• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ভারত সিরিজ থেকে বাদ পড়লেন আম্পায়ার তানভীর
গত বছর মিরপুরে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন মাঠের দায়িত্বরত আম্পায়ার তানভীর আহমেদ। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিতকে লেগ বিফোরের সিদ্ধান্ত দেওয়ার পর অবতারণা হয় সেই দৃষ্টিকটু ঘটনার। আউট ঘোষণার প্রতিবাদের ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন হারমানপ্রিত। পরে তানভীর আহমেদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক। ওই ম্যাচে বাংলাদেশ জয়ী হয়। সিরিজ শেষ হয় ১-১ সমতায়। বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ারকে ব্যাঙ্গ করার অপরাধে হারমানপ্রিতকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। তাই এই সিরিজে বিতর্ক এড়াতে আম্পায়ার প্যানেল থেকে তানভীর আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, যদি তাকে ভারতের নারী দলের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে অন্তর্ভুক্ত করা হয়, তবে ভারতীয় ক্রিকেটাররা তাকে লক্ষ্য করতে পারেন।  ‘তাকে লক্ষ্য করে যেকোনো ধরনের তর্কবিতর্কে জড়াতে পারেন। আমরা এটি চাই না। ফলস্বরূপ বাংলাদেশ ও ভারতীয় নারী দলের মধ্যকার সিরিজে তাকে (তানভীর) আমরা অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি।’ আগামী ২৮ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এবারের সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো হবে ৩০ এপ্রিল এবং ২, ৬, ৯ মে।
২১ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

এনএসআইয়ের নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপপুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীর। সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে একই প্রজ্ঞাপনে এনএসআইয়ের বর্তমান পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
১৮ মার্চ ২০২৪, ১৫:০৮

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা
কর্মসংস্থানের নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আমলি আদালতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি উল্লাপাড়া উপজেলা আমলি আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান। মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী।  অভিযুক্ত সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।  মামলার অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম একজন প্রতারক। মামলার বাদী পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তানভীর ইমামকে মামলার বাদী বিভিন্ন প্রজেক্টের জন্য সাক্ষীদের উপস্থিতিতে ৮০ লাখ টাকা ধার দেন। পরে একটি বিশেষ কাজের মাধ্যমে ২০ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ৬০ লাখ টাকার জন্য বার বার তলব-তাগাদা করতে থাকলেও তিনি টাকা দিতে তালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তিনি বাধ্য হয়ে বিষয়টি অবগত করে প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্ত দেন। গত ৩১ জানুয়ারি তিনি ঢাকায় গিয়ে তানভীর ইমামের কাছে টাকা ফেরত চাইলে তানভীর ইমাম টাকা দিতে অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। উল্লাপাড়া উপজেলা আমলি আদালতের পেশকার স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২১ মার্চ মামলার পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।’
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩১

মনোফোবিয়া যুদ্ধ জয়ের আখ্যান তানভীর আলাদিনের ‘মাথিয়ারার মেয়ে’
‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটি মনোফোবিয়া যুদ্ধ জয়ে ভালোবাসার এক আখ্যান। অহেতুক ভয় পাওয়া সমস্যার নাম 'মনোফোবিয়া'। এটিকে আমলে না নেয়া এক জটিল সমস্যা। এই সমস্যার কারনে অনেক যোগ্য ও মেধাবী তার গন্তব্যে পৌঁছাতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েন। মনোফোবিয়াকেও জয় করা যায়, যদি সঙ্গী হিসেবে 'নেহা কাজি'র মতো সাহসী কেউ পাশে থাকেন...। বাসসের সিনিয়র সাংবাদিক তানভীর আলাদিনের নতুন উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’র অন্যতম একটি চরিত্র হচ্ছে নেহা কাজি। তিনি মনোফোবিয়া সমস্যা দূর করার লড়াইয়ে সংশপ্তক এক যোদ্ধা। নেহা কাজি মনে করেন- মনোফোবিয়া দূর করতে হলে প্রথমে চাই ভালোবাসা বুকে নিয়ে যুদ্ধজয়ের প্রত্যয়ী মানসিকতা। সেইসঙ্গে ভাঙতে হবে সোস্যাল ট্যাবু। সচেতনভাবে এগিয়ে আসতে হবে পরিবার ও সমাজের প্রত্যেক স্তর থেকে। অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ সাহিত্যদেশ প্রকাশনী  থেকে আসছে ‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটি (স্টল # ৩৪০ ও ৩৪১)। প্রচ্ছদ শিল্পী ফাহাদ হাসান কাজমী। উপন্যাসটির দাম-৩০০ টাকা।  উপন্যাসটি প্রসঙ্গে লেখক  তানভীর আলাদিন বলেন, এক কথায় যদি বলি তাহলে বলবো- ‘মাথিয়ারার মেয়ে’ শতভাগ প্রেমের উপন্যাস। তবে গতানুগতিকতা থেকে অনেকটা ব্যাতিক্রম। আমি ঠিক জানি না, আমাদের দেশে 'মাথিয়ারার  মেয়ে'র আগে মনোফোবিয়া সমস্যা নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে কী-না। এই সমস্যাটা সমাজ-সংসারে বিদ্যমান, যা ভালোবাসার পরিচর্যা দিয়ে সারিয়ে তোলা সম্ভব। তিনি স্বপ্ন দেখেন- মনোফেবিয়া জয়ে 'মাথিয়ারার  মেয়ে' নেহা কাজির মতো ভালোবাসার পরিচর্যাকারীর সংক্রমণে আক্রান্ত হবে তাবৎ বিশ্ব। সাহিত্যদেশের প্রকাশনীর সত্বাধিকারী শফিক সাইফুল বলেন, ‘মাথিয়ারার মেয়ে’ একটি অসাধারণ প্রকাশনা হতে যাচ্ছে। নতুনত্ব আর গল্পগুচ্ছে সাজানো এই উপন্যাসটি পড়ে মুগ্ধতার পাশাপাশি পাঠকগণ মনে হয় সংরক্ষণেও রাখতে চাইবেন অনেকদিন।
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়