• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
ক্রিকেট মাঠে সব থেকে বাজে সময় পার করছেন টাইগার ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া লিগেও আলো ছড়াতে পারছেন না তিনি। তাই এবার কিছু দিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডান হাতি ব্যাটার। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই লিটন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় লিটন সুযোগটা খুব ভালো মতোই নিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার দল আবাহনী লিমিটেডও ছুটি মঞ্জুর করেছে।  রোববার (৭ এপ্রিল) লিটনের ছুটিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, লিটন ছুটি চেয়েছিল। তার সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো একটা বিরতি প্রয়োজন।  ‘সে নিজেও বিষয়টা বুঝতে পেরেছে। আমরা তাকে আটকাইনি কারণ, সে আমাদের সেরা ক্রিকেটার এবং সেরা ওপেনার। এখানে খেলে পারফর্ম না করলে আরও বিমর্ষ হয়ে যেত।’  এর ফলে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না। ঈদের পর সুপার লিগ শুরু হলে দলে ফিরবেন বলে জানা গেছে। ছুটিটা খুব লম্বা না হলেও কার্যকরী হবে এমনটাই মনে করছেন আবাহনীর কোচ সুজন। তিনি বলেন, এখন খেলার চেয়ে সুপার লিগে লিটন ফ্রেশ হয়ে ফিরুক। আবাহনীর হয়ে পারফর্ম করুক এবং জাতীয় দলে ওই ছন্দটা নিয়ে যাক এটাই আমাদের চাওয়া। হি উইল ডেফিনেটলি কাম ব্যাক।
০৭ এপ্রিল ২০২৪, ২০:২৮

ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে দুই দিন পিছিয়ে ১১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি রানার্সআপ শেখ জামাল মাঠে নামবে। বিদেশি ক্রিকেটার ছাড়া এবারের লিগ অনুষ্ঠিত হবে।  বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ঢাকা লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে।  ঢাকা লিগে অংশ নিচ্ছে ১২টি দল। গত আসরের শীর্ষ দশ দলের সঙ্গে এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটো দল অংশ নিচ্ছে।  ঢাকা লিগের ১২টি দল- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম রাউন্ডের সূচি: ১১ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, মিরপুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ফতুল্লা ১২ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, মিরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ দ্বিতীয় রাউন্ডের সূচি: ১৪ মার্চ, ২০২৪ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম আবাহনী লিমিটেড, ফতুল্লা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪ ১৫ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ফতুল্লা গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪ তৃতীয় রাউন্ডের সূচি: ১৭ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ফতুল্লা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ ১৮ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪  মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, ফতুল্লা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩  
০৭ মার্চ ২০২৪, ১৫:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়