• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
উচ্চ বৈষম্যের দেশ হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ 
উচ্চ বৈষম্যের দেশে পরিণত হওয়ার  খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে করা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দেশের ক্ষেত্রে বৈষম্যের নির্দেশক জিনি সহগ সূচক দশমিক ৫০০ পয়েন্ট পেরোলেই সেই দেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে ধরা হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে এ সূচক বেড়ে এখন দশমিক ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে সরকারি, বেসরকারি ও বিশেষায়িত মিলিয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে ৪০টি। এর মধ্যে সরকারি মালিকানাধীন তিনটি, বেসরকারি মালিকানাধীন ৩২টি ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান পাঁচটি। এই ৪০টি আর্থিক প্রতিষ্ঠানে গত ডিসেম্বর শেষে গ্রাহক বা আমানতকারীর হিসাব ছিল চার লাখ ৩১ হাজার ২২১টি। যেখানে আমানতের পরিমাণ ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা।  শঙ্কার ব্যাপার হচ্ছে, এই আমানতের অর্ধেকেরও বেশি কোটিপতিদের। পরিসংখ্যান অনুযায়ী, এ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোটিপতিদের আমানত ২৪ হাজার ৮৭৬ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি টাকার বেশি আমানত হিসাব মোটে ছয়টি। এ ছয় আমানতকারীর হিসাবেই আছে প্রায় এক হাজার কোটি টাকা।  আর কোটি টাকার বেশি আমানত জমা আছে, এমন হিসাবের সংখ্যা পাঁচ হাজার ২৮৭। পক্ষান্তরে, পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এক কোটি টাকার কম আমানত রেখেছেন এমন আমানতকারীর হিসাব আছে চার লাখ ২৫ হাজার ৯৩৪টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যত আমানত ছিল, তার প্রায় ৫৫ শতাংশই রয়েছে মাত্র সোয়া এক শতাংশ আমানতকারীর হিসাবে। আর পৌনে ৯৯ শতাংশ আমানতকারীর হিসাবে ছিল মোট আমানতের সাড়ে ৪৪ শতাংশ। অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানের চার লাখ ২৫ হাজার ৯৩৪ জন আমানতকারী মিলে জমা রেখেছেন ১৯ হাজার ৯৫৪ কোটি টাকা। তার বিপরীতে মাত্র পাঁচ হাজার ২৮৭ জন আমানতকারী জমা রেখেছেন ২৪ হাজার ৮৭৬ কোটি টাকা।  এদিকে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, দেশে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। একশ্রেণির মানুষ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অর্থবিত্তের মালিক হয়ে উঠছেন। তার বিপরীতে উচ্চ মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তসহ বিপুল জনগোষ্ঠীর সঞ্চয়ে টান পড়ছে। দেশে বৈষম্য এখন যে পর্যায়ে পৌঁছেছে, সেটিকে চরম উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাই বৈষম্য কমাতে ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব করে আসছেন তারা। তবে আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় যে আমানত রয়েছে, তার মধ্যে ব্যক্তিশ্রেণির আমানত যেমন আছে, তেমনি প্রাতিষ্ঠানিক আমানতও আছে। ফলে কোটি টাকার বেশি আমানত যেসব হিসাবে আছে, তার সবই ব্যক্তিশ্রেণির আমানত নয়, প্রাতিষ্ঠানিক আমানতও আছে এর মধ্যে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনই নয়, দেশের প্রকট বৈষম্যের তথ্য উঠে এসেছে সরকারি পরিসংখ্যানেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য বলছে, দেশের সবচেয়ে বেশি ধনী ১০ শতাংশ মানুষের হাতেই এখন দেশের মোট আয়ের ৪১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় দেশের মোট আয়ের মাত্র ১ দশমিক ৩১ শতাংশ।   
১৪ এপ্রিল ২০২৪, ০৪:১৭

রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল
বিএনপির ওপর ভয়ংকর দানবের আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নেতাকর্মীদের গুম, পঙ্গু ও খুন করা হচ্ছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের সব স্তম্ভ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শনিবার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সরকার বিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজ হওয়া নেতাকর্মীদের পরিবারের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এই মাস পবিত্র মাস। আল্লাহর কাছে ফরিয়াদ করছি,ক্ষমা করে দিন। দানব সরকার আমাদের বুকে চেপে বসেছে তা থেকে মুক্তি দিন। এ সরকারকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে । এদের বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ফখরুল আরও বলেন, নবীজীও একদিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। আমাদের অত্যাচারিত নিপীড়িত নেতাকর্মীরাও হতাশ নয়। তারা বলছে আপনারা যদি সঠিক দিকনির্দেশনা দেন, আন্দোলনের ডাক দেন, আমরা রাজপথে প্রাণ দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করবো। প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। বিএনপি মহাসচিব বলেন, কারাগারের ভেতর ঢাকা মহানগরের হাজারো নেতাকর্মী আমি দেখেছি। পবিত্র রমজানেও তারা বিনাদোষে বন্দি জীবনযাপন করছে। প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ২৮ ও ২৯ অক্টোবর দুইদিনেই ৩৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসক তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এর আগে তারা এই চেষ্টা করেছিলো। সফল হয়নি, এবারও সফল হবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও দক্ষিণের সদস্য রফিকুল আলম মজন এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।  
০৬ এপ্রিল ২০২৪, ২০:২৯

আরও একটি হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও একই পথে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগ্রেসদের জন্য সম্মান রক্ষার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচে দশ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে ৫৮ রানে হেরে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে দুই দলের ক্রিকেটাররা। বুধবার (৩ মার্চ) দুপুরে গণভবনে গিয়েছিলো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দল। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এ ছাড়াও বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসনও উপস্থিত ছিলেন।  শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অজিদের বিপক্ষের ঐতিহাসিক সিরিজ। প্রতিযোগিতা করতে না পারলেও এমন ধাক্কা বিশ্বকাপের প্রস্তুতি নিতে সাহায্য করবে জ্যোতিদের।
০৩ এপ্রিল ২০২৪, ২২:৩৪

এলোমেলো ব্যাটিং, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে প্রতিযোগিতা করলেও সিলেট টেস্টে পাত্তা পায়নি টাইগাররা। প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ২৮০ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৮৮ রানে অলআউট হয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সফরকারীরা ৪১৮ রান সংগ্রহ করলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় পাহাড় সমান ৫১১ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আশা যাওয়ার মিছিল শুরু করে স্বাগতিকরা। দলীয় ৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। চতুর্থ দিনে পাঁচ উইকেটে বাংলাদেশের লক্ষ্য ৪৬৪ রান। দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলে খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৫ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন অধিনায়ক শান্ত। জাকির হাসানকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক। তবে ইনিংস বড় করতে পারেনি জাকির। ২২ বলে ১৯ রান করেন তিনি। এরপর উইকেট মিছিলে যোগ দেন শাহাদত হোসেন দিপু (০) এবং লিটন দাস (০)। শেষ পর্যন্ত মুমিনুল হক ২৯ বলে ৭ রান এবং তাইজুল ১৪ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন। রোববার (২৪ মার্চ) ৫ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে লঙ্কানরা। এ সময়ে ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ এবং ২ রানে বিশ্ব ফার্নান্দো অপরাজিত ছিলেন। তবে স্কোরবোর্ডে ৭ রান জড়ো করতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১২৬ রানের মাথায় ফার্নান্দোকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন খালেদ। এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে চেয়েছিলেন ফার্নান্দো। তবে তা ভাগ্য সহায় হয়নি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন মিরাজ। ফের ঠিকই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। প্রথম ইনিংসের মতো উইকেটে খুঁটি গেড়ে বসেছেন সিলভা ও কামিন্দু মেন্ডিস। সপ্তম উইকেট বড় জুটি গড়েন  সিলভা ও কামিন্দু। তাদের ব্যাটে ভর করে ৩০০ ছাড়ায় লঙ্কানদের লিড। ১৬৪ বলে সেঞ্চুরি তুলে নেন ডি সিলভা। এরপর আট রান যোগ করতেই মিরাজের বলে ক্যাচ আউট হন এই লঙ্কান অধিনায়ক। অপর প্রান্তে ১৭১ রানে সেঞ্চুরির দেখা পান কামিন্দু মেন্ডিস। প্রাবথ জয়সুরিয়া (২৫) এবং লাহিরু কুমারা শূন্য রানে আউট হলে ব্যাট চালাতে থাকেন কামিন্দু। শেষ পর্যন্ত ২৩৭ বলে ১৬৪ রানের ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৪১৮ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে পাহাড় সমান ৫১০ রানের লক্ষ্য পায় টাইগাররা। বাংলাদেশের হয়ে চার উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা এবং তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। এ ছাড়াও শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।
২৪ মার্চ ২০২৪, ২০:১৩

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আর মাত্র দুটি উইকেট পেলেই বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন পেসার তাসকিন আহমেদ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন এই স্পিডস্টার। এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ৬০ রান খরচায় ৩ উইকেট নেন তাসকিন। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১শ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন ছন্দে থাকা এই পেসার। তাসকিনের আগে লাল-সবুজের ৭ জন বোলার সাকিব আল হাসান (৩১৭), মাশরাফী বিন মোর্ত্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) ওয়ানডেতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৮ ওভারে ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি।  ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। অভিষেক ম্যাচে বোলিং ফিগারই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। ক্যারিয়ারে এখন পর্যন্ত ইনিংসে মোট চারবার ৪ উইকেট ও দু’বার ৫ উইকেট করে শিকার করেছেন তাসকিন।
১৫ মার্চ ২০২৪, ০৮:০৭

‘দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার প্রায় ৬ লাখ মানুষ’
ইসরায়েলের অব্যাহত হামলা এবং ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ বা মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ বৈঠকে সংস্থাটির এক জ্যেষ্ঠ ত্রাণ কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেছেন। লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের মানবিক উদ্যোগ সমন্বয় কার্যালয়ের সমন্বয় পরিচালক রমেশ রাজাসিংঘাম বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় পাঁচ মাস ধরে সহিংসতা অব্যাহত থাকলেও তা বন্ধে তেমন কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণ গাজার জনবহুল এলাকাগুলোতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে আমরা আবারও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। তিনি নিরাপত্তা পরিষদকে আরও জানান, গাজার দুই বছরের কমবয়সী প্রতি ছয় শিশুর একজন অপুষ্টিতে ভুগছে। তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। গাজার ২৩ লাখ ফিলিস্তিনির সবাই প্রয়োজনের তুলনায় খুবই সামান্য খাবার খেয়ে বেঁচে আছেন। কেননা উপত্যকাটিতে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ন্যূনতম ত্রাণসামগ্রী পৌঁছে দিতেও বাধাবিপত্তির মুখে পড়তে হচ্ছে। জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, যদি অব্স্থার পরিবর্তন না হয়, তাহলে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও দুর্ভিক্ষের আশঙ্কা করছে। তারা বলেছে, ত্রাণ না পৌঁছালে তীব্র দুর্ভিক্ষের কারণে কয়েক দিনের মধ্যেই গাজার হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিদিন গাজায় লাশের সারি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে আরও অন্তত ৭৬ জন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় ৭০ হাজার ৩২৫ জন আহত হয়েছেন।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭

ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাবে দিতে নেমে মাত্র ৫৯ রানে দুই উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৮৩ রানে অলআউট হয় কামিন্সরা। এতে ৯৫ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজিদের দেওয়া ৯৫ রানের লিড শোধ করতেই হিমশিম খাই ক্যারিবিয়ানরা। মাত্র ৭৩ রানেই উইকেট হারিয়ে ইনিংস হারে দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। তেজনারায়ন চন্দরপাল ডাক আউট হলে, ১ রান করে তাকে সঙ্গ দেন ক্রেগ ব্রেথওয়েট। এর ক্যারিবীয় শিবিরের হাল ধরার চেষ্টা করেন কির্ক ম্যাকেঞ্জি। তবে উইকেটে বিলিয়ে দেন আলিসক আথানেজ (০) এবং কেভেম হজ। ম্যাকেঞ্জি ২৬ রানে আউট হলে, ২৪ রান করে তাকে সঙ্গ দেন জাস্টিন গ্রেভস। অপর প্রান্তে  ডি সিলভা ১৭ রানে অপরাজিত থাকলে, দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার। ২২.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে তারা। এতে স্বাগতিকদের থেকে ২২ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এ ছাড়াও ক্যামরন গ্রিন ও নাথান লায়ন একটি করে উইকেট নেন। এর আগে দিনের শুরুতে ক্যামরন গ্রিনকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা উসমান খাজা। ১৪ রানে গ্রিন আউট হলে, ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে আউট হন খাজা (৪৫)। এরপর অজি শিবিরে হাল ধরেন ট্রাভিস হেড। কিন্তু অপর প্রান্তে উইকেট হারাতে থাকেন মিচেল মার্শ (৫), অ্যালেক্স ক্যারি (১৫) এবং মিচেল স্টার্ক (১০)। তবে ওয়ানডে মেজাজে ব্যাট করে ১২২ বলে সেঞ্চুরি তুলে নেন হেড। ১১৯ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে নাথান লায়ন (২৪) এবং প্যাট কামিন্স ১২ রানে আউট হলে ২৮৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।  
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়