• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। একই কারণে ঢাকা থেকে দুবাইয়ে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এয়ার অ্যারাবিয়ার ৫টি ফ্লাইট স্থগিত হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের দুটি ও দুবাইয়ের দুটি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়।’   ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রবল বর্ষণে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডুবে যাওয়ায় ভারত, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাজ্যসহ অরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গত মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও বুধবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের বুধবারের ফ্লাইটের সূচি পুনর্নির্ধারণ করেছে। 
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৩৭

সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
আজও ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে যানজটের ভোগান্তি নেই এই মহাসড়কে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। যানবাহনের চাপের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী। তিনি জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে সড়কপথে কর্মস্থলে ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডা এলাকায় যানবাহনের জন্য ভিড় বেড়েছে ঢাকামুখী কর্মজীবী মানুষের।  তিনি আরও জানান, গণপরিবহনের পাশাপাশি ট্রাক-পিকআপ ভ্যান ও ব্যক্তিগত যানবাহনে যাত্রী পরিবহনের প্রবণতা রোধে মহাসড়কে কাজ করছে পুলিশ।
১৬ এপ্রিল ২০২৪, ১৩:৫১

সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগের পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে ঢাকা ফিরছেন মানুষ। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে রোববার রাত থেকে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। সোমবার সকাল থেকে যানবাহনের চাপ আরও বেড়েছে।  ওসি আরও বলেন, তবে কোথাও যানজটের ভোগান্তি নেই। ঈদ উৎসব শেষে কর্মজীবীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১৫ এপ্রিল ২০২৪, ১৭:২৬

হিন্দি সিনেমার প্রভাবে টালিউডে মন্দা, ঢাকামুখী কলকাতার নায়িকারা
সময়ের স্রোতে কলকাতার সিনেমা ইন্ডাষ্ট্রি তার জৌলুস হারাচ্ছে। চলছে সোনালি অতীত ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা। এ মন্দা সময়ে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাচ্ছেন টালিউডের বেশিরভাগ অভিনেত্রী। ওপার বাংলার বেশিরভাগ নায়িকাই এখন ঢাকার বাজারে এসে রাজত্ব করতে চাচ্ছেন।   সাম্প্রতিক সময়ে টালিউডের প্রথম সারির অভিনেত্রীরা ঢালিউডে পাড়ি জমাচ্ছেন। স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে যোগ্যতা, পরিস্থিতি, অবস্থান মিলিয়ে একটা অলিখিত লড়াই চলতে থাকে। ইতোমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী টালিউডে কাজ করছেন। প্রকাশ্যে না বললেও তাদের নিয়ে টালিউডের অনেক অভিনেত্রীর ক্ষোভের কথা অজানা নয়। স্বস্তিকা মুখার্জি তো ঢাকায় এসে এক ধরনের ক্ষোভ ঝেড়েই বলেছেন, কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যত সুযোগ পান, সে তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ বেশ কম। কিন্তু আসলেই কি তাই? কলকাতার অভিনেত্রীরা ঢাকামুখী হচ্ছেন তার একটা বড় কারণ টালিউড ইন্ডাস্ট্রির চলমান মন্দা। কোটি কোটি রূপি লগ্নি করেও লাভের মুখ দেখছেন না সেখানকার প্রযোজকরা। যে কারণে শুধু টালিউডের অভিনেতা অভিনেত্রীরা নয়, বড় বড় প্রযোজক সংস্থাও বাংলাদেশের সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে। যার অন্যতম উদাহরণ ওপার বাংলার ভেঙ্কটেশ ফিল্মের বাংলাদেশের প্রযোজকদের সঙ্গে যৌথ বিনিয়োগ করা। কলকাতার যেসব অভিনেত্রী ঢাকাই সিনেমার প্রযোজক ও পরিচালকের দ্বারে দ্বারে ঘুরছেন তাদের বেশিরভাগই টলিউডে ব্যর্থ হয়েই ঢালিউড মুখী হয়েছেন। যার মধ্যে অন্যতম কৌশানী মুখার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি। কেউ কেউ আবার টালিউডের একটি সিনেমাতেও ডাক না পেলেও ঢালিউডে মোটা অঙ্কে পারিশ্রমিক নিচ্ছেন। যেমন— ইধিকা পাল। এছাড়া হিন্দি সিনেমার আগ্রাসনে টলিউড ইন্ডাষ্ট্রি ধ্বংস হয়ে যাওয়ায় এবং একের পর এক সিনেমা প্রেক্ষাগৃহে ব্যর্থ হওয়ায় ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেত্রী এপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠানে ধর্ণা দিচ্ছেন। সবকিছুর পরও কিছু বিষয় নিয়ে শঙ্কিত হতে দেখা গেছে দেশীয় কলাকুশলী ও চলচ্চিত্রবোদ্ধাদের। যার মধ্যে, বাজার দখল হয়ে যাওয়ার ভয় অন্যতম। এখন দেখার বিষয়, টালিউড অভিনেত্রীদের ডুবতে বসা ক্যারিয়ার এদেশে এসে কূল কিনারা করতে পারে কিনা।  
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়