• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা প্রকাশ রাজ। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন প্রকাশ। শুধু অভিনয় নয়, রাজনীতির মাঠেও বিচরণ রয়েছে প্রকাশ রাজের। ২০১৭ সালে প্রকাশ রাজের সাংবাদিক বন্ধু গৌরি লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়। এরপর নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন এই অভিনেতা।  পরবর্তীতে সময়ের সঙ্গে বিজেপিবিরোধী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এমনকি ২০১৯ সালে স্বতন্ত্র থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন প্রকাশ রাজ। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে— সেই বিজেপিতেই নাকি যোগ দিতে যাচ্ছেন প্রকাশ রাজ। বিশেষ করে গতকাল এই বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছে নেটদুনিয়ায়। অবশেষে এ নিয়ে মুখ খুললেন প্রকাশ রাজ। গতকাল এক্সে একটি পোস্ট শেয়ার করে প্রকাশ রাজ লেখেন, ‘আমার মনে হয়, তারা চেষ্টা করেছে। তারা উপলদ্ধি করেছে, আমাকে কেনার মতো ধনী (আদর্শিক) তারা না। আপনারা কী মনে করেন বন্ধুরা!’ প্রকাশ রাজকে নিজেদের দলে নেওয়ার জন্য বেশ কিছু রাজনৈতিক দলই চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে নারাজ এই অভিনেতা। চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন প্রকাশ রাজ। সে সময় অভিনেতা বলেছিলেন, ‘আমার কাছে তিন-তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছে। আমি সাফ না করে দিয়েছি। কারণ ওরা আমাকে চেয়েছিল, আমার রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টাই করেনি। আমি এসবের ফাঁদে পড়তে চাই না। প্রসঙ্গত, ১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নিজের অভিনয়গুণে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন প্রকাশ রাজ।  সূত্র : নিউজ ১৮
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৩২

বেজোস-ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয়-তৃতীয় ধনী, শীর্ষে কে?
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে সরিয়ে প্রথমবারের মতো ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা লুই ভিতো কোম্পানির প্রতিষ্ঠাতা বেনাখ আরনো। শনিবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মোট ৪ হাজার কোটি ডলার হারিয়ে বিশ্বের শীর্ষ ধনী তালিকায় তৃতীয় অবস্থানে নেমেছেন ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ১৮৯ বিলিয়ন বা ১৮ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে নেমেছে। মোট ১৯ হাজার ৮০০ কোটি ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। আর ২০ হাজার ১০০ কোটি ডলার সম্পদ নিয়ে বিশ্বে ধনীর তালিকার শীর্ষে আছেন ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা লুই ভিতো কোম্পানির প্রতিষ্ঠাতা বেনাখ আরনো। চলতি সপ্তাহের শুরুতেই মাস্ককে ছাড়িয়ে সবচেয়ে ধনী ব্যক্তি হন বেজোস। এবার তাকেও ছাড়িয়ে গেলেন বেনাখ আরনো। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান নিজের দখলে রেখেছিলেন ইলন মাস্ক। এই সপ্তাহের শুরুতে চীনে খুব কম সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে টেসলা। নাশকতার কারণে বার্লিনের কাছে কারখানাটির উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়। এসব ঘটনা কোম্পানিটির শেয়ারের দামকে প্রভাবিত করেছে।
০৯ মার্চ ২০২৪, ২৩:২৪

ইলন মাস্ককে টপকে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম হওয়া বার্নার্ড আর্নল্ট বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেছি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনীরা ব্যক্তি হলেন- ১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (ফ্রান্স), মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার ২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ৩. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার ৪. ল্যারি এলিসন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার ৫. মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার ৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ২ বিলিয়ন ডলার ৭. ল্যারি পেজ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ১ বিলিয়ন ডলার ৮. বিল গেটস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার ৯. সের্গেই ব্রিন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার ১০. স্টিভ বলমার (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১১৮ দশমিক ৮ বিলিয়ন
২৯ জানুয়ারি ২০২৪, ২২:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়