• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’ ও ‘সারেগামাপা’র শুটিং সেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অল্প সময়ের মধ্যেই ভস্মীভূত হয়েছে মেকআপ ভ্যানগুলো। এর আগে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। পাশের একটি টিন শেডেও পৌঁছে যায় তা। মেকআপ ভ্যানের এসি থেকেই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন লাগার বিষয়টি বুঝতে পারা মাত্রই স্টুডিওর কর্মীরা পাশের জলাশয় থেকে পানি এনে নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে যান। কিন্তু ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে স্টুডিওর মেকআপ ভ্যান দুটি ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ফলে উত্তেজনা ছড়ায়। আপাতত ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এদিনই স্টুডিওটিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘সারেগামাপা’র। এ ব্যাপারে অনুষ্ঠানটির পরিচালক অভিজিৎ সেন বলেন, আমি মাত্রই দিল্লি থেকে ফিরেছি। এ জন্য এখনই কিছু বলতে পারছি না।
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

তিতাসের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের জন্য ওয়ার্কওভার কাজের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ওয়ার্কওভার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক।  আগামী দুই মাসের মধ্যেই ওয়ার্কওভার কাজ শেষে এই কূপ থেকে জাতীয় গ্রিডে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সবচেয়ে পুরনো তিতাস গ্যাস ফিল্ডের ২৩টি কূপ থেকে প্রতিদিন ৩৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে নানা কারণে বন্ধ রয়েছে ৪টি কূপ। এর মধ্যে ২০০০ সালে খনন করা ২৯.৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১৪ নম্বর কূপটি থেকে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি উঠায় ২০২১ সালের পহেলা নভেম্বর থেকে গ্যাস উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাই তিতাস, মেঘনা, বাখরাবাদ ও হবিগঞ্জ গ্যাস ফিল্ডের বন্ধ থাকা ৭টি কূপের ওয়ার্কওভার কাজ শুরু করেছে বিজিএফসিএল। এর মধ্যে ৪টি কূপের ওয়ার্কভার কাজ করবে বাপেক্স। আর দ্রুত গ্যাস উত্তোলনের স্বার্থে বাকি কূপগুলোর ওয়ার্কওভার কাজ করবে বিদেশী প্রতিষ্ঠান। বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক জানান, তিতাসের কূপগুলোতে গ্যাস চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমছে। গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে কয়েকটি কূপে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এছাড়া বন্ধ কূপগুলোর ওয়ার্কওভার শেষ হলে বিজিএফসিএলের গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন আরও বাড়বে।
১৯ মার্চ ২০২৪, ২৩:৫২

রাতের মধ্যেই বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ২ নম্বর সতর্ক সংকেত
দেশের চার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল থেকে রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৯:৪৯

ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন কিনা তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ট্রুকলার ব্যবহারের এ সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়।  তবে এখন অনেক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন। তারা অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না। এজন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা যায়।  ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে- ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন— ১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।  ২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।  ৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।  ৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।  ৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।  ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে- ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন— ১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।  ২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।  ৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।  ৪. আনলিস্ট করুন।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯

গায়িকার সঙ্গে দীর্ঘদিন রাত কাটিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত গায়কের
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব সরকার। জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’র সুবাদে বেশ পরিচিতি পান তিনি। দিদি নম্বর ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চেও গান গেয়ে মন ছুঁয়ে গেছেন শ্রোতাদের। এবার এই গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা।  তিনি দাবি করেছেন— বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে থেকেও এখন আর আমাকে বিয়ে করতে চাচ্ছেন না গৌরব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রেয়সী।    শ্রেয়সী জানান, গত কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি দুজনের বিয়ের কথাও চূড়ান্ত ছিল। কয়েকদিন আগে দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখান থেকে ফেরার পরই বেঁকে বসেছেন গৌরব। ভেঙে দিতে চাচ্ছে সম্পর্কটা।  শুধু তাই নয়, জানিয়ে দিয়েছেন এই গায়িকাকে বিয়ে করা সম্ভব নয় তার জন্য।     সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়সী লেখেন, দীর্ঘদিন ধরেই গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে আছি আমি। সেটা অনেকেই জানেন। এমনকি ২০২৫ সালের ২৪ জানুয়ারি বিয়ে এবং চলতি বছরের সেপ্টেম্বরে এনগেজমেন্টের পরিকল্পনা ছিল আমাদের।    গায়িকা লেখেন, সবই ঠিক ছিল। শুরুতে আমার মা রাজি না হলেও দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও তার মাকে রাজি করিয়ে নেয়। কিন্তু বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয়, আমি নাকি তার জন্য একদম পারফেক্ট নই। আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারব না। এর আগেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন এই জুটি। তবে তখন এমনটা মনে হয়নি গৌরবের। এবারই তার মনে হচ্ছে এসব।   তিনি আরও লেখেন, কাল রাতে গৌরব তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আমাকে। সে আমাকে বিয়ে করতে পারবে না। আমাদের সম্পর্কটাও আর রাখতে চায় না। এই ট্রিপটা তার জন্য ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করল। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কিন্তু সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো নারীর ক্ষতি করতে পারে না।  শ্রেয়সী তার পোস্টে আরও লেখেন, ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে, তখন তার মনে হয়নি আমার সঙ্গে আর থাকতে পারবে না। বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত করার জন্য গৌরবের বাবা-মাকে বাড়ি আসার কথা বললেই সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন গৌরব।   এদিকে শ্রেয়সীর সব অভিযোগ অস্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে গৌরব বলেন, আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয়ই নয়। আমার কাছের মানুষরা আমাকে চেনেন। তাই অন্যের কাছ থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। শ্রেয়সীর সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু সে যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা।    শ্রেয়সীর সঙ্গে কি আপনার বিয়ের কথা হয়েছিল?  এমন প্রশ্নের জবাবে গৌরব বলেন, না, না। আমার পরিবারের কেউ তাকে দেখেইনি। বর্তমানে তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস 
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮

ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে অভিষেক সানজিদার
ইস্ট বেঙ্গল পুরুষ দলের হয়ে অনেক আগেই খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, রুমি, গাউসরা। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার আবারও ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে গেছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। ১৯৭১ সালের পর বাংলাদেশের অষ্টম ও প্রথম নারী হিসেবে ইস্ট বেঙ্গলে খেলেছেন সানজিদা। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের পর বাংলাদেশের তৃতীয় নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে অভিষেক ঘটল ২২ বছর বয়সী সানজিদার। ভারতে যাওয়ার আগে এই ফুটবলার বলেছিলেন, ‘প্রথমবার বলে কিছুটা নার্ভাস লাগছে। তবে আমার চেষ্টা থাকবে ভালো খেলার।’ অবশেষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইস্ট বেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছে এই বাংলাদেশি ফুটবলারের । এই ম্যাচে দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি। অবশ্য ভারতীয় নারী লিগে তার অভিষেক ম্যাচে জয় পায়নি তার দল। যদিও মনে রাখার মতো কিছু হয়নি, ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। একাদশে শুরু থেকে খেললেও গোল পাননি তিনি। স্পোর্টস ওডিশার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তার দল। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন তিনি। যদিও দ্বিতীয়ার্ধে তার সাপ্লাই লাইন কেটে দেয় ওড়িশা। আর পুরো ম্যাচেই এলেমেলো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল। সানজিদার দেয়া কিছু পাস কাজে লাগাতে পারেনি তার সতীর্থরা। আবার তাকে ক্লিয়ার পাসও দেয়া যায়নি। তিনি নিজেও অনেক সময় পাসিংগুলো শতভাগ নিখুঁত করত পারেননি। কিংবা বল নিয়ে প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে। পঞ্চম মিনিটে আসে ভালো সুযোগ তৈরি করেছিলেন সানজিদা। বক্সে ঢুকে একজনকে কাটিয়ে শট নিয়েছিলেন। সেটি অবশ্য পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ২৮ মিনিটে আবারও বক্সে ঢুকে সুযোগ তৈরির চেষ্টা করলেও ফিনিশিং ব্যর্থতায় কাজের কাজ কিছু হয়নি। বিরতির পরও ছিল একই চিত্র। দুই দল শত চেষ্টা করেও প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি। ৭ দলের এই লিগে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ইস্ট বেঙ্গল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আর সাবিনার দল ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। পরের ম্যাচে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) আবার মাঠে নামবে ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কিক স্টার্ট।  উল্লেখ্য, একই লিগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলছেন কর্নাটকের দল কিকস্টার্টের হয়ে। ভারতের লিগে আগেও খেলেছেন সাবিনা। তবে সানজিদা এই প্রথম গেছেন দেশের বাইরে খেলতে। 
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৫১

‘দিদি নম্বর ওয়ান’ থেকে যত টাকা আয় করেন রচনা ব্যানার্জী
পশ্চিমবঙ্গের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে সিনেমা জগত থেকে দূরেই রয়েছেন এই অভিনেত্রী। বড় পর্দায় না থাকলেও একেবারেই আড়ালে চলে যাননি রচনা। সিনেমা না করলেও জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এ কাজ করছেন তিনি। ‘দিদি নম্বর ওয়ান’-এ রচনার প্রাণবন্ত সঞ্চালনায় মুগ্ধ সবাই। তবে এই শো থেকে কত টাকা আয় করেন রচনা? এমন প্রশ্ন রীতিমতো বাসা বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।  বর্তমানে সঞ্চালনা এবং শাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন রচনা। এ ছাড়া বিভিন্ন জায়গায় শো করার পাশাপাশি নানান ইভেন্ট থেকেও নিমন্ত্রণ পান এই অভিনেত্রী। জানা গেছে, ‘দিদি নম্বর ওয়ান’র প্রতিটি এপিসোড থেকে রচনা পারিশ্রমিক নিয়ে থাকেন ১ থেকে ২ লাখ টাকা। যদিও এর সত্যতা যাচাই করে দেখেননি কেউ। তবে অভিনেত্রীর পারিশ্রমিক যে কম নয়, সেটা কম-বেশি সবারই জানা।   রুপালি পর্দায় না থাকলেও রচনাকে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। অভিনেত্রীর বয়স যেন কিছুতেই বাড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমে একের এর পর এক ছবি শেয়ার করে মাঝেমধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি। শুধু টালিউড নয়, বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা।     তবে একটা সময়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন রচনা। ২০১২ সাল থেকে ‘দিদি নম্বর ওয়ান’-এ সঞ্চালকের কাজ শুরু করেন রচনা। তখন থেকেই দর্শকদের নজরের কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। সূত্র : টিভি নাইন 
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭

এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি
নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) এ ঘটনায় এসিল্যান্ড একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন। এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ‘এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী’ নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে। দৃঢ়তার সঙ্গে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সঙ্গে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়। এসিল্যান্ড অমৃত দেবনাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স'মিলে ভূমি কর্মকর্তার নাম বলে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে।  এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে।
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

ইসির স্মার্ট অ্যাপ / যেভাবে জানবেন ভোটার নম্বর ও কেন্দ্র
রাত পোহালেই সকাল ৮টা থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট দিতে হলে জানতে হবে ভোটার নম্বর ও কেন্দ্রের নাম। এ কাজটি সহজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অ্যাপ চালু করেছে ইসি। ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা সংবলিত বিস্তারিত তথ্য এখন হাতের মুঠোয়। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত অ্যাপে ভোট সম্পর্কিত সব তথ্যই রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গত নভেম্বরে উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ইসির অ্যাপটি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটিতে প্রবেশ করে প্রথম ভাষা নির্বাচন করতে হবে। এরপর ভোটার নিজের নম্বর জানতে চাইলে প্রথমে জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যাচাই করতে হবে। দেখা যাবে ভোটার নম্বর ও ভোটিং ক্রমিক নম্বর। এরপর ভোটকেন্দ্র সম্পর্কে জানতে চাইলে ওপরের দিকে ডান পাশের সাইড বারে ভোটার কেন্দ্র অপশনে গিয়ে আবার জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ লিখতে হবে। সেখানে ভোটকেন্দ্রের তথ্য আসবে গুগল ম্যাপে ঠিকানাসহ। সংশ্লিষ্ট আসনে প্রার্থী কারা, সে তথ্যও আসবে। ভোটারের তথ্য ছাড়াও রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও নির্বাচনের ফলাফল নামে দুটি অপশন। সেখানে নির্বাচনের সরাসরি আপডেট জানা যাবে, নিবন্ধিত দল সম্পর্কেও জানা যাবে। ভোট হওয়ার পর ফলাফল অপশনে নির্বাচনের তথ্য জানা যাবে। সেখানে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল দেওয়া আছে।  ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের প্রাপ্ত ফলাফল অ্যাপে হালনাগাদ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০০

নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র
ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই যে কেউ জেনে নিতে পারবেন। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেখানে কেন্দ্রভিত্তিক দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানা যাবে। ভোটকেন্দ্রের তথ্য এখনই জানতে পারছেন, যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় জানা যাচ্ছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কেন্দ্রভিত্তিক ফলাফল পাওয়া গেলেও কেন্দ্রীভূত ফলাফল পাওয়া যাবে না। কেননা, পার্বত্য অঞ্চল বা মনপুরার মতো দুর্গম অঞ্চল থেকে কোনো কারণে ফলাফল পাঠাতে না পারলে ভোটের পারসেন্টেজে গরমিল হয়ে যেতে পারে। তবে সম্ভব হলে আমরা জানাব। ২০ শতাংশ ভোটকেন্দ্র এখনও নেটওয়ার্কের বাইরে। আমরা সেখানে বিজিবি, পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করব।’ ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, ‘সংসদ নির্বাচনের ভোটার, নাগরিকরা যেন ম্যাপ দেখে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই ব্যবস্থা আছে অ্যাপে। এ ছাড়াও প্রিজাইডিং কর্মকর্তার কাছে তথ্য নিয়ে দুই ঘণ্টার পরপর আসনভিত্তিক ভোট পড়ার হার জানাব। প্রার্থীর ছবিসহ তথ্যও পাওয়া যাবে। অন্যান্য নির্বাচনের তথ্যও দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় প্লে স্টোর থেকেই অ্যাপটি পেয়ে যাবেন।’ অ্যাপটি ফোনে ইনস্টল করার পর ভোটের ফলাফল, আইন ও বিধি, নিবন্ধিত দলের তালিকা, আসন ভিত্তিক প্রার্থীর তালিকা, ভোট পড়ার হার, দল ভিত্তিক প্রাপ্ত আসন সংখ্যাসহ নানা পরিসংখ্যা বা তুলনামূলক চিত্রও পাওয়া যাবে। এ ছাড়াও মিলবে পূর্বের নির্বাচনের তথ্যও। অ্যাপটি ব্যবহার করতে হলে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হয়। পরবর্তীতে কেন্দ্রের নাম, কেন্দ্রের লোকেশন, ভোটার নম্বর, প্রার্থীদের নাম ও ছবি প্রভৃতি তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ দিলেই নিমিষেই মেলে চাহিদা মোতাবেক তথ্য। অ্যাপটি গত ১২ নভেম্বর উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। গুগল প্লে স্টোর বলছে এ পর্যন্ত এক লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে এটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে ২৮টি দল ও স্বতন্ত্রদের নিয়ে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে এক হাজার ৯৭০ জন। এতে ৯০ জন নারী প্রার্থী ও ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়