• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটেছে।  এ সময়ে মাহাবুর শেখ (৪০) নামের অপর এক  শ্রমিক আহত হয়েছেন। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
২৬ মার্চ ২০২৪, ১৬:০৫

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ৪ দিন আগে গুরুতর জখম ব্যক্তির মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় দুপক্ষের সংঘর্ষে গুরুতর জখম হুমায়ুন ঠাকুর (৫০) চারদিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৯ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হন। তিনি লোহাগড়া পৌরসভাধীন কচুবাড়িয়া গ্রামের মৃত মো. নিরু মিয়া ঠাকুরের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পরদিন বুধবার (৬ মার্চ) থানায় একটি মারামারির মামলা হয়, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার পরে পুলিশ লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের ফারুক শেখের ছেলে হায়াতুর শেখ ও হিরু শেখের ছেলে হামীম শেখকে গ্রেপ্তার করেছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।  প্রসঙ্গত, এক ভ্যান চালককে মারধরের জেরে গত মঙ্গলবার রাতে ঢাকা কাউন্টারের সামনে উপজেলার রাজাপুর ও কচুবাড়িয়া এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল্লাহ ঠাকুর ওরফে শিপলা ও তাঁর বাবা হুমায়ুন ঠাকুর ও রুমান কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। হুমায়ুন ঠাকুরের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
০৯ মার্চ ২০২৪, ১৬:৪৮

নড়াইলে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু 
নড়াইলে পুকুরে ডুবে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছেন।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতের নাম সুজন বিশ্বাস, সুজন ওই গ্রামের আফসার বিশ্বাসের ছেলে।  নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে আর উঠতে পারেননি সুজন।  স্থানীয়রা আরও জানান, সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০

নড়াইলে খুনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইলে ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসী ও নিহতের স্বজনরা চাঁচুড়ি বাজারে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে যোগ দিতে এ দিন নিহতের নিজ গ্রাম কৃষ্ণপুর, চাঁচুড়িসহ আশপাশের কয়েক গ্রামের নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী চাঁচুড়ি বাজারে সমবেত হয়। পরে সবার অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা শ্লোগানে শ্লোগানে, খুনিদের ফাঁসির দাবি তোলে। মিছিলটি চাঁচুড়ি বাজার ঘুরে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সবাই সেখানে সড়কে হাতেহাত ধরে সামিল হন মানববন্ধনে। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা, নিরিহ ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তরা এ সময় আরো বলেন, হত্যারকান্ডে জড়িতরা বাদীকে নানাভাবে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। প্রসঙ্গত, এলাকার দুই পক্ষের মধ্য বিরোধ পূর্ণ একটি মাছের ঘেরে শ্রম বিক্রি করতে গেলে প্রতিপক্ষের রোষানলে পড়ে  ৪ ফেব্রুয়ারি হত্যাকান্ডের শিকার হন ক্ষেতমজুর ইসরাফিল মোল্যা। এ হত্যাকান্ডে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় হত্যা মালা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে, ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে, অন্যরা পলাতক রেয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০

নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
নড়াইলে মালবোঝাই ট্রাক উল্টে ইমন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ ঘটনা ঘটে।  ইমন যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।  নড়াইল সদর ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা জানান, একটি ট্রাক ঢাকা থেকে প্যাকেটজাত ডালডা বোঝাই করে যশোর যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাইখালী ব্রিজ অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওঠার সময় সড়ক ডিভাইডারের ওপর ট্রাক তুলে দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে হেলপার ট্রাকের তলে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খরর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হলেও ট্রাকের চালককে খুঁজে পাওয়া যায়নি। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। ভোরে কুয়াশাচ্ছন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯

নড়াইলে বয়স্কদের কোরআন শিক্ষা অনুষ্ঠিত
নড়াইলে বিভিন্ন পেশার বয়স্ক ব্যক্তিদের অংশগ্রহণে কোরআন শিক্ষা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে শহরের দুর্গাপুর এলাকায় জেলা মডেল মসজিদে এ কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠিত হয়। ‘অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র আয়োজনে বয়স্ক ব্যক্তিদের বিজ্ঞানভিত্তিক তিন মাসের কোরআন শিক্ষার প্রশিক্ষক ছিলেন-হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শাহাবাদ মাজিদিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব কে এম হাসমত উল্লাহ, জেলা মডেল মসজিদের সাধারণ সম্পাদক বিএম নজরুল ইসলাম, শিক্ষক আব্দুর রউফ, হেমায়েত হোসেন, সাজেদুল ইসলাম, লুৎফার রহমান, আজিজুর রহমান, গোলাম মোস্তফা মনা, হাসিবুল ইসলাম, এনায়েত হোসেন, জাহাঙ্গীর হোসেন, হাসিবুল কাজী, এলাহী সরদারসহ অনেকে। ‘অতি সহজে কোরআন শিক্ষা সোসাইটি’র জেলা পরিচালক হাফেজ মাওলানা কারি বুলবুল আহমেদ বলেন, নড়াইল জেলা মডেল মসজিদ, ভওয়াখালী মাজু বিবি জামে মসজিদ এবং রুপগঞ্জ বাজার জামে মসজিদে এ কোরআন শিক্ষার আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশার ৭০ জন অংশগ্রহণ করেন। শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমাদের এ কার্যক্রম পরিচালিত হয়। তিন মাসের প্রশিক্ষণ মঙ্গলবার রাতে শেষ হয়েছে। পরবর্তীতেও বিভিন্ন মসজিদে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাপনী অনুষ্ঠানে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়।  
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৫

নড়াইলে পিঠা উৎসবে পিঠা খাওয়ার ধুম
নড়াইলে শুরু হয়েছে ৩ দিনের পিঠা উৎসব। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নড়াইল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৩ দিনের এ পিঠা উৎসব। বিকেল সাড়ে ৩টায় কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।  এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান, কালচারাল অফিসার মোহাম্মাদ হামিদুর রহমানসহ অনেকে।  স্টলের মালিকেরা জানান, নতুন প্রজন্মের কাছে পুরাতন প্রজন্মের পিঠেপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি। গ্রাম বাংলার যে সকল পিঠা হারিয়ে যেতে বসেছে সেই সকল পিঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।   বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা ধরনের পিঠা তৈরির স্টল নিয়ে বসেছিল পিঠা উৎসবে। রাত-জেগে নারীরা তৈরি করেছেন নানা ধরনের পিঠা। সকালে তাই নিয়ে হাজির হয়েছেন উৎসবে।  বিভিন্ন স্টলে স্টলে ঘুরে দুর্লভ সব পিঠা কিনে খাচ্ছেন ক্রেতারা। অনেকে পরিবার নিয়ে এসেছেন এই আয়োজনে। নতুন প্রজন্মের শিশুরাও পিঠার স্বাদ নিচ্ছেন। মেলার পাশেই শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।   এ ধরনের আয়োজন বাঙ্গালী ঐতিহ্য ধরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
নড়াইলে মাদক মামলায় একজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি যশোরের কোতোয়ালী থানার শংকরপুরের মৃত মোসলেম কবিরাজের ছেলে মাদক কারবারি ছাত্তার কবিরাজ পলাতক ছিলেন।  দণ্ডপ্রাপ্ত ছত্তার কবিরাজ যশোর জেলার কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত মোসলেম কবিরাজের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবকিক প্রসিকিউটর (পিপি) সন্দীপ কুমার বোস।  মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৩ সালে জুন মাসের ৮ তারিখে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের একটি টহল দল দুপুর ৩টার সময় পেড়লী গ্রামের ফখরুল শেখের রাড়ীর পাশে রাস্তা দিয়ে মাদক কারবারী ছত্তার কবিরাজসহ শিশু সুজন শিকদার একটি প্লাস্টিকের বস্তা নিয়ে যাচ্ছিল এটা দেখে তাদের তল্লাশি করে পুলিশ। পরে বস্তার মধ্যে তিনটি নারিকেলের মধ্যে থেকে ১০ বোতল করে ৩০ বোতল ও কাপড় দিয়ে মোড়ানো ১০ বোতল মোট ৪০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় কালিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকিবুজ্জামান শিশু সুজনকে শিশু আইনে ও ছত্তার কবিরাজকে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি পুলিশ প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি ছত্তার কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:৫৪

মাশরাফী হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় আনন্দ মিছিল করেছে নড়াইলবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  এ সময় সেখানে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং নড়াইলের উন্নয়নে মাশরাফীর সঙ্গে থেকে নড়াইলকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। এক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও নড়াইল থেকে কেউ কখনো মন্ত্রী হননি। সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশি। আনন্দ মিছিল শেষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান হামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমত আরা, নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিলসহ জেলার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫০

নড়াইলে হারোনো মোবাইল ফোন উদ্ধারের পর হস্তান্তর
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইলে জেলার ৪টি থানায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।বুধবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্ষ্যলয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে মুখ্য ভুমিকা পালন করেন নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে (সিসিআইসি) কর্মরত এসআই আলী হোসেন ও এসআই ফিরোজ আহমেদ। মোবাইল হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তারেক আলম মেহেদী, নড়াইল গোয়েন্দা শাখা অফিসার ইনচাজ মো. ছাব্বিরুল আলম, সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মো. শাহ্ দারা খান। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। জানা যায়, ভুক্তভভোগীরা সবাই তাদের মোবাইল ফোন হারানোর পর নিকটস্থ থানায় জিডি করেন। পরে নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) টিমের সাথে যোগাযোগ করেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২৫ জানুয়ারি ২০২৪, ০১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়