• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবার সিনেমাটি দক্ষিণ কোরিয়ার ২১ তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। আয়োজকরা ২৬ মার্চ ই-মেইল বার্তায় সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘকে বিষয়টি নিশ্চিত করেন। মেঘ জানান, আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি গত ২১ বছর যাবৎ বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব নির্মাতাদের কাছে একটি স্বপ্নের উৎসব। সারা পৃথিবীর বড় বড় পরিচালক এ উৎসবে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় থাকেন। উৎসব কর্তৃপক্ষ একটি দেশ থেকে একটি চলচ্চিত্রকে মনোনয়ন দিয়ে থাকে। আমার জানা মতে, বাংলাদেশ থেকে ময়নাই প্রথম সিলেকশন পেল।’ মনজুরুল আরো জানান, ২০টি দেশের ২০ জন পরিচালক এ উৎসবে অংশগ্রণের জন্য চূড়ান্ত হয়েছেন। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস ‘বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩’-এ ‘ময়না’ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার বিজয়ী হয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। এ ছাড়া ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ময়না সিনেমার প্রযোজক মো. আলিম উল্লাহ খোকন বলেন, ময়না একটি বাস্তব গল্পের সিনেমা। প্রযোজক হিসেবে আমি নির্মাতার সিনেমায় সন্তুষ্ট। সিনেমাটি নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে, এটা আমাকে আনন্দ দিচ্ছে। আমার উদ্দেশ্য এটাই ছিল যে, ভালো মানের একটি সিনেমা বানাবো। ময়না সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা নায়িকা রাজ রিপা। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
১২ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ডারবান শহরে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।  ডারবান শহরের একই এলাকায় বসবাসকারী স্বজনদের মাধ্যমে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় ৭ বছর আগে তার ভগ্নিপতি জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন। এরপর দোকানের সামনে স্থানীয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেনের শ্যালক আরও জানান, কয়েক মাস আগে ওই দোকানে চুরি করেছিল দুর্বৃত্তরা। তখন অনেক টাকার মালামাল লুট হয়। এবার দুর্বৃত্তরা তার ভগ্নিপতিকেই চিরতরে শেষ করে দিলো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার বোন ও দুই সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার ভগ্নিপতি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি। ১৫ মার্চ তিনি দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের কেশারপাড় গ্রামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে। এর আগে ৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে‌ বাংলাদেশি দম্পতিকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঁইয়ার ছেলে মো. মহিন ভূঁইয়া (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)।
১১ মার্চ ২০২৪, ১৬:৩৭

দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুন করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহিন একজন ব্যবসায়ী।  নিহতরা হলেন, মো.মহিন ভূঞা (৩২) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। সে একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।    এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ওই সময় তারা স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা তাদের দুই সন্তান বেঁচে যায়। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।        নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল।  সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।  ইউপি সদস্য আব্দুর জব্বার আরও বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।      
০৪ মার্চ ২০২৪, ১৩:১৫

এক যুগ পর রাসায়নিক গুদামের ট্রেড লাইসেন্স দিলো দক্ষিণ সিটি
নিমতলী ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে শ্যামপুরে স্থানান্তরিত হওয়ায় একটি প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর ফলে দীর্ঘ এক যুগ পর রাসায়নিক গুদাম হিসেবে প্রথম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাণিজ্য করার অনুমতি দিলো দক্ষিণ সিটি।   রোববার (৩ মার্চ) ডিএসসিসির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প মন্ত্রণালয় কর্তৃক রাজধানীর শ্যামপুরে বাস্তবায়িত ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম’ প্রকল্পে স্থানান্তরিত হওয়ার প্রেক্ষিতে ‘মেসার্স রয়েল টন লেকার কোটিং’ নামে রাসায়নিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  শ্যামপুরে স্থানান্তরিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যবসার অনুমতি নবায়নের আবেদন করা হলে গত ২৮ ফেব্রুয়ারি উল্লিখিত প্রতিষ্ঠানকে নবায়নকৃত ট্রেড লাইসেন্স দেয় ডিএসসিসি। এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্যামপুরে গুদাম স্থানান্তরিত করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আশা করি, তাদের পথ অনুসরণ করে সব রাসায়নিক গুদাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও সেখানে স্থানান্তরিত হবে। নিরাপদ হবে আমাদের পুরান ঢাকার সামগ্রিক পরিবেশ।’ রাসায়নিক গুদাম যারা স্থানান্তরিত করবে না, পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘শ্যামপুরে অস্থায়ী ভিত্তিতে যে রাসায়নিক গুদামগুলো নির্মাণ করা হয়েছে, সেখানে অগ্নিনির্বাপনের আধুনিক ব্যবস্থা রয়েছে। এছাড়া খোলামেলা পরিবেশ থাকায় সেখানে ঝুঁকির মাত্রাও অনেক কম। পাশাপাশি এসব রাসায়নিক গুদাম ও প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্থানান্তরের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩১০ একর জায়গার ওপরে যে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’ মিজানুর রহমান আরও বলেন, জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টিকারী এসব রাসায়নিক গুদাম ও প্রতিষ্ঠান যদি সেখানে স্থানান্তরিত না হয়, তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।
০৪ মার্চ ২০২৪, ১০:২৫

ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ২৩ জনের মৃত্যু
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার মধ্যাঞ্চলীয় প্রদেশ বলিভারের শহর লা প্যারাগুয়ার একটি উন্মুক্ত সোনার খনিতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির মেয়র ইয়োর্গি আরসিনিয়েগা। খবর আল জাজিরার।    মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিটিতে মাটির দেওয়াল ধসে পড়ার ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং ধসের ঘটনায় নিহতের সংখ্যাকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি নিহতের কোনও সংখ্যা উল্লেখ করেননি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। অনেকেই ঘটনার সময় সেখান থেকে পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন তার নিচে চাপা পড়ে যান। বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সামরিক বাহিনী, দমকল বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো আকাশপথে ওই এলাকায় যাচ্ছে। তিনি বলেন, অনুসন্ধানে সহায়তার জন্য রাজধানী কারাকাস থেকেও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, স্বর্ণ, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ অঞ্চল বলিভার। রাষ্ট্রীয় খনি ছাড়াও এ অঞ্চলে বেশ কয়েকটি উন্মুক্ত খনিতে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলন চলে। এর আগে, গত বছরের ডিসেম্বরে একই অঞ্চলের ইকাবারুর আদিবাসী সম্প্রদায়ের একটি খনি ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছিলেন।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬

৪৩ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া, আবেদন যেভাবে
বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির শিল্প খাতে জনবল নেওয়ার জন্য কোরীয় ভাষায় পরীক্ষায় অংশগ্রহণে নিবন্ধন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে, এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক কোরিয়ান ভাষা পরীক্ষায় দুই ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) প্রার্থী। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে, আগে আসলে আগে পাবেন ভিন্তিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কন্সট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪) এবং লটারি পদ্ধতিতে ১২,৪০০ জন (উৎপাদন শিল্প)। যেকোনো একটি ধাপে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। যদি কেউ দুই ধাপে আবেদন করেন, তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। আবেদনের যোগ্যতা : প্রার্থীকে কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান, বয়সসীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, ১৯৮৫ হতে ফেব্রুয়ারি ২০, ২০০৬ এর মধ্যে হতে হবে)। এছাড়া পাসপোর্টের মেয়াদ ২০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকতে হবে। পাশাপাশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে। উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে। এছাড়া মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তি, ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারী কেউ এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://eps.boesl.gov.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের সময়সীমা : প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী ৭ মার্চ লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০

প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী 
প্রেমের টানে দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে এসেছেন এক তরুণী। তার নাম ফানসিস কা। সম্প্রতি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন সাজ্জাদকে বিয়ে করেন তিনি। বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন।  ঘটনার সত্যতা স্বীকার করেন বিল্লাল হোসেন সাজ্জাদ। তিনি জানান, আট বছর আগে তিনি কাজের জন্য দক্ষিণ আফ্রিকা যান। সম্প্রতি দেশে ফিরেছেন। তাকে চমকে দিতে কিছুদিন পর বাংলাদেশে আসেন খ্রিস্টধর্মাবলম্বী ফানসিস কা। পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় ফানসিস কা মণি হোসাইন।  তিনি আরও জানান, তার পরিবারের সম্মতিতে গত ৯ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেন তিনি।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

এবার প্রেমের টানে নারায়ণগঞ্জে দক্ষিণ আফ্রিকার তরুণী
প্রেমের কোনো দেশ-কাল-পাত্র নেই। প্রেমের কারণে সাত সমুদ্র তের নদী পার হয়ে যুগে যুগে অনেকেই ছুটে এসেছে তার প্রিয় মানুষটির কাছে। প্রেমের টানে সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প নতুন নয়। এবার এমনই এক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। কোনো বাঁধাই আটকাতে পারেনি তাদের। প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফ্রান্সিসকো নামে এক তরুণী।  ফ্রান্সিসকো দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। বিয়ে করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী এলাকার বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা এখানেই সংসার শুরু করেছেন। সুদূর দক্ষিণ আফ্রিকায় ৮ বছর পূর্বে কাজের জন্য যান বিল্লাল হোসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাকে চমকে দিতে কিছুদিন পরেই বাংলাদেশে এসেছেন ফ্রান্সিসকো। পরে মুসলিম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় মনি হোসাইন। বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সিসকোকে বিয়ে করেন। বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে এসে পরলে সেও বাংলাদেশে চলে আসবে। সম্প্রতি আমি চলে আসলে ফ্রান্সিসকো চলে আসে। এখন বিল্লাল হোসেন সাজ্জাদ তার বিদেশী বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিত করে দিচ্ছেন বাংলাদেশের গ্রাম, সংস্কৃতি আর পরিবেশের সঙ্গে। তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও ফ্রান্সিসকোকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।   বিল্লাল সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, সে খুবই ভালো ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশের আথিতেয়তায় আমি মুগ্ধ।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

নিউজিল্যান্ডকে অবহেলা করার কঠিন শিক্ষা পেল দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা পর অনেক সমালোচনার শিকার হতে হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে (সিএসএ)। দলের মূল ক্রিকেটারদের টি-টোয়েন্টি লিগ খেলা সুযোগ দেওয়ায় প্রথম টেস্টেই লজ্জায় পড়তে হয়েছে প্রোটিয়াদের। মাউন্ট মঙ্গানু্ইয়ে ২৮১ রানের ব্যবধানে হারের তিতো স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাউন্ট মঙ্গানু্ইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই সিদ্ধান্তই প্রোটিয়াদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে কিউইরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ১৭৯ রান করে প্রোটিয়াদের সামনে ৫২৯ রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেয় কিউইরা। জবাব দিতে নেমে ২৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা।  টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি তাদের তৃতীয় বড় জয়। এর আগে দ্বিতীয় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে। ওই ম্যাচে কিউইরা জয় পেয়েছিল ২৫৪ রানে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়টি ৪২৩ রানের। ২০১৮ সালের ওই ম্যাচে লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য দিয়েছিল কিউই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জবাব দিতে নেমে ২৩৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে তৃতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। তখন কিউইদের লিড ৫২৮ রানের। বুধবার (৭ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে আর ব্যাটিং করতে নামেনি নিউজিল্যান্ড। ইনিংস ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ৫২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রান করতেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর জোবায়ের হামজাও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে দক্ষিণ আফ্রিকা। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের বেশিদূর এগুতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান প্যাটারনসন ও ডেভিড বেডিংহাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। যদিও জুটিতে প্রায় পুরো অবদানই বেডিংহামের। এই জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৯ বলে ৮৬ রান। আর ১৬ রান প্যাটারসনের। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংস সাজান বেডিংহাম। শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। সোয়ার্ট ৫৬ বলে ৩৬ এবং ডেন ১৭ বলে ১৫ রান করে আউট হলে ২৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন কাইল জেমিসন। তিন উইকেট নেন মিচেল স্যান্টনার। এ ছাড়াও টিম সাউদি, ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট নেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একাধিক লোকবল নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। আসনটিতে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পদের নাম: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মী পদসংখ্যা: ২৫টি বেতন: ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা (গ্রেড-১৮) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: ঢাকা বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা জমা দিতে হবে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়