• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরে করে যাওয়ার সময় গাছের ডাল লেগে হাসান আলী (১৬) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত হাসান আলীর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকায়। সে ওই এলাকার মৃত আজহার আলীর ছেলে। হাসান আলী ডেকোরেটর দোকানে সাজ সজ্জার কাজ করছিল।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে বারুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাজলদীঘি কালিয়াগঞ্জ  ইউপি সদস্য আব্দুল ওহাব জানান কাজলদীঘি কালিয়াগঞ্জ বাজারে গত চারদিন ধরে চলছিল বাসন্তি দেবী পূজা। বৃহস্পতিবার সেই পুজা শেষ হয়। পরে ট্রলিতে করে দেবীর মূর্তি গুলো বিসর্জন দিতে নদীতে নেওয়ার সময় হাসান আলী ট্রাক্টরে বসেছিল। পথিমধ্যে বারুনি এলাকায় গাছের ডাল হাসানের শরীরে লেগে যায়। এ সময় হাসান আলী গাড়ি থেকে ছিটকে থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোদা থানার ওসি মোজাম্মেল হক জানান ট্রলি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৯ এপ্রিল ২০২৪, ০২:১৫

পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
পঞ্চগড়ের প্রশাসনের অনুমিত ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ ও ফাঁপা ইট তৈরি না করার অপরাধে দুই ইটভাটাকে পৃথকভাবে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ও পামুলি ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার দন্ডপাল ইউনিয়নের বেংহারী এলাকার বিবি ব্রিকস ও পামুলি ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার পিডিপি ব্রিকস নামের দুই ইটভাটাতে জেলা প্রশাসনের অনুমিত ছাড়া ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ ও ফাঁপা ইট তৈরির না করা অপরাধের সত্যতা মেলে। পরে বিবি ব্রিকসের মালিক সফিউল্লাহ ও পিডিপি ব্রিকসের মালিক পরিমলকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সাময়িকভাবে ইটভাটা দুটির চলমান কার্যক্রম স্থগিতের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ জেলা পুলিশের একটি দল ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, বিভিন্ন ইটভাটাতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে দেবীগঞ্জের দুইটি ইটভাটাকে দুইটি অপরাধে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০ মার্চ ২০২৪, ২০:২৪

পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে শিক্ষার্থী আটক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদরাসা দাখিল পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় মাহফুজুর রহমান (১৮) নামে একজনকে আটক করে আটোয়ারী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ আইন-১৯৮০ অনুযায়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক হওয়া মাদরাসা ছাত্র মাহফুজুর উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র। তিনি একই মাদরাসার শাহজাহান নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পুলিশ ও পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ইংরেজী ২য় পত্রের পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করেন এক শিক্ষার্থী। ঘণ্টাখানেক পরে কেন্দ্র পরিদর্শকদের সন্দেহ হলে ওই শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করা হয়। পরে কাগজপত্রে কোনো মিল পাওয়া না যাওয়ায় বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়। পরে তাকে আটক করে থানা পুলিশে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বলেন, ওই পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা দিতে শুরু করেন। তবে পরীক্ষা কক্ষের দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তারা আমাকে অবগত করেন। তার পরীক্ষার কাগজপত্রের অমিল পাওয়া যায়। পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেই। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আজ দুপুরে এক প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্রের সচিব আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।
০৫ মার্চ ২০২৪, ২৩:৩৫

পঞ্চগড়ে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে নুরুজ্জামান (২৩) নামে এক বাক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।   মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে মঙ্গলবার বিকেল সোয়া পাচঁটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।  নিহত নুরুজ্জামান ওই এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক স্থানীয়কে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে।  স্থানীয়রা জানান, নিহত নুরুজ্জামান স্থানীয় লোকজনের সঙ্গে সীমান্ত এলাকায় দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টা খেতে অবস্থান নেওয়া হাতি দুটি দেখতে যান। এ সময় হাতি দুটি স্থানীয়দের ধাওয়া দিলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও বাক-প্রতিবন্ধী নুরুজ্জামান সেখানেই অবস্থান করেন। পরে হাতি তার শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে নুরুজ্জামানকে আহত করেন। এ সময় তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে প্রথমে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে নুরুজ্জামানকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রংপুরে মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় নুরুজ্জামানের মৃত্যু হয়। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

পঞ্চগড়ে ইমামের রাজকীয় বিদায়
রং-বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে প্রাইভেট কার। প্রস্তুত রাখা হয়েছে ফুলের মালা। তৈরি হয়ে এসেছেন মুসল্লিরাও। আর বিশেষ এ আয়োজনটি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারি শাহার উদ্দীনের জন্য। দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে জমকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ত্রিশ হাজার টাকার চেকসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেটকারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়। ক্বারি শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে। জানা যায়, শাহার উদ্দীন এলাকার তিনটি মসজিদে ২৮ বছর এরপর চাকলাহাট বাজার জামে মসজিদে ২৭ বছর ইমামতি করেন। একটানা ৫৫ বছর ইমামতি করে এখন তার বয়স ৭৫ বছর। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নিলেন। এজন্য বিশেষ সম্মানে তাকে বিদায় জানান মুসল্লিরা। এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারি শাহার উদ্দীন। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান। স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। বাড়ির মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হুজুরকে এক নজর দেখার জন্য। এ বিষয়ে মসজিদটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৫৫ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫

পঞ্চগড়ে চাকা মেরামত করতে গিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে চাপা পড়ে আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের কীর্তনপাড়া-সংগঠন কাঁচা সড়কের সারাপিগছ গ্রামে কবরস্থানের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, রোববার দুপুরে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন করতোয়া নদী থেকে বালি পরিবহন করছিলেন ট্রাক্টর চালক আব্দুল মালেক। এসময় ট্রাক্টরের পেছনের একটি চাকার বেয়ারিং ভেঙে যায়। চাকা মেরামত করার জন্য ট্রাক্টরের বডিতে জগ দিয়ে বডিকে ওপরে রাখা হয়। জগটি বডি থেকে সরে যায়। এতে ট্রাক্টরের বডিতে আব্দুল মালেক চাপা পড়ে যায়।   তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ট্রাক্টরের চাঁপায় এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৬

পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি
উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। দুইদিন ধরে জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত দুইদিন ধরে শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪

পঞ্চগড়ে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া, রাতভর বৃষ্টির মতো ঝড়তে থাকা ঘন কুয়াশায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। পাশাপাশি রাতে অনবরত ঠান্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ।  শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, গতকালের পর আবার তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। দুইদিন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পর শনিবার ভোর ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করতে পারে বলে জানান তিনি।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

পঞ্চগড়ে দুই মরদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যা
নিখোঁজের পর পঞ্চগড়ের দুই উপজেলার দুই ব্যক্তির মরদেহ পৃথক স্থান উদ্ধার করেছে পুলিশ। একজনের মরদেহ করতোয়া নদী, অন্য জনের মরদেহ এক আম বাগানের ড্রেন থেকে উদ্ধার করা হয়। এই দুই হত্যাকাণ্ড নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর সাঁতালপাড়া ঘাট থেকে হাত পা বাধা অবস্থায় নিখোঁজ নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় রাখা হয়েছে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এদিকে নিখোঁজের তিন দিন পর শুক্রবার রাতে টাবুল বর্মন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ মিলেছে মাটি খুঁড়ে। নিখোঁজের তিন দিন পর পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার একটি আম বাগানে ড্রেনের মাটি খুঁড়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টাবুল বর্মনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকায়। তিনি ওই এলাকায় ভগিরাম বর্মনের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় টাবুল। তারপর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তার ছোট ভাই পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপর পুলিশ তার খোঁজে শুরু করে অভিযান। গত বৃহস্পতিবার টাবুলের এলাকার একজন মহিলাকে আটক করে পরে পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার এক বিশাল আম বাগানের একটি ড্রেনে খুঁড়ে পুলিশ টাবুলের মরদেহ উদ্ধার করে।  একটি সূত্র জানায়, এই হত্যার পেছনে রয়েছে এক নারীর হাত। তাকে আটক করেই তার দেয়া তথ্য মতেই পুলিশ ওই মরদেহ খুঁজে পায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, নিখোঁজের জিডি করার পর আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা টাবুলের মরদেহ আমবাগানের একটি ড্রেনের ভেতর থেকে উদ্ধার করি। সেখানে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার প্রক্রিয়া ও আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পুলিশ সুপার মহোদয় প্রেস-ব্রিফিং করে আপনাদের জানাবেন।   অন্যদিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাওতালপাড়া ঘাট এলাকায় নিখোঁজের ৫ দিন পর নুরল ইসলাম (৪২) নামে এক ইজিবাইক চালকের হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নদীর ওই স্থানে মরদেহটি ভেসে থাকতে থেকে স্থানীয়রা পুলিশকে জানায়। নিহত নুরুল ওই ইউনিয়নের কাউয়াখাল এলাকার বাসিন্দা। পুলিশ ও তার পরিবারের লোকজন জানায়, গত ২৭ জানুয়ারি সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে যায় নুরুল। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা এলাকায় তার ইজিবাইকটি পাওয়া যায়। তারপর পরিবারের লোকজন প্রায় নিশ্চিত হয় যে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন। কিন্তু তারপরও তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ২৮ জানুয়ারি তার স্ত্রী শেফালি বেগম বোদা থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৩০ জানুয়ারি অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে অটো ছিনতাই এবং অপহরণের মামলা করেন তিনি। মামলার পর আলম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার বিকেলে নদীর ওই স্থানে মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ও তার পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ শনাক্ত করে। তবে তার সাথে থাকা ১ লাখ ১৬ হাজার টাকা অক্ষত ছিলো। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, ইজিবাইকটি আমরা দেবীগঞ্জের শালাডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করেছি। আমাদের ধারণা ইজিবাইক ছিনতাই চক্র ২৭ জানুয়ারিই নুরলকে হত্যা করেছে হাত পা বেধে নদীতে ফেলে রেখে গেছে। আমরা এই মামলা একজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।  ওসি জানান, লাশের সাথে থাকা এক লাখ টাকার বেশি ভেজা টাকা উদ্ধার করা হয়েছে। আগামীকাল লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫২

পঞ্চগড়ে নদীতে মিলল বাঘের মৃতদেহ
পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় এক কৃষকের আস্ত গরুর খাওয়ার পর নাগর নদী থেকে বিশাল আকৃতির এক চিতা বাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।  জানা যায়, স্থানীয় এক কৃষকের গরুর গলায় কামড়ে আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় বাঘটি। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারও গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জেলা সহকারী বন কর্মকর্তা মধু চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে প্রশাসনের সহায়তায় মৃত চিতাবাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে এনেছি। এটির সঠিক মৃত্যুর কারণ জানতে হলে ময়নাতদন্ত করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে সিদ্ধান্ত নেওয়া হবে। আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সীমান্তের নগর নদীর কাছ থেকে মৃত উদ্ধার করা চিতাবাঘটি বন বিভাগের লোকেরা আমাদের কাছে এনেছে ময়নাতদন্তের জন্য। আমাদের কাছে নমুনা সংগ্রহের যাবতীয় উপকরণ নেই। তারা সংগ্রহ করে দিতে পারলে আমরা ময়নাতদন্ত করে রিপোর্ট দিতে পারবো। অন্যথায় আমরা বাঘটিকে পার্শ্ববর্তী কোনো চিড়িয়াখানা অথবা ল্যাবে পাঠানোর পরামর্শ দেবো।   
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়