• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 
গ্যাসের সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে চলছে সিলেটে পরিবহন ধর্মঘট।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট শহরে বাস-ট্রাক-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, আন্ত‍ঃজেলা ও আঞ্চলিক সড়কগুলোতেও তেমন একটা যান চলাচল করছে বললেই চলে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  তবে সকাল থেকে শহরে অটোরিকশা, রিকশা, ভ্যান চলাচল করতে দেখা গেছে। এর আগে সিলেট কোর্ট পয়েন্টে রোববার (২৫ ফেব্রুয়ারি) এক মানববন্ধন কর্মসূচি থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এ বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, আমাদের ঘোষিত কর্মসূচি বহাল রয়েছে। দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ তারিখের পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়ির চালকরা। এ ছাড়া সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরাও। শ্রমিক ইউনিয়নের এ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে, প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েকবার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। ফলে বাধ্য হয়েই এবার ‘কঠোর’ আন্দোলনে যেতে হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫

পাকিস্তানের দাবি আদায়ে বিলম্বের প্রতিবাদে গিলগিটে অবস্থান ধর্মঘট অব্যাহত
পাকিস্তানের গিলগিট বালতিস্তানে দাবি বাস্তবায়নে বিলম্বকে কেন্দ্র করে আওয়ামী সংগ্রাম কমিটির বিক্ষোভ অবস্থান কর্মসূচি আরও তীব্র হয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি কেটু জানিয়েছে, বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। হায়দারপুরা ইয়ুথ, দিনিয়ুর ইয়ুথ, মাজিনি মহল্লা ইয়ুথ, কাশরুত ইয়ুথ সহ গিলগিট সিটির বিভিন্ন পাড়া বিক্ষোভে অংশ নিয়েছিল। অবস্থান কর্মসূচির প্রধান সমন্বয়ক এহসান আলী বলেন, আমরা সরকারে যাব না। তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে দাবির একটি সুস্পষ্ট সনদ জারি করেছি, যা সমঝোতার পরিবর্তে বাস্তবায়ন করা উচিত। মানুষ বেরিয়ে এসেছে তাদের মৌলিক মানবাধিকারের দাবিতে, দান নিতে নয়। অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের সদস্য নওয়াজ খান নাজি বলেন, আমরা কোনো কৃতিত্ব নিতে আওয়ামী অ্যাকশন কমিটির অবস্থান কর্মসূচিতে আসিনি। তবে আমরা আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থন ও পাশে এসেছি এবং এই ঐক্য ও সচেতনতার কৃতিত্ব আওয়ামী অ্যাকশন কমিটির। সম্প্রতি আওয়ামী অ্যাকশন কমিটি গমে ভর্তুকি নিয়ে চলমান প্রজ্ঞাপনকে অস্পষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি কেটু জানিয়েছে, আওয়ামী অ্যাকশন কমিটি অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এহসান আলী এডভোকেট বলেন, আলোচনা এক দফায় নয়, পনেরো দফায় হবে এবং আমরা সরকারের কাছে এই কৌশলের ব্যবহার বন্ধ করার দাবি জানাচ্ছি। মঙ্গলবার, ইশকোমান থেকে জনগণের একটি বিশাল মিছিল সমাবেশে অংশ নিয়েছিল। একইভাবে, অ্যাস্টর এবং ডায়ামারের জনগণও অবস্থান ধর্মঘটে অংশ নেবে এবং নগরের জনগণও অবস্থান ধর্মঘটে অংশ নেবে। আওয়ামী অ্যাকশন কমিটির সমন্বয়ক ফিদা হোসেন বলেন, আওয়ামী অ্যাকশন কমিটির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে যারা সুবিধার্থী ছিলেন তাদের সাথে আলোচনা হয়েছে এবং এই সুবিধার্থীদের সাথে আমাদের কোনও সংযোগ নেই। তিনি বলেন, আওয়ামী অ্যাকশন কমিটি অবস্থান কর্মসূচি পালন করছে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

জার্মানিতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ধর্মঘট
রেলকর্মী, চিকিৎসকদের পর জার্মানিতে এবার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সফল হয়নি, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ধর্মঘট পালন করবেন জার্মানির প্রধান বিমানবন্দরগুলির নিরাপত্তা কর্মীরা। ট্রেড ইউনিয়ন ভারডির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে ইউনিয়নের আবেদন, বৃহস্পতিবার সকাল থেকে তারা যেন ধর্মঘট পালন করেন। জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট, বার্লিন এবং অন্য নয়টি বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা কাজ করবেন না বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছে। এই নিরাপত্তা কর্মীরা যাত্রীদের ব্যাগ পরীক্ষা এবং যাত্রী ও বিমান কর্মীদের তল্লাশি ও নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্বে থাকেন। তারা না থাকলে বিমানবন্দর অচল হয়ে যাবে। ইউনিয়ন নিরাপত্তা কর্মীদের জন্য বেতন বাড়ানোর দাবি করেছে। গতবছর মার্চ মাসে এই ধরনের ধর্মঘট হয়েছিল। এর ফলে জার্মানি-জুড়ে বিমানবন্দর বন্ধ হয়ে গিয়েছিল। বিমান চলাচল ব্যবস্থা রীতিমতো বিঘ্নিত হয়েছিল। ফেডারেল অ্যাসোসিয়েশন অফ এয়ার সিকিউরিটি বিজনেস(বিডিএলএস) এর মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে জানান, তারা এখনো পর্যন্ত ধর্মঘটের আনুষ্ঠানিক নোটিশ পাননি। তিনি জানিয়েছেন, শুক্রবার জার্মানির আঞ্চলিক সরকারি পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তার আগের দিন এই ধর্মঘটের তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গত সপ্তাহে জিডিএল রেল ধর্মঘটের ডাক দিয়েছিল। এখন মনে হচ্ছে ভারডি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের ধর্মঘটের ডাক দিয়েছে।
৩১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭

জার্মানিতে বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘট
জার্মানিতে ২৩টি সরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা এবার ধর্মঘটে নামছেন। বেতন ও কাজের সময় সংক্রান্ত দাবিতে তারা এই ধর্মঘট করবেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও ইউনিয়নের নেতারা এই নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু সেই আলোচনায় কোনো ফল হয়নি। তারপরই এই হাসপাতালগুলির হাজার হাজার চিকিৎসক মঙ্গলবারে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা উত্তর জার্মানির শহর হ্যানোভারে সমবেত হবেন এবং বেতন বাড়ানো এবং অনিয়মিত কাজের সময়ের পরিবর্তে নির্দিষ্ট সময়ের দাবিতে বিক্ষোভ জানাবেন। চিকিৎসকদের ট্রেড ইউনিয়নের দাবি, চিকিৎসকদের বেতন ১২ দশমিক পাঁচ শতাংশ বাড়াতে হবে। নিয়মিত নাইট ডিউটি, শনিবার ও ছুটির দিনে কাজ করলে বাড়তি অর্থ দিতে হবে। জার্মানির এই বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলিতে ২০ হাজারের বেশি চিকিৎসক আছেন। তাদের বেতন সরকার দেয়। ইউনিয়নের নেতা বটজলার ডিপিএ-কে বলেছেন, জাতীয় সরকার এটা মানতে চাইছে না যে, বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলি সমানে পিছিয়ে যাচ্ছে। চিকিৎসকদের বেতন ও কাজের পরিবেশের বিচারে তারা আরো পিছিয়ে যাবে। তিনি বলেছেন, অন্য মেডিকেল সংস্থার তুলনায় এই হাসপাতালগুলিতে বেতন কম ও কাজের সময় বেশি। তাই জুনিয়র ডাক্তাররা এখানে আর আসতে চাইছেন না। তিনি জানিয়েছেন, সরকার ভাবছে, একটু-আধটু পরিবর্তন করে করবে, তারপর বলবে সবকিছু ঠিক আছে। কিন্তু তারা ভুল করছে। তারা যদি দাবি না মানে, তাহলে ডাক্তারদের ক্ষোভ বাড়বে। সরকারের আশা সরকারের তরফ থেকে প্রধান আলোচনাকারী মনিকা হার্নল্ড বলেছেন, শেষ পর্যায়ের আলোচনা চলছিল এবং তাতে চুক্তি হয়নি। আলোচনা ভেস্তে যায়। তিনি বলেছেন, আমরাও চাই এই হাসপাতালগুলিতে চিকিৎসকরা যে ভালো কাজ করছেন, তার বিনিময়ে তারা উপযুক্ত অর্থ পান। ফেব্রুয়ারিতে পরবর্তী পর্যায়ের আলোচনা হবে। তখন নিশ্চয়ই আলোচনা ফলপ্রসূ হবে। ধর্মঘট সত্ত্বেও হাসপাতালের জরুরি বিভাগের কাজ চালু থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ, জরুরি পরিষেবা চালু রাখার জন্য ম্যানেজাররা আইনত বাধ্য। তবে ক্লিনিকের পরিষেবা বিঘ্নিত হতে পারে। জরুরি নয় এমন অপারেশনও পরে করা হবে।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:২০

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
বরগুনার সব রুটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু। গোলাম মোস্তফা কিসলু জানান, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন স্ত্রী সন্তানের সামনে ছগীরের ওপর হামলা চালায়।  এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। কিসলু বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী-সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদকের ওপর হামলার কারণে সোমবার সকাল থেকে জেলার সকল সড়কে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রয়েছে। 
২২ জানুয়ারি ২০২৪, ১৩:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়