধিনায়ক পরিবর্তন করলো চেন্নাই। আগামীকাল (শুক্রবার) থেকে আইপিএলের সপ্তদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মোকাবিলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)। আইপিএলে অধিনায়কদের ফটোসেশনের চেন্নাইয়ের প্রতিনিধি হিসেবেও ছিলেন গায়কোয়াড়। সবশেষ আসর দিয়ে চেন্নাই ধোনির নেতৃত্বে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে। সমান সংখ্যক বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাই ২৪৯ ম্যাচের মধ্যে ধোনির নেতৃত্বে খেলেছে ২৩৫ ম্যাচ। ২০১৬ ও ২০১৭ আসরে চেন্নাই নিষিদ্ধ থাকায়, ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেন তিনি। সবমিলিয়ে আইপিএলের কোনো ফ্র‌্যাঞ্চাইজিকে সর্বাধিক ২২৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও এই উইকেটরক্ষক ব্যাটারের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা।
২১ মার্চ ২০২৪, ২০:২৬

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে ছিল লাল-সবুজেরা। তবে দ্বিতীয়টিতে ৩ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। তাই বাড়তি গুরুত্ব পেয়েছে শেষ ম্যাচটি। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সেরা একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে ‘ডাক’ মেরে আউট হওয়ায় তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন কুমার দাস। এই ওপেনারের পরিবর্তে দলে ডাক পড়ে জাকের আলীর। তবে তিনি সুযোগ পাননি। লিটনের পরিবর্তে এনামুল হক বিজয় একাদশে সুযোগ পেয়েছেন। ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া দুই ম্যাচে টানা ব্যর্থতার কারণে বাদ পড়েছেন তাইজুলও। এতে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মহীশ তিকশানা। বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন। শ্রীলঙ্কার একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
১৮ মার্চ ২০২৪, ১০:০১

শাবিতে ইফতার পার্টি নিয়ে সিদ্ধান্তের পরিবর্তন
পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  তবে মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান পূর্বের নির্দেশনার ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি পুনরায় আরেকটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতি বছর রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হতো। তবে এ বছর সরকারিভাবে বড় ইফতার পার্টির আয়োজন না করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজান মাসে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে। এর আগে রোববার (১০ মার্চ) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছিল। সোমবার (১১ মার্চ) এ নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে পাঠানো হয়। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণিপেশার মানুষ বিষয়টি নিয়ে সরব হন। তারা এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান।
১২ মার্চ ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়