• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
দেয়াল ভাঙাকে কেন্দ্র করে জাবিতে সংঘর্ষ
দুই হলের মধ্যে বিদ্যমান দেয়াল ভাঙাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল ও নবনির্মিত শেখ রাসেল হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টা থেকে সংঘর্ষ শুরু হয়ে দিবাগত রাত ১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।   প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নবনির্মিত হলগুলোর উদ্বোধনের পর থেকেই বিদ্যমান এ দেয়ালের কারণে শেখ রাসেল হলের শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। এ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তবে মঙ্গলবার রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা সেই দেয়ালে চিত্র আঁকতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শেখ রাসেল হলের শিক্ষার্থীরা সেখানে গেলে দুই পক্ষের তর্কাতর্কি হয়। এরপর শেখ রাসেল হলের শিক্ষার্থীরা সে দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই হলের শিক্ষার্থীদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী নবনির্মিত কাজী নজরুল হলের দ্বিতীয় তলা থেকে পেট্রোল বোমা সদৃশ আগুন ছুড়তে দেখা যায়। সংঘর্ষে গণিত বিভাগের ৪৯ ব্যাচ ও রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী রেজাউল করিম আহত হন। তাকে অ্যাম্বুলেন্সযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।  এদিকে খবর পেয়ে প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও চলতে থাকে সংঘর্ষ। এ সময় প্রক্টরিয়াল টিম দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে রাত ১২টায় সেখানে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রক্টর এ সময় রফিক জব্বার হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে শিক্ষার্থীরা তার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। শিক্ষার্থীরা একপর্যায়ে ভিসির বাসভবন বা ডেইরি গেইটে অবস্থান নেওয়ার ঘোষণা দেয়। শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা বলেন, ‘আমি হলে অবস্থান করছি। এ বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’ এ বিষয়ে শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাজউদ্দীন শিকদার বলেন, ‘আমি একটা ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলাম। এখন হলে এসেছি। আমার শিক্ষার্থীদের শান্ত থাকার জন্য বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি খবর পাওয়ার প্রক্টরিয়াল টিমকে নিয়ে ঘটনাস্থলে চলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হল কর্তৃপক্ষের সঙ্গে আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি।’
০৬ মার্চ ২০২৪, ১৯:২৩

খেলার সময় দেয়াল ধসে শিশুর মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে দেয়াল ধসে সামির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বিকেলে সাহেব পাড়া গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সামির হোসেন একই এলাকার মিস্ত্রি পাড়া গ্রামের নাদিমের ছেলে। নিহতের স্বজনরা ও পুলিশ সূত্রে জানা যায়, সামির ও তার বন্ধু বাড়ির পাশে দেয়ালের কাছে বল খেলছিল। বল পুরাতন বাড়ির টিন শিটের ওপরে যায়। সেখান থেকে বল নামাতে গেলে দেয়াল ধসে সামির চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
০১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়