• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে মাটিচাপায় আজিজুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নের বাজারে একটি পুরতান মসজিদের ভিত্তি তৈরি করার সময় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ। নিহত শ্রমিক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আজাদ আলীর ছেলে আজিজুল ইসলাম (২৫)।  স্থানীয়রা জানান, সকাল থেকে কিছু শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। এমতাবস্থায় মাটি ধসে পড়লে দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা একজনকে দ্রুত উদ্ধার করলেও অপর শ্রমিক আজিজুলকে উদ্ধার করতে দেরি হওয়াতে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ। তিনি বলেন, মোবাইল ফোনে জানতে পারি ভাদুরিয়া ইউনিয়নে মাটিচাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আজিজুল রহমান নামের ওই শ্রমিক গত কয়েক দিন ধরে ভাদুরিয়া বাজার পুরাতন মসজিদের নির্মাণ কাজে যুক্ত ছিলেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে আজিজুলসহ কয়েকজন শ্রমিক মাটির পনেরো ফিট নিচে ভিত্তি স্থাপনে পাইলিংয়ের কাজ করছিলেন। মাটি নরম থাকায় ওপর থেকে তা ধসে পড়লে দুজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৫

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামে গোয়াল ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ হোসেন (২৫) নামে একজন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।  নিহত সাজ্জাদ ভাদুরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান। নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান বলেন, চলমান তাপদাহে গৃহপালিত গরুকে কিছুটা শীতল পরশ দিতে নিজেদের গোয়াল ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগাচ্ছিল সাজ্জাদ। ফ্যান লাগানোর সময় বিদ্যুৎবাহী তার শরীরে জড়িয়ে পড়ায় সাজ্জাদ ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়।
১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৫

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গোলাম মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারের অদূরে এ দুঘটনা ঘটে।  নিহত গোলাম মিয়া উপজেলার কালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গোলাম মিয়া ভাদুরিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দলারদর্গাকে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
০৭ এপ্রিল ২০২৪, ২৩:৪৮

নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা 
দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ইট ভাটাগুলো গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।  সোমবার (৪ মার্চ) দুপুরে ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।  দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা সদরদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও এমআরএস ব্রিকস।  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৫ মার্চ ২০২৪, ০১:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়