• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
যে বোলারের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছেন ধোনি
ক্যারিয়ারের পুরোটা সময় মারকুটে ব্যাটার হিসেবে খেলে আসছেন মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত সব ইনিংস খেলে শেষ মুহূর্তে জয় উপহার দিয়েছেন দলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬.১৩ ও আইপিএলে ১৩৬.২৮ স্ট্রাইকরেটে ব্যাট করেন তিনি।  তবে বিশ্বে এমন একজন বোলার আছেন, যার বিপক্ষে টি-টোয়েন্টিতে ধোনি ৯১ বলে মাত্র দুবার বাউন্ডারি হাঁকাতে পেরেছেন এই ভারতীয় ক্রিকেটার। ধোনির দুঃস্বপ্নের সেই বোলারের নাম হলো সুনীল নারিন। ত্রিনিদাদ ও টোবাগোর এই স্পিনারের মুখোমুখি হলেই যেন ধোনি গুটিয়ে যান। সোমবার (৮ এপ্রিল) চলতি আইপিএলের ২২তম ম্যাচে আরও একবার নারিনের মুখোমুখি হবেন ধোনি। চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস ও নারিনের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। এতে সুযোগ আসলে নারিন আরও একবার চমক দেখাতেই চাইবেন। চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের শেষদিকে নামা ধোনি কি পারবেন নারিন জুজু কাটাতে?   টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত নারিনের ৯১টি বল চেজ করেছেন ধোনি। যার মধ্যে ৫০টিই ডট। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য বলছে, এই ৯১ বলে ধোনির স্ট্রাইকরেট মাত্র ৫২.৭৪। কোনো নির্দিষ্ট বোলারের অন্তত ৭৫টি বল মোকাবিলা করার পর এত কম স্ট্রাইকরেট নেই দুনিয়ার আর কোনো ক্রিকেটারের।
০৮ এপ্রিল ২০২৪, ১৫:১৫

মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
গত বছর ঢাক-ঢোল পিটিয়ে বিশেষ বিমানে করে মোস্তাফিজকে আইপিএল খেলতে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হয়েছিল, দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন এই টাইগার পেসার। কিন্তু বাস্তবতা ছিল তার উল্টোটা। ফিজকে একাদশে সুযোগ না দেওয়ার কারণ হিসেবে ফিল্ডিং ডিরেকশনের ঘাটতিকে দায়ী করেছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলী। সৌরভ বলেছিলেন, মোস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে। তবে চলতি আইপিএলে চেন্নাইয়ের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকার কারণেই কি না রীতিমত বদলে গেলেন দ্য ফিজ। চেন্নাইয়ের ইনিংসে ফিজ আর ধোনির এমন রসায়ন মনে ধরেছে ক্রিকেট বিশ্লেষকদের মাঝেও।  ধোনি আর মোস্তাফিজের এমন রসায়ন নিয়ে  কথা বলেছেন সাবেক কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের দাপুটে জয়ের পর তিনি বলেন, ধোনিকে দেখে অনেক নির্ভার মনে হয়েছে। মোস্তাফিজ যখন বোলিং এলো, ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করছিল। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবেই দিনের পর দিন ধোনি সার্ভিস দিয়ে আসছে। গত দুই ম্যাচেই ধোনি একাধিকবার বোলিং এর সময় কথা বলেছেন মুস্তাফিজের সঙ্গে। বিষয়টি মনে ধরেছে রোহান গাভাস্কারের। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে। ভাই, আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো। সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।  মোস্তাফিজের সাফল্য নিয়ে তিনি আরও বলেন, ভ্যারিয়েশনেই মোস্তাফিজ বাজিমাত করছে। কোন ভ্যারিয়েশন, কীভাবে করছে এসবের উপর নির্ভর করে। প্রথম ম্যাচ বা এই ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স হলো অভিজ্ঞতার খেলা। 
২৭ মার্চ ২০২৪, ১৫:৫০

জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই মহাযজ্ঞের অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। এবার জানা গেল, উন্মাদনায় ভরপুর এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের আসন্ন আসর। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভারতের মাটিতে এবারের আইপিএল হবে কি না, তা নিয়ে নানান শঙ্কা ছিল। এবার সব জল্পনা উড়িয়ে তিনি জানালেন, সেখানেই হবে এবারের এই মহাযজ্ঞ।  জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে অরুণ ধুমালের ভাষ্য, আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এর আগে, ২০০৯ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। এরপর নির্বাচনের কারণে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের একটি পর্ব হয়েছিল। তবে ২০১৯ সালে নির্বাচন থাকার পরও ভারতেই আইপিএল গড়িয়েছিল। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, আগামী ২৬ মে আইপিএলের এবারের আসরের ফাইনাল হতে পারে। কারণ, জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই এবারের আইপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়