• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘ওমর’ প্রসঙ্গে দর্শনা বললেন, ‘নানা সমস্যা’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে প্রায় এক ডজন সিনেমা। সেই তালিকায় রয়েছে নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা ‘ওমর’। এরই মধ্যে সিনেমাটির পোস্টার ও ট্রেলার মুক্তি পেয়েছে। তবে প্রকাশিত পোস্টার হতাশ করেছে সিনেপ্রেমীদের। জমেনি ট্রেলারও। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি দর্শক মহলে কতটা সাড়া ফেলবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে সিনেমাপ্রেমীদের মনে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা মানেই আলোচনা-সমালোচনা। ‘ওমর’ সিনেমার পোস্টারে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে। যদিও সিনেমাটিতে তাদের সংশ্লিষ্টতা কী, তা পরিষ্কার নয়। এ নিয়ে রাজের ভাষ্য—‘সিনেমা দেখলেই দর্শক বুঝতে পারবেন, কেন তাদের উৎসর্গ করা হয়েছে। তবে এটাকে প্রচারণার কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। ‘ওমর’ সিনেমায় অভিনয় করছেন পরীমণির সাবেক স্বামী শরিফুল রাজ। এই অভিনেতা কাজের চেয়ে ব্যক্তি জীবনে সমালোচনার শীর্ষে। তার সহশিল্পী কলকাতার দর্শনা বণিক। সবাই সিনেমাটি নিয়ে প্রচারণায় সরব থাকলেও নীরব ভূমিকায় দর্শনা। নেই সিনেমাটির প্রচারণা। কিন্তু কেন? বিষয়টি জানতে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, আসলে নানা কাজের ব্যস্ততার কারণে প্রচারণায় থাকতে পারছি না। ভিসাও করা হয়নি। তাছাড়া নানা সমস্যা। ভিসা করতে দেবো আমার হাতে সেই সময় নেই। শোনা যাচ্ছে, পরিচালকের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে সে জন্য প্রচারণায় নেই। উত্তরে দর্শনা বলেন, আমাদের কোনো ঝামেলা হয়নি। আমাদের শুধু পেশাদার সম্পর্ক। এর বেশি কিছু না। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী। জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম—এই তিন নন্দিত অভিনয় শিল্পীকে নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেন ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘প্রজাপতি’। সিনেমাটির নির্মাণকাজ শেষ করলেও দীর্ঘদিন ঝুলে ছিল এর অন্যান্য কাজ। ২০১১ সালে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। শুরুতেই হোঁচট খান এই নির্মাতা। এরপর ২০১৪ সালে ‘তারকাটা’, ২০১৬ সালে ‘সম্রাট’, ২০১৮ সালে ‘যদি একদিন’ সিনেমা মুক্তি পায়। রাজ নির্মিত এসব সিনেমা প্রচারের দিক থেকে এগিয়ে থাকলেও আশানুরূপ দর্শক টানতে পারেনি। ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান, অপু বিশ্বাস, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজের সুযোগ পেলেও নিজের কারিশমা দেখাতে ব্যর্থ হয়েছেন নির্মাতা রাজ।   ‘ওমর’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ প্রমুখ। প্রেক্ষাগৃহ সংকট এবং এক ডজন সিনেমার ভিড়ে নতুন মুখ নিয়ে ‘ওমর’ দর্শক মহলে কতটা সাড়া ফেলবে তা সময় বলে দেবে।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

সৌরভের ভিডিও ফাঁস করলেন দর্শনা
ওপার বাংলার দুই অভিনেতা-অভিনেত্রী মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস ও দর্শনা বণিক গেল বছরের শেষের দিকে বেশ আয়োজন করে গাঁটছড়া বেঁধেছেন। নতুন জীবনের এক মাস যেতে না যেতেই এলো সৌরভের জন্মদিন। এদিন স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা। মূলত সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ রয়েছে। একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও রয়েছে। ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো।’ স্ত্রীর এই পোস্টের কমেন্টবক্সে উত্তর দিতে দেরি করেননি সৌরভ। ‘লাভ ইউ লাভ’, লেখেন অভিনেতা। প্রসঙ্গত, গেল বছরের ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট। তারপর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে।
২২ জানুয়ারি ২০২৪, ১২:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়