• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
শিক্ষক প্রশিক্ষণে আরও বেশি সহায়তার আশ্বাস এডিবির
শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নে আরও বেশি সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক (ডিজি) তাকিও কনিশি। তিনি বলেন, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমান সরকার গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে দক্ষতানির্ভর এবং শিক্ষার্থীদের অংশগ্রহণভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মোকাবিলা করে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশীয় অঞ্চলের দেশগুলোর শিখন অভিজ্ঞতা বিনিময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে। এর আগে এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিন্টিং।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেইভে রামেন্দু-সারা যাকের-ত্রপা
অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশের প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেইভ- ২০২৪। শনিবার (৩ ফ্রেব্রুয়ারি)  বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফোরাম (বিডিসিএফ) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী রামেন্দু মজুমদার, সারা যাকের ও ত্রপা মজুমদার। বিনোদন জগতের বাইরে রামেন্দু মজুমদারের আরেক পরিচয় হলো- তিনি এক্সপ্রেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডি। এ ছাড়া ত্রপাও যুক্ত আছেন এক্সপ্রেশন লিমিটেডের সঙ্গে। এদিকে সারা যাকের কাজ করেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে। এক্সপ্রেশনস লিমিটেড দ্বারা স্পনসর করা ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেইভের ইভেন্টটি বাংলাদেশের উন্নয়ন, মিডিয়া, করপোরেট এবং গবেষণাসহ বিভিন্ন সেক্টর জুড়ে ১২০ টিরও বেশি আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা থেকে ২০০টিরও বেশি যোগাযোগ পেশাদারদের একত্রিত করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং, পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ এক্সপ্রেশন লিমিটেডের পরিচালক ও প্রধান বিলিভ কর্মকর্তা সৈয়দ আপন আহসান। দিনব্যাপী সম্মেলনটি বাংলাদেশের উন্নয়ন যাত্রার গতিশীল চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগের রূপান্তরমূলক সম্ভাবনাকে আলোকিত করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। একের পর এক সেশন এবং স্পিকারের একটি সমৃদ্ধ লাইনআপ থাকায় এই কনক্লেভটি ডেভেলপমেন্ট সেক্টরের পরবর্তী আয়োজনগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে বলে আশা করেছেন সম্মেলনে উপস্থিত অতিথিরা।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান 
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ এস টি ইউ (এসডিসিএইচ) এর ২০২৩-২৪ সালের কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি এবং সাদমান খানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ’র উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা। কমিটিতে আরও রয়েছেন সহসভাপতি আশরাফুল হক, মারজুকা মেহজাবিন, রুকাইয়া পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ জামি, নাজমুল হোসেন আবিদ, রাকিবুল হাসান নিরব,অর্থ সম্পাদক রিদওয়ান ইসলাম রাজনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাবিপ্রবির শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদল স্বপ্নবাজ তরুণদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ এস টি ইউ যাত্রা শুরু করে ২০১৭ সালে। লিডারশীপ, নেটওয়ার্কিং, ক্রিটিক্যাল থিংকিং, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, কমিউনিটি ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আমরা কাজ করছি। যাত্রার শুরু থেকে ক্লাবটি বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্ট আয়োজন করে আসছে। ক্লাবটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় ক্লাবের ট্রাস্টি বোর্ড, এ্যাল্যামনাই এবং এডভাইজরদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে চাই। উল্লেখ্য, পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশীপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতাসহ নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়