• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে কাটার মাস্টারের এবারের আইপিএল মিশন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে ২ মে বাংলাদেশে ফিরবেন দ্য ফিজ। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দেশে ফিরে রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন টাইগার এই পেসার। এই সিরিজের কারণে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের মাঝপথে ফিজকে দেশে ফিরেয়ে নেওয়ায় বিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট-বিশ্লেষকের ভাষ্য, ‘যে ভালো করছে, তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। ফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় দ্য ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’ এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরীর মন্তব্যের সমালোচনাও করেছেন আকাশ। তার মন্তব্য, ‘বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’ নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় আকাশ আরও বলেন, ‘ফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না। এই ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমনটা করছে। আমার ভাইকে খেলতে দাও না। চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’
১৯ এপ্রিল ২০২৪, ১৫:০৩

শিল্পী সমিতির নির্বাচন / ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচন আজ (১৯ এপ্রিল)। সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে নায়ক-নায়িকাদের ভিড়। তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় একঝাঁক তারকা। তারা হলেন- অরুণা বিশ্বাস, শাকিব খান, ফেরদৌস আহমেদ, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি,  বিপাশা কবির, সোহানা সাবা, পুষ্পিতা পপিসহ কয়েকজন শিল্পী। তবে তাদের ভোট দিতে না পারার পেছনে বিশেষ কোনো কারণ নেই। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না এই অভিনয় শিল্পীরা। গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। তবে এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। দেশে না থাকার কারণে আসতে পারছেন না ভোট দিতে। প্রবাস থেকে এই অভিনেত্রী বলেন, দেশে থাকলে অবশ্যই ভোট দিতে আসতাম। কিন্তু বিশেষ কারণে দেশে না থাকার কারণে ভোট দিতে পারছি না। সবাইকে খুব মিস করছি। জানা গেছে, দীর্ঘ সময় ধরে আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসছেন না চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বিয়ে করে গোপনে সংসার করছেন এই অভিনেত্রী। শুটিংয়ের জন্য হায়তারাবাদ রয়েছেন শাকিব খান। তবে লন্ডন থেকে ভোট দিতে এসেছেন অভিনেতা জিয়া তালুকদার। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।
১৯ এপ্রিল ২০২৪, ১৪:০৩

বিশাল তারকা বিস্ফোরণ ঘটতে চলেছে, জীবনে দেখা যাবে একবারই
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পৃথিবী থেকে ৩ হাজার আলোকবর্ষ দূরে একটি বিশাল বিস্ফোরণে রাতের আকাশ জ্বলে উঠবে, যা অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের জীবনে একবার মহাকাশের এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ দেবে। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। করোনা বোরিয়ালিস (টলেমির তালিকাভুক্ত) নক্ষত্রমণ্ডলের বাইনারি তারা সিস্টেম নর্দান ক্রাউন বা ‘উত্তর মুকুট’ সাধারণত খালি চোখে দেখা যাবে না। কিন্তু, প্রতি ৮০ বছর বা তার পরে এর দু’টি তারার মধ্যে শক্তির বিনিময় ঘটে। এটি একটি মারাত্মক আলিঙ্গনের মতো আবদ্ধ। যা পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণ থেকে আলোর ঝলকানি মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। সেই উজ্জ্বলতা হঠাৎ করেই আমাদের রাতের আকাশে কয়েক দিনের জন্য দৃশ্যমান হয়ে ওঠে। এটি অন্তত তৃতীয়বারের মতো হবে। যে মানুষ এই ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেছেন তিনি হলেন আইরিশ পলিম্যাথ জন বার্মিংহাম। ১৮৬৬ সালে তিনি এটি আবিস্কার করেন। তারপর ১৯৪৬ সালে পুনরায় সেই উজ্জ্বলতা আবির্ভূত হয়েছিল। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একজন জ্যোতির্বিজ্ঞানী সুমনার স্টারফিল্ড এএফপি’কে বলেছেন, তিনি নোভার ‘আউটবার্স্ট’ দেখে খুব উত্তেজিত। সর্বোপরি, তিনি ‘ব্লেজ স্টার’ উজ্জ্বল তারকা হিসেবে পরিচিত ‘টি কোরোনেই বোরিয়ালিস’  নিয়েই কাজ করেছেন। স্টারফিল্ড বর্তমানে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র শেষ করার জন্য তাড়াহুড়ো করছেন যা ভবিষ্যদ্বাণী করে যে, জ্যোতির্বিজ্ঞানীরা পুনরাবৃত্ত নোভা সম্পর্কে  জানতে পারবেন, যখনই পরবর্তী পাঁচ মাসে এটি প্রদর্শিত হবে। স্টারফিল্ড ব্যাখ্যা করেছেন যে, মিল্কিওয়ে এবং আশেপাশের গ্যালাক্সিতে প্রায় ১০টি পুনরাবৃত্ত নোভা রয়েছে। তিনি বলেন, সাধারণ নোভা বিস্ফোরিত হয় ‘সম্ভবত প্রতি ১ লক্ষ বছরে।’ কিন্তু পুনরাবৃত্ত নোভাগুলো তাদের দুই নক্ষত্রের মধ্যে একটি অদ্ভুত সম্পর্কের কারণে মানুষের টাইমলাইনে তাদের বিস্ফোরণের পুনরাবৃত্তি করে। একটি হল একটি শীতল মৃতপ্রায় নক্ষত্র যাকে লাল দৈত্য (রেড জায়ান্ট) বলা হয়। যেটি তার হাইড্রোজেনের মাধ্যমে জ্বলে উঠেছে এবং ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এর ভাগ্য যা প্রায় পাঁচ বিলিয়ন বছরে আমাদের নিজের সূর্যের পরিণতির মতোই অপেক্ষমান। অন্যটি একটি শ্বেত বামন, একটি নক্ষত্রের মৃত্যুর পরের পর্যায়ে, সমস্ত বায়ুমন্ডল উড়িয়ে দেওয়ার পরে এবং শুধুমাত্র অবিশ্বাস্যভাবে ঘনীভূত কেন্দ্রীয় অংশটি অবশিষ্ট থাকে। স্টারফিল্ড বলেন, তাদের আকারের বৈষম্য এতটাই বিশাল যে ‘টি কোরোনেই বোরিয়ালিস’ এর শ্বেত বামন তারাটির রেড জায়ান্ট প্রদক্ষিণ করতে ২২৭ দিন সময় লাগে। দুটি এত কাছাকাছি যে রেড জায়ান্ট নির্গত পদার্থ শ্বেত বামন তারার পৃষ্ঠে আছড়ে পড়ে এবং সেটি টেনে নেয়। স্টারফিল্ড বলেন,একবার মোটামুটি পৃথিবীর সমান ভর শ্বেত বামনের ওপর তৈরি হয়ে গেলে, যা প্রায় ৮০ বছর সময় নেয়। এতে একটি কিকস্টার্ট রানওয়ে থার্মোনিউক্লিয়ার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দ্রুত তাপ ও চাপ বৃদ্ধি পেয়ে বিষ্ফোরণ ঘটে। একজন অবসরপ্রাপ্ত জার্মান জ্যোতির্বিজ্ঞানী যিনি নোভা নিয়ে গবেষণা করেছেন, জোয়াকিম ক্রাউটার বলেছেন, এটি একটি ‘বড় বিস্ফোরণ এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা ১০০-২০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে’ শেষ হয়। ক্রাউটার এএফপি’কে বলেছেন, জমস ওয়েব স্পেস টেলিস্কোপসহ অসংখ্য টেলিস্কোপ ক্যামেরা এখন টি করোনা বোরিয়ালিসের বিস্ফোরণের দিকে চোখ রাখছে। ক্রাউটার বলেন, কিন্তু এই বিরল ঘটনার সাক্ষী হতে আপনার এমন উন্নত প্রযুক্তির প্রয়োজন নেই। যখনই এটি ঘটবে ‘আপনাকে কেবল বাইরে যেতে হবে এবং করোনা বোরিয়ালিসের দিকে তাকাতে হবে। কিছু সৌভাগ্যবান আকাশ পর্যবেক্ষণকারীরা ইতোমধ্যেই সোমবার বছরের সবচেয়ে বড় জ্যোতির্বিদ্যার ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্ট্রিপ জুড়ে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। -বাসস।
০৬ এপ্রিল ২০২৪, ২০:০৬

‘ওমর’র প্রচারণায় রেকর্ড গড়লেন ৯১ তারকা
ঈদ মানেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভিড়। রীতিমতো প্রিয় তারকার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। এবারও আসন্ন ঈদে মুক্তির জন্য প্রায় এক ডজন চলচ্চিত্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে একটি সিনেমার প্রচারণায় ছোট-বড় পর্দার অনেক তারাকাকেই দেখা যাচ্ছে।  শুধু দেশীয় শিল্পী নয়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকাও আছেন এই তালিকায়। বলা যায়— সিনেমাটির প্রচারণায় রেকর্ড গড়লেন ৯১ জন তারকা। সিনেমাটির নাম ‘ওমর’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটির মূল ভূমিকায় রয়েছেন শরিফুল রাজ। এছাড়া অভিনয়ে আরও আছেন— নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, দর্শনা বণিকসহ অনেকেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমর’র প্রচারণায় ভিডিও বার্তায় সিনেমাটির দেখার জন্য দর্শককে আহ্বান জানিয়েছেন ৯১ তারকা। এমন ঘটনা আগে দেখা যায়নি। এর আগে হাতে গোনা কয়েকজন তারকা অন্যের ছবি দেখার জন্য এভাবে প্রচারণা চালিয়েছেন।  নুসরাত ইমরোজ তিশা, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, সাবিলা নূর, সাফা কবির, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আইশা খান, সাজু খাদেম, আনিকা কবির শখ, চাষী আলম, সামিরা খান মাহি, শামীম হাসান সরকার, সাদিয়া আয়মান, জেফার রহমানসহ আরও অনেকেই রয়েছেন এই তালিকায়।  সিনেমাটির প্রচারণায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শুধু অভিনয়শিল্পী নয়, রেদওয়ান রনি, রায়হান রাফীসহ বেশ কয়েকজন নির্মাতা সবাইকে হলে গিয়ে ‘ওমর’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।   ঋতুপর্ণা বলেন, এই ঈদে আপনাদের নিকটস্থ থিয়েটারে মুক্তি পাবে ‘ওমর’। আমি তো অবশ্যই দেখব। আপনি ও আপনার পরিবার সিনেমাটি দেখুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভিডিও বার্তায় নুসরাত ইমরোজ তিশা বলেন, এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ওমর’। আমি তো প্ল্যান করেছি পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখব। আপনারাও মিস করবেন না। পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে সিনেমাটি হলে গিয়ে দেখুন। অপূর্ব বলেন, এই ঈদে আমার খুব কাছের একজন ভাই মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ মুক্তি পেতে যাচ্ছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। আমি তো দেখতে যাব। আপনি এবং আপনার পরিবারের সবাই ছবিটি উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক।  এ প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, আমি শুধু সবাইকে বলেছি, ‘ওমর’র জন্য একটা শুভেচ্ছা বাইট দিতে। একে একে সবাই দিয়েছেন। এটা আমার জন্য ভীষণ আনন্দের। সবাই আমাকে ভালোবেসেই বাইট দিয়েছেন। আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।   জানা গেছে, রাজের ফেসবুক পেজ ও ‘ওমর’ সিনেমার পেজে ৯১ জন তারকার শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হবে। বর্তমানে এই সিনেমার কাজেই ভারতে অবস্থান করছেন নির্মাতা রাজ।  সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, এরই মধ্যে চল্লিশোর্ধ্ব তারকার ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তবে ৯১ জনের সবার ভিডিও বার্তা আমাদের হাতে আছে। সব শিডিউল করে পোস্ট করা আছে। সময়মতো পোস্ট হয়ে যাবে। সামনে আসবে— রুনা খান, দিলশাদ নাহার কনা, সালাহউদ্দিন লাভলু, আরফিন রুমী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া, আশনা হাবিব ভাবনা, খায়রুল বাসার, গোলাম সোহরাব দোদুল, সাজু মুনতাসির, মুকিত জাকারিয়া, তামিম মৃধা, আদনান আল রাজীবসহ আরও অনেকের শুভেচ্ছাবার্তা। 
০৩ এপ্রিল ২০২৪, ১৩:১৭

ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল টালিউডের এ পুরষ্কার জিতেছেন। শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এ আসর। জানা গেছে, এই আসরে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। ‘আরও এক পৃথিবী’ সিনেমা জন্য তাসনিয়া ফারিণ সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। আর ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। জয়, ফারিণ ও সোহেল ছাড়াও অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অপি করিম। অন্যদিকে, চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম।  
৩০ মার্চ ২০২৪, ০১:৫১

‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।  এদিন ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা অভিনয়শিল্পীদের।  তবে এবারের পুরস্কারে মনোনয়নের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশি তারাকারাও।    ফিল্মফেয়ার ডটকম জানায়, গত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায় জায়গা পেয়েছেন তিনি। জয়া ছাড়াও অপি করিম এবং তাসনিয়া ফারিণও মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। এ ছাড়া অভিনেতা সোহেল মণ্ডল এবং গায়ক মাহতিম শাকিবের নামও এবারের পুরস্কারের মনোনয়ন তালিকায়। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয় পেয়েছেন জয়া। এই তালিকায় জয়ার সঙ্গে আরও রয়েছেন—চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি।  অন্যদিকে জয়ার ‘দশম অবতার’ সিনেমাটি বক্স-অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও জয়ার ‘মৈত্রেয়ী’ চরিত্রের অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। আর এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া।  সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণও। ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর তালিকায় নাম এসেছে তার। এই সিনেমার মাধ্যমেই ১৫ বছর পর বড় পর্দায় কাজ করেন তিনি।   এ ছাড়া অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিণের নাম এসেছে। টালিউডের এই সিনেমায় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে  ফারিণের। এছাড়া সেরা নবাগত অভিনেত্রীর তালিকাতেও রয়েছে তার নাম।  কেবল তিন অভিনেত্রী নয়, ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেতা সোহেল। চমক দেখিয়েছেন গায়ক মাহতিম শাকিবও। সেরা গায়কের শাখায় স্থান পেয়েছেন তিনি। কলকাতার ‘চিনি টু’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন মাহতিম। তবে মাহতিমকে এই পুরস্কার জিততে হলে লড়তে হবে ভারতের বাঘা সব শিল্পীদের সঙ্গে। তিনি ছাড়াও সেরা গায়কের মনোনয়ন পেয়েছেন অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।  
২৭ মার্চ ২০২৪, ১৬:৪৯

তিন তারকা ফুটবলারকে হারিয়ে বিপাকে ব্রাজিল
চলতি মার্চেই সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৪ মার্চ লন্ডনে বাংলাদেশ রাত ১টায় ইংলিশদের এবং ২৭ মার্চ রাত আড়াইটায় স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা।  আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে এবার বড় রকমের দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। ইনজুরিতে সেখান থেকে ছিটকে গেছেন গোলকিপার এডারসন মোয়ারেস। এর আগে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। এবার এডারসনের ছিটকে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কাই বটে।  গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যান সিটির গোলরক্ষক এডারসন। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এতে নিশ্চিতভাবেই আসন্ন প্রীতি ম্যাচ দুটি মিস করছেন এই গোলরক্ষক। এদিকে এদেরসনের পাশাপাশি আরও দুই ফুটবলারকে পাচ্ছে না সেলেসাওরা। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, চোটে পড়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন। ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে মার্টিনেল্লি ও পিএসজির রক্ষণভাগে খেলেন মারকুইনোস। অন্যদিকে গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড- তিন পজিশনেই নতুনদের যুক্ত করেছেন সেলেসাওদের ম্যানেজার। এডারসনের পরিবর্তে গোলরক্ষক লিও জার্দিম আর মারকুইনোস ও মার্তিনেল্লির জায়গায় ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো স্কোয়াডে ডাক পেয়েছেন।
১২ মার্চ ২০২৪, ১৫:৪৪

রহস্যজনক মৃত্যু পর্ন তারকা সোফিয়া লিওনের
রহস্যজনক মৃত্যু হয়েছে পর্ন তারকা সোফিয়া লিওনের। নিজের ফ্ল্যাট থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে এই অভিনেত্রীর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৬। সোফিয়া লিওনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা মাইক রোমেরো।  তিনি বলেন, ১ মার্চ সোফিয়া লিওনকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে ভক্তদের কাছে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করতে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন সোফিয়া লিওনের বাবা। ওই পোস্টে তিনি লিখেছেন— ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, কারও বোন, নাতনি ও বন্ধু। নানান প্রাণীর প্রতিই গভীর ভালোবাসা ছিল তার। বিশেষ করে নিজের তিনটি পোষা প্রাণীকে ভীষণ ভালোবাসতেন সোফিয়া। ভ্রমণ করতে ভালোবাসত এবং সবসময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করত। সোফিয়াকে আমরা খুব মিস করব। কিন্তু যারা ওকে ভালোবাসে, তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে। এদিকে বেশ কয়েকটি সূত্র দাবি করেছে— সোফিয়ার মৃত্যু স্বাভাবিক নয়। পরিবারও এই মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না।  সোফিয়ার মডেলিং এজেন্সি ‘হানড্রেড ওয়ান মডেলিং’-ও খবরটি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি এক্সে স্ট্যাটাস দিয়ে লিখেছে, একটি সুন্দর আত্মা, যে আমাদের অনেককে স্পর্শ করেছে। এই দেবদূতের আত্মার শান্তি কামনা করি। আমরা আপনাকে অনেক ভালোবাসতাম। তবে সেখানে আরও দাবি করা হয়— আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন। তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১০ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্মগ্রহণ করেন সোফিয়া । মাত্র ১৮ বছর বয়সে পর্ন দুনিয়ায় প্রবেশ করেন তিনি। সোফিয়ার আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার ও বন্ধুরা।  সূত্র : এনডিটিভি 
১০ মার্চ ২০২৪, ১৪:২৫

রাজকীয়ভাবে বিয়ে করেছেন যেসব তারকা
বিয়ের সানাই বাজলেই যেন মুখরিত হয়ে ওঠে তারকাদের চারপাশ। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতার তোড়জোড়। তারকাদের মধ্যে অনেকেই আছেন খুব সাধারণভাবে এবং হালকা সাঝপোশাকেই বিয়ের পিঁড়িতে বসেছেন। অন্যদিকে বেশ জমকালো আয়োজনেই বিয়ে করেছেন বেশ কয়েকজন তারকা। রীতিমতো নজরকাড়া বিয়ের লুকে ধরা দিয়েছেন তারা।  যেসব তারকা জমকালো আয়োজনে বিয়ে করেছেন চলুন তাদের সম্পর্কে জেনে নেই—  প্রিয়াংকা-নিক ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে বর্ণিল আয়োজনে বসেছিল প্রিয়াংকা-নিকের বিয়ের আসর। পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে ধুমধামভাবেই বিয়ে করেন তারা। জানা গেছে, বিয়ের জন্য এই প্যালেস এক সপ্তাহের জন্য ভাড়া করেছিলেন প্রিয়াংকা-নিক। এজন্য প্রতিদিন প্রায় ৬৪.৪০ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছিল এই তারকা দম্পতিকে। এই প্যালেসে টানা পাঁচ দিন ধরে চলে প্রিয়াংকা-নিকের বিয়ের নানা অনুষ্ঠান। শুধু তাই নয়, তাদের বিয়ের অনুষ্ঠানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিল।   দীপিকা-রণবীর   রাজকীয় সাজে মহাধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই রিসোর্টের ভাড়া ছিল ২ কোটি রুপি। এখানে এক সপ্তাহ ধরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা চলে। এ ছাড়া ভারতের অনুষ্ঠানে খরচ হয় প্রায় ৭৭ কোটি রুপি। এর বাইরে ছিল বিয়ের খাবার, পোশাক, নিরাপত্তা-সংক্রান্ত নানা খরচ। পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা   দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গেল বছরের ২৪ সেপ্টেম্বর পিচোলা হ্রদের ধারে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। প্রায় তিন দিন ধরে রাজস্থানের উদয়পুরে বসে তাদের রাজকীয় বিয়ের আসর। বিয়েতে খরচ ছাড়িয়েছে কোটির ওপরে। এর পর দেশের বড় দুই শহরে হয়েছে প্রীতিভোজের অনুষ্ঠান। সেখানে খরচ হয় আরও কোটি টাকার ওপর।  সিদ্ধার্থ-কিয়ারা   সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে করেন রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে। রীতিমতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এ উপলক্ষে সূর্যগড় প্যালেসকে একটি বিলাসবহুল বুটিক হোটেলের রূপ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিয়ের জন্য নাকি জয়সলমেরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়েছিল। এছাড়া ৭০টিরও বেশি গাড়িও ভাড়া করা হয়েছিল। জানা গেছে, এই প্যালেসের একেকটি ঘরের প্রতিদিনের ভাড়া প্রায় দুই লাখ রুপি।   ক্যাটরিনা-ভিকি বলিউডের আরেক জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের জমকালো আয়োজন নজর কেড়েছিল নেটদুনিয়ায়। রাজস্থানের সিক্স সেন্সেস রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। জানা গেছে,  ৭০০ বছরের পুরনো এ কেল্লায় ক্যাট-ভিকি হোটেলের যে স্যুট ভাড়া নেন, সেটার জন্য প্রতিদিন দিতে হতো প্রায় সাত লাখ রুপি। এ ছাড়া অতিথিদের জন্য ভাড়া নেওয়া হয় ১৫টি স্যুট। যেগুলোর প্রতিটির ভাড়া প্রতি রাত চার লাখ রুপি।    
১০ মার্চ ২০২৪, ১০:১০

‘বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন’
কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন কঙ্গনা রানাউত। বলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে উঠে আসেন চর্চায়। এবারও তার ব্যতিক্রম হলো না তার।  সম্প্রতি বলিউডের তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। এতেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। কঙ্গনা বলেন— বলিউডের অনেক তারকাই নাকি অবৈধ কাজের সঙ্গে জড়িত।  রুপালি পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সক্রিয় থাকেন কঙ্গনা। এমনটাই দাবি তার সমালোচকদের। কারও বিরুদ্ধে কিছু পেলেই তাকে সরাসরি আক্রমণ করতে ভোলেন না এই অভিনেত্রী।  বলিউডের কোন তারকা কোথায় কী করেছেন, কী বলছেন প্রায় সবকিছুই নজরে থাকে কঙ্গনার। কোনো ঘটনা জানার পর চুপ থাকার পাত্রী নন তিনি। বরং যে কোনো বিষয় ব্যাপকভাবে সরব থাকেন এই অভিনেত্রী। এবার বলিউডের একাংশের বিরুদ্ধে এক বড় অভিযোগ আনলেন কঙ্গনা। অভিনেত্রীর  দাবি— বলিপাড়ার অনেক তারকাই ‘ডার্ক ওয়েব’ (অবৈধ ইন্টারনেট)-এ আনাগোনা আছে। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানান বেআইনি ও অবৈধ কাজ করছেন। শুধু তাই নয় বিভিন্ন সময়ে সুযোগ পেলেই বলিউডকে রীতিমতো তুলোধুনো করে ছাড়েন কঙ্গনা।  জানা গেছে, ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী—  কোনো ব্যক্তি ফোন করলে তার নাম ও পরিচয় ফুটে উঠবে মোবাইলে।   মূলত এরপরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঙ্গনা বলেন, ভালো উদ্যোগ। এবার কেন্দ্রের উচিত ‘ডার্ক ওয়েব’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।  বলিউডকে উদ্দেশ করে অভিনেত্রী আরও বলেন, বলিপাড়ার অনেক জনপ্রিয় তারকা ‘ডার্ক ওয়েব’র মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম করছেন। এর মাধ্যমে মেইল, হোয়াটসঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ‘ডার্ক ওয়েব’র রহস্যের উদঘাটন করা জরুরি। তাহলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে। সূত্র : আনন্দবাজার 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়