• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫ জন
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন মুহতাসিম সাদিক তামিম। তিনি নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী। রোববার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন। ফল যেভাবে দেখা যাবে- ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের অধ্যক্ষের দপ্তর থেকে জানা যাবে। বেসরকারি ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।
১০ মার্চ ২০২৪, ১৩:৫০

দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ডেন্টাল সরঞ্জাম
বর্তমানে দেশেই তৈরি হচ্ছে দাঁতের চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। এখন থেকে আর ডলার খরচ করে ডেন্টাল ইউনিটের উপকরণসামগ্রী আমদানি করার প্রয়োজন হবে না। এসব সরঞ্জামের গুণগতমান আমদানিকৃত সরঞ্জামের চেয়ে অনেক ভালো এবং টেকসই। খরচও তুলনামূলক অনেক কম। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক ডেন্টাল এক্সিবিশন ও মিটিংয়ের সমাপনী দিনে এসব কথা বলেন উদ্যোক্তারা। তারা জানান, উপকরণগুলো দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্মার্ট ডেন্টাল প্রতিষ্ঠায় সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই এই শিল্প হয়ে উঠতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। কর্মসংস্থান হতে পারে অসংখ্য মানুষের। উদ্যোক্তারা জানান, ডেন্টাল শিল্পের শতকরা ৯৯ ভাগ উপকরণই আমদানি করতে হয়। এতে একদিকে দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে এসব সরঞ্জাম কিনতে ক্রেতাদেরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এসব বিবেচনায় দেশেই ডেন্টাল ইউনিটের প্রয়োজনীয় উপকরণ উৎপাদন শুরু করা হয়েছে। এ বিষয়ে ফিক্সগ্রিন ডেন্টাল সাপ্লাই এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া আহমদ বলেন, ‘দাঁতের চিকিৎসায় সর্বপ্রথম যেটির প্রয়োজন হয় তা হচ্ছে ডেন্টাল ইউনিট। এই প্রধান উপকরণটাই আমরা উৎপাদন করছি। যদি বিদেশি কোম্পানিগুলোর প্রোডাক্টের সঙ্গে তুলনা করা হয় তাহলে অলমোস্ট ওদের যে ফ্যাসিলিটিজ তার সবই আমরা এই ইউনিটে দিচ্ছি। কিন্তু মূল্য এত অল্প যে ওদের থেকে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ কম মূল্যে আমরা প্রেডাক্টটা দিতে পারছি।’ ডেন্টাল ইউনিটের বাংলাদেশি পণ্য বিদেশে রফতানির প্রচুর সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‌‘আমাদের ডেন্টাল ইউনিট মূলত আমদানি নির্ভর। ডেন্টালের সবকিছু শুরু হয় এই ইউনিট দিয়ে। চীনের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আমাদের উৎপাদিত প্রোডাক্ট কোনো অংশেই কম নয়। আমি আমাদের কোম্পানির একটি চেয়ারের কথাই ধরি। আমাদের এখানে খরচ অনেক কম। উৎপাদন খরচও স্বল্প। শ্রমও সস্তা। তাই বিদেশ থেকে কোনো চেয়ার যে টাকায় কিনে আনা হয় তার অনেক কম মূল্যেই এটা আমাদের কাছ থেকে ক্রেতারা নিতে পারেন। এভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।’
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৮

কালীগঞ্জে ২ ডেন্টাল ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহের কালীগঞ্জে ফিরোজ ডেন্টাল ও ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, খারাপ দাঁতের পরিবর্তে ভালো দাঁত তুলে ফেলা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ঢাকা ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়