• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
দলে ফিরতে যা করতে হবে সৌম্যকে
ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। যে কারণে ওই ম্যাচে আর ব্যাট হাতে নামা হয়নি তার। এরপর থেকেই বিশ্রামে আছেন বাঁ-হাতি এই ব্যাটার। সম্প্রতি ক্র্যাচে ভর দিয়ে সৌম্যকে হাঁটতে দেখা গেছে। এবার তার সবশেষ অবস্থার বিষয়ে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি। জানা গেছে, দ্রুত মাঠে ফিরতে ইতোমধ্যেই রিহ্যাভ শুরু করেছেন সৌম্য। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। অবশ্য দলের সঙ্গে থাকা সব ক্রিকেটারকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে সৌম্যর জন্য সেই পরীক্ষা কিছু কঠিন হতে পারে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ভাষ্য, ‘সৌম্য পায়ে ব্যথা পেয়েছিল, প্রায় ২১ দিন হয়ে গেল। এখন অনেকটাই ভালো, রিহ্যাভ চলছে। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টের কথা বলেছে, ফিটনেস টেস্টে যদি ভালো করে তাহলে তো ঠিক আছে। ফিটনেস টেস্ট দিতে হবে, সেটা জিম্বাবুয়ের জন্য হোক বা বিশ্বকাপের জন্য, সবার জন্যই প্রযোজ্য। এটা কবে নাগাদ হবে নিশ্চিত নয়, তবে সিরিজের আগে হবে।’ উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা।  এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
০৭ এপ্রিল ২০২৪, ১২:২১

বাপ্পার সংগীতায়োজনে গানে ফিরলেন দেবাশীষ সমদ্দার
সেই নব্বই দশক থেকে দেবাশীষ সমদ্দার কথাপ্রধান গানের জন্য পরিচিত। জীবনমুখী বেশ কিছু গান উপহার দিয়েছেন যেগুলো শ্রোতাদের মন ভরিয়েছে।  তবে ব্যক্তিগত জটিলতায় গানের আঙিনায় নিয়মিত থাকতে পারেননি।একই বছরে পরপর হারিয়েছেন বাবা, মা, ছোট ভাই ও স্ত্রী ডা. এন কে নাতাশাকে। প্রিয়জন হারানোর বেদনা নিয়েই জীবনের চরম প্রতিকূলতা পেরিয়ে গানকে আঁকড়ে ধরেই টিকে থাকার চেষ্টা করছেন দেবাশীষ। এরই ধারাহাহিকতায় দীর্ঘদিন পর হাজির হলেন ভিন্নধর্মী একটি রোমান্টিক গান নিয়ে। গানের শিরোনাম ‘এখন নামবে শ্রাবণ’। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে কণ্ঠশিল্পী দেবাশীষ সমদ্দারের এই গানের ভিডিও প্রকাশনা উৎসব হয়ে গেল তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগষিপ সেন্টারে। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানাতে এসেছিলেন বরেণ্য সংগীত পরিচালক পার্থ মজুমদার, কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, সন্দীপন দাস, অভিনেতা ও নির্মাতা তানভির হোসেন প্রবাল প্রমুখ। ‘এখন নামবে শ্রাবণ’ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এর সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। মাস্টারিং করেছেন অমিত মল্লিক। শিল্পী তার অকাল প্রায়াত স্ত্রী টেলিভিশন সংবাদ উপস্থাপক, সমাজকর্মী এবং এসোসিয়েট প্রফেসর (আইইডিসিআর) ডা. এন কে নাতাশার স্মৃতির উদ্দেশ্যে গানটি উৎসর্গ করেছন। দেবাশীষ বলেন, ‘এই গান আমার নিঃসঙ্গ জীবনের নির্যাস। গানটি শ্রোতারা শুনলে আমি তৃপ্তি পাব। বাপ্পা মজুমদারকে ধন্যবাদ চমৎকার শ্রুতিমধুর সংগীতায়োজন করার জন্য। গানটির ভিডিও থেকে অর্জিত সমস্ত অর্থ ‘প্রকৃতি নির্ভর হাসপাতাল’- এর কাজে ব্যয় করা হবে। বরিশাল বিভাগের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে হাসপাতালটির স্থাপন প্রক্রিয়াধীন।’ গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘দারুণ কিছু কথায় সাজানো গানটি। দেবাশীষ সমদ্দার আমার খুব কাছের ছোট ভাই। অসাধারণ লেখে সে। ওর সহজ সরল কিন্তু মাদকতাপূর্ণ গলায় গাওয়া এই নিখাঁদ প্রেমের গানটি সবার অনেক ভালো লাগবে।’ গানের ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি আহসান। ভিডিওচিত্রে দেবাশীষের সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। রাঙামাটির বৈচিত্রময় লোকেশনে নির্মিত গানটির সিনেমাটোগ্রাফি করেছেন জুলকার আহমেদ সায়েম। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন আকতারুল আলম তিনু। দেবাশীষ সমদ্দার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ - 'দেব সিন্ধু'তে রিলিজ দেওয়া হয়েছে গানটি।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়