• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে আবার গোল করেছেন এনদ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের ফুটবলে মুগ্ধ ফুটবল বিশ্ব। আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। লন্ডনের ওয়েম্বলিতে সেই ম্যাচে জয়সূচক গোলটি ছিল তার। এবার ২-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সমতা এনে দিল এনদ্রিকের গোল। এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, এনদ্রিক ও প্যাকুয়েটা। অন্যদিকে স্পেনের পেনাল্টি থেকে দুটি গোল পেদ্রির। আর অপর গোলটি করেন অলমোর। এদিকে অপর প্রীতি ম্যাচে স্লোভেনিয়া ২-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।
২৭ মার্চ ২০২৪, ০৮:৩৭

ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগে ১-০ গোলে ব্যবধারে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ঘরের মাঠে ১-১ গোলে কোনো রকম ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘরের সান্তিয়াগো বের্নাবেউয়ে ছন্নছাড়া পারফরম্যান্সে প্রায় পুরোটা সময়ই ভুগেছে ইউরোপের সফলতম ক্লাবটি। পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। যেখানে লাইপজিগ নেয় ২০ শট, লক্ষ্যে ছিল চারটি। ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি রিয়ালের। অপরদিকে লাইপজিগ ছিল ছন্দে। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। জাভি সিমন্সের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন।   বিরতির পরও আগের মতো খেলতে থাকে দুই দল। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। জুডে বেলিংহ্যামের বাড়ানো বল বক্স থেকে জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি লাইপজিগ। তিন মিনিট পর সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান। সমতায় ফেরার পর আক্রমণ আরও বাড়িয়ে দেয় লাইপজিগ। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে স্বাগতিকরা।
০৭ মার্চ ২০২৪, ১৩:৪১

রিয়ালের ড্র আর জিরোনার হার কাজে লাগাতে পারেনি বার্সা
টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি জিরোনা ও বার্সেলোনা। একদিন আগে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। কিন্তু শিরোপা লড়াইয়ে টিকে থাকা জিরোনা টেবিলের ১৫তম স্থানে থাকা মায়োর্কার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। জিরোনার পরাজয়ে বার্সেলোনার সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে উঠে আসার। কিন্তু দিনের শেষ ম্যাচে বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। ফলে রিয়াল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানেই রয়েছে জিরোনা। আরও এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এর আগে, শনিবার রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচটি বিতর্কের মধ্য দিয়ে ২-২ গোলে ড্রয়ে শেষ হয়। ম্যাচের শেষ মুহূর্তে জুড বেলিংহাম গোল করলেও শেষ বাঁশি বাজানোর কারণে সেই গোলটি বাতিল করে দেয় রেফারি। ফলে জয়বঞ্চিত হয় রিয়াল। আর এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন ইংলিশ উইঙ্গার বেলিংহাম। কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করা মায়োর্কা পালমায় ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। ম্যাচের ৩৩তম মিনিটে কর্নার থেকে মায়োর্কার কাইল লারিনের ডিফ্লেকটেড হয়ে হোসে ম্যানুয়েল কোপেতের কাছে আসে। ১০ মিটারেরও কম দূরত্ব থেকে দুর্দান্ত শটে এই ডিফেন্ডার মায়োর্কাকে জয়সূচক গোলটি উপহার দেন। পজিশনের দিক থেকে জিরোনা ম্যাচটি উপভোগ করলেও তেমন কোনো সুযোগ পুরো ম্যাচে তৈরি করতে পারেনি তারা। এ নিয়ে পাঁচ ম্যাচে তৃতীয়বার তারা কোন গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে লিগ টেবিলের উপরের দিকে থাকা একমাত্র দল হিসেবে জয় পেয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। মেট্রোপলিটানোতে সফরকারী বেটিসের সহায়তায় ৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।  এরপর ম্যাচের ২৭তম মিনিটে মোরাতাকে ডি-বক্সের ভিতর ফাউলের অপরাধে রুই সিলভার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় অ্যাথলেতিকো। কিন্তু মোরাতার দুইবারের শট রুখে দিয়ে ব্যবধান বাড়ানে দেননি রুই সিলভা। তবে ম্যাচের ৪৩তম মিনিটে অবশ্য কোন ভুল করেননি মোরাতা। রদ্রিগো ডি পলের শট রুই সিলভা রুখে দিলে ফিরতি বল পোস্টের খুব কাছে থেকে জালে জড়ান মোরাতা।  এরপর ম্যাচের ৬২তম মিনিটে দূরপাল্লার শট থেকে বেটিসের হয়ে এক গোল পরিশোধ করেন উইলিয়ান কারভালহো। গোলরক্ষক ইয়ান ওবলাক ম্যাচের শেষভাগে গুডিও রদ্রিগুয়েজের শট আটকে দিয়ে বেটিসের চাপ সামলেছেন।
০৪ মার্চ ২০২৪, ১৫:৪৪

লালকার্ড ও পেনাল্টির ম্যাচে মোহামেডানের বিপক্ষে ড্র আবাহনীর
মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, এটা নতুন কথা নয়। সবশেষ দুইবারের দেখায় মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। আর বছরের শুরুতে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তো এগিয়ে থেকেও হারতে হয়েছিল। তবে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ম্যাচে ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে দুই দল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ব্রুনো রোকার ফ্রি কিক হাওয়ায় ভেসে দূরের পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। লাফিয়েও নাগাল পাননি মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। গোল পরিশোধ করতে একের পর এক আক্রমণ শাণাতে থাকে মোহামেডান। একাদশ মিনিটে মোজাফ্ফরভের ফ্রি কিক ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। ২৩তম মিনিটে বক্সের একটু বাইরে দিয়াবাতেকে ফাউল করেন মিলাদ শেখ সুলেমানি। মোজাফ্ফরভের ফ্রি কিক যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।  বিরতির আগে কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫ মিনিটে ব্যবধান বাঁড়ায় আবাহনী। ডান প্রান্ত থেকে ওয়াশিংটনের মাপা ক্রসে আরেক ব্রাজিলিয়ান ব্রুনো রোকার হেড গোলকিপার সুজন হোসেন ধরার আগে এক টাচে পেছনের দিকে নিয়ে দ্রুত ওই জায়গা বদল করে এক টোকায় জাল কাঁপান। ৬৭তম মিনিটে, ক্রস ক্লিয়ার করতে হেড করেছিলেন রেজাউল ইসলাম রেজা, কিন্তু বল চলে যায় বক্সে এমানুয়েল সানডের পায়ে। তাকে পেছন থেকে মোহাম্মদ হৃদয় ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দিয়াবাতে সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরান। ৭২তম মিনিটে ব্রুনোর বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮৬তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে দিয়াবাতে লক্ষ্যভেদ করলেও, তার এক সতীর্থ আগেই বক্সে ঢুকে পড়ায় ফের শট নিতে হয় মোহামেডান অধিনায়ককে। দ্বিতীয় দফাও পাপ্পুকে পরাস্ত করেন তিনি। আবাহনী ৯ ম্যাচে চতুর্থ জয় ও তৃতীয় ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে মোহামেডান চার জয় ও পঞ্চম ড্রতে ১৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ড্রয়ে লাভ হয়েছে বসুন্ধরা কিংসের। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

ড্র করেও ফাইনালে লিভারপুল
ফুলহ্যামের সঙ্গে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোল ব্যবধানে ড্র করেও লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। আগামী মাসে ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।  এর আগে,  প্রথম লেগে ২-১ গোলে জয়ী হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সেই সুবাদে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ফুলহ্যামের বিদায় নিশ্চিত করেছে অল-রেডসরা। ক্রাভন কটেজে রুইস দিয়াজের গোলে ম্যাচের ১১তম মিনিটেই লিড নিয়েছিল সফরকারীরা। এই গোলের পরই সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল জার্গেন ক্লপের দল। কিন্তু বেশ কিছু সুযোগ নষ্ট করে তারা। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে ফুলহ্যামকে সমতা ফেরান ইসা ডিওপে। ম্যাচের শেষদিকে বেশ চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত অবশ্য আর পেরে ওঠেনি ফুলহ্যাম।  আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে চেলসির মোকাবিলার ম্যাচটি হবে অল-রেডসের ১৪তম লিগ কাপের ফাইনাল। ২০২২ সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। লিভারপুল রেকর্ড ৯ বারের মতো লিগ কাপে শিরোপা জিতেছে। অন্যদিকে সেমিফাইনালে চেলসি মিডলসব্রোকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে। ২০১৫ সালে সর্বশেষ শিরোপা জয়ী চেলসি পাঁচবার লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়