• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
আইসিসির মাস সেরার দৌড়ে জয়সওয়াল
ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। যার ফলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন এই ভারতীয় তরুণ ওপেনার। সোমবার (৪ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় মোট তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। পরবর্তীতে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে মাসসেরা হিসেবে ঘোষণা করা হবে। ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের তিনজন টপঅর্ডার ব্যাটসম্যানকে নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যশস্বী জয়সওয়াল ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশানকা।  ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে জয়সওয়ালের প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল বিশাখাপট্টমে। আর পরেরটি রাজকোটে। এমন পারফরম্যান্স দেখিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউইদের সাদা পোশাকে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইতে দুটি সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপরে সিরিজ জয়ের জন্য হ্যামিলটনে ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন। তার এমন পারফরম্যান্সে মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন।  এ ছাড়াও লঙ্কান ‘জাদুকর’ পাথুম নিশানকাও এই তালিকায় জায়গা পেয়েছে । আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে যে জাদু দেখিয়েছিলেন তিনি, সেটি দেশটির জার্সিতে কেউ কখনো করতে পারেনি। অর্থাৎ ওয়ানডেতে নিশানকাই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এছাড়াও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ২৫ বছর বয়সী এই তারকা সেঞ্চুরি করেছিলেন। তাতেই ভর করে মাসসেরা তালিকায় জায়গা হয়েছে। 
০৪ মার্চ ২০২৪, ১৬:১৭

আইসিসির মাসসেরার দৌড়ে শামার
‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন অভিষেক টেস্ট সিরিজে সেরার পুরস্কার জয়ী ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। শামারের সঙ্গে আছেন ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে শামারের অভিষেক হয়। সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে এসে নিজের প্রথম ডেলিভারিতেই ১'শর বেশি টেস্ট খেলা স্টিভেন স্মিথকে আউট করেন তিনি।  অভিষেকে উইকেট নেওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি লোয়ার-অর্ডারে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শামার। এরপরও হার এড়াতে পারেনি ক্যারিবীয়রা। এরপর ব্রিজবেন টেস্টে অজিদের একাই ধসিয়ে দেন শামার। পায়ে ব্যথানাশক ইনজেকশন নিয়েও তার অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬৮ রান খরচায় ৭ উইকেট নেন শামার।  এই ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। দুই ম্যাচে মোট ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন শামার। এমন পারফরমেন্সের সুবাদে  মাসসেরার মনোনয়ন পেয়েছেন এই পেসার। অন্যদিকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। এর সুবাদে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়ে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। জানুয়ারিতে তিনটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড। ১৯ উইকেট শিকার করে মাসসেরার দৌড়ে নাম তুলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে পাঁচটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে ৯টি এবং ব্রিজবেনে ৫ উইকেট নেন হ্যাজেলউড। নারীদের বিভাগে মাসসেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলি এবং আয়ারল্যান্ডের অ্যামি হান্টার।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে। এরপর ১৪ মাসেরও বেশি সময় পার হলেও এখনও স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিপরীতে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকেও বরখাস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দিনিজকে বরখাস্ত করার পরপরই খবর চাউর হয়ে গেছে, সাও পাওলোর কোচ দরিভাল জুনিয়রকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কর্মকর্তারা। এ বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ জানিয়েছেন, দরিভালের ব্যাপারে ইতোমধ্যেই সাও পাওলোর সভাপতির সঙ্গে আলাপ করেছেন তিনি। তবে এখনই দরিভালকে ছাড়তে রাজি নয় সাও পাওলো। ধারণা করা হচ্ছে, সমঝোতার ভিত্তিতে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দরিভালকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোচ ব্রাজিলকে না করায়, ধারণা করা হচ্ছিল হোসে মরিনহোকে নিয়োগ দিতে পারে ব্রাজিল। যদিও মরিনহো এ নিয়ে বলে দিয়েছেন, ব্রাজিলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউরোপিয়ান কোচের চিন্তা থেকে সরে এসেছে ব্রাজিল। ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন কোচ দরিভাল জুনিয়র।  এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশন আশায় ছিল ২০২৪ সালের মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির মেয়াদ শেষ হলে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেবে। এ ভরসায় গত জুলাইতে ফার্নান্দো দিনিজের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তি করে নিয়েছিল সিবিএফ।  কিন্তু গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হন আনচেলত্তি। এরপরই নতুন কোচের খোঁজে মাঠে নেমেছে ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্ট।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:২৮

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে ভারতের আধিপত্য
আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকায় চারজনের তিনজনই ভারতের। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন আরেকজন। ভারতের বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামির সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এদিকে পুরুষের পাশাপাশি গেল বছরের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।  বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশোর্ধ রানের রেকর্ড গড়েন কোহলি। এ ছাড়া বিশ্বমঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন তিনি। গেল বছরে ভারতের হয়ে ২৭ ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৮ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৩৭৭ রান করেন এই ব্যাটার।   গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গিল। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ৫৮৪ রান করেন তিনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ভারতের শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি। গেল বছর সর্বমোট ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছিলেন সামি। উইকেট শিকার তালিকায় তৃতীয় স্থানে তিনি। ভারতীয়দের পারফরমেন্সের ভিড়ে সেরার দৌড়ে মিচেলও সুযোগ পেয়েছেন। গেল বছরে ২৬ ওয়ানডেতে ১ হাজার ২০৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি করেন মিচেল। এর মধ্যে বিশ্বকাপে ৫৫২ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার।
০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়