• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে নিয়োগ
৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৮৯ জন প্রার্থীকে দশম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন পত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে তাদের নিয়োগ প্রদান করা হলো। আগামী ১১ মার্চ পদায়নকৃত সংশ্লিষ্ট কর্মস্থলে বা কমিশনারেটে যোগ দিতে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। প্রার্থী তার যোগদানপত্র পদায়নকৃত কর্মস্থলে দাখিল করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-ক্যাডার ৮৯৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরও বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে ৪০তম বিসিএস নন-ক্যাডার হতে সুপারিশ করা মোট ৮৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে ১ জন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে ৪ জন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, এ খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ করেছে।
০২ জানুয়ারি ২০২৪, ১১:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়